ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামার জন্য ভারত-নিউজিল্যান্ড উভয় দল ইতিমধ্যেই রাঁচি পৌঁছে গিয়েছে। তবে ক্রিকেটারদের রাঁচিতে পা দেওয়ার দিনেই ম্যাচ ঘিরে দেখা দিয়েছে বিপত্তি। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ স্থগিত করার আবেদন জানিয়ে জনস্বার্থে মামলা দায়ের হল ঝাড়খণ্ড হাইকোর্টে।
আসলে রাঁচির টি-২০ ম্যাচে স্টেডিয়ামের একশো শতাংশ দর্শকাসন ভরানোর অনুমতি চাওয়া হয়েছিল রাজ্য ক্রিকেট সংস্থার তরফে। ঝাড়খণ্ড সরকার অনুমতি দেওয়ার পরেই বৃহস্পতিবার মামলা দায়ের হয় আদালতে।
আইনজীবী ধীরাজ কুমার ম্যাচ স্থগিত করা অথবা পঞ্চশ শতাংশ দর্শকাসন ভরিয়ে ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, যখন করোনা মহামারির সময়ে নিরাপত্তার স্বার্থে মন্দির, আদালত ও অন্যান্য অফিস-কাছারিতে ৫০ শতাংশ মানুষের একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে, তখন কীভাবে ক্রিকেট ম্যাচের গ্যালারিতে একশো শতাংশ জনসমাগমের অনুমতি দেয় সরকার?
এমন সিদ্ধান্ত মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করেন ধীরাজ। তাই তিনি অবিলম্বে আদালতের হস্তক্ষেপ দাবি করেন।
উল্লেখ্য, জয়পুরে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ১-০ লিড নিয়েছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় শুক্রবার রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামছে দু'দল।