বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: শূন্যে উড়ে স্লিপে অবিশ্বাস্য দু'টি ক্যাচ, এবার ফিল্ডিংয়ে মন্ত্রমুগ্ধ করলেন সূর্যকুমার- ভিডিয়ো

IND vs NZ: শূন্যে উড়ে স্লিপে অবিশ্বাস্য দু'টি ক্যাচ, এবার ফিল্ডিংয়ে মন্ত্রমুগ্ধ করলেন সূর্যকুমার- ভিডিয়ো

ক্যাচ ধরছেন সূর্যকুমার। ছবি- টুইটার।

India vs New Zealand 3rd T20I: আমদাবাদে ব্যাট হাতে সংক্ষিপ্ত অথচ আগ্রাসী ইনিংসের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন সূর্যকুমার যাদব।

আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা টি-২০ ব্যাটসম্যান হলেও সূর্যকুমার যাদব কত ভালো ফিল্ডার, তার প্রমাণ মিলল আরও একবার। আমদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্য়াচে দুর্দান্ত তিনটি ক্যাচ ধরেন সূর্যকুমার।

উল্লেখযোগ্য বিষয় হল, স্লিপে ফিল্ডিং করার সময় কার্যত একই রকম ক্ষিপ্রতায় এমন দু'টি ক্যাচ ধরেন সূর্যকুমার, দ্বিতীয় ক্যাচটিকে প্রথমটির অ্যাকশন রিপ্লে বলা চলে।

তাছাড়া যাদব বাউন্ডারি লাইনেও এমন একটি ক্যাচ নেন, যেটি ধরা নিন্তান্ত সহজ ছিল না। এক পায়ে ভর দিয়ে সূর্যকুমার ক্যাচ ধরার পরে দারুণভাবে শরীরের ভারসাম্য বজায় রাখেন। তিনি বাউন্ডারি লাইনের এত কাছে ছিলেন যে, টেলিভিশন রিপ্লে দেখার পরে আম্পায়ারকে নিশ্চিত হতে হয় সূর্যকুমারের পা বাউন্ডারি লাইন ছুঁয়েছে কিনা।

আরও পড়ুন:- IND vs NZ: সুপারহিট ক্যাপ্টেন, T20 ক্রিকেটে ভারত অধিনায়ক হিসেবে বিরল নজির পান্ডিয়ার

দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই স্লিপে ফিন অ্যালেনের দুর্দান্ত ক্যাচ ধরেন সূর্যকুমার। ০.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার লাফিয়ে ওঠা বলে সজোরে ব্যাট চালান ফিন অ্যালেন। বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে স্লিপ অঞ্চলে উড়ে যায়। সূর্যকুমার শূন্যে লাফিয়ে দু'হাতে বল ধরে নেন। মাটিতে আছড়ে পড়ার পরেও বল হাত থেকে বেরিয়ে যেতে দেননি তিনি।

পরে ইনিংসের তৃতীয় ওভারেও হুবহু একইভাবে গ্লেন ফিলিপসের ক্যাচ ধরেন যাদব। ২.৪ ওভারে এবারও হার্দিকের বল ফিলিপসের ব্যাটের কানা ছুঁয়ে সূর্যকুমারের মাথার উপরে ভেসে যায়। বল তালুবন্দি করতে ভুল করেননি যাদব।

সূর্যকুমার যাদবের তিনটি অবিশ্বাস্য ক্যাচ ধরার ভিডিয়ো দেখতে ক্লিক করুন:- https://www.bcci.tv/videos/5559161/catch-copy--paste-suryakumars-2-stunning-identical-grabs?tagNames=2023

ইনিংসের নবম ওভারে শিবম মাভির বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন মিচেল স্যান্টনার। ৮.৩ ওভারে মাভির শর্ট পিচড ডেলিভারিতে জোরালো পুল শট খেলেন স্যান্টনার। বল উড়ে যায় বাউন্ডারি লাইনে। অনবদ্য দক্ষতায় ক্যাচ ধরেন সূর্যকুমার।

তার আগে ব্যাট হাতেও দলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সূর্য। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ২৪ রান করে আউট হন তিনি। সংক্ষিপ্ত ইনিংসে যাদব ১টি চার ও ২টি ছক্কা মারেন। গিলের সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে ৩৮ রান যোগ করেন তিনি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন