রাঁচির প্রথম টি-২০ ম্যাচে হারের ধাক্কা সামলে ভারত লখনউয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় তুলে নেয়। সেই সুবাদে ৩ ম্য়াচের টি-২০ সিরিজে ১-১ সমতা ফেরায় টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই আমদাবাদের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচটি সিরিজ নির্ণায়ক ফাইনালের রূপ নেয়। বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-২০ জিতে শেষ হাসি হাসে ভারত।
সিরিজের সেরা হার্দিক
তিন ম্যাচের সিরিজে ৬৬ রান ও ৫টি উইকেট সংগ্রহ করেন হার্দিক পান্ডিয়া। সেই সঙ্গে দুর্দান্ত ক্যাপ্টেন্সিও করেন তিনি। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে ভারত অধিনায়কের হাতে।
ম্যাচের সেরা গিল
১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শুভমন গিল।
সিরিজ জিতল ভারত
রাঁচির প্রথম টি-২০ ম্যাচে হারতে হয় ভারতকে। লখনউয়ের দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সময় ফেরায় ভারত। এবার আমদাবাদের তৃতীয় ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্য়বধানে টি-২০ সিরিজ জেতে টিম ইন্ডিয়া।
ভারতের বোলিং পারফর্ম্যান্স
হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।
অর্শদীপ সিং ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
উমরান মালিক ২.১ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
শিবম মাভি ২ ওভারে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
বিরাট জয় ভারতের
১২.১ ওভারে উমরান মালিকের বলে শিবম মাভির হাতে ধরা পড়েন ডারিল মিচেল। ২৫ বলে ৩৫ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। ভারতের ৪ উইকেটে ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৬৬ রানে অল-আউট হয়ে যায়। ভারত ১৬৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। দু'টি পূর্ণ সদস্য দেশের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এটিই সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড।
টিকনারকে ফেরালেন পান্ডিয়া
১১.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ইশান কিষাণের দস্তানায় ধরা পড়েন ব্লেয়ার টিকনার। ৫ বলে ১ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৬৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন লিস্টার।
পান্ডিয়ার তৃতীয় শিকার ফার্গুসন
৯.৪ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে উমরান মালিকের হাতে ধরা পড়েন লকি ফার্গুসন। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। নিউজিল্যান্ড ৫৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্লেয়ার টিকনার।
সোধিকে ফেরালেন মাভি
একই ওভারে স্যান্টনার ও সোধির উইকেট তুলে নিলেন মাভি। ৮.৫ ওভারে মাভির বলে ত্রিপাঠীর হাতে ধরা দেন সোধি। ২ বল খেলে শূন্য রানে আউট হন সোধি। নিউজিল্যান্ড ৫৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লকি ফার্গুসন।
স্যান্টনারকে ফেরালেন মাভি
৮.৩ ওভারে শিবম মাভির বলে বাউন্ডারি লাইনে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন মিচেল স্যান্টনার। ১৩ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার। নিউজিল্যান্ড ৫৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশ সোধি।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে। ৯ বলে ১৩ রান করেছেন ডারিল মিচেল। ৪ বলে ১ রান করেছেন স্যান্টনার। অর্শদীপ ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
ব্রেসওয়েলকে ফেরালেন উমরান
৪.৩ ওভারে উমরান মালিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মাইকেল ব্রেসওয়েল। ৮ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। নিউজিল্যান্ড ২১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্যান্টনার।
হার্দিকের দ্বিতীয় শিকার ফিলিপস
২.৪ ওভারে হার্দিকের বলে স্লিপে সূর্যকুমারের হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস। ৭ বলে ২ রান করেন গ্লেন। নিউজিল্যান্ড ৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্রেসওয়েল। তিনি ওভারের শেষ বলে ছক্কা মারেন। ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৩ রান।
চাপম্যান আউট
নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। ১.৬ ওভারে অর্শদীপের বলে ইশানের দস্তানায় ধরা পড়েন মার্ক চাপম্যান। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি মার্ক। নিউজিল্যান্ড ৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল। অর্শদীপ ১ ওভারে ১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
কনওয়েকে ফেরালেন অর্শদীপ
দ্বিতীয় ওভারের প্রথম বলেই কনওয়ের উইকেট তুলে নেন অর্শদীপ সিং। ২ বলে ১ রান করে পান্ডিয়ার হাতে ধরা পড়েন কনওয়ে। নিউজিল্যান্ড ৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস।
অ্যালেনকে ফেরালেন হার্দিক
প্রথম ওভারেই ফিন অ্যালেনের উইকেট তুলে নিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারের পঞ্চম বলে স্লিপে অ্যালেনের দুর্দান্ত ক্যাচ ধরেন সূর্যকুমার। ৪ বলে ৩ রান করেন ফিন। নিউজিল্যান্ড ৪ রানে ১ উইকেট হারায়। কনওয়ের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন মার্ক চাপম্যান।
নিউজিল্যান্ডকে বিরাট টার্গেট গিল ভারত
নির্ধারিত ২০ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে ২৩৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সুতরাং, জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২৩৫ রান। শুভমন গিল ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ৭টি ছক্কা মারেন। দীপক হুডা ২ বলে ২ রান করে নট-আউট থাকেন।
সাজঘরে ফিরলেন হার্দিক
১৯তম ওভারে লিস্টারের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন গিল। ১৯.১ ওভারে ডারিল মিচেলের বলে ব্রেসওয়েলের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ১৭ বলে ৩০ রান করেন হার্দিক। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ভারত ২২৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা।
ধ্বংসাত্মক শতরান গিলের
১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ১৮তম ওভারের প্রথম বলে ফার্গুসনকে চার মেরে তিন অঙ্কের রানে পৌঁছে যান শুভমন। ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন গিল। পঞ্চম বলে ছয় মারেন হার্দিক। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২১১ রান। গিল ৫৬ বলে ১০৮ রান করেছেন। হার্দিক ১৪ বলে ২৮ রান করেছেন।
সেঞ্চুরির দোরগোড়ায় গিল
১৭তম ওভারে টিকনারের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন গিল। ১টি চার মারেন হার্দিক। ওভারে মোট ২৩ রান ওঠে। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৯৩ রান। গিল ৯৭ ও হার্দিক ২১ রানে ব্যাট করছেন।
লিস্টারকে জোড়া ছক্কা গিলের
১৬তম ওভারে বেন লিস্টারকে পরপর ২টি ছক্কা মারেন শুভমন গিল। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৭০ রান। গিল ৮০ ও হার্দিক ১৭ রানে ব্যাট করছেন।
১৫০ টপকাল ভারত
১৪তম ওভারে লকি ফার্গুসনকে ১টি ছক্কা মারেন গিল। ১টি চার মারেন হার্দিক। ১৫তম ওভারে স্যান্টনারকে ১টি করে চার মারেন দুই ব্যাটসম্যান। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫৬ রান। গিল ৪৪ বলে ৬৭ রান করেছেন। ৮ বলে ১৬ রান করেছেন হার্দিক।
সাজঘরে ফিরলেন সূর্যকুমার
১২.২ ওভারে টিকনারের বলে ছক্কা মারেন সূর্যকুমার। ১২.৩ ওভারে টিকনারের বলে ব্রেসওয়েলের হাতে ধরা পড়েন তিনি। অনবদ্য ক্যাচ ধরেন ব্রেসওয়েল। ১৩ বলে ২৪ রান করেন সূর্যকুমার। মারেন ১টি চার ও ২টি ছক্কা। ভারত ১২৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৩১ রান। গিল ৫৩ ও হার্দিক ৫ রানে ব্যাট করছেন।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি গিলের
৭টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি তাঁর প্রথম অর্ধশতরান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১১৮ রান। গিল ৫১ ও যাদব ১৮ রানে ব্যাট করছেন।
ছক্কা হাঁকানো শুরু সূর্যকুমারের
১১তম ওভারে সোধির চতুর্থ বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। ১১ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১১২ রান। গিল ৪৭ ও সূর্যকুমার ১৬ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল ভারত
দশম ওভারে স্যান্টনারের চতুর্থ বলে চার মারেন গিল। ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ১০২ রান। গিল ৩০ বলে ৪৬ রান করেছেন। ৫ বলে ৭ রান করেছেন সূর্যকুমার।
ঝোড়ো ইনিংস খেলে আউট ত্রিপাঠী
৮.১ ওভারে সোধিকে ছক্কা মারেন রাহুল ত্রিপাঠী। ৮.২ ওভরে বাউন্ডারি লাইনে ফার্গুসনের হাতে ধরা পড়েন তিনি। ২২ বলে ৪৪ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। ভারত ৮৭ রান ২টি উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯৪ রান। গিল ৪০ ও যাদব ৬ রানে ব্যাট করছেন।
স্যান্টনারকে আক্রমণ ত্রিপাঠীর
সপ্তম ওভারে সোধির বলে ১টি চার মারেন রাহুল ত্রিপাঠী। অষ্টম ওভারে স্যান্টনারের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮১ রান। ত্রিপাঠী ৩৮ ও গিল ৩৯ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল ভারত
ষষ্ঠ ওভারে ফার্গুসনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ত্রিপাঠী। শেষ বলে গিলের ক্যাচ ছাড়েন টিকনার। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৮ রান। ১৩ বলে ২০ রান করেছেন ত্রিপাঠী। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২০ বলে ৩৪ রান করেছেন গিল। তিনি ৬টি চার মেরেছেন।
টিকনারকে ৩টি বাউন্ডারি গিলের
চতুর্থ ওভারে মাত্র ৫ রান খরচ করেন বেন লিস্টার। পঞ্চম ওভারে ব্লেয়ার টিকনারকে ৩টি চার মারেন গিল। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৪ রান। গিল ১৭ বলে ৩২ রান করেছেন। মেরেছেন ৬টি চার। ১০ বলে ৯ রান করেছেন ত্রিপাঠী। মেরেছেন ১টি চার।
ফার্গুসনকে আক্রমণ গিল-ত্রিপাঠীর
তৃতীয় ওভারে লকি ফার্গুসনের দ্বিতীয় বলে চার মারেন রাহুল ত্রিপাঠী। চতুর্থ বলে চার মারেন শুভমন গিল। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৫ রান। গিল ১৫ ও ত্রিপাঠী ৭ রান করেছেন।
ইশানকে ফেরালেন ব্রেসওয়েল
দ্বিতীয় ওভারে বল করতে এসে ইশান কিষাণের উইকেট তুলে নেন মাইকেল ব্রেসওয়েল। ১.২ ওভারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ইশান। ৩ বলে ১ রান করেন তিনি। ভারত দলগত ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল ত্রিপাঠী। ওভারের শেষ বলে চার মারেন গিল। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৪ রান। গিল ১১ রানে ব্যাট করছেন।
গিলকে নিয়ে ওপেনে ইশান
ম্যাচ শুরু। শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ইশান কিষাণ। বোলিং শুরু করেন বেন লিস্টার। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ইশান। পঞ্চম বলে চার মারেন শুভমন গিল। প্রথম ওভারে ৬ রান ওঠে।
শেফালিদের সম্মানিত করল বিসিসিআই
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতের মহিলা ক্রিকেট দলকে সংবর্ধিত করল বিসিসিআই। শেফালির হাতে দলের জন্য ঘোষিত পুরস্কারের ৫কোটি টাকার চেক তুলে দেওয়া হয়।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
ডেভন কনওয়ে (উইকেটকিপার), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, বেন লিস্টার, ব্লেয়ার টিকনার, ইশ সোধি ও লকি ফার্গুসন।
ভারতের প্রথম একাদশ
হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শিবম মাভি, উমরান মালিক ও অর্শদীপ সিং।
বাদ পড়লেন চাহাল
পিচে পেসাররা সাহায্য পেতে পারেন বলে মনে হওয়ায় ভারত তৃতীয় টি-২০ ম্যাচে যুজবেন্দ্র চাহালকে বাদ দেয়। তাঁর পরিবর্তে দলে ঢোকেন উমরান মালিক। চাহাল গত ম্য়াচে ২ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ৪ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। এমন পারফর্ম্যান্সের পরেও প্রথম একাদশে জায়গা ধরে রাখতে পারলেন না যুজি। এই ম্যাচেও শিকে ছিঁড়ল না পৃথ্বী শ-র ভাগ্যে।
টস জিতল ভারত
সিরিজ নির্ণায়ক তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে নিউজিল্যান্ড।
আমদাবাদের পিচে রান ওঠার সম্ভাবনা
সিরিজের প্রথম ২টি ম্যাচে স্পিনারদের রমরমা দেখা গিয়েছে। তবে আমদাবাদে তেমনটা হওয়ার সম্ভাবনা কম। পিচ রিপোর্টে এমনটাই জানান সঞ্জয় মঞ্জরেকর। পিচে হালকা ঘাস রয়েছে। ব্যাটসম্যানদের রান তুলতে অসুবিধা হবে না বলেই মত মঞ্জরেকরের।
সিরিজের দ্বিতীয় ম্যাচের ফলাফল
লখনউয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে ভারত। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৮ উইকেটে মাত্র ৯৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেটে ১০১ রান তুলে ম্যাচ জিতে যায়।
সিরিজের প্রথম ম্যাচের ফলাফল
রাঁচিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেটে ১৫৫ রানে আটকে যায়।