মুম্বইয়ে ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলির প্রত্যাবর্তন একেবারেই সুখকর হয়নি। আজাজের বলে শূন্য রানে এলবিডব্লু হন ভারতীয় অধিনায়ক। তবে রিপ্লেতে বল প্যাডে লাগার আগে কোহলির ব্যাটে লেগেছে বলেই মনে হয়। কিন্তু ডিআরএস নিয়েও বদলায়নি আম্পায়ারের সিদ্ধান্ত। এরপরেই গোটা ক্রিকেট মহল তৃতীয় আম্পায়ার বীরেন্দর শর্মার সিদ্ধান্তে ক্ষোভ উগড়ে দিয়েছে।
তবে দীনেশ কার্তিক কিন্তু তৃতীয় আম্পায়ারের পাশেই দাঁড়াচ্ছেন। বীরেন্দর শর্মা নিয়ম অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক। Cricbuzz-র সঙ্গে এক আলোচনায় কার্তিক বলেন, ‘আমি যখন প্রথমে ওটা দেখি, তখন আমার প্যাডে আগে বল লেগেছে বলেই বলে মনে হয়। তবে রিপ্লে দেখে গোটা ব্যাপারটা বেশ ক্লোজ বলে মনে হয়। নিয়ম অনুযায়ী আম্পায়ারের কোনো সিদ্ধান্ত বদলাতে গেলে পোক্ত প্রমাণ লাগে। আমার মতে বীরেন্দর শর্মা সত্যিই তেমন কোনো পোক্ত প্রমাণ পাননি, যদিও সোশ্যাল মিডিয়ায় লোকেরা সম্পূর্ণরূপে নিশ্চিত যে বলটা প্রথমে ব্যাটেই লেগেছিল।’
নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি পেশ করে কার্তিক আরও বলেন, ‘গোটা বিষয়টা বুঝতে একটা জুমার দরকার ছিল। যখন বলটা ব্যাটে লাগে, তখন তার পিছন দিকটা প্যাডে লাগছিল। যখন এত অনিশ্চয়তা থাকে, তখন মাঠে আম্পায়ার যা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তই বহাল রাখা উচিত। সোশ্যাল মিডিয়ার লোকেদের পছন্দ না হলেও আম্পায়ার বীরেন্দর শর্মা ক্রিকেটের নিয়ম অনুযায়ী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। যদিও এটা নিয়ে তর্ক-বিতর্ক হতেই পারে।’ কার্তিকের এহেন মন্তব্যে যে নেটিজেনরা খুশি হবেননা, তা বলাই বাহুল্য।