শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে অনবদ্য ফর্মে রয়েছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এই ফর্ম ধরে রেখেছেন সূর্য। আর সেই ফর্ম ধরে রেখেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নয়া নজির গড়ে ফেললেন তিনি। টপকে গেলেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মতোন তারকা ব্যাটারদেরও।
প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টিরও কম ম্যাচ খেলে সব থেকে বেশি বার ম্যাচের সেরা হওয়ার নজির গড়েছেন সূর্যকুমার যাদব। আপাতত মাত্র ৪৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১ বার ম্যাচের সেরার পুরস্কার জিতে নিয়েছেন তিনি। তাঁর ১১তম বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তিনি পেয়েছেন রবিবার। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই পুরস্কার পেয়েছেন তিনি।
আরও পড়ুন: ইশানের খারাপ পারফরম্যান্সের পরিসংখ্যানে লাইক করে কী বার্তা দিলেন KKR তারকা নীতিশ?
উল্লেখ্য এই তালিকায় দুই নম্বরে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। তিনি ৬৮ টি ম্যাচ খেলে পেয়েছেন ১১ টি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি। যিনি ৭১ ম্যাচে পেয়েছেন ১১ তম ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মহম্মদ রিজওয়ান (৭৯),পঞ্চম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার (৯৩), ষষ্ঠ স্থানে রয়েছেন শহিদ আফ্রিদি (৯৫)।
আরও পড়ুন: একানার পিচ নিয়ে ক্ষোভ, চাকরি গেল পিচ কিউরেটরের
রবিবার সূর্যকে তাঁর স্বাভাবিক মারকুটে ভঙ্গিমায় ব্যাট করতে দেখা যায়নি। এ দিন চার নম্বরে ব্যাট করতে নেমে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করেন তিনি। বল দেখে বুঝেশুনে খেলতে দেখা যায় তাঁকে। একেবারে ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে তিনি ভারতের জয় সুনিশ্চিত করেন। ৩১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি। গোটা ইনিংসে মাত্র একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। তাও আবার এসেছে ভারতের ইনিংসের একেবারে শেষে। ওই বাউন্ডারি হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন তিনি।
এ দিন নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৯৯ রান করতে সমর্থ হয়। জবাবে ভারত ১ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচ শেষে অবশ্য লখনউয়ের একানা স্টেডিয়ামের উইকেটকে একহাত নিয়েছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পরিপ্রেক্ষিতে এই উইকেটকে অত্যন্ত জঘন্য উইকেট বলেই মনে হয়েছে তাঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।