কানপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই হরভজন সিংকে টপকে ভারতের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিতে পরিণত হয়েছেন। এবার মুম্বই টেস্টে তারকা স্পিনারের সামনে একই সঙ্গে তিনটি দুরন্ত নজির গড়ার হাতছানি রয়েছে।
প্রথমত, মুম্বই টেস্টে ৬টি উইকেট নিলে চলতি ক্যালেন্ডার বর্ষে ৫০টি উইকেট পূর্ণ করবেন অশ্বিন। সেক্ষেত্রে এই নিয়ে মোট চারবার এক বছরে ৫০টি বা তারও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে আর কারও এমন রেকর্ড নেই।
অশ্বিন ২০১৫ সালে ৬২টি, ২০১৬ সালে ৭২টি এবং ২০১৭ সালে ৫৬টি উইকেট দখল করেন। চলতি বছরে (২০২১) অশ্বিন ১৪টি ইনিংসে ৪৪টি উইকেট সংগ্রহ করেছেন। অশ্বিন ছাড়া কুম্বলে ও হরভজন এক বছরে ৫০টির বেশি টেস্ট উইকেট নিয়েছেন মোট ৩ বার করে।
দ্বিতীয়ত, মুম্বই টেস্টে আর ৮টি উইকেট নিলে দেশের মাটিতে ৩০০টি টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন অশ্বিন। একমাত্র অনিল কুম্বলে ভারতের মাটিতে তিনশোর বেশি (৩৫০) টেস্ট উইকেট নিয়েছেন।
তৃতীয়ত, কানপুর টেস্টে ৬টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বোলারে পরিণত হয়েছেন অশ্বিন। তিনি পিছনে ফেলে দিয়েছেন বিষেণ সিং বেদিকে (৫৭)। এবার ওয়াংখেড়েতে ৮টি উইকেট নিতে পারলে ভারত-নিউজিল্যান্ড দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজের ইতিহাসে দু'দলের মধ্যে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারে পরিণত হবেন অশ্বিন। আপাতত এই রেকর্ড রয়েছে রিচার্ড হ্যাডলির দখলে। তিনি ভারতের বিরুদ্ধে ৬৫টি টেস্ট উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের দখলে রয়েছে ৫৮টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।