অকল্যান্ডে ভালো খেলা সত্ত্বেও হ্যামিল্টনের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সঞ্জু স্যামসনকে বাদ দেয় টিম ইন্ডিয়া। ভারতীয় টিম ম্যামেজমেন্টের এমন সিদ্ধান্ত খুশি করেনি সমর্থকদের। স্যামসন ফের উপেক্ষিত হওয়ায় আওয়াজ উঠতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচের শেষে শিখর ধাওয়ানকে কার্যত সাফাই দিতে হয় এই প্রসঙ্গে।
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের প্লেয়িং ইলেভেনে একজোড়া রদবদল করে ভারত। স্যামসনকে বসিয়ে ভারত মাঠে নামায় দীপক হুডাকে। শার্দুল ঠাকুরকে বসিয়ে তারা মাঠে নামায় দীপক চাহারকে। প্লেয়িং ইলেভেনে এমন রদবদলের পিছনে কী ভাবনা ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের, জানিয়ে দিলেন ক্যাপ্টেন।
ধাওয়ান বলেন, ‘আমরা ষষ্ঠ বোলারের বিকল্প খোলা রাখতে চেয়েছিলাম। সেকারণেই সঞ্জু স্যামসনের বদলে আমরা দীপক হুডাকে খেলাই। তাছাড়া আমরা আরও একজন সুইং বোলার খেলাতে চেয়েছিলাম, যে ব্যাটসম্যানদের বিব্রত করতে পারবে। তাই চাহারকে খেলানো হয়।’
আরও পড়ুন:- IND vs NZ: শেষমেশ সত্যি হল আশঙ্কা, মাঝপথেই ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ODI
সিনিয়রদের অনুপস্থিতিতে দলের তরুণ ক্রিকেটাররা যেভাবে নিউজিল্যান্ড সফরে নিজেদের মেলে ধরছেন, তাতে যারপরনাই আপ্লুত শোনায় শিখর ধাওয়ানকে। তিনি বলেন, ‘প্রায় সব সিনিয়ররাই বিশ্রামে। ইতমধ্যেই বোঝা গিয়েছে দলে গভীরতা কতটা। নিউজিল্যান্ড সফরে নিজেদের মেলে ধরার ভালো সুযোগ ছিল তরুণদের সামনে এবং ওরা দারুণ পারফর্ম্যান্স উপহার দিচ্ছে। এমন পরিবেশ-পরিস্থিতিতে শুভমন গিল দুর্দান্ত ব্যাটিং করছে। গত ম্যাচে উমরান মালিকও দারুণ খেলেছে। যে রকম পরিণতিবোধ দেখিয়েছে ওরা, এককথায় অসাধারণ।'
উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ান ডে ম্যাচে বড় রানের ইনিংস গড়েও হার মানতে হয় ভারতকে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।