সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে সূর্যকুমারের ব্যাটিং তাণ্ডবে তছনছ হয়েছে নিউজিল্যান্ড। বে ওভালে ভারতের কাছে একতরফা হারের পরেই ক্যাপ্টেন বদলাতে বাধ্য হচ্ছে আয়োজকরা। সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টিম সাউদি।
আসলে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামতে পারবেন না কেন উইলিয়ানসন। আগে থেকেই তাঁর মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। উইলিয়ামসন নিজের কনুইয়ের পুরনো চোট যাতে না বাড়ে, সে বিষয়ে অত্যন্ত সতর্ক। সেকারণেই তিনি নিয়মিত ডাক্তারের পরামর্শ নেন। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড জানিয়েছেন যে, দুর্ভাগ্যজনকভাবে উইলিয়ামসনের মেডিক্যাল অপয়েন্টমেন্টের সঙ্গে সিরিজের সূচির সংঘাত দেখা দেয়।
উইলিয়ামসনের বদলে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াডে যোগ দিচ্ছেন মার্ক চাপম্যান। উইলিয়ামসন আগামী বুধবার অকল্যান্ডে ওয়ান ডে স্কোয়াডের সঙ্গে পুনরায় যোগ দেবেন।
উল্লেখ্য, দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সব থেকে বেশি ৬১ রান করেন কেন উইলিয়ামসন। ৫২ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। স্বাভাবিকভাবেই উইলিয়ামসন না থাকায় সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে চাপ বাড়বে নিউজিল্যান্ডের উপর।
সিরিজ বাঁচাতে শেষ টি-২০ ম্যাচে জিততেই হবে নিউজিল্যান্ডকে। নাহলে ঘরের মাঠে ভারতের কাছে টানা ২টি টি-২০ সিরিজ হেরে বসবে তারা। শেষবার নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল ৫ ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল।
রবিবার বে ওভালে শুরুতে ব্যাট করে ভারত ৬ উইকেটে ১৯১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। সূর্যকুমার যাদব ৫১ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন। তিনি ১১টি চার ও ৭টি ছক্কা মারেন। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮.৫ ওভারে ১২৬ রানে অল-আউট হয়ে যায়। ৬৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ভারত।