তিন ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও কানপুরের প্রথম টেস্টে বাগে পেয়েও কিউয়িদের হারাতে পারেনি ভারত। গ্রিন পার্কে শেষ দিনে চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ বাঁচিয়ে নেয় নিউজিল্যান্ড। এবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে ২ ম্যাচের সিরিজের দখল নেয় ভারত। সেই সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করে টিম ইন্ডিয়া।
সিরিজ সেরা অশ্বিন
প্রথম টেস্টে ৬টি এবং দ্বিতীয় টেস্টে ৮টি, সব মিলিয়ে ২ টেস্টের সিরিজে মোট ১৪টি উইকেট নিয়ে এবং ব্যাট হাতে ৭০ রান সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন।
ম্যাচের সেরা মায়াঙ্ক
আজাজ প্যাটেল প্রথম ইনিংসে ১০টি উইকেট-সহ দুই ইনিংস মিলিয়ে মোট ১৪টি উইকেট নিলেও দল হারায় ট্র্যাজিক হিরো হয়ে হয়ে থেকে যেতে হয় তাঁকে। প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রান করা মায়াঙ্ক আগরওয়াল মুম্বই টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
সিরিজ জিতল ভারত
কানপুরের প্রথম টেস্ট ড্র হয়। তবে মুম্বইয়ের দ্বিতীয় টেস্ট জয় তুলে নিয়ে টিম ইন্ডিয়া ২ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে পকেটে পোরে। ২০১৩ থেকে ঘরের মাঠে এই নিয়ে টানা ১৪টি টেস্ট সিরিজ জিতল ভারত।
৩৭২ রানে ম্যাচ জয় ভারতের
প্রথম ইনিংসে ভারতের ৩২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড অল-আউট হয়ে যায় মাত্র ৬২ রানে। প্রথম ইনিংসের নিরিখে ২৬৩ রানের বড়সড় লিড নেয় ভারত। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৭৬ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। সুতরাং জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৪০ রানের। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড চতুর্থ দিনের সকালেই অল-আউট হয়ে যায় ১৬৭ রানে। ৩৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।
রেকর্ড জয় ভারতের
মুম্বই টেস্টে কিউয়িদের ৩৭২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ভারত। রানের নিরিখে এটাই টিম ইন্ডিয়ার সবথেকে বড় ব্যবধানে টেস্ট জয়। এর আগের রেকর্ড ছিল ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩৭ রানে টেস্ট জয়।
নিকোলস আউট
৫৬.৩ ওভারে অশ্বিনের বলে হেনরি নিকোসকে স্টাম্প আউট করেন ঋদ্ধিমান সাহা। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে অল-আউট হয়ে যায়। নিকোলস ৮টি বাউন্ডারির সাহায্যে ১১১ বলে ৪৪ রান করে মাঠ ছাড়েন। অশ্বিন প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪টি উইকেট নেন।
সামারভিলকে ফেরালেন জয়ন্ত
৫৫.১ ওভারে জয়ন্ত যাদবের বলে মায়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন উইল সামারভিল। ৭ বলে ১ রান করে আউট হন সামারভিল। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান আজাজ প্যাটেল। জয়ের জন্য ভারতের দরকার ১টি মাত্র উইকেট। জয়ন্ত যাদব এই নিয়ে চারটি উইকেট নিলেন।
সাউদি আউট
৫৩.৪ ওভারে টিম সাউদিকে বোল্ড করেন জয়ন্ত যাদব। ২ বলে খেলে খাতা খুলতে পারেননি সাউজি। নিউজিল্যান্ড দলগত ১৬৫ রানের মাথায় ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উইল সামারভিল। জয়ের জন্য ভারতের দরকার মাত্র ২টি উইকেট। জয়ন্ত যাদব দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট দখল করেন।
সাজঘরে জেমিসন
৫৩.২ ওভারে জয়ন্ত যাদবের বলে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন কাইল জেমিসন। ৪ বলে খেলে খাতা খুলতে পারেননি জেমিসন। নিউজিল্যান্ড ১৬৫ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টিম সাউদি।
রবীন্দ্র আউট
৫১.৫ ওভারে জয়ন্ত যাদবের বলে চেতেশ্বর পূজারার হাতে ধরা পড়েন রাচিন রবীন্দ্র। ৪টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন রবীন্দ্র। নিউজিল্যান্ড ১৬২ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাইল জেমিসন। জয়ের জন্য ভারতের দরকার আর ৪টি উইকেট।
১৫০ ছুঁল নিউজিল্যান্ড
দ্বিতীয় ইনিংসে ৫০তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। কিউয়িদের স্কোর ১৫০/৫। রাচিন রবীন্দ্র ৪৫ বলে ১০ রান করেছেন। হেনরি নিকোলস করেছেন ৯৪ বলে ৩৮ রান।
চতুর্থ দিনের খেলা শুরু
চতুর্থ দিনে ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত কিউয়ি ব্যাটসম্যান হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র। ভারতের হয়ে বোলিং শুরু করেন জয়ন্ত যাদব। প্রথম ওভারে কোনও রান সংগ্রহ করেননি রবীন্দ্র।
চতুর্থ দিনেই ম্যাচ জয়ের হাতছানি
ওয়াংখেড়ের বাইশগজে শেষ দু'দিনে ৪০০ রান তুলে ম্যাচ জেতা কার্যত অসম্ভব দেখাচ্ছে নিউজিল্যান্ডের পক্ষে। তবে ভারত ৫ উইকেট তুলে নিয়ে চতুর্থ দিনেই ম্যাচ তথা সিরিজ জয় নিশ্চিত করতে পারে। এখন দেখার যে, নিউজিল্যান্ড লড়াই কতক্ষণ টেনে নিয়ে যায়।
তৃতীয় দিনের স্কোর
প্রথম ইনিংসে ভারতের ৩২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড অল-আউট হয়ে যায় মাত্র ৬২ রানে। প্রথম ইনিংসের নিরিখে ২৬৩ রানের বড়সড় লিড নেয় ভারত। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৭৬ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। সুতরাং জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৪০ রানের। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তৃতীয় দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য তাদের দরকার আরও ৪০০ রান। ভারতের প্রয়োজন ৫টি উইকেট। হেনরি নিকোলস ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৬ বলে ৩৬ রান করে অপরাজিত রয়েছেন। ২৩ বলে ২ রান করে নট-আউট রয়েছেন রাচিন রবীন্দ্র।