বাংলা নিউজ > ময়দান > IND vs PAK: বাবর কেন অধিনায়কত্ব করছেন, বুঝতে পারছি না- ক্ষোভ উগড়ে দিলেন শোয়েব

IND vs PAK: বাবর কেন অধিনায়কত্ব করছেন, বুঝতে পারছি না- ক্ষোভ উগড়ে দিলেন শোয়েব

বাবর আজম এবং শোয়েব আখতার।

পাকিস্তানের হারের পর মহম্মদ রিজওয়ানের ধীরগতির ব্যাটিং, বাবর আজমের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব। তবে ম্য়াচটি কিন্তু টানটান উত্তেজনায় পৌঁছে গিয়েছিল। দুই দলের বোলাররাই দুরন্ত পারফরম্যান্স করে দলকে জেতাতে মরিয়া ছিলেন।

এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভারতের কাছে পাকিস্তান হেরে যাওয়ায়, রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন শোয়েব আখতার। রবিবার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে এই টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করেছে ভারত। এই হারের পর মহম্মদ রিজওয়ানের ধীরগতির ব্যাটিং, বাবর আজমের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব। তবে ম্য়াচটি কিন্তু টানটান উত্তেজনায় পৌঁছে গিয়েছিল। দুই দলের বোলাররাই দুরন্ত পারফরম্যান্স করে দলকে জেতাতে মরিয়া ছিলেন।

শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘প্রথমে আমি দুই দলকেই অভিনন্দন জানাতে চাই। ভারত এবং পাকিস্তান দুই দলই এই ম্যাচ জিততে তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল, ভারত অনেকাংশে সফল হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হার্দিক পাণ্ডিয়া জয় ছিনিয়ে আনে।’

আরও পড়ুন: ভুলভাল শট খেলে আউট হয়েছে দু'জনেই- রোহিত, কোহলির ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ গাভাস্কর

পাকিস্তান সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মহম্মদ রিজওয়ান যদি ৪২ বলে ৪৩ রান করে, তা হলে রান হবে কী ভাবে? ও প্রথম ৬ ওভারে ১৯টি ডট বল খেলেছে, পাওয়ারপ্লে-তে এতগুলি ডট বল খেললে তো সমস্যায় পড়তেই হবে।’

পাশাপাশি দুই দলের একাদশ নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। তিনি বলেছেন, ‘রোহিত শর্মা এবং বাবর আজম অত্যন্ত খারাপ দল নির্বাচন করেছে। ভারত ঋষভ পন্তকে বাদ দিয়েছিল, আর পাকিস্তান ইফতেকারকে চার নম্বরে খেলায়।’ এ ছাড়া বাবর আজমকেও তিন নম্বরে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: আমি না পারলেও, হার্দিক পেরেছে-তবু শেষ না করতে পারার আফসোস জাদেজার

৪৭ বছর বয়সী প্রাক্তন এই খেলোয়াড় বলেছেন, ‘কত বার বাবর আজমকে তিন নম্বরে নেমে ইনিংস শেষ করার কথা বলেছি। ওপেন করবে ফখর জামান ও মহম্মদ রিজওয়ানকে। ম্যাচে শাদাব খান এবং ও আসিফ আলিকে নামানো হয়। বাবর আজম কেন অধিনায়কত্ব করছেন, বুঝতে পারছি না।’

রবিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া নিয়েছেন ৩ উইকেট, আর্শদীপ নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে বিরাট কোহলি (৩৫), রবীন্দ্র জাদেজা (৩৫) এবং হার্দিক পান্ডিয়া (৩৩) রান পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান হার্দিকই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন