বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: আরও ২৮০ রান করতে হবে, চতুর্থ দিনের শেষে ১ উইকেটে ৪ রান নিউজিল্যান্ডের
ঋদ্ধি এবং শ্রেয়সের হাত ধরে ২৩৪ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। (PTI)

IND vs NZ: আরও ২৮০ রান করতে হবে, চতুর্থ দিনের শেষে ১ উইকেটে ৪ রান নিউজিল্যান্ডের

ভারতের ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত ২৩৪ রান করে ডিক্লেয়ার করে দেয়। ২৮৩ রানের লিড নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। চতুর্থ দিনের শেষে ৪ রানে ১ উইকেট পড়ে গিয়েছে কিউয়িদের।

ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সমানে চ্যালেঞ্জ টেস্টের আঙিনায় কিউয়িদের টেক্কা দেওয়ার। কোহলি, রোহিত, লোকেশ রাহুলের মতো প্রথমসারির সিনিয়র তারকাদের ছাড়াই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের লড়াইয়ে নামে ভারতীয় দল। স্বাভাবিকভাবেই অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলের পক্ষে কাজটা মোটেও সহজ হবে না নিশ্চিত। নিউজিল্যান্ড যদিও দলে পাচ্ছে না ট্রেন্ট বোল্ট ও ডেভন কনওয়ের মতো তারকাদের।

28 Nov 2021, 04:47:24 PM IST

চতুর্থ দিনের শেষে ১ উইকেটে ৪ রান নিউজিল্যান্ডের

২৮৩ রানের লিড রয়েছে ভারতের। নিউজিল্যান্ড ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেইবড় ধাক্কা খায়। ৩ রানের মাথায় উইল ইয়াংকে এলবিডব্লিউ করেন অশ্বিন। চতুর্থ দিনের শেষ ৪ ওভারে ৪ রান করে ১ উইকেট কিউয়িদের। সোমবার গোটা দিনটা হাতে পাবে নিউজিল্যান্ড। তাদের করতে হবে আরও ২৮০ রান।

28 Nov 2021, 04:33:02 PM IST

প্রথম উইকেট পড়ল নিউজিল্যান্ডের, ইয়াংকে ফেরালেন অশ্বিন

উইল ইয়্ং-কে ফেরালেন অশ্বিন। প্রথম উইকেট পড়ল নিউজিল্যান্ডের। তবে এই আউট নিয়ে বিতর্ক রয়েছে। আদৌ এটি এলবিডব্লিউ ছিল কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। আউটের জন্য অশ্বিন অ্য়াপিল করেন। ফিল্ড আম্পায়ার আউটও দিয়ে দেন। কিন্তু পরে দেখা যায়, বল উইকেট লাগছিল না, পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল। তবে রিভিউ নিতে দেরী করায় আউট হয়ে যান উইল ইয়াং। ৩ ওভারে ৩ রানে ১ উইকেট নিউজিল্যান্ডের।

28 Nov 2021, 04:24:46 PM IST

রান তাড়া করা শুরু নিউজিল্যান্ডের

আগের ইনিংসে নিউজিল্যান্ডের দুই ওপেনার দুরন্ত ছন্দে জুটিতে ১৫১ রান করেছিলেন। তারাই ভরসা জুগিয়েছিলেন কিউয়িদের। এ বার এই ওপেনার জুটিকে ভাঙতে মরিয়া ভারত। আঝ যদি ভারত এই ওপেনার জুটিকে ফেলে দিতে পারে, তবে টেস্ট জয়ের দিকে তারা এক পা বাড়িয়ে রাখবে।

28 Nov 2021, 04:20:34 PM IST

দেশের মাটিতে ১৯৮৭ সালের পর ২৭৫-এর রানের বেশি লিড দিয়ে ভারত কখনও হারেনি

শেষ বার ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজ ২৭৫ রান তাড়া করে টেস্ট জিতে গিয়েছিল। তার পর থেকে ভারত দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ২৭৫-এর বেশি লিড নিয়ে কখনও হারেনি। এই পরিসংখ্যানই এখন ভারতের বড় ভরসার জায়গা।

28 Nov 2021, 04:16:41 PM IST

২৩৪ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করল ভারত

২৩৪ রানে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। ভারতের মোট স্কোর হল ২৮৩। নিউজিল্যান্ডের হাতে সোমবার পুরো দিনটা রয়েছে। সঙ্গে আজও তারা কিছুটা সময় পাবে। এদিকে বারত চাইবে চতুর্থ দিনের শেষেই উইকেট ফেলে কিউয়িদের চাপে রাখতে।

28 Nov 2021, 03:58:17 PM IST

ঋদ্ধির অর্ধশতরান

ঘাড়ে চোট রয়েছে ঋদ্ধিমান সাহার। ব্যথাও রয়েছে। ঘাড় ঘোরাতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতেও কিন্তু অর্ধশতরান করে ফেললেন উইকেটকিপার ব্যাটসম্যান। ১১৫ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। নিঃসন্দেহে তাঁর এই এই ইনিংস ভারতকে ভরসা জোগাচ্ছে। প্রথম ইনিংসে ১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে সেই প্লেয়ারই দুরন্ত ছন্দে অর্ধশতরান করে ফেললেন।ে

28 Nov 2021, 03:39:21 PM IST

৭৫ ওভারে ভারতের সংগ্রহ ২০৬/৭

১০৬ বলে ৪৬ রান করে ভারতকে ভরসা জোগাচ্ছেন ঋদ্ধিমান সাহা। তাঁকে সঙ্গত করছেন অক্ষর প্যাটেল। ৫১ বলে ১৫ রান করেছেন তিনি। ৭৫ ওভারে ৭ উইকেট ভারতের সংগ্রহ ২০৬ রান।

28 Nov 2021, 03:23:40 PM IST

২০০ পার করে গেল ভারত

৭১ ওভারে ২০০ পার করে ফেলল ভারত। ৭ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২০১ রান। ঋদ্ধিমান সাহা ৯৮ বলে ৪২ রান করে অপরাজিত রয়েছেন। ৩৫ বলে ১৪ রান অক্ষরের।

28 Nov 2021, 02:37:57 PM IST

চা বিরতির পর খেলা শুরু

ঋদ্ধির সঙ্গে ক্রিজে রয়েছে অক্ষর প্যাটেল। বল হাতে অক্ষর দুরন্ত ছন্দে ছিলেন। ৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে কি ভারতকে ভরসা জোগাতে পারবেন।

28 Nov 2021, 02:22:56 PM IST

চা বিরতি

শ্রেয়স আউট হওয়ায় ভারত নিঃসন্দেহে চাপে পড়ে গিয়েছে। ৬০.২ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান। ২২ রান করে ক্রিজে রয়েছেন ঋদ্ধি। এই মুহূর্তে ২১৬ রানে এগিয়ে রয়েছে ভারত।

28 Nov 2021, 02:18:37 PM IST

শ্রেয়সকে ফেরালেন সাউদি

পূজারার আউটেরই পুনরাবৃত্তি ঘটল শ্রেয়সের ক্ষেত্রে। সাউদির ডেলিভেরিতে গ্লাভসে লেগে বল চলে গেল কিপারের হাতে। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও, রিভিউ নেয় নিউজিল্যান্ড। রিভিউয়ের সিদ্ধান্তে আউট হন শ্রেয়স। ১২৫ বলে ৬৫ করে সাজঘরে ফিরলেন তিনি। ৭ উইকেট হারিয়ে চাপ বাড়ল ভারতের।

28 Nov 2021, 01:56:59 PM IST

অর্ধশতরান আইয়ারের

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসের হাফ সেঞ্চুরি করে ফেললেন আইয়ার। একের পর এক উইকেট হারিয়ে ভারত যখন চাপে, তখন আরও একবার দুরন্ত ছন্দে ভারতের হাল ধরলেন তরুণ এই ক্রিকেটার। ১০৯ বলে ৫০ করে ফেললেন আইয়ার। শ্রেয়সই প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি অভিষেক টেস্টের প্রথম ইনিংস শতরানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করে ফেলেন।

28 Nov 2021, 01:52:30 PM IST

১৫০ করে ফেলল ভারত

৫৫ ওভারে ভারত ১৫০ করে ফেলল ভারত। যদিও ৬ উইকেট পড়ে গিয়েছে। ভারতের হাল ধরেছেন শ্রেয়স। ৪৯ করে ফেলেছেন তিনি। তাঁকে সঙ্গত করছেন ঋদ্ধি। তাঁর সংগ্রহ ২১।

28 Nov 2021, 01:28:35 PM IST

৫০ ওভার ভারতের সংগ্রহ ১৩১/৬

৪০ বলে ঋদ্ধিমান সাহা ১৭ করে ফেলেছেন। আর প্রথম ইনিংসের পর শ্রেয়স আইয়ার এই ইনিংসেও ভারতের হাল ধরেছেন। তিনি ৯২ বলে ৩৬ করে ফেলেছেন। ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৩১ রান ভারতের।

28 Nov 2021, 12:44:57 PM IST

অশ্বিনকে ফেরালেন জেমিসন

লাঞ্চের পরেই ষষ্ঠ ধাক্কা খেল ভারত। অশ্বিনকে বোল্ড করলেন জেমিসন। ৬২ বলে ৩২ করে ভারতকে ভরসা জোগাচ্ছিলেন অশ্বিন। তিনি আউট হওয়ায় চাপ বাড়ল ভারতের। তাঁর বদলে নেমেছেন ঋদ্ধিমান সাহা। ৪০ ওভারে ৬ উইকেটে ১০৩ রান ভারতের।

28 Nov 2021, 12:31:16 PM IST

১০০ করে ফেলল ভারত

৫ উইকেট হারালেও ১০০ করে ফেলল ভারত। ভরসা সেই অশ্বিন এবং শ্রেয়স। অশ্বিনের সংগ্রহ ৪৬ বলে ৩০। শ্রেয়স করেছেন ৬৪ বলে ২৪ রান।

28 Nov 2021, 12:14:49 PM IST

লাঞ্চ বিরতির পর খেলা শুরু

অশ্বিন এবং শ্রেয়স যতক্ষণ উইকেটে আছে, ততক্ষণ স্বস্তি ভারতের। এই দুই ক্রিকেটারের হাতে বারতের ভাগ্য নির্ভর করছে। এই উইকেট হারালে ভারত চাপে পড়ে যাবে।

28 Nov 2021, 12:13:40 PM IST

লাঞ্চ বিরতি

লাঞ্চের আগেই ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে ভারত। গতকাল ১ উইকেট পড়েছিল। রবিবার সকালেই চেতেশ্বর, রাহানে, ময়াঙ্ক, জাদেজাক আউট হয়ে যান। ৩২ ওভারে ৫ উইকেট ৮৪ রান ভারতের। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার (৫১ বলে ১৮ রান) এবং রবিচন্দ্রন অশ্বিন (৩৫ বলে ২০ রান)।

28 Nov 2021, 10:50:54 AM IST

জাদেজাও আউট হলেন সাউদির বলে

একই ওভারে দ্বিতীয় সাফল্য পেলেন রবীন্দ্র জাদেজা। তিনি দু'বল খেলেই শূন্যরানে সাজঘরে ফিরে যান। সাউদির বলে এলবিডব্লিউ হন জাদেজা। ২০ ওভারে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে বসে থাকল ভারত।

28 Nov 2021, 10:48:51 AM IST

ময়াঙ্ক আগরওয়ালকে ফেরালেন সাউদি

সাউদির ওভারের দ্বিতীয় বলেই আউট হলেন ময়াঙ্ক আগরওয়াল। ৫৩ বলে ১৭ রান করেন তিনি। ময়াহ্কের ক্যাচ ধরেন লাথাম।

28 Nov 2021, 10:22:08 AM IST

রাহানেকে ফেরালেন আজাজ

রবিবার সকালেই বড় ধাক্কা খেল ভারত। প্রথমে পূজারা এবং পরে তার পরে রাহানেকে হারাল তারা। আরও একবার ব্যর্থ হলেন অজিঙ্কা রাহানে। ১৫ বল খেলে ৪ রান করে আউট হলেন তিনি। রাহানে আজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন রাহানে। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান ভারতের। 

28 Nov 2021, 10:04:04 AM IST

পূজারাকে ফেরালেন জেমিসন

জেমিসনের শর্ট বল ছাড়তে গিয়ে গ্লাভসের কিনারায় লেগে উইকেটকিপার ব্লান্ডেলের হাতে ক্যাচ যায়। ফিল্ড আম্পায়ার আউট দেননি। কিন্তু ডিআরএস নেয় নিউজিল্যান্ড। রিভিইয়ে দেখা যায় গ্লাভসে লেগেই ব্লান্ডেলের কাছে ক্যাচ গিয়েছে। ৩২ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। ৩৩ বলে ২২ রান করে আউট হলেন পূজারা।

28 Nov 2021, 09:57:59 AM IST

১০ ওভারে ভারত ৩১/১

৩১ বলে ২১ রান করে ফেলেছেন চেতেশ্বর পূজারা। ময়াঙ্ক আগরওয়াল ২৬ বল খেলে ৮ রান করেছেন। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১ রান ভারতের।

28 Nov 2021, 09:32:07 AM IST

চতুর্থ দিনের খেলা শুরু

যত সময় গড়াচ্ছে, ব্যাট করাটা ধীরে ধীরে ততই কঠিন হচ্ছে। আজ সকালে ভারতের উইকেটে টিকে থাকাটা জরুরি। উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে রান যোগ করাটা জরুরি। চেতেশ্বর পূজারা এবং ময়াঙ্ক আগরওয়াল ক্রিজে রয়েছেন।

28 Nov 2021, 09:05:21 AM IST

ভরত আর অক্ষরের সাক্ষাৎকার নিলেন অশ্বিন

28 Nov 2021, 09:05:21 AM IST

তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর

খারাপ আলোর কারণে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ভারত দ্বিতীয় ইনিংসে ৫ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ১৪ রান তুলেছে। চেতেশ্বর পূজারা ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ৯ রান করেছেন। মায়াঙ্ক আগরওয়াল ১৩ বলে ৪ রান করে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে রয়েছে ৬৩ রানে।

28 Nov 2021, 09:05:21 AM IST

নিউজিল্যান্ডের ইনিংস

ভারতের ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৯৬ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ইনিংসের নিরিখে ৪৯ রানের লিড পেয়ে য়ায় টিম ইন্ডিয়া। কিউয়িদের ওপেনিং জুটিই ১৯১ রান করে। টম লাথাম ৯৫ রান করেন। আর উইং ইয়ং করেন ৮৯ রান। বাকিরা সে ভাবে কেউ ক্রিজে টিকতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ রান করেছেন কাইল জেমিসন। তাঁর সংগ্রহ ২৩ রান। অক্ষর প্যাটেল ৫ উইকেট নিয়েছেন। আর রবীচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৩ উইকেট। উমেশ যাদব এবং রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নিয়েছেন।

28 Nov 2021, 09:05:21 AM IST

ভারতের প্রথম ইনিংস

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৩৪৫ রানে অল-আউট হয়ে যায়। অভিষেক টেস্টেই শ্রেয়স আইয়ার দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন। এ ছাড়া শুভমন গিল ৫২, রবীন্দ্র জাদেজা ৫০, রবিচন্দ্রন অশ্বিন ৩৮, অজিঙ্কা রাহানে ৩৫ এবং চেতেশ্বর পূজারা ২৬ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৫টি উইকেট নেন। কাইল জেমিসন ৩টি উইকেট এবং আজাজ প্যাটেল নিয়েছেন ২টি উইকট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.