নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত দ্বিশতরান করেন শুভমন গিল। সব থেকে কম বয়সে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েন তিনি। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ধ্বংসাত্মক শতরান করেন শুভমন। উল্লেখযোগ্য বিষয় হল, সব থেকে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি।
আমদাবাদে ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন। তিনি শেষমেশ ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন। মোতেরায় ব্যাট হাতে এমন তাণ্ডব চালানোর দিনে গিলর বয়স ২৩ বছর ১৪৬ দিন।
উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটিই কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই নিরিখে তিনি ভেঙে দেন বিরাট কোহলির রেকর্ড। কোহলি ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রান করে অপরাজিত থাকেন। এতদিন সেটিই ছিল ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এবার অপরাজিত ১২৬ রান করে সেই রেকর্ড নিজের দখলে নিলেন গিল।
সব থেকে বেশি রানের আন্তর্জাতিক টি-২০ ইনিংস খেলা ভারতীয়রা:-
১. শুভমন গিল: অপরাজিত ১২৬ (বনাম নিউজিল্যান্ড, ২০২৩)
২. বিরাট কোহলি: অপরাজিত ১২২ (বনাম আফগানিস্তান, ২০২২)
৩. রোহিত শর্মা: ১১৮ (বনাম শ্রীলঙ্কা, ২০১৭)
৪. সূর্যকুমার যাদব: ১১৭ (বনাম ইংল্যান্ড, ২০২২)
৫. সূর্যকুমার যাদব: অপরাজিত ১১২ (বনাম শ্রীলঙ্কা, ২০২৩)
শুভমন গিলের নজির:-
১. ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করেন শুভমন দিল। তাঁর আগে রোহিত শর্মা (৪টি), সূর্যকুমার যাদব (৩টি), লোকেশ রাহুল (২টি), সুরেশ রায়না (১টি), হরমনপ্রীত কউর (১টি), দীপক হুডা (১টি) ও বিরাট কোহলি (১টি) এমন কৃতিত্ব অর্জন করেছেন।
২. পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করেন গিল। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন রোহিত, শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না ও লোকেশ রাহুল।
৩. সব থেকে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করার রেকর্ড গড়েন শুভমন গিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup