HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: ফলোঅন করালে চাই বোনাস পয়েন্ট, নতুন নিয়মের পরামর্শ দিয়ে বিতর্ক উস্কে দিলেন পার্থিব

IND vs NZ: ফলোঅন করালে চাই বোনাস পয়েন্ট, নতুন নিয়মের পরামর্শ দিয়ে বিতর্ক উস্কে দিলেন পার্থিব

মুম্বইয়ে ২৬৩ রানে এগিয়ে থাকলেও বিরাট কোহলি কিউয়িদের ফলোঅন না করতে ডেকে পুনরায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

পার্থিব প্যাটেল। ছবি- ইন্সটাগ্রাম।

মুম্বই টেস্টে প্রথম ইনিংসে ভারতের ৩২৫ রানের জবাবে নিউজিল্যান্ড মাত্র ৬২ রানে গুটিয়ে যায়। ২৬৩ রানে এগিয়ে থাকলেও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কিউয়িদের ফলোঅন না করতে ডেকে পুনরায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। যদিও ম্যাচে প্রচুর সময় বাকি ছিল। তাই বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞদের একাংশে সমালোচনা শুরু হয়েছে।

সাধারণত বিরাট প্রতিপক্ষকে ফলোঅনে করান না। তাই এই সিদ্ধান্তে আশ্চর্যের তেমন কিছু না থাকলেও স্পিন সহায়ক পিচে ২৬৩ রানের মতো বড় ব্যবধানে এগিয়ে থাকলেও বিরাটের অত্যাধিক রক্ষণাত্মক মনোভাবে কয়েকজন ভ্রু কুঁচকেছেন। তবে সমালোচনার বদলে বিরাটের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে বরং নতুন নিয়মের ডাক দিয়েছেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল। পার্থিবের মতে ফলো অন করানোর জন্য যদি বাড়তি কোনো পয়েন্টের ব্যবস্থা না থাকে, তাহলে ফলোঅন করানোর কোনো যুক্তিই নেই।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের মতামত জানানোর পাশাপাশি বাকিদের মতামতও জানতে চেয়ে এক পোস্টে পার্থিব লেখেন, ‘অনেক সমর্থকই ভাবেছেন কেন ভারত ও নিউজিল্যান্ডের এই টেস্টে (কিউয়িদের) ফলোঅন করানোর সিদ্ধান্ত নেওয়া হল না। তাদের জন্য আমি বলব, যদি ফলো অন করানোয় বাড়তি কোনো সুবিধা (এক বা দুই বোনাস পয়েন্ট) না থাকে, তাহলে টেস্টে এতটা সময় বাকি থাকতে ফলো অন করানোর অর্থ কি? আমার সঙ্গে কি আপনারা সহমত?’

পার্থিবের কথায় যুক্তি অবশ্যই আছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টে যেখানে প্রতিটি পয়েন্ট মহামূল্যবান, সেখানে ২০ রানে জেতা আর ২০০ রানের জেতার মধ্যে সত্যি বলতে মানসিক সন্তুষ্টি ছাড়া আর পৃথক কোনো লাভ নেই। সেক্ষেত্রে শুধু বিরাট নন, বেশিরভাগ লোকেই চাইবেন সেই জায়গায় নিজেদের খাতায় আরও কিছু রান জুড়ে নিতে। ভারত ঠিক সেটাই করে।

 দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান করে ডিক্লেয়ার দিয়ে কিউয়িদের ৫৪০ রানের বিশাল লক্ষ্যে তাড়া করার টার্গেট রাখে। অধিক সময় ব্যাট করার ফলে টেস্ট জয় নিয়ে যদি সংশয় থাকত, তাহলে তা নিয়ে চর্চা অবশ্যই বেশি হতো। তবে দুই দিনে মাত্র পাঁচ উইকেট হাতে নিয়ে ৪০০ রান করা কিউয়িদের জন্য অসম্ভব বলেই ধরে নেওয়া যায়। কিন্তু এতে পার্থিবের মন্তব্যের যৌক্তিকতা কিন্তু একেবারেই কমে যায় না। ভবিষ্যতে এই বিষয়ে কোনো পরিবর্তন হয় কিনা, সেটা দেখা বেশ মজাদার হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.