বাংলা নিউজ > ময়দান > ভুলভাল শট খেলে আউট হয়েছে দু'জনেই- রোহিত, কোহলির ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ গাভাস্কর

ভুলভাল শট খেলে আউট হয়েছে দু'জনেই- রোহিত, কোহলির ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ গাভাস্কর

কোহলি-রোহিতের উপর ক্ষোভ উগরালেন গাভাস্কর।

বিরাট কোহলি, যিনি দীর্ঘদিন ধরে তার ফর্মের জন্য লড়াই করছেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শুরুটা খুব খারাপ করেননি। তবে বড় রান তিনি করতে পারেননি। ৩৪ বলে ৩৫ করেই আউট হয়ে গিয়েছিলেন। রোহিত শর্মা অবশ্য সে রকম কিছুই করতে পারেননি। ১৮ বল খেলে মাত্র ১২ রান করে তিনি আউট হয়ে যান।

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর ম্যাচে টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়ের পর সকলেই উচ্ছ্বসিত। বল এবং ব্যাট হাতে হার্দিক পাণ্ডিয়ার দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে।

বিরাট কোহলি, যিনি দীর্ঘদিন ধরে তার ফর্মের জন্য লড়াই করছেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শুরুটা খুব খারাপ করেননি। তবে বড় রান তিনি করতে পারেননি। ৩৪ বলে ৩৫ করেই আউট হয়ে গিয়েছিলেন। রোহিত শর্মা অবশ্য সে রকম কিছুই করতে পারেননি। ১৮ বল খেলে মাত্র ১২ রান করে তিনি আউট হয়ে যান। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ক্রিকেটার সুনীল গাভাস্কর অবশ্য কোহলি এবং রোহিতের পারফরম্যান্স রীতিমতো বিরক্ত। তিনি দুই তারকার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদের শট নির্বাচনের তীব্র সমালোচনা করেছেন।

শট নির্বাচন করার সময় সতর্কতা অবলম্বন করা আবশ্যক

সুনীল গাভাস্কর বলেছেন যে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার শট নির্বাচনে সতর্ক হওয়া উচিত ছিল। তাঁর দাবি, কোহলির উচিত ছিল তার ভাগ্যের সদ্ব্যবহার করা এবং বড় ইনিংস খেলা। প্রসঙ্গত, বিরাট কোহলি কিন্তু শুরুতেই জীবনদান পেয়েছিলেন উদ্বোধনী ইনিংসেই। হরিশ রউফের আচমকা বাউন্স কোহলি বুঝতে না পেরে ভুল শট খেলেছিলেন। বলটি সোজা নাসিম শাহের কাছে গেলেও, তিনি ক্যাচ ধরতে পারেননি। বলটি ছয় হয়ে যায়।

আরও পড়ুন: আমি না পারলেও, হার্দিক পেরেছে-তবু শেষ না করতে পারার আফসোস জাদেজার

দুই তারকার শট নির্বাচন ভালো না

গাভাস্কর বলছেন, ‘টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল প্রথম বলেই আউট হয়ে যান। কোহলি আর রোহিতের কাছে সুযোগ ছিল। ওরা রান করছিল। ওই সময় বড় শট খেলার কোনও দরকারই ছিল না। ওদের অন্তত ৭০-৮০ রান পর্যন্ত সাবধানে খেলা উচিত ছিল। তার পরে না হয় ওরা হাত খুলত। ওরা পর পর আউট হয়ে যাওয়ায় পরের ব্যাটাররা চাপে পড়ে গিয়েছিল। ভুলভাল শট খেলে আউট হয়েছে দুজনই। ওই সময়ে এই শটগুলি খেলার প্রয়োজনই ছিল না।’

একটা বড় ইনিংস খেলা উচিত ছিল কোহলির

কোহলিকে নিয়েই বেশি বিরক্ত হয়েছেন তিনি। ‘পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ভাগ্য সঙ্গ দিচ্ছিল। ওর ক্যাচ পড়ে গিয়েছিল। ব্যাটের কানায় লেগে ছক্কা হয়েছে। অনেকগুলো বল উইকেটের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু তার পরেও কোহলি রান করতে পারেনি। এটা খুব দুঃখজনক।’

আরও পড়ুন: একঘেয়ে ম্যাচে জয়ের থেকে এ রকম জিত বেশি গুরুত্বপূর্ণ- দাবি রোহিতের

ম্যাচের ফলাফল

রবিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া নিয়েছেন ৩ উইকেট, আর্শদীপ নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে বিরাট কোহলি (৩৫), রবীন্দ্র জাদেজা (৩৫) এবং হার্দিক পান্ডিয়া (৩৩) রান পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান হার্দিকই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.