বাংলা নিউজ > ময়দান > IND vs NZ 3rd ODI: ব্যর্থ কনওয়ের একক লড়াই, কিউয়িদের হোয়াইটওয়াশ করল ভারত
উচ্ছ্বসিত কোহলিরা। ছবি- এএফপি।

IND vs NZ 3rd ODI: ব্যর্থ কনওয়ের একক লড়াই, কিউয়িদের হোয়াইটওয়াশ করল ভারত

IND vs NZ 3rd ODI Live: রোহিত শর্মা ও শুভমন গিলের জোড়া শতরানে ভর করে নিউজিল্যান্ডের সামনে বিরাট টার্গেট ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া। ইন্দোরে ভারতের গড়া রানের পাহাড় টপকানো সম্ভব হয়নি কিউয়িদের পক্ষে।

হায়দরাবাদের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতকে লড়াই করে জিততে হলেও রায়পুরে টিম ইন্ডিয়ার একতরফা দাপট দেখা যায়। নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বিধ্বস্ত করে ভারত আগেই সিরিজ জয় নিশ্চিত করে। এই অবস্থায় ইন্দোরের তৃতীয় ম্যাচ জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল রোহিত শর্মাদের সামনে। তাছাড়া নিছক নিয়মরক্ষার লড়াই হওয়ায় ভারতের সামনে পরীক্ষি-নিরীক্ষারও সুযোগ চলে আসে। শেষমেশ তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করে টিম ইন্ডিয়া।

24 Jan 2023, 09:35:04 PM IST

সিরিজের সেরা গিল

তিন ম্যাচের সিরিজের শুভমন গিল ২টি সেঞ্চুরি-সহ ১৮০.০০ গড়ে ৩৬০ রান সংগ্রহ করেন। স্ট্রাইক-রেট ১২৮.৫৭। তিনি সিরিজে ৩৮টি চার ও ১৪টি ছক্কা মারেন। এমন অনবদ্য পারফর্ম্যান্সের সুবাদে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন গিল।

24 Jan 2023, 09:33:10 PM IST

ম্যাচের সেরা শার্দুল

ব্যাট হাতে ১৭ বলে ২৫ রানের কার্যকরী ইনিংস খেলেন শার্দুল ঠাকুর। পরে বল হাতে ৪৫ রানের বিনিময়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট নেন তিনি। রোহিত ও গিলকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শার্দুল।

24 Jan 2023, 09:04:25 PM IST

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত

হায়দরাবাদ ও রায়পুরের প্রথম ২টি ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল ভারত। এবার ইন্দোরের তৃতীয় ম্যাচ জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া।

24 Jan 2023, 09:01:43 PM IST

বিরাট জয় ভারতের

৪১.২ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন মিচেল স্যান্টনার। ভারতের ৯ উইকেটে ৩৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৯৫ রানে অল-আউট হয়ে যায়। ৯০ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ভারত। ভারতের হয়ে ৪৫ রানে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৬২ রানে ৩টি উইকেট দকল করেন কুলদীপ যাদব। ৪৩ রানে ২টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। এছাড়া ১টি করে উইকেট দখল করেন হার্দিক পান্ডিয়া ও উমরান মালিক।

24 Jan 2023, 08:50:47 PM IST

জেকব ডাফি আউট

৩৯.৪ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জেকব ডাফি। ২ বল খেলে খাতা খুলতে পারেননি ডাফি। নিউজিল্যান্ড ২৮০ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্লেয়ার টিকনার।

24 Jan 2023, 08:45:50 PM IST

ফার্গুসনকে ফেরালেন কুলদীপ

৩৮.৫ ওভারে কুলদীপ যাদবের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন লকি ফার্গুসন। ১২ বলে ৭ রান করেন তিনি। নিউজিল্যান্ড ২৭৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেকব ডাফি। 

24 Jan 2023, 08:35:58 PM IST

ব্রেসওয়েল আউট

৩৭তম ওভারের দ্বিতীয় বল করতে এসে ওয়াইড করেন কুলদীপ যাদব। তবে সেই বলেই মাইকেল ব্রেসওয়েলকে স্টাম্প আউট করেন ইশান কিষাণ। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন ব্রেসওয়েল। নিউজিল্যান্ড ২৬৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লকি ফার্গুসন।

24 Jan 2023, 08:27:31 PM IST

২৫০ টপকাল নিউজিল্যান্ড

৩৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২৫৫ রান। ২০ বলে ১৯ রান করেছেন মাইকেল ব্রেসওয়েল। ৯ বলে ৯ রান করেছেন মিচেল স্যান্টনার।

24 Jan 2023, 08:12:34 PM IST

কনওয়েকে ফেরালেন উমরান

বিরাট সাফল্য পেল ভারত। ৩১.৪ ওভারে উমরান মালিকের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ডেভন কনওয়ে। ১০০ বলে ১৩৮ রান করে মাঠ ছাড়েন কনওয়ে। তিনি ১২টি চার ও ৮টি ছক্কা মারেন। নিউজিল্যান্ড ২৩০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্যান্টনার।

24 Jan 2023, 08:02:06 PM IST

২০ ওভারে নিউজিল্যান্ডের দরকার ১৬৯ রান

৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২১৭ রান। জয়ের জন্য় শেষ ২০ ওভারে তাদের দরকার ১৬৯ রান। ডেভন কনওয়ে ১৩২ রানে ব্যাট করছেন। ৯৩ বলের ইনিংসে তিনি ১১টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। ৬ বলে ৩ রান করেছেন ব্রেসওয়েল।

24 Jan 2023, 07:50:38 PM IST

শার্দুলের তৃতীয় শিকার ফিলিপস

২৭.৪ ওভারে শার্দুল ঠাকুরের বলে বিরাট কোহলির হাতে পড়েন গ্লেন ফিলিপস। ৭ বলে ৫ রান করেন তিনি। নিউজিল্যান্ড ২০০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাইক্ল ব্রেসওয়েল। শার্দুল ৫ ওভারে ৪০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

24 Jan 2023, 07:38:37 PM IST

লাথামকে ফেরালেন শার্দুল

ডারিল মিচেলের উইকেট তোলার পরের বলেই শার্দুল সাজঘরে ফেরান টল লাথামকে। শার্দুলের নাকল বলে হার্দিকের হাতে ধরা পড়েন কিউয়ি দলনায়ক। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন লাথাম। নিউজিল্যান্ড ১৮৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস। যদিও হ্যাটট্রিক করা সম্ভব হয়নি ঠাকুরের পক্ষে।

24 Jan 2023, 07:37:14 PM IST

মিচেলকে ফেরালেন শার্দুল

২৫.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে ইশান কিষাণের দস্তানায় ধরা পড়েন ডারিল মিচেল। ৩১ বলে ২৪ রান করেন ডারিল। মারেন ২টি চার। নিউজিল্যান্ড ১৮৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টম লাথাম।

24 Jan 2023, 07:26:40 PM IST

শতরান কনওয়ের

২৪তম ওভারে যুজবেন্দ্র চাহালের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ডেভন কনওয়ে। ৭টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ২৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৮৪। কনওয়ে ১০৮ ও মিচেল ২৪ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ ২৫ ওভারে ২০২ রান দরকার নিউজিল্যান্ডের।

24 Jan 2023, 07:21:25 PM IST

১৫০ টপকাল নিউজিল্যান্ড

২২তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। কিউয়িদের সংগ্রহ ২ উইকেটে ১৫১ রান। ৬৫ বলে ৮০ রান করেছেন কনওয়ে। তিনি ৭টি চার ও ৪টি ছক্কা মেরেছেন।

24 Jan 2023, 07:17:56 PM IST

২০ ওভারের খেলা শেষ

২০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৩৬ রান। ডেভন কনওয়ে ৭২ রানে ব্যাট করছেন। ১৩ রান করেছেন ডারিল মিচেল।

24 Jan 2023, 06:57:18 PM IST

জীবনদান পেলেন কনওয়ে

১৫.৬ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ডেভন কনওয়েকে স্টাম্প করার সহজ সুযোগ হাতছাড়া করেন ইশান কিষাণ। কনওয়ে তখন ব্যক্তিগত ৫৮ রানে ব্যাট করছিলেন।

24 Jan 2023, 06:51:04 PM IST

নিকোলসকে ফেরালেন কুলদীপ

১৪.৫ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হেনরি নিকোলস। ৪০ বলে ৪২ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। নিউজিল্যান্ড ১০৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল।

24 Jan 2023, 06:47:20 PM IST

হাফ-সেঞ্চুরি কনওয়ের

১৩.৪ ওভারে ওয়াশিংটন সুন্দরকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভন কনওয়ে। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান ডেভন। ১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড।

24 Jan 2023, 06:43:30 PM IST

জমাট জুটি কনওয়ে-নিকোলসের

১৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৯০ রান। ৩৮ বলে ৪৩ রান করেছেন ডেভন কনওয়ে। ৩৮ বলে ৪১ রান করেছেন হেনরি নিকোলস।

24 Jan 2023, 06:18:47 PM IST

৫০ টপকাল নিউজিল্যান্ড

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫৬ রান। ২৬ বলে ২৮ রান করেন হেনরি নিকোলস। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ২০ বলে ২৩ রান করেছেন ডেভন কনওয়ে। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

24 Jan 2023, 06:07:45 PM IST

সতর্ক শুরু নউজিল্যান্ডের

৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ২২ রান। প্রায় চারশো রান তাড়া করতে নামলে যে রকম আগ্রাসী শুরু করা উচিত, তেমন ডাকাবুকো হওয়ার সাহস পাননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। শুরুতেই উইকেট হারানোয় সতর্ক দেখাচ্ছে কিউয়িদের। ১২ বলে ১১ রান করেছেন ডেভন কনওয়ে। ১৮ বলে ৮ রান করেছেন হেনরি নিকোলস।

24 Jan 2023, 05:49:47 PM IST

ইনিংসের দ্বিতীয় বলেই ফিনকে ফেরালেন হার্দিক 

প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে বোল্ড করেন হার্দিক পান্ডিয়া। খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অ্যালেন। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে নিউজিল্যান্ড। ব্যাট করতে নামেন হেনরি নিকোলস। প্রথম ওভারে ৫ রান ওঠে। ১টি উইকেট পড়ে।

24 Jan 2023, 05:47:04 PM IST

রান তাড়া শুরু নিউজিল্যান্ডের

ফিন অ্যালেনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। বোলিং শুরু করেন হার্দিক পান্ডিয়া। শামি-সিরাজ নেই বলেই নতুন বলে দৌড় শুরু করেন পান্ডিয়া।

24 Jan 2023, 05:08:28 PM IST

নিউজিল্যান্ডকে বিরাট টার্গেট দিল ভারত

ইনিংসের শেষ বলে রান-আউট হয়ে মাঠ ছাড়েন কুলদীপ যাদব। ৩ বলে ৩ রান করেন তিনি। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৮৫ রান তোলে। সুতরাং, জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৩৮৬ রান। উমরান মালিক ২ রানে নট-আউট থাকেন। ব্লেয়ার টিকনার ৭৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ১০০ রানে ৩ উইকেট নিয়েছেন জেকব ডাফি। ৫১ রানে ১টি উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল।

24 Jan 2023, 05:02:05 PM IST

হাফ-সেঞ্চুরি করে আউট হার্দিকের

২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া। শেষে ৪৮.৪ ওভারে ডাফির বলে কনওয়ের হাতে ধরা পড়েন তিনি। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন পান্ডিয়া। ভারত ৩৭৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমরান মালিক। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ৩৮২ রান।

24 Jan 2023, 04:58:51 PM IST

শার্দুল ঠাকুর আউট

৪৭.৬ ওভারে ব্লেয়ার টিকনারের বলে লাথামের দস্তানায় ধরা পড়েন শার্দুল ঠাকুর। ১৭ বলে ২৫ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত ৩৬৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব। হার্দিক ৪২ রানে ব্যাট করছেন।

24 Jan 2023, 04:55:36 PM IST

৩৫০ টপকাল ভারত

৪৭তম ওভারে দলগত ৩৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ৩৫২ রান। হার্দিক পান্ডিয়া ৩১ বলে ৩৪ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। ১৪ বলে ১৮ রান করেছেন শার্দুল ঠাকুর। মেরেছেন ৩টি চার।

24 Jan 2023, 04:46:18 PM IST

৫ ওভারের খেলা বাকি

৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩২৫ রান। ২৪ বলে ১৮ রান করেছেন হার্দিক পান্ডিয়া। মেরেছেন ১টি চার। ৯ বলে ৮ রান করেছেন শার্দুল ঠাকুর। তিনিও ১টি চার মেরেছেন।

24 Jan 2023, 04:36:53 PM IST

ওয়াশিংটন সুন্দর আউট

৪২.২ ওভারে ব্লেয়ার টিকনারের বলে ডারিল মিচেলের হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। ১৪ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৩১৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর।

24 Jan 2023, 04:27:21 PM IST

৩০০ টপকাল ভারত

৪১তম ওভারে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩০৯ রান। হার্দিক ১১ ও সুন্দর ৮ রানে ব্যাট করছেন।

24 Jan 2023, 04:19:36 PM IST

সূর্যকুমার যাদব আউট

৩৮.৪ ওভারে জেকব ডাফির বলে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ৯ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি ছক্কা। ভারত ২৯৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর।

24 Jan 2023, 04:09:53 PM IST

বিরাট কোহলি আউট

৩৬.২ ওভারে জেকব ডাফির বলে ফিন অ্যালেনের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ২৭ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত ২৮৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৯১ রান।

24 Jan 2023, 04:00:35 PM IST

রান-আউট ইশান

৩৪.৩ ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ইশান কিষাণ। ২৪ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ভারত ২৬৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭৩ রান। কোহলি ৩৩ রানে ব্যাট করছেন।

24 Jan 2023, 03:47:52 PM IST

২৫০ টপকাল ভারত

৩২তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৩২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ২৫১ রান। কোহলি ১৪ বলে ২৩ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা।

24 Jan 2023, 03:32:28 PM IST

সাজঘরে ফিরলেন গিল

২৭.৬ ওভারে টিকনারের বলে কনওয়ের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৭৮ বলে ১১২ রান করেন তিনি। মারেন ১৩টি চার ও ৫টি ছক্কা। ভারত ২৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ।

24 Jan 2023, 03:25:29 PM IST

রোহিত শর্মা আউট

২৬.১ ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ৮৫ বলে ১০১ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। তিনি ৯টি চার ও ৬টি ছক্কা মারেন। ভারত ২১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিনি মাঠে এসে নিজের দ্বিতীয় বলেই ছক্কা মারেন। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২২২ রান। গিল ১০৫ রানে ব্যাট করছেন।

24 Jan 2023, 03:22:19 PM IST

গিলের শতরান

১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ২৫.৬ ওভারে ব্লেয়ার টিকনারকে চার মেরে তিন অঙ্কের রানে পৌঁছে যান শুভমন।

24 Jan 2023, 03:20:11 PM IST

শতরান রোহিতের

৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। ২৫.৩ ওভারে টিকনারের বলে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন হিটম্যান।

24 Jan 2023, 03:16:49 PM IST

২০০ টপকাল ভারত

২৫তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। অর্ধেক ইনিংস শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২০৫ রান। রোহিত ৮০ বলে ৯৯ রান করেছেন। গিল ৭০ বলে ৯৮ রান করেছেন।

24 Jan 2023, 03:04:18 PM IST

শতরানের দোড়গোড়ায় দুই ভারতীয় ওপেনার

২২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৮০ রান। গিল ৬২ বলে ৮০ রান করেছেন। মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা। রোহিত ৭০ বলে ৯২ রান করেছেন। মেরেছেন ৯টি চার ও ৬টি ছক্কা।

24 Jan 2023, 02:50:50 PM IST

১৫০ টপকাল ভারত

১৮তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১৫১ রান। ৫৯ বলে ৭৮ রান করেছেন রোহিত। তিনি ৮টি চার ও ৫টি ছক্কা মারেন। গিল ৪৯ বলে ৬৯ রান করেছেন। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।

24 Jan 2023, 02:33:42 PM IST

ব্যাট হাতে রোহিতের তাণ্ডব

১৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২৮ রান। ১৫তম ওভারে ডারিল মিচেলের বলে ৩টি চার মারেন হিটম্যান। তিনি ৭১ রানে ব্যাট করছেন। গিল অপরাজিত রয়েছেন ৫৫ রানে।

24 Jan 2023, 02:27:42 PM IST

ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি রোহিতের

১৩.১ ওভারে স্যান্টনারের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করেন হিটম্যান। ওভারের তৃতীয় বলে রোহিত আরও ১টি ছয় মারেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১৪ রান। রোহিত ৫৮ ও গিল ৫৪ রানে ব্যাট করছেন।

24 Jan 2023, 02:24:41 PM IST

১০০ টপকাল ভারত

১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০১ রান। গিল ৫৪ ও রোহিত ৪৫ রানে ব্যাট করছে।

24 Jan 2023, 02:20:55 PM IST

হাফ-সেঞ্চুরি গিলের

৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯৭ রান। গিল ৫২ ও রোহিত ৪৩ রানে ব্যাট করছেন।

24 Jan 2023, 02:17:13 PM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮২ রান। ৩১ বলে ৩৯ রান করেছেন রোহিত। দশম ওভারে ডাফির বলে ১টি চার ও ২টি ছক্কা মারেন রোহিত। গিল ব্যাট করছেন ৪১ রানে।

24 Jan 2023, 02:15:09 PM IST

৫০ টপকাল ভারত

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। পঞ্চম ওভারে ডাফির বলে ১টি ছক্কা মারেন রোহিত। ১টি ছক্কা হাঁকান গিল। সপ্তম ওভারে টিকনারের বলে ১টি চার মারেন রোহিত। ১টি চার মারেন গিল। অষ্টম ওভারে ফার্গুসনের বলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন গিল। ৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৪ রান। গিল ২৪ বলে ৪১ রান করেছেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। রোহিত ২৪ বলে ২১ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। 

24 Jan 2023, 01:42:03 PM IST

আগ্রাসী শুরু ভারতের

দ্বিতীয় ওভারে লকি ফার্গুসনের তৃতীয় বলে চার মারেন শুভমন গিল। তৃতীয় ওভারে ডাফির প্রথম ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন রোহিত শর্মা। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান। রোহিত ১২ বলে ১০ রান করেছেন। ৬ বলে চার রান করেছেন গিল।

24 Jan 2023, 01:40:19 PM IST

গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত

শুভমন গলিকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন জেকব ডাফি। শুরুতেই ওয়াইডে এক রান পায় ভারত। শেষ বলে ২ রান নিয়ে খাতা খোলেন রোহিত।

24 Jan 2023, 01:29:33 PM IST

হোলকারের ইতিহাস কথা বলছে ভারতের হয়ে

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত মোট ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ৫টি ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। সুতরাং, এই মাঠে ভারতের সাফল্য একশো শতাংশ। এই মাঠে ভারত কখনও ওয়ান ডে ম্যাচ হারেনি।

24 Jan 2023, 01:27:34 PM IST

ছোট বাউন্ডারি, বড় রানের সম্ভাবনা

হোলকার মাঠের বাউন্ডারি ছোট। লংয়ে বাউন্ডারির দৈর্ঘ সব থেকে বেশি ৬৯ মিটার। একদিকের থার্ডম্যান ও ফাইন লেগ বাউন্ডারির দৈর্ঘ ৫৪ মিটার। সুতরাং, ম্যাচে প্রচুর রান ওঠার সম্ভাবনা রয়েছে।

24 Jan 2023, 01:12:24 PM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ডারিল মিচেল, টম লাথাম (ক্যাপ্টেন ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, জেকব ডাফি, লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।

24 Jan 2023, 01:11:58 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, ইশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।

24 Jan 2023, 01:06:22 PM IST

প্রথম একাদশে একজোড়া বদল ভারতের

ভারত সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে প্রথম একাদশে একজোড়া রদবদল করে। দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামিকে বিশ্রাম দেন রোহিতরা। পরিবর্তে দলে ঢোকেন উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল। সুতরাং, বাড়তি ,স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড তাদের প্রথম একাদশে একটি বদল করে। হেনরি শিপলির বদলে দলে ঢোকেন জেকব ডাফি।

24 Jan 2023, 01:01:27 PM IST

টস জিতল নিউজিল্যান্ড

সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল নিউজিল্যান্ড। টস জিতে কিউয়ি দলনায়ক টম লাথাম শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, ইন্দোরে রান তাড়া করতে নিউজিল্যান্ড।

24 Jan 2023, 12:38:21 PM IST

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার হাতছানি

হায়দরাবাদ ও রায়পুরের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচ জিতে ভারত এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে। ইন্দোরে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে রোহিতদের সামনে।

24 Jan 2023, 12:38:21 PM IST

সিরিজের দ্বিতীয় ম্যাচের ফলাফল

রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত করে ভারত। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৩৪.৩ ওভারে ১০৮ রানে অল-আউট হয়ে যায়। ৩৬ রান করেন গ্লেন ফিলিপস। ১৮ রানে ৩টি উইকেট নেন মহম্মদ শামি। পালটা ব্যাট করতে নেমে ভারত ২০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়। রোহিত শর্মা ৫১ ও শুভমন গিল অপরাজিত ৪০ রান করেন। ম্যাচের সেরা হন শামি।

24 Jan 2023, 12:38:21 PM IST

সিরিজের প্রথম ম্যাচের ফলাফল

হায়দরাবাদের উপ্পলে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানের সংক্ষিপ্ত ব্যধানে হারিয়ে দেয় ভারত। শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেটের বিনিময়ে ৩৪৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। শুভমন গিল ১৯টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১৪৯ বলে ২০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৯.২ ওভারে ৩৩৭ রানে অল-আউট হয়ে যায়। মাইকেল ব্রেসওয়েল ১২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ১৪০ রান করে আউট হন। মহম্মদ সিরাজ ৪৬ রানে ৪টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন গিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.