বাংলা নিউজ > ময়দান > WTC Final: আবহাওয়ার বাধা সামলে টিম ইন্ডিয়ার প্রহরী স্বয়ং ক্যাপ্টেন বিরাট
অজিঙ্কা রাহানে ও বিরাট কোহলি। ছবি- আইসিসি।

WTC Final: আবহাওয়ার বাধা সামলে টিম ইন্ডিয়ার প্রহরী স্বয়ং ক্যাপ্টেন বিরাট

ডেপুটি রাহানেকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছেন ভারত অধিনায়ক।

প্রথমবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সাউদাম্পটনে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলেও ব়্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে নিউজিল্যান্ড বিশ্বের এক নম্বর দল। ভারত রয়েছে দুইয়ে।

19 Jun 2021, 11:20:03 PM IST

তৃতীয় দিনে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টেয়

দ্বিতীয় দিনেও গোটা একটা সেশনের খেলা ভেস্তে গেলেও ম্যাচ শুরুর সময় আর এগিয়ে নিয়ে আসা হচ্ছে না। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বেলা সাড়ে ১০টায়। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টের সময় শুরু হবে খেলা। অবশ্য প্রতিটা সেশনে অতিরিক্ত সময় যোগ করে ৯৮ ওভার শেষ করার চেষ্টা করা হবে।

19 Jun 2021, 10:48:19 PM IST

দিনের মতো খেলা বন্ধ

প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা শুরুই করা যায়নি। দ্বিতীয় দিনের চায়ের বিরতির পর দফায় দফায় ম্যাচ বন্ধ রাখতে হয় মন্দ আলোর জন্য। শেষমেশ আম্পায়াররা দিনের মতো খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। খেলা বন্ধ হওয়ার সময় ভারত ৬৪.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলেছে। কোহলি ৪৪ ও রাহানে ২৯ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 09:30:12 PM IST

তৃতীয়বার বিঘ্ন ম্যাচে

ফের মন্দ আলোর জন্য বন্ধ হল ম্যাচ। এই নিয়ে তৃতীয় বার। স্বাভাবিকভাবেই ব্যাটসম্যানদের পক্ষে বারবার ফিরে এসে সেট হওয়া কঠিন।

19 Jun 2021, 09:08:04 PM IST

৬০ ওভারে টিম ইন্ডিয়া ১৩৮/৩

৬০ ওভারে টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলেছে। কোহলি ৪০ ও রাহানে ২৬ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 08:38:27 PM IST

মন্দ আলোয় ফের বন্ধ ম্যাচ

আম্পায়ার গফ লাইটমিটারে যাচাই করলেন আলো খেলা চালিয়ে যাওয়ার যোগ্য কিনা। পরে মাঠ ছাড়েন কোহলিরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পিচও ঢেকে দেওয়া হল।

19 Jun 2021, 07:48:16 PM IST

চায়ের বিরতি

৫৫.৩ ওভারের পর মন্দ আলোয় খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই চায়ের বিরতি ঘোষণা করেন। ভারত ৩ উইকেটে ১২০ রান তুলেছে। কোহলি ৩৫ ও রাহানে ১৩ রানে ব্যাট করছেন। 

19 Jun 2021, 07:41:40 PM IST

৫৫ ওভারে টিম ইন্ডিয়া ১২০/৩

৫৫ ওভারে সেষে টিম ইন্ডিয়া ৩ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলেছে। কোহলি ৩৫ ও রাহানে ১৩ রানে অপরাজিত রয়েছেন।

19 Jun 2021, 07:23:46 PM IST

৫১ ওভারে ভারত ১০৬/৩

৫১ ওভার ব্যাট করে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১০৬ রান তুলেছে। কোহলি ২৭ রানে অপরাজিত রয়েছেন। রাহানে ৮ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 07:07:41 PM IST

ভারত ১০০

৪৭তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া।

19 Jun 2021, 07:00:02 PM IST

৪৫ ওভারে ভারত ৯৫/৩

৪৫ ওভার ব্যাট করে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৯৫ রান তুলেছে। কোহলি ২০ রানে অপরাজিত রয়েছেন। রাহানে ৪ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 06:33:28 PM IST

পূজারা আউট

৪১তম ওভারের দ্বিতীয় বলে বোল্ট এলবিডব্লিউর ফাঁদে জড়ান চেতেশ্বর পূজারাকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ৮ রান করে ক্রিজ ছাড়েন চেতেশ্বর। ভারত দলগত ৮৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহানে।

19 Jun 2021, 06:29:09 PM IST

৪০ ওভারে ভারত ৮৭/২

৪০ ওভার ব্যাট করে ভারত ২ উইকেটের বিনিময়ে ৮৭ রান তুলেছে। কোহলি ১৬ রানে অপরাজিত রয়েছেন। পূজারা ৮ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 06:18:00 PM IST

হেলমেটে বল লাগল পূজারার

৩৭তম ওভারের দ্বিতীয় বলে ওয়াগনারের বাউন্সার পূজারার হেলমেটে লাগে। ফিজিও মাঠে নামেন। ধাক্কা সামলে পুনরায় ব্যাটিং শুরু করেন পূজারা। 

19 Jun 2021, 06:15:07 PM IST

৩৫ ওভারে ভারত ৭৮/২

৩৫ ওভার ব্যাট করে ভারত ২ উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলেছে। কোহলি ৭ রানে অপরাজিত রয়েছেন। পূজারা ৮ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 06:04:24 PM IST

পূজারা খাতা খুলতেই গ্যালারিতে উদ্দীপণা

৩৬তম বলে বাউন্ডারি মেরে খাতা খোলেন চেতেশ্বর পূজারা। গ্যালারিতে বিপুল উদ্দীপণা।

19 Jun 2021, 05:50:51 PM IST

৩০ ওভারে ভারত ৬৯/২

৩০ ওভার ব্যাট করে ভারত ২ উইকেটের বিনিময়ে ৬৯ রান তুলেছে। কোহলি ৬ রানে অপরাজিত রয়েছেন। পূজারা এখনও খাতা খোলেননি।

19 Jun 2021, 05:11:48 PM IST

লাঞ্চের বিরতি

প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৬৯ রান তুলেছে। তারা দিনের প্রথম সেশনে ২৮ ওভার ব্যাট করে। রোহিত ৩৪ ও গিল ২৮ রান করে আউট হন। কোহলি ৬ রানে অপরাজিত রয়েছেন। পূজারা এখনও খাতা খোলেননি। ১টি করে উইকেট নেন জেমিসন ও ওয়াগনার।

19 Jun 2021, 04:54:28 PM IST

গিল আউট

ম্যাচে নিজের প্রথম ওভার বল করতে এসেই শুভমন গিলের উইকেট তুলে নিলেন ওয়াগনার। ২৫তম ওভারের তৃতীয় বলে ওয়াটলিংয়ের দস্তানায় ধরা পড়েন শুভমন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ২৮ রান করে ক্রিজ ছাড়েন গিল। ক্রিজে নতুন ব্যাটসম্যান কোহলি। ভারত ২৫ ওভারে ৬৩/২।

19 Jun 2021, 04:32:19 PM IST

রেহিত শর্মা আউট

ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দিলেন কাইল জেমিসন। ২১তম ওভারের প্রথম বলে রোহিত শর্মার উইকেট তুলে নেন তিনি। ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৩৪ রান করে সাউদির হাতে ধরা পড়েন হিটম্যান। ভারত ৬২ রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পূজারা।

19 Jun 2021, 04:23:39 PM IST

ভারত ৫০

১৮তম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ভারত।

19 Jun 2021, 04:23:12 PM IST

১৫ ওভারে ভারত ৪৫/০

১৫ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৪৫ রান তুলেছে। রোহিত ২১ রানে ব্যাট করছেন। শুভমন গিল ২৩ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 03:46:15 PM IST

আক্রমণে জেমিসন

উচ্চতার জন্য কাইল জেমিসন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পথের কাঁটা হতে পারেন বলে মত বিশেষজ্ঞদের। ১১তম ওভারে নিউজিল্যান্ড প্রথমবার আক্রমণে নিয়ে আসে জেমিসনকে। যদিও দ্বিতীয় বলেই গিল বাউন্ডারি মারেন কিউয়ি পেসারকে।

19 Jun 2021, 03:43:18 PM IST

১০ ওভারে ভারত ৩৭/০

ম্যাচের শুরুতে কিউয়ি পেসারদের কীভাবে সামলায় ভারতীয় ওপেনাররা, সেটাই ছিল দেখার। তবে প্রথম দশ ওভারে অবিচ্ছদ্য থেকে রোহিত-গিল জুটি ৩৭ রান যোগ করে। রোহিত ২১ ও গিল ১৫ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 03:33:07 PM IST

৭ ওভারে ভারত ২৬/০

৭ ওভার শেষে ভারত বিনা উইকেটে ২৬ রান তুলেছে। রোহিত ১৭ রানে ব্যাট করছেন। শুভমন গিল ৮ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 03:17:57 PM IST

৩ ওভারে ভারত ৮/০

৩ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৮ রান তুলেছে। রোহিত ৭ রানে ব্যাট করছেন। এখনও খাতা খুলতে পারেননি গিল। 

19 Jun 2021, 03:13:29 PM IST

প্রয়াত মিলখা সিংকে শ্রদ্ধা টিম ইন্ডিয়ার

প্রয়াত মিলখা সিংকে শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেটাররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামে।

19 Jun 2021, 03:03:05 PM IST

ম্যাচ শুরু

বহু প্রতীক্ষিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু। ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও গিল। বোলিং শুরু করেন সাউদি। প্রথম বলেই ৩ রান নেন রোহিত।

19 Jun 2021, 02:57:28 PM IST

শুরুতে বোলিং করতে চেয়েছিল ভারত

বিরাট কোহলি মেনে নেন যে, ভারতও শুরুতে বোলিং করতে চেয়েছিল। তবে ব্যাটিং করতে হওয়ায় অখুশি নন তাঁরা। কোহলি আরও বলেন, ‘বড় ফাইনাল। যত বেশি সম্ভব স্কোরবোর্ডে রান তুলতে হবে। আমাদের দু’দন স্পিনার যে কোনও পরিবেশে ভালো পারফর্ম করতে পারে।'

19 Jun 2021, 02:51:30 PM IST

কেরিয়ারের শেষ টেস্টে মাঠে নামছেন ওয়াটলিং

নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং আগেই জানিয়েছিলেন যে, তিনি ইংল্যান্ড সফরের শেষে অবসর নেবেন। সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটিই হতে চলেছে তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। ওয়াটলিংকে নিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমাদের একজন অত্যন্ত বড় মাপের খেলোয়াড় এবং একজন প্রকৃত লিডার। ওর জন্য এমন একটা বড় ম্যাচ দিয়ে কেরিয়ার শেষ করা যথাযথ হবে। আমি নিশ্চিত, ও প্রতিটা মুহূর্ত উপভোগ করবে।’

19 Jun 2021, 02:46:36 PM IST

ভারতের প্রথম একাদশে বদল নেই

ভারত ম্যাচের আগে ঘোষিত প্রথম একাদশে কোনও বদল করেনি।

19 Jun 2021, 02:43:54 PM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি'গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

19 Jun 2021, 02:41:09 PM IST

চার পেসারের সঙ্গে নিউজিল্যান্ড দলে গ্র্যান্ডহোম

চারজন বিশেষজ্ঞ পেসারের সঙ্গে পেসার-অলরাউন্ডার কলিন ডি'গ্র্যান্ডহোমকে দলে রাখল নিউজিল্যান্ড। জায়গা হল না স্পিনার আজাজ প্যাটেলের। ভারত জোড়া স্পিনারে মাঠে নামলেও নিউজিল্যান্ড দলে জায়গা হল না কোনও স্পিন বোলারের।

19 Jun 2021, 02:35:09 PM IST

টস জিতল নিউজিল্যান্ড

টস জিতল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ভারত শুরুতে ব্যাটিং করবে।

19 Jun 2021, 02:29:50 PM IST

ম্যাচ টাইমিং

টস ভারতীয় সময় অনুযায়ী ২টো ৩০ মিনিটে। প্রথম সেশন ৩টে থেকে ৫টা। লাঞ্চের বিরতি ৪০ মিনিট। দ্বিতীয় সেশন ৫টা ৪০ থেকে ৭টা ৫৫ (১৫ মিনিট অতিরিক্ত)। চায়ের বিরতি ২০ মিনিট। শেষ সেশন ৮টা ১৫ থেকে ১০টা ৩০ (১৫ মিনিট অতিরিক্ত)। যদি ১০টা ৩০ মিনিটের মধ্যে ৯৮ ওভার শেষ কার না যায়, তবে খেলা আরও ৩০ মিনিট এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

19 Jun 2021, 02:26:28 PM IST

টিম হাডলে কোহলিরা

টসের আগে টিম হাডলে ভারতীয় ক্রিকেটাররা। শেষ মুহূর্তের আলোচনা সেরে নেয় কোহলিরা।

19 Jun 2021, 02:22:40 PM IST

ভারত কি প্রথম একাদশে বদল করতে পারে?

এখনও টস হয়নি। তাই আবহাওয়ার কথা মাথায় রেখে ভারত কি প্রথম একাদশে বদল করতে পারে? এমন প্রশ্ন করা হয়েছিল টিম ইন্ডিয়ার বোলিং কোচ আর শ্রীধরকে। তিনি জবাব দেন, '‘আমি আশা করেছিলাম যে, এটাই প্রথম প্রশ্ন হতে পারে। যে প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে, সেটা পিচ ও পরিবেশের কথা হিসাবের মধ্যে না রেখেই। আমি মনে করি যে, এই এগারো জন যে কোনও পরিবেশে, যে কোনও পিচে পারফর্ম করতে পারে। সেরা এগারো জনকেই মাঠে নামানো হবে। যদি প্রয়োজন হয়, তবে টসের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।'

19 Jun 2021, 02:07:13 PM IST

পিচের কভার সরিয়ে দেওয়া হয়েছে

প্রায় দু'দিন ঢাকা থাকার পর শনিবার সাউদাম্পটনের পিচ থেকে কভার সরিয়ে দেওয়া হয়েছে। পিচে ঘাসের পরিমাণ কমেছে বটে, তবে স্যাঁতসেঁতে ভাব থাকবে নিশ্চিত।

19 Jun 2021, 02:03:40 PM IST

ভারতের প্রথম একাদশ

ম্যাচের আগের দিনই ভারত তাদের প্রথম একাদশ ঘোষণা করে দেয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে মাঠে নামবেন রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি।

19 Jun 2021, 02:03:40 PM IST

আবহাওয়ার আপডেট

আপাতত দ্বিতীয় দিনের সকালে সূর্যের দেখা মিললেও বৃষ্টির পূর্বাভাষ রয়েছে দ্বিতীয় দিনেও। তবে আকাশ মেঘাচ্ছন্ন। আপাতত দ্বিতীয় দিনে বৃষ্টি হয়নি। তাই খেলা নির্ধারিত সময়ে শুরু হতে পারে।

19 Jun 2021, 02:03:40 PM IST

পিচের সম্ভাব্য চরিত্র

প্রথম দর্শনে সাউদাম্পটনের পিচে পর্যাপ্ত পরিমাণে ঘাস দেখা গিয়েছিল। তাই মনে করা হচ্ছিল পেসাররা বাড়তি সুবিধা পাবে শুরুর দিকে। তবে পরে দেখা যায় ঘাস ছেঁটে ফেলা হয়েছে। হালকা আস্তরণটার জন্য প্রথম দিকে পেসররা সাহায্য পেতে পারে। তবে পরের দিকে স্পিনাররা সাহায্য পাবে বলেই মনে করা হচ্ছে।

19 Jun 2021, 02:03:41 PM IST

প্রথম দিনের পরিত্যক্ত

অবিরাম বৃষ্টির জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের খেলা ভেস্তে যায়। এমনক টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। সুতরাং, দ্বিতীয় দিনের খেলা কার্যত ম্যাচের প্রথম দিন হিসেবে বিবেচিত হবে। রিজার্ভ ডে বিবেচিত হবে ম্যাচের পঞ্চম দিন হিসেবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চপার থেকে নামতেই পা জড়িয়ে ধরেন মহিলা, রাস্তায় চুমুও ছুড়লেন তরুণী, কী করলেন দেব শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় !ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন- মোদী হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিসমাহ মারুফ বেআইনি নির্মাণ কিনা ফ্ল্যাট কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা, চালু হচ্ছে পোর্টাল তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র 'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার Sri Lanka Women বনাম Thailand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে?

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.