বাংলা নিউজ > ময়দান > IND vs NZ 3rd T20I: ব্যাটে-বলে কিউয়িদের দুরমুশ করে টি-২০ সিরিজের দখল নিল ভারত
ট্রফি নিয়ে ভারতীয় দল। ছবি- টুইটার।

IND vs NZ 3rd T20I: ব্যাটে-বলে কিউয়িদের দুরমুশ করে টি-২০ সিরিজের দখল নিল ভারত

India vs New Zealand 3rd T20I Live Score: শুভমন গিলের ঝোড়ো সেঞ্চুরির সুবাদে নিউজিল্যান্ডের সামনে বিরাট টার্গেট ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া। পরে পান্ডিয়াদের দুরন্ত বোলিংয়ে কিউয়িদের সস্তায় গুটিয়ে দেয় ভারত।

রাঁচির প্রথম টি-২০ ম্যাচে হারের ধাক্কা সামলে ভারত লখনউয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় তুলে নেয়। সেই সুবাদে ৩ ম্য়াচের টি-২০ সিরিজে ১-১ সমতা ফেরায় টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই আমদাবাদের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচটি সিরিজ নির্ণায়ক ফাইনালের রূপ নেয়। বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-২০ জিতে শেষ হাসি হাসে ভারত।

01 Feb 2023, 10:43:51 PM IST

সিরিজের সেরা হার্দিক

তিন ম্যাচের সিরিজে ৬৬ রান ও ৫টি উইকেট সংগ্রহ করেন হার্দিক পান্ডিয়া। সেই সঙ্গে দুর্দান্ত ক্যাপ্টেন্সিও করেন তিনি। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে ভারত অধিনায়কের হাতে।

01 Feb 2023, 10:42:23 PM IST

ম্যাচের সেরা গিল

১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শুভমন গিল।

01 Feb 2023, 10:40:59 PM IST

সিরিজ জিতল ভারত

রাঁচির প্রথম টি-২০ ম্যাচে হারতে হয় ভারতকে। লখনউয়ের দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সময় ফেরায় ভারত। এবার আমদাবাদের তৃতীয় ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্য়বধানে টি-২০ সিরিজ জেতে টিম ইন্ডিয়া।

01 Feb 2023, 10:31:06 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।
অর্শদীপ সিং ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
উমরান মালিক ২.১ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
শিবম মাভি ২ ওভারে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

01 Feb 2023, 10:11:49 PM IST

বিরাট জয় ভারতের

১২.১ ওভারে উমরান মালিকের বলে শিবম মাভির হাতে ধরা পড়েন ডারিল মিচেল। ২৫ বলে ৩৫ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। ভারতের ৪ উইকেটে ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৬৬ রানে অল-আউট হয়ে যায়। ভারত ১৬৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। দু'টি পূর্ণ সদস্য দেশের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এটিই সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড।

01 Feb 2023, 10:09:34 PM IST

টিকনারকে ফেরালেন পান্ডিয়া

১১.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ইশান কিষাণের দস্তানায় ধরা পড়েন ব্লেয়ার টিকনার। ৫ বলে ১ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৬৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন লিস্টার।

01 Feb 2023, 09:55:19 PM IST

পান্ডিয়ার তৃতীয় শিকার ফার্গুসন

৯.৪ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে উমরান মালিকের হাতে ধরা পড়েন লকি ফার্গুসন। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। নিউজিল্যান্ড ৫৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্লেয়ার টিকনার।

01 Feb 2023, 09:49:54 PM IST

সোধিকে ফেরালেন মাভি

একই ওভারে স্যান্টনার ও সোধির উইকেট তুলে নিলেন মাভি। ৮.৫ ওভারে মাভির বলে ত্রিপাঠীর হাতে ধরা দেন সোধি। ২ বল খেলে শূন্য রানে আউট হন সোধি। নিউজিল্যান্ড ৫৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লকি ফার্গুসন। 

01 Feb 2023, 09:48:29 PM IST

স্যান্টনারকে ফেরালেন মাভি

৮.৩ ওভারে শিবম মাভির বলে বাউন্ডারি লাইনে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন মিচেল স্যান্টনার। ১৩ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার। নিউজিল্যান্ড ৫৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশ সোধি।

01 Feb 2023, 09:32:11 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে। ৯ বলে ১৩ রান করেছেন ডারিল মিচেল। ৪ বলে ১ রান করেছেন স্যান্টনার। অর্শদীপ ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

01 Feb 2023, 09:24:15 PM IST

ব্রেসওয়েলকে ফেরালেন উমরান

৪.৩ ওভারে উমরান মালিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মাইকেল ব্রেসওয়েল। ৮ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। নিউজিল্যান্ড ২১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্যান্টনার।

01 Feb 2023, 09:13:55 PM IST

হার্দিকের দ্বিতীয় শিকার ফিলিপস

২.৪ ওভারে হার্দিকের বলে স্লিপে সূর্যকুমারের হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস। ৭ বলে ২ রান করেন গ্লেন। নিউজিল্যান্ড ৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্রেসওয়েল। তিনি ওভারের শেষ বলে ছক্কা মারেন। ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৩ রান। 

01 Feb 2023, 09:09:32 PM IST

চাপম্যান আউট

নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। ১.৬ ওভারে অর্শদীপের বলে ইশানের দস্তানায় ধরা পড়েন মার্ক চাপম্যান। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি মার্ক। নিউজিল্যান্ড ৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল। অর্শদীপ ১ ওভারে ১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

01 Feb 2023, 09:03:19 PM IST

কনওয়েকে ফেরালেন অর্শদীপ

দ্বিতীয় ওভারের প্রথম বলেই কনওয়ের উইকেট তুলে নেন অর্শদীপ সিং। ২ বলে ১ রান করে পান্ডিয়ার হাতে ধরা পড়েন কনওয়ে। নিউজিল্যান্ড ৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস।

01 Feb 2023, 08:59:02 PM IST

অ্যালেনকে ফেরালেন হার্দিক

প্রথম ওভারেই ফিন অ্যালেনের উইকেট তুলে নিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারের পঞ্চম বলে স্লিপে অ্যালেনের দুর্দান্ত ক্যাচ ধরেন সূর্যকুমার। ৪ বলে ৩ রান করেন ফিন। নিউজিল্যান্ড ৪ রানে ১ উইকেট হারায়। কনওয়ের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন মার্ক চাপম্যান।

01 Feb 2023, 08:41:02 PM IST

নিউজিল্যান্ডকে বিরাট টার্গেট গিল ভারত

নির্ধারিত ২০ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে ২৩৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সুতরাং, জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২৩৫ রান। শুভমন গিল ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ৭টি ছক্কা মারেন। দীপক হুডা ২ বলে ২ রান করে নট-আউট থাকেন।

01 Feb 2023, 08:34:53 PM IST

সাজঘরে ফিরলেন হার্দিক

১৯তম ওভারে লিস্টারের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন গিল। ১৯.১ ওভারে ডারিল মিচেলের বলে ব্রেসওয়েলের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ১৭ বলে ৩০ রান করেন হার্দিক। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ভারত ২২৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা।

01 Feb 2023, 08:25:13 PM IST

ধ্বংসাত্মক শতরান গিলের

১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ১৮তম ওভারের প্রথম বলে ফার্গুসনকে চার মেরে তিন অঙ্কের রানে পৌঁছে যান শুভমন। ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন গিল। পঞ্চম বলে ছয় মারেন হার্দিক। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২১১ রান। গিল ৫৬ বলে ১০৮ রান করেছেন। হার্দিক ১৪ বলে ২৮ রান করেছেন।

01 Feb 2023, 08:23:47 PM IST

সেঞ্চুরির দোরগোড়ায় গিল

১৭তম ওভারে টিকনারের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন গিল। ১টি চার মারেন হার্দিক। ওভারে মোট ২৩ রান ওঠে। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৯৩ রান। গিল ৯৭ ও হার্দিক ২১ রানে ব্যাট করছেন।

01 Feb 2023, 08:17:06 PM IST

লিস্টারকে জোড়া ছক্কা গিলের

১৬তম ওভারে বেন লিস্টারকে পরপর ২টি ছক্কা মারেন শুভমন গিল। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৭০ রান। গিল ৮০ ও হার্দিক ১৭ রানে ব্যাট করছেন।

01 Feb 2023, 08:12:36 PM IST

১৫০ টপকাল ভারত

১৪তম ওভারে লকি ফার্গুসনকে ১টি ছক্কা মারেন গিল। ১টি চার মারেন হার্দিক। ১৫তম ওভারে স্যান্টনারকে ১টি করে চার মারেন দুই ব্যাটসম্যান। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫৬ রান। গিল ৪৪ বলে ৬৭ রান করেছেন। ৮ বলে ১৬ রান করেছেন হার্দিক। 

01 Feb 2023, 08:02:07 PM IST

সাজঘরে ফিরলেন সূর্যকুমার

১২.২ ওভারে টিকনারের বলে ছক্কা মারেন সূর্যকুমার। ১২.৩ ওভারে টিকনারের বলে ব্রেসওয়েলের হাতে ধরা পড়েন তিনি। অনবদ্য ক্যাচ ধরেন ব্রেসওয়েল। ১৩ বলে ২৪ রান করেন সূর্যকুমার। মারেন ১টি চার ও ২টি ছক্কা। ভারত ১২৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৩১ রান। গিল ৫৩ ও হার্দিক ৫ রানে ব্যাট করছেন।

01 Feb 2023, 07:56:10 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি গিলের

৭টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি তাঁর প্রথম অর্ধশতরান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১১৮ রান। গিল ৫১ ও যাদব ১৮ রানে ব্যাট করছেন।

01 Feb 2023, 07:53:59 PM IST

ছক্কা হাঁকানো শুরু সূর্যকুমারের

১১তম ওভারে সোধির চতুর্থ বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। ১১ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১১২ রান। গিল ৪৭ ও সূর্যকুমার ১৬ রানে ব্যাট করছেন।

01 Feb 2023, 07:47:44 PM IST

১০০ টপকাল ভারত

দশম ওভারে স্যান্টনারের চতুর্থ বলে চার মারেন গিল। ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ১০২ রান। গিল ৩০ বলে ৪৬ রান করেছেন। ৫ বলে ৭ রান করেছেন সূর্যকুমার।

01 Feb 2023, 07:41:39 PM IST

ঝোড়ো ইনিংস খেলে আউট ত্রিপাঠী

৮.১ ওভারে সোধিকে ছক্কা মারেন রাহুল ত্রিপাঠী। ৮.২ ওভরে বাউন্ডারি লাইনে ফার্গুসনের হাতে ধরা পড়েন তিনি। ২২ বলে ৪৪ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। ভারত ৮৭ রান ২টি উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯৪ রান। গিল ৪০ ও যাদব ৬ রানে ব্যাট করছেন।

01 Feb 2023, 07:39:00 PM IST

স্যান্টনারকে আক্রমণ ত্রিপাঠীর

সপ্তম ওভারে সোধির বলে ১টি চার মারেন রাহুল ত্রিপাঠী। অষ্টম ওভারে স্যান্টনারের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮১ রান। ত্রিপাঠী ৩৮ ও গিল ৩৯ রানে ব্যাট করছেন।

01 Feb 2023, 07:31:12 PM IST

পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল ভারত

ষষ্ঠ ওভারে ফার্গুসনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ত্রিপাঠী। শেষ বলে গিলের ক্যাচ ছাড়েন টিকনার। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৮ রান। ১৩ বলে ২০ রান করেছেন ত্রিপাঠী। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২০ বলে ৩৪ রান করেছেন গিল। তিনি ৬টি চার মেরেছেন।

01 Feb 2023, 07:24:59 PM IST

টিকনারকে ৩টি বাউন্ডারি গিলের

চতুর্থ ওভারে মাত্র ৫ রান খরচ করেন বেন লিস্টার। পঞ্চম ওভারে ব্লেয়ার টিকনারকে ৩টি চার মারেন গিল। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৪ রান। গিল ১৭ বলে ৩২ রান করেছেন। মেরেছেন ৬টি চার। ১০ বলে ৯ রান করেছেন ত্রিপাঠী। মেরেছেন ১টি চার।

01 Feb 2023, 07:19:20 PM IST

ফার্গুসনকে আক্রমণ গিল-ত্রিপাঠীর

তৃতীয় ওভারে লকি ফার্গুসনের দ্বিতীয় বলে চার মারেন রাহুল ত্রিপাঠী। চতুর্থ বলে চার মারেন শুভমন গিল। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৫ রান। গিল ১৫ ও ত্রিপাঠী ৭ রান করেছেন।

01 Feb 2023, 07:08:42 PM IST

ইশানকে ফেরালেন ব্রেসওয়েল

দ্বিতীয় ওভারে বল করতে এসে ইশান কিষাণের উইকেট তুলে নেন মাইকেল ব্রেসওয়েল। ১.২ ওভারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ইশান। ৩ বলে ১ রান করেন তিনি। ভারত দলগত ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল ত্রিপাঠী। ওভারের শেষ বলে চার মারেন গিল। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৪ রান। গিল ১১ রানে ব্যাট করছেন।

01 Feb 2023, 07:02:09 PM IST

গিলকে নিয়ে ওপেনে ইশান

ম্যাচ শুরু। শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ইশান কিষাণ। বোলিং শুরু করেন বেন লিস্টার। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ইশান। পঞ্চম বলে চার মারেন শুভমন গিল। প্রথম ওভারে ৬ রান ওঠে।

01 Feb 2023, 06:55:13 PM IST

শেফালিদের সম্মানিত করল  বিসিসিআই

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতের মহিলা ক্রিকেট দলকে সংবর্ধিত করল বিসিসিআই। শেফালির হাতে দলের জন্য ঘোষিত পুরস্কারের ৫কোটি টাকার চেক তুলে দেওয়া হয়।

01 Feb 2023, 06:43:36 PM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

ডেভন কনওয়ে (উইকেটকিপার), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, বেন লিস্টার, ব্লেয়ার টিকনার, ইশ সোধি ও লকি ফার্গুসন।

01 Feb 2023, 06:40:55 PM IST

ভারতের প্রথম একাদশ

হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শিবম মাভি, উমরান মালিক ও অর্শদীপ সিং।

01 Feb 2023, 06:36:32 PM IST

বাদ পড়লেন চাহাল

পিচে পেসাররা সাহায্য পেতে পারেন বলে মনে হওয়ায় ভারত তৃতীয় টি-২০ ম্যাচে যুজবেন্দ্র চাহালকে বাদ দেয়। তাঁর পরিবর্তে দলে ঢোকেন উমরান মালিক। চাহাল গত ম্য়াচে ২ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ৪ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। এমন পারফর্ম্যান্সের পরেও প্রথম একাদশে জায়গা ধরে রাখতে পারলেন না যুজি। এই ম্যাচেও শিকে ছিঁড়ল না পৃথ্বী শ-র ভাগ্যে।

01 Feb 2023, 06:34:08 PM IST

টস জিতল ভারত

সিরিজ নির্ণায়ক তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে নিউজিল্যান্ড।

01 Feb 2023, 06:26:43 PM IST

আমদাবাদের পিচে রান ওঠার সম্ভাবনা

সিরিজের প্রথম ২টি ম্যাচে স্পিনারদের রমরমা দেখা গিয়েছে। তবে আমদাবাদে তেমনটা হওয়ার সম্ভাবনা কম। পিচ রিপোর্টে এমনটাই জানান সঞ্জয় মঞ্জরেকর। পিচে হালকা ঘাস রয়েছে। ব্যাটসম্যানদের রান তুলতে অসুবিধা হবে না বলেই মত মঞ্জরেকরের।

01 Feb 2023, 05:58:55 PM IST

সিরিজের দ্বিতীয় ম্যাচের ফলাফল

লখনউয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে ভারত। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৮ উইকেটে মাত্র ৯৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেটে ১০১ রান তুলে ম্যাচ জিতে যায়।

01 Feb 2023, 05:58:56 PM IST

সিরিজের প্রথম ম্যাচের ফলাফল

রাঁচিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেটে ১৫৫ রানে আটকে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.