বাংলা নিউজ > ময়দান > IND vs NZ 3rd T20: ডাকওয়ার্থ-লুইসে টাই হল বৃষ্টিভেজা ম্যাচ, সিরিজ জিতল ভারত
সিরিজ জয়ের ট্রফি নিয়ে ভারতীয় দল। ছবি- এপি (AP)

IND vs NZ 3rd T20: ডাকওয়ার্থ-লুইসে টাই হল বৃষ্টিভেজা ম্যাচ, সিরিজ জিতল ভারত

India vs New Zealand 3rd T20I Live Score: নিউজিল্যান্ডের হয়ে হাফ-সেঞ্চুরি করেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। ভারতের হয়ে ৪টি করে উইকেট দখল করেন মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এই অবস্থায় তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছিল। অন্যদিকে ভারতের সামনে সিরিজ হারের সুযোগ ছিল না। তাই তারা খোলা মনেই শেষ ম্যাচে মাঠে নামে। নেপিয়ারে নিউজিল্যান্ডকে হারালে কিউয়ি সফরে টানা ২টি আন্তর্জাতিক টি-২০ সিরিজ জিতত টিম ইন্ডিয়া। কেননা ২০১৯-২০ মরশুমের শেষ নিউজিল্যন্ড সফরে ৫-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছিল ভারতীয় দল। এবারও ভারতীয় দল সিরিজ জিতল বটে, তবে তার জন্য শেষ ম্যাচ জিততে হল না তাদের। বৃষ্টিতে ম্যাচ মাথপথেই বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ টাই ঘোষিত হয়।

22 Nov 2022, 04:30:18 PM IST

সিরিজ সেরা সূর্যকুমার

২টি ইনিংসে ১টি শতরান-সহ সাকুল্যে ১২৪ রান সংগ্রহ করা সূর্যকুমার যাদব সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

22 Nov 2022, 04:26:19 PM IST

ম্যাচের সেরা সিরাজ

৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেওয়া মহম্মদ সিরাজ ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

22 Nov 2022, 04:00:50 PM IST

টাই হল ম্যাচ, সিরিজ জিতল ভারত

বৃষ্টিতে নতুন করে ম্যাচ শুরু করা সম্ভব নয়, জানিয়ে দিলেন আম্পায়াররা। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ টাই ঘোষিত হয়। আর ১ রান বেশি সংগ্রহ করলেই ম্যাচ জিতত টিম ইন্ডিয়া। মাত্র ১ রানের জন্য ম্যাচ হাতছাড়া হলেও ১-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত।

22 Nov 2022, 03:40:43 PM IST

বৃষ্টিতে থমকে ম্যাচ

৯ ওভারের খেলার শেষে বৃষ্টিতে থমকে যায় ম্যাচ। খেলা যদি এখানেই পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়, তবে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্য়াচ টাই ঘোষিত হবে। কেননা ম্যাচের এই পর্যায়ে জিততে ভারতের দরকার ৭৬ রান। ভারত দাঁড়িয়ে ৭৫ রানে।

22 Nov 2022, 03:36:53 PM IST

সোধির ওভারে ৬ রান

নবম ওভারে ইশ সোধি ৬ রান খরচ করেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৭৫ রান। হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৩০ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৯ বলে ৯ রান করেছেন দীপক হুডা। সোধি ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। বৃষ্টি

22 Nov 2022, 03:20:20 PM IST

স্যান্টনারের ওভারে ৫ রান

অষ্টম ওভারে বল করতে আসেন মিচেল স্যান্টনার। তাঁর প্রথম ওভারে ৫ রান সংগ্রহ করে ভারত। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৬৯ রান।

22 Nov 2022, 03:15:29 PM IST

সূর্যকুমার আউট

সপ্তম ওভারে বল হাতে নিয়েই ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা দিলেন ইশ সোধি। ৬.৩ ওভারে ফিলিপসের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ১০ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ভারত ৬০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৬৪ রান। ২৫ রানে ব্যাট করছেন হার্দিক।

22 Nov 2022, 03:10:13 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৮ রান। ফার্গুসনের বলে ১টি ছক্কা মারেন সূর্যকুমার। তিনি ৮ বলে ১২ রান করেছেন। হার্দিক ১১ বলে ২৩ রান করেছেন।

22 Nov 2022, 03:07:04 PM IST

৫০ ছুঁল ভারত

পঞ্চম ওভারে সাউদির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে মোট ১১ রান ওঠে। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৫০ রান। হার্দিক ৮ বলে ২২ রান করেছেন। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা।

22 Nov 2022, 03:03:38 PM IST

পালটা আক্রমণ ভারতের

চতুর্থ ওভারে অ্যাডাম মিলিনের বলে ২টি চার মারেন হার্দিক পান্ডিয়া। ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১৬ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৯ রান। হার্দিক ১১ ও সূর্যকুমার ৫ রানে ব্যাট করছেন।

22 Nov 2022, 02:54:44 PM IST

শ্রেয়স আইয়ার আউট

পন্তকে ফেরানোর ঠিক পরের বলেই শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নেন টিম সাউদি। ২.৫ ওভারে নিশামের হাতে ধরা দেন আইয়ার। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন শ্রেয়স। ভারত ২১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। গত ম্যাচে হ্যাটট্রিক করা সাউদির সামনে ফের পরপর ৩ বলে ৩ উইকেট নেওয়ার সুযোগ ছুল। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৩ রান। সাউদি ২ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

22 Nov 2022, 02:52:36 PM IST

ঋষভ পন্ত আউট

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন টিম সাউদি। তাঁর দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন পন্ত। চতুর্থ বলে সোধির হাতে ধরা পড়েন ঋষভ। ২টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ১১ রান করে মাঠ ছাড়েন পন্ত। ভারত ২১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।

22 Nov 2022, 02:49:16 PM IST

ইশান কিষাণ আউট

দ্বিতীয় ওভারে বল করতে আসেন অ্যাডাম মিলিন। প্রথম বলে ৩ রান সংগ্রহ করেন পন্ত। চতুর্থ বলে চার মারেন ইশান। শেষ বলে চাপম্যানের হাতে ধরা পড়েন তিনি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১০ রান করে মাঠ ছাড়েন ইশান। ভারত ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

22 Nov 2022, 02:36:38 PM IST

ইশানের ছক্কায় রান তাড়া শুরু ভারতের

ঋষভ পন্তকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ইশান কিষাণ। বোলিং শুরু করেন টিম সাউদি। চতুর্থ বলে ছক্কা মেরে খাতা খোলেন ইশান। প্রথম ওভারে ৬ রান ওঠে।

22 Nov 2022, 02:23:51 PM IST

অল-আউট নিউজিল্যান্ড

১৯.৪ ওভারে হার্ষাল প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন টিম সাউদি। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৬ রান করেন সাউদি। নিউজিল্যান্ড ১৬০ রানে অল-আউট হয়ে যায়। ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন ফার্গুসন। হার্ষাল ৩.৪ ওভারে ২৮ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ১৬১ রান।

22 Nov 2022, 02:18:05 PM IST

অ্যাডাম মিলিন রান-আউট

পরপর ৩ বলে ৩ উইকেট হারাল নিউজিল্যান্ড। তবে অর্শদীপ সিংয়ের হ্যাটট্রিক পূর্ণ হল না। ১৮.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন অ্যাডাম মিলিন। ১ বল খেলে শূন্য রানে আউট হন  অ্যাডাম। নিউজিল্যান্ড ১৪৯ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লকি ফার্গুসন। ওভারের শেষ বলে চার মারেন সাউদি। ১৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯ উইকেটে ১৫৫ রান। অর্শদীপ ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।

22 Nov 2022, 02:16:54 PM IST

ইশ সোধি আউট

১৮.২ ওভারে অর্শদীপের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইশ সোধি। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। নিউজিল্যান্ড ১৪৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাউদি।

22 Nov 2022, 02:16:20 PM IST

মিচেল আউট

১৮.১ ওভারে অর্শদীপ সিংয়ের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন ডারিল মিচেল। ২টি বউন্ডারির সাহায্যে ৫ বলে ১০ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১৪৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশ সোধি।

22 Nov 2022, 02:13:45 PM IST

স্যান্টনার আউট

১৭.৫ ওভারে সিরাজের বলে চাহালের হাতে ধরা পড়েন মিচেল স্যান্টনার। ৩ বলে ১ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১৪৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাডাম মিলিন। সিরাজ ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন।

22 Nov 2022, 02:10:36 PM IST

নিশামকে ফেরালেন সিরাজ

১৭.১ ওভারে সিরাজের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন জিমি নিশাম। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। নিউজিল্যান্ড ১৪৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্যান্টনার।

22 Nov 2022, 02:05:56 PM IST

কনওয়েকে ফেরালেন অর্শদীপ

১৬.৪ ওভারে অর্শদীপ সিংয়ের বলে ইশান কিষাণের হাতে ধরা পড়েন ডেভন কনওয়ে। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৫৯ রান করেন কনওয়ে। ১৪৬ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নামেন জিমি নিশাম। ১৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৪৭ রান। ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন অর্শদীপ।

22 Nov 2022, 02:00:07 PM IST

ফিলিপসকে ফেরালেন সিরাজ

১৫.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস। ৩৩ বলে ৫৪ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ৩টি ছক্কা। নিউজিল্যান্ড ১৩০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৩৫ রান। ৫৪ রানে ব্যাট করছেন কনওয়ে।

22 Nov 2022, 01:53:02 PM IST

ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি ফিলিপসের

৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন গ্লেন ফিলিপস। ১৪.৪ ওভারে হার্ষালকে ছক্কা হাঁকিয়ে পঞ্চশ রানের গণ্ডি টপকান তিনি। ১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১২৯ রান। কনওয়ে ৫৩ ও ফিলিপস ৫৪ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২৩ রান খরচ করেছেন হার্ষাল।

22 Nov 2022, 01:48:37 PM IST

হাফ-সেঞ্চুরি কনওয়ের

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভন কনওয়ে। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১২০ রান। ভুবির ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন ফিলিপস। তিনি ৪৭ রানে অপরাজিত রয়েছেন। ৫১ রানে ব্যাট করছেন কনওয়ে। ভুবনেশ্বর ৪ ওভারে ৩৫ রান খরচ করেছেন।

22 Nov 2022, 01:44:39 PM IST

১০০ টপকাল নিউজিল্যান্ড

১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। চাহালের ওভারে ১৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ১টি চার ও ১টি ছক্কা মারেন ফিলিপস। ১৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১০৫ রান। কনওয়ে ৪৮ ও ফিলিপস ৩৫ রানে ব্যাট করছেন। চাহাল ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন।

22 Nov 2022, 01:39:36 PM IST

সিরাজের ওভারে ৭ রান

১২তম ওভারে ৭ রান খরচ করেন মহম্মদ সিরাজ। ১টি চার মারেন ফিলিপস। ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৮৯ রান। কনওয়ে ৪৫ ও ফিলিপস ২২ রানে ব্যাট করছেন। ২ ওভারে ৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন সিরাজ।

22 Nov 2022, 01:33:50 PM IST

হার্ষালের ওভারে ৮ রান

১১তম ওভারে ৮ রান খরচ করেন হার্ষাল প্যাটেল। ১১ ওভার শেষে কিউয়িদের সংগ্রহ ২ উইকেটে ৮২ রান। কনওয়ে ৪৪ ও ফিলিপস ১৬ রানে ব্যাট করছেন।

22 Nov 2022, 01:30:34 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। চাহালের ওভারে ১৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ১টি চার মারেন কনওয়ে। ১টি বাউন্ডারি মারেন ফিলিপস। কনওয়ে ৩৮ ও ফিলিপস ১৪ রানে ব্যাট করছেন।

22 Nov 2022, 01:25:48 PM IST

হার্ষালের ওভারে ৬ রান

নবম ওভারে বল করতে আসেন হার্ষাল প্যাটেল। তাঁর প্রথম ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন ফিলিপস। ৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৬১ রান। কনওয়ে ৩১ ও ফিলিপস ৮ রানে ব্যাট করছেন।

22 Nov 2022, 01:22:00 PM IST

৫০ টপকাল নিউজিল্যান্ড

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। যুজবেন্দ্র চাহালের প্রথম ওভারে ৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ১টি চার মারেন কনওয়ে। ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৫৫ রান। ২৪ বলে ৩০ রান করেছেন ডেভন।

22 Nov 2022, 01:17:49 PM IST

হুডার ওভারে ৩ রান

সপ্তম ওভারে বল করতে আসেন দীপক হুডা। তিনি নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান খরচ করেন। ৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪৯ রান।

22 Nov 2022, 01:11:07 PM IST

চাপম্যানকে ফেরালেন সিরাজ

ষষ্ঠ ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। তিনি ওভারের দ্বিতীয় বলে (৫.২ ওভারে) আউট করেন মার্ক চাপম্যানকে। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১২ রান করে অর্শদীপের হাতে ধরা পড়েন চাপম্যান। নিউজিল্যান্ড ৪৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪৬ রান। 

22 Nov 2022, 01:09:25 PM IST

আগ্রাসী ব্যাটিং কিউয়িদের

পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ১টি চার মারেন চাপম্যান। ১টি ছক্কা মারেন কনওয়ে। ওভারে মোট ১৪ রান ওঠে। ৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৪৪ রান। কনওয়ে ২২ ও চাপম্যান ১২ রানে ব্যাট করছেন। ভুবি ৩ ওভারে ২০ রান খরচ করেছেন।

22 Nov 2022, 01:03:02 PM IST

অর্শদীপকে আক্রমণ কনওয়েদের

চতুর্থ ওভারে অর্শদীপ সিংয়ের বলে ১টি চার মারেন মার্ক চাপম্যান। ২টি চার ও ১টি ছক্কা মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ১৯ রান ওঠে। চার ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৩০ রান। ১৪ বলে ১৬ রান করেছেন কনওয়ে। ৬ বলে ৫ রান করেছেন চাপম্যান।

22 Nov 2022, 12:58:09 PM IST

ভুবনেশ্বরের ওভারে ২ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। ওভারে মাত্র ২ রান খরচ করেন তিনি। ৩ ওভার শেষে নিউজিল্য়ান্ডের স্কোর ১ উইকেটে ১১ রান। ১১ বলে ২ রান করেছেন কনওয়ে। ভুবি ২ ওভারে ৬ রান খরচ করেছেন।

22 Nov 2022, 12:53:07 PM IST

অ্যালেনকে ফেরালেন অর্শদীপ

শুরুতেই সাফল্য পেল ভারত। দ্বিতীয় ওভারে বল করতে এসে ফিন অ্যালেনকে সাজঘরে ফেরালেন অর্শদীপ সিং। ১.৩ ওভারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ফিন। ৪ বলে ৩ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্ক চাপম্যান।

22 Nov 2022, 12:42:36 PM IST

ম্যাচ শুরু

নির্ধারিত সময়ের ঠিক ৪০ মিনিট পরে শুরু হল ম্যাচ। ফিন অ্যালেনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলেই তিন রান নিয়ে খাতা খোলেন অ্যালেন। প্রথম ওভারে ৪ রান ওঠে।

22 Nov 2022, 12:36:30 PM IST

বৃষ্টিতে ফের পিছল ম্যাচ

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় অনুযায়ী বেলা ১২টায়। তবে বৃষ্টির জন্য ৩০ মিনিট পিছিয়ে গিয়েছিল ম্যাচ শুরুর সময়। টসের পরে ফের হালকা বৃষ্টি নামায় আরও কিছুক্ষণের জন্য পিছিয়ে যায় খেলা শুরুর সময়।

22 Nov 2022, 12:08:57 PM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, ডারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি (ক্যাপ্টেন), ইশ সোধি, অ্যাডাম মিলিন ও লকি ফার্গুসন।

22 Nov 2022, 12:07:54 PM IST

ভারতের প্রথম একাদশ

ইশান কিষাণ, ঋষভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

22 Nov 2022, 12:07:04 PM IST

বাড়তি পেসার খেলাচ্ছে ভারত

নেপিয়ারে বাড়তি পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় ভারত। তারা ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় হার্ষাল প্যাটেলকে। নিউজিল্যান্ড কেন উইলিয়ামসনের জায়গায় মাঠে নামায় মার্ক চাপম্যানকে।

22 Nov 2022, 12:03:20 PM IST

টস হারল ভারত

সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে টস হারল ভারত। টস জিতে কিউয়ি দলনায়ক টিম সাউদি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নেপিয়ারে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া জানান, তিনি টস জিতলে শুরুতে বোলিং করার সিদ্ধান্তই নিতেন। সেদিক থেকে টস হেরেও বিশেষ ক্ষতি হয়নি টিম ইন্ডিয়ার। 

22 Nov 2022, 11:33:55 AM IST

পিছিয়ে গেল টস

বৃষ্টির জন্য নেপিয়ারের তৃতীয় টি-২০ ম্যাচে পিছিয়ে গল টসের সময়। ভারত ও নিউজিল্যান্ড, উভয় দেশের ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে টস পিছিয়ে যাওয়ার কথা জানিয়ে দেওা হয়।

22 Nov 2022, 11:07:38 AM IST

দ্বিতীয় ম্যাচের ফলাফল

ওয়েলিংটনের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে বে ওভালে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬৫ রানে পরাজিত করে ভারত। শুরুতে ব্যাট করে ভারত ৬ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে। সূর্যকুমার যাদব অপরাজিত ১১১ রান করেন। হ্যাটট্রিক করেন টিম সাউদি। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১২৬ রানে অল-আউট হয়ে যায়। কেন উইলিয়ামসন ৬১ রান করেন। ৪টি উইকেট নেন দীপক হুডা।

22 Nov 2022, 11:00:16 AM IST

সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে

২০১৯-২০ মরশুমের শেষ নিউজিল্যান্ড সফরে ৫-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছিল ভারত। এবার ইতিমধ্যেই টি-২০ সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। সুতরাং, নেপিয়ারে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ জিতলে নিউজিল্যান্ডে টানা ২টি সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজ জিতবে টিম ইন্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Summer Hacks: গরমে ভাত বাসি হলে বানিয়ে নিন এই শরবত, মুখে লেগে থাকবে স্বাদ ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, সুনামির সতর্কতা, সরানো হল ১১,০০০ জনকে মাও-ডেরা বস্তারেও শান্তির ভোট! লজ্জা পাবে দিনহাটা? কনসার্ট শুনতে এসেছেন ইনি কে! দেখেই চমকে গেলেন অরিজিৎ 'জামিন পেতে কি প্যারালাইসিসের ঝুঁকি নেব'?সুগার নিয়ে EDর দাবির পাল্টা দিলেন কেজরি ফেডারেশন কর্তাদের গাফিলতি, অলিম্পিক্সে শ্যুটিংয়ে সাফল্য নিয়ে অনিশ্চিত যশপাল রানা ৬ বছরের ছোট বরের সঙ্গে শুভদৃষ্টিতে লাজুক রূপাঞ্জনা, দেখুন বিয়ের নানান মুহূর্ত… রাজ্যে ৩ আসনের ভোটগ্রহণে কত শতাংশ ভোট পড়ল? কী জানাল নির্বাচন কমিশন? পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি আগামিকাল কেমন কাটবে দিন? মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা! রইল ২০ এপ্রিলের রাশিফল

Latest IPL News

পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.