ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২৪৯ রানে। ৩২ রানে পিছিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭০ রানে। জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শেষমেশ ২ উইকেটে ১৪০ রান তুলে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
জয়ের জন্য দরকার ছিল ১৩৯ রান। ৪৫.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। প্রথমবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৫২ ও টেলর ৪৭ রানে অপরাজিত থাকেন।
৪৫ ওভারে নিউজিল্যান্ড ১৩৫/২
৪৫ ওভারে নিউজিল্যান্ড দুই উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে। জয়ের জন্য দরকার ৪ রান। টেলর ৪৩ ও উইলিয়ামসন ৫১ রানে ব্যাট করছেন।
উইলিয়ামসনের হাফ-সেঞ্চুরি
৮টি বাউন্ডারির সাহায্যে ৮৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন। ঠিক আগের বলেই বুমরাহর হাত থেকে জীবনদান পান তিনি। বোলার ছিলেন শামি।
৪০ ওভারে নিউজিল্যান্ড ১০৯/২
৪০ ওভারে নিউজিল্যান্ড দুই উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে। জয়ের জন্য দরকার ৩০ রান। টেলর ৩৬ ও উইলিয়ামসন ৩২ রানে ব্যাট করছেন।
নিউজিল্যান্ড ১০০
৩৭তম ওভারে নিউজিল্যান্ড দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে।
৩৬ ওভারে নিউজিল্যান্ড ৯৬/২
৩৬ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৯৬ রান তুলেছে। উইলিয়ামসন ২৬ ও টেলর ৩০ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৪৩ রান দরকার।
টেলরের ক্যাচ মিস
৩১তম ওভারে বুমরাহর চতুর্থ বলে স্লিপে টেলরের ক্যাচ ছাড়েন পূজারা।
৩০ ওভারে নিউজিল্যান্ড ৮৪/২
৩০ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলেছে। উইলিয়ামসন ১৮ ও টেলর ২৬ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৫৫ রান দরকার।
নিউজিল্যান্ড ৫০
২৩তম ওভারে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকে যায়।
২১ ওভারে নিউজিল্যান্ড ৪৬/২
২১ ওভার শেষে নিউজিল্যান্ড দুই উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে। জয়ের জন্য দরকার ৯৩ রান। উইলিয়ামসন ৮ রানে ব্যাট করছেন। খাতা খোলেননি টেলর।
কনওয়ে আউট
লাথামের পর কনওয়ের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৮তম ওভারের দ্বিতীয় বলে ডেভনকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান অশ্বিন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন কনওয়ে। নিউজিল্যান্ড ৪৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রস টেলর। জিততে এখনও দরকার ৯৫ রান।
লাথাম আউট
লাথামকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন অশ্বিন। ১৪তম ওভারের তৃতীয় বলে স্টাম্প আউট হয়ে ক্রিজ ছাড়েন কিউয়ি ওপেনার। ৪১ বলে ৯ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৩৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।
চায়ের বিরতি
জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড চায়ের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে ১৯ রান তুলেছে। শেষ সেশনে তাদের দরকার আরও ১২০ রান। কনওয়ে ৯ ও লাথাম ৫ রানে ব্যাট করছেন।
নিউজিল্যান্ড ৫ ওভারে ১০/০
নিউজিল্যান্ড ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে। লাথাম ৪ ও কনওয়ে ১ রানে ব্যাট করছেন।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু
নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন লাথাম ও কনওয়ে। বোলিং শুরু করেন ইশান্ত।
নিউজিল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স
সাউদি ৪টি, বোল্ট ৩টি, জেমিসন ২টি ও ওয়াগনার ১টি উইকেট নেন।
ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স
রোহিত ৩০, গিল ৮, পূজারা ১৫, কোহলি ১৩, রাহানে ১৫, পন্ত ৪১, জাদেজা ১৬, অশ্বিন ৭, শামি ১৩, ইশান্ত অপরাজিত ১ ও বুমরাহ ০ রান করেন।
ভারত অল-আউট
ভারত দ্বিতীয় ইনিংসে ৭৩ ওভার ব্যাট করে ১৭০ রানে অল-আউট হয়। প্রথম ইনিংসে ৩২ রানের খামতি মিটিয়ে ভারতের লিড ১৩৮ রানের। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১৩৯ রান। হাতে রয়েছে ৫০ ওভারেরও বেশি।
বুমরাহ আউট
৭৩তম ওভারের শেষ বলে সাউদি ফিরিয়ে দিলেন বুমরাহকে। খাতা খোলার আগেই লাথামের হাতে ধরা পড়েন তিনি।
শামি আউট
৭৩তম ওভারে সাউদির প্রথম বলে চার মারেন সামি। দ্বিতীয় বলে লাথামের হাতে ধরা পড়েন তিনি। ৩টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৩ রান করে ক্রিজ ছাড়েন শামি। ভারত ১৭০ রানে ৯ উইকেট হারায়। ভারতের লিড ১৩৮ রানের। ক্রিজে শেষ ব্যাটসম্যান বুমরাহ।
জোড়া বাউন্ডারি শামির
সাউদির ওভারে জোড়া বাউন্ডারি মারলেন মহম্মদ সামি। ব্যাট চালিয়ে যত বেশি সম্ভব রান তোলার চেষ্টা করছেন তিনি।
উত্তেজক রূপ নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
এখনও দেড় সেশনের খেলা বাকি। ভারত ৮ উইকেট হারিয়ে চাপে। হাতে অল্প রানের লিড। উত্তেজক রূপ নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
অশ্বিন আউট
পন্তকে ফেরানের পর একই ওভারের চতুর্থ বলে অশ্বিনের উইকেট তুলে নিলেন বোল্ট। ১৯ বলে ৭ রান করে টেলরের হাতে ধরা পড়েন রবিচন্দ্রন। ভারত ১৫৬ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইশান্ত।
ঋষভ পন্ত আউট
৭০তম ওভারের দ্বিতীয় বলে ঋষভ পন্তের মূল্যবান উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। ৪টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ৪১ রান করে হেনরি নিকোলসের হাতে ধরা পড়েন পন্ত। ভারত ১৫৬ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শামি। ভারতের লিড ১২৪ রানের।
ভারত ১৫০
৬৭তম ওভারে ভারত দ্বিতীয় ইনিংসে দলগত ১৫০ রান পূর্ণ করে।
৬৫ ওভারে ভারত ১৪৭/৬
দ্বিতীয় ইনিংসে ৬৫ ওভার ব্যাট করে ভারত ৬ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছে। পন্ত ৩৬ ও অশ্বিন ৩ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ১১৫ রানের।
জাদেজা আউট
৬৩তম ওভারের পঞ্চম বলে জাদেজারে ফেরালেন ওয়াগনার। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ১৬ রান করে ওয়াটলিংয়ের দস্তানায় ধরা পড়েন জাদেজা। ভারত ১৪২ রানে ৬ উইকেট হারায়। ভারতের লিড ১১০ রানের। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন।
৬০ ওভারে ভারত ১৩৭/৫
৬০ ওভার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলেছে। পন্ত ৩২ ও জাদেজা ১৩ রানে ব্যাট করছেন। ভারতের লিড ১০৫ রানের।
আঙুলের হাড় সরেছে, তাও মাঠে ওয়াটলিং
বিজে ওয়াটলিংয়ের আহুলের হাড় সরেছে। তাও কিপিং চালিয়ে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর শেষ দিন। আগেই অবসর ঘোষণা করেছেন কিউয়ি উইকেটকিপার।
ভারতের লিড ১০০
৫৭ ওভারে ৫ উইকেটে ১৩২ রান তোলা মাত্রই ভারতের লিড ছুঁল ১০০।
লাঞ্চের বিরতি
ষষ্ঠ দিনের লাঞ্চের বিরতিতে ভারত দ্বিতীয় ইনিংসে ৫৫ ওভার ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৩০ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের ৩২ রানের খামতি মিটিয়ে ভারতের হাতে লিড রয়েছে ৯৮ রানের। ঋষভ পন্ত ২৮ ও জাদেজা ১২ রানে ব্যাট করছেন।
৫৩ ওভারে ভারত ১২৭/৫
৫৩ ওভারে ভারত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১২৭ রান তুলেছে। পন্ত ২৬ ও জাদেজা ১১ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড ৯৫ রানের।
রাহানে আউট
৫০তম ওভারের শেষ বলে রাহানেকে ফেরালেন ট্রেন্ট বোল্ট। ১টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ১৫ রান করে ওয়াটলিংয়ের দস্তানায় ধরা দেন অজিঙ্কা। ভারত ১০৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা। ভারতের হাতে লিড ৭৭ রানের।
ভারত ১০০
৪৯তম ওভারে ভারত দ্বিতীয় ইনিংসে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ৪৯ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১০৩ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৭১। পন্ত ২১ ও রাহানে ৯ রানে ব্যাট করছেন।
৪৫ ওভারে ভারত ৯৫/৪
৪৫ ওভার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৯৫ রান তুলেছে। পন্ত ১৬ ও রাহানে ৬ রানে ব্যাট করছেন। ভারতের লিড ৬৩ রানের।
কোহলি বনাম জেমিসন
কোহলিকে টেস্টে ৩ বার ফেরালেন জেমিসন। এই ম্যাচেই দু'বার ভারত অধিনায়কের উইকেট তুলে নেন তিনি। সবমিলিয়ে বিরাটকে ৮৪টি বল করেছেন জেমিসন। খরচ করেছেন ৩০ রান।
ভারতের লিড ৫০
ভারত দ্বিতীয় ইনিংসে ৪০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৮২ রান তোলা মাত্রই ৫০ রানে এগিয়ে যায়। পন্ত ৫ ও রাহানে ৪ রানে ব্যাট করছেন।
পন্তের ক্যাচ মিস
৪০তম ওভারে জেমিসনের শেষ বলে পন্তের ক্যাচ মিস করেন সাউদি।
পূজারা আউট
আগের ওভারেই বিরাট কোহলিকে ফেরত পাঠিয়েছিলেন জেমিসন। পরের ওভারে বল করতে এসে তুলে নিলেন চেতেশ্বর পূজারার উইকেট। ৩৮তম ওভারের তৃতীয় বলে রস টেলরের হাতে ধরা দেন পূজারা। ২টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ১৫ রান করে ক্রিজ ছাড়েন চেতেশ্বর। ভারত ৭২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত। ভারতের হাতে লিড ৪০ রানের।
কোহলি আউট
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বিরাট কোহলির উইকেট তুলে নিলেন তাঁর আরসিবি সতীর্থ কাইল জেমিসন। ৩৬তম ওভারের পঞ্চম বলে ওয়াটলিংয়ের দস্তানায় ধরা পড়েন বিরাট। ২৯ বলে ১৩ রান করে ক্রিজ ছাড়েন ভারত অধিনায়ক। কোনও বাউন্ডারি মারেননি তিনি। ভারত দলগত ৭১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। ভারতের হাতে লিড ৩৯ রানের।
৩৩ ওভারে ভারত ৭০/৩
৩৩ ওভার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলেছে। কোহলি ও পূজারা উভয়েই ব্যক্তিগত ১৩ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড ৩৮ রানের।
ষষ্ঠ দিনের খেলা শুরু
নির্ধারিত সময়ে ষষ্ঠ দিনের খেলা শুরু। ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কোহলি ও পূজারা। বোলিং শুরু করেন সাউদি।
৪২ বছর পর ফের টেস্ট গড়াল ষষ্ঠ দিনে
১৯৭৯ সালে কানপুরে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শেষবার খেলা হয়েছিল ৬ দিনের টেস্ট। তার পরে বিশ্ব একাদশকে নিয়ে আইসিসি সুপার সিরিজের ছ'দিনের টেস্ট আয়োজিত হয়েছিল। যদিও ম্যাচ ষষ্ঠ দিনে গড়ায়নি।
ঝলমলে রোদ সাউদাম্পটনে
ঝকঝকে আকাশ সাউদাম্পটনে। রোদ উঠেছে। ক্রিকেটারা গা ঘামাচ্ছেন মাঠে। সোশ্যাল মিডিয়ায় আপডেট দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
পঞ্চম দিনের স্কোর
প্রথম ইনিংসের নিরিখে ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত পঞ্চম দিনের শেষে গিল (৮) ও রোহিতের (৩০) উইকেট হারিয়ে ৬৪ রান তোলে। বিরাট কোহলি ৮ ও চেতেশ্বর পূজারা ১২ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ৩২ রানের। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ২টি উইকেটই নিয়েছেন টিম সাউদি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।