বাংলা নিউজ > ময়দান > বিরাট কোহলিকে টপকে বিশ্বরেকর্ড গাপ্তিলের, আন্তর্জাতিক T20 ক্রিকেটের শিখরে মার্টিন

বিরাট কোহলিকে টপকে বিশ্বরেকর্ড গাপ্তিলের, আন্তর্জাতিক T20 ক্রিকেটের শিখরে মার্টিন

মার্টিন গাপ্তিল ও বিরাট কোহলি। ছবি- বিসিসিআই/আইসিসি।

রাঁচিতে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে বিশ্বরেকর্ড গড়লেন মার্টিন গাপ্তিল। বিরাট কোহলিকে টপকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি রানের মালিক হলেন কিউয়ি ওপেনার।

রেকর্ড গড়তে গাপ্তিলের দরকার ছিল মাত্র ১১ রান। ম্যাচের প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমারের বলে তিনটি বাউন্ডারি মেরে লক্ষ্যে পৌঁছে যান তিনি।

জয়পুরে সিরিজের প্রথম টি-২০ ম্যাচের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১১০ ম্যাচের ১০৬টি ইনিংসে গাপ্তিলের সংগ্রহে ছিল ৩২১৭ রান। ৯৫টি ম্যাচের ৮৭টি ইনিংসে ৩২২৭ রান করে এক নম্বরে ছিলেন কোহলি।

রাঁচিতে গাপ্তিল আউট হন ৩১ রান করে। ফলে ১১১ ম্যাচের ১০৭টি ইনিংসে তাঁর সার্বিক সংগ্রহ দাঁড়ায় ৩২৪৮ রান। ফলে কোহলিকে পিছনে ফেলে গাপ্তিল উঠে আসেন এক নম্বরে।

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের বর্তমান টি-২০ ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি রাঁচির ম্যাচে মাঠে নামার আগে ১১৭ ম্যাচের ১০৮টি ইনিংসে ৩০৮৬ রান সংগ্রহ করেছেন। অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ রয়েছেন চার নম্বরে। তাঁর সংগ্রহে রয়েছে ২৬০৮ রান। আয়ারল্যান্ডের পল স্টার্লিং রয়েছেন তালিকার পাঁচ নম্বরে। তাঁর পকেটে রয়েছে ২৫৭০ রান।

বন্ধ করুন