কানপুরে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল। তবে মুম্বইয়ে ৩৭২ রানে দুরন্তভাবে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচ ও সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। প্রথম টেস্টে না খেললেও কামব্যাক করেই ম্যাচ জিতেছেন ক্যাপ্টেন কোহলি। দলে পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি জানান, ‘কামব্যাক ম্যাচেই জয় দিয়ে শুরু করার অনুভূতিটা বেশ ভাল। অধিনায়ক হিসেবে বলতে গেলে আমরা ম্যাচে দূরন্ত পারফর্ম করি, এমনটা তো অতীতেও বারংবার দেখা গিয়েছে। ম্যাচে কোনো না কোনো ব্যক্তি এগিয়ে এসে দলকে জেতানোর দায়িত্ব নেবে, এটাই সবসময় কাম্য এবং এ ম্যাচে আমরা সেটা করতে পেরেছি।’
কানপুরে দল ভাল খেললেও মাত্র এক উইকেটে জয় হাতছাড়া হয়। তবে মুম্বইয়ে তেমনটা হয়নি। চতুর্থ দিনের প্রথম ঘন্টাতেই খেলা শেষ হয়ে গিয়েছে। কানপুরে বোলাররা মদত পাননি। তবে সময়ের আগে শেষ হয়ে গেলেও মুম্বইয়ের পিচের ভূয়সী প্রশংসা করেন কোহলি।
‘প্রথম ম্যাচে আমরা ভালই খেলেছিলাম। তবে প্রতিপক্ষ ওই ম্যাচে ভাল ব্যাট করে ড্র অর্জন করে এবং পাঁচ নম্বর দিনের পিচেও বোলারদের জন্য আশানুরূপ মদত ছিল না। এখানকার পিচ একটু বেশি মদত ছিল। পিচে পেস ও বাউন্স থাকায় আমরা প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হই। মোটের মধ্যে বলতে গেলে ওয়াংখেড়ের পিচ সব বিভাগেই ভাল ক্রিকেট খেলার জন্য অনুকূল ছিল।’ জানান তিনি।