টি-২০ ম্যাচে যথার্থ অল-রাউন্ডারের ভূমিকা কেমন হতে পারে, আদর্শ নমুনা পেশ করলেন ওয়াশিংটন সুন্দর। রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাটে-বলে-ফিল্ডংয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরেন টিম ইন্ডিয়ার তরুণ অল-রাউন্ডার।
ম্যাচে ভারতের হয়ে কার্যক একা লড়াই চালান ওয়াশিংটন। ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ম্যাচের শেষে বলেই ফেলেন যে, ‘মনে হচ্ছিল বুঝি নিউজিল্যান্ডের সঙ্গে ওয়াশিংটনের ম্যাচ হচ্ছে। ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচ নয়।’
সুন্দর ম্যাচে ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ব্যাট হাতে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন। তবে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি সুন্দর আলাদা করে নজর কাড়েন ফিল্ডিংয়ে। প্রথম ইনিংসের পঞ্চম ওভারে নিজের বলেই ওয়াশিংটন মার্ক চাপম্যানের যে ক্যাচটি ধরেন, তাকে এককথায় অবিশ্বাস্য বলতেই হয়।
৪.৬ ওভারে ওয়াশিংটনের ফ্লাইটেড ডেলিভারিতে ডিফেন্সিভ শট খেলার চেষ্টা করেন সদ্য ক্রিজে আসা চাপম্যান। তবে বল পিচে পড়ার পরেই লাফিয়ে ওঠে। ব্যাটে লেগে ওয়াশিংটনের ডানদিকে উড়ে যায় বল। শূন্যে শরীর ছুঁড়ে এক হাতে অনবদ্য ক্যাচ ধরেন সুন্দর।
সুন্দরের এমন অল-রাউন্ড পারফর্ম্যান্সের পরেও যদিও ভারতকে ম্যাচ হারতে হয়। রাঁচিতে সিরিজের প্রথম টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়াকে ২১ রানে হারিয়ে দেয় নিউজিল্যান্ড।
আরও পড়ুন:- Ranji Trophy: কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ ঝাড়খণ্ড, দেখে নিন রঞ্জির শেষ আটের সূচি
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫২ রান করেন ডেভন কনওয়ে। ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৯ রান করেন ডারিল মিচেল। সুন্দরের জোড়া উইকেট ছাড়াও ভারতের হয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেন অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও শিবম মাভি।
পালটা ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানে আটকে যায়। সুন্দর দলের হয়ে সব থেকে বেশি ৫০ রান করেন। এছাড়া সূর্যকুমার যাদব ৪৭, হার্দিক পান্ডিয়া ২১ ও দীপক হুডা ১০ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেন মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার ও লকি ফার্গুসন। ১টি করে উইকেট নেন জেকব ডাফি ও ইশ সোধি। ঝোড়ো হাফ-সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডারিল মিচেল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।