বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: স্টোকস থেকে ওয়ার্নার, অশ্বিন জ্বরে কাবু বাঁ-হাতি ব্যাটাররা, মুম্বইয়ে লাথামকে ফিরিয়ে গড়লেন অনন্য নজির

IND vs NZ: স্টোকস থেকে ওয়ার্নার, অশ্বিন জ্বরে কাবু বাঁ-হাতি ব্যাটাররা, মুম্বইয়ে লাথামকে ফিরিয়ে গড়লেন অনন্য নজির

টম লাথামকে আউট করে পূজারার সঙ্গে অশ্বিনের সেলিব্রেশন। ছবি- এএনআই। (ANI)

মুম্বইয়ে দ্বিতীয় ইনিংসে লাথামকে তাঁর টেস্ট কেরিয়ারে অষ্টমবার আউট করেন অশ্বিন। 

রবিচন্দ্রন অশ্বিনের ঐতিহাসিক কেরিয়ারে রেকর্ডের কমতি। প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় আরও বলিষ্ঠ অক্ষরে নিজের নাম লিখছেন ভারতীয় স্পিনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের তৃতীয় দিনেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে এক অনন্য নজির গড়লেন ৩৫ বছর বয়সী স্পিনার। 

বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে ডান-হাতি অফস্পিনারের লড়াইটা বরাবরই বোলারের পক্ষে বেশি সুবিধাজনক। রবিচন্দ্রন অশ্বিনের দক্ষতা নিয়ে এমনিতেও কোনো প্রশ্ন থাকতে পারে না। তবে বাঁ-হাতি ব্যাটারদের সামনে পেলে যেন কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই বেন স্টোকসকে ১১ বার, ডেভিড ওয়ার্নারকে ১০ বার অ্যালেস্টার কুককে সাজঘরের রাস্তা দেখিয়েছেন অশ্বিন। তাই সম্প্রতি কিউয়ি তারকা টম লাথামের অশ্বিনের বিরুদ্ধে চলতি সিরিজে ব্যর্থতা নতুন কিছু নয়। 

মুম্বই টেস্টে লাথামকে তাঁর টেস্ট কেরিয়ারে অষ্টমবার আউট করেই প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ বার বাঁ-হাতি ব্যাটারদের আউট করার কৃতিত্ব নিজের ঝুলিতে ভরেন অশ্বিন। এ বিষয়ে তাঁর সবথেকে কাছের রয়েছেন অনিল কুম্বলে (২৬০টি উইকেট)। তাঁকে অবশ্য উইকেটের বিচারে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন অশ্বিন। অশ্বিনের এই দুরন্ত রেকর্ড বিশেষত বাঁ-হাতি ব্যাটারদের রাতের ঘুম উড়াতে যথেষ্ট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন