বাংলা নিউজ > ময়দান > IND vs PAK Hockey Junior Asia Cup Final: পাকিস্তানকে হারিয়ে রেকর্ড চতুর্থবার হকির জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

IND vs PAK Hockey Junior Asia Cup Final: পাকিস্তানকে হারিয়ে রেকর্ড চতুর্থবার হকির জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। ছবি- হকি ইন্ডিয়া।

Hockey Junior Asia Cup Champion India: ফাইনালে পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানেরই রেকর্ড ছিনিয়ে নিল ভারতীয় দল।

জুনিয়র হকিতে পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানের রেকর্ড ছিনিয়ে নিল ভারত। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে পরাজিত করে রেকর্ড চতুর্থবারের জন্য জুনিয়র এশিয়া কাপের খেতাব ঘরে তোলে ভারতীয় দল।

বৃহস্পতিবার ওমানের সালালাহে আয়োজিত জুনিয়র এশিয়া কাপের ফাইনালে সম্মুখসমরে নামে ভারত ও পাকিস্তান। ম্যাচের প্রথমার্ধে ভারতের একতরফা দাপট বজায় থাকে। বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল উত্তম সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে দ্বিতীয়ার্ধে কঠিন লড়াই চালায় পাকিস্তান। যদিও শেষমেশ ম্যাচে সমতা ফেরানো সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে ১টি গোল করে এগিয়ে যায় ভারত। ম্যাচের ১৩ মিনিটের মাথায় অঙ্গদ বীর সিংয়ের গোলে ১-০ লিড নেয় তারা। দ্বিতীয় কোয়ার্টারে আরও ১টি গোল করে ভারতীয় দল। ২০ মিনিটের মাথায় পাকিস্তানের জালে বল জড়ান অরাইজিৎ সিং হান্ডাল।

তৃতীয় কোয়ার্টাকে একটি গোল করে পাকিস্তান। ৩৮ মিনিটের মাথায় আলি বাসারতের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে পাকিস্তান। ম্য়াচের চতুর্থ তথা শেষ কোয়ার্টারে কোনও দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন দাঁড়ায় ভারতের অনুকূলে ২-১।

আরও পড়ুন:- ENG vs IRE: ১৪ বছর আগে বাজি ধরেন জোশ টাঙ্গ একদিন টেস্ট খেলবেন, ‘৫১ লক্ষ’ টাকা জিতলেন পাব মালিক

এই নিয়ে সব থেকে বেশি চারবার ছেলেদের জুনিয়র হকি এশিয়াক চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে সব থেকে বেশিবার এই টুর্নামেন্ট জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের। তারা ৩ বার ছেলেদের বিভাগে হকির জুনিয়র এশিয়া কাপ জিতেছে।

ভারত প্রথমবার হকির জুনিয়র এশিয়া কাপ জেতে ২০০৪ সালে। সেবার ফাইনালে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়েই খেতাব জেতে ভারতীয় দল। ২০০৮ সালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয়বার ট্রফি জেতে ভারত। ২০১৫ সালে পাকিস্তানকে পরাজিত করেই তৃতীয়বার ট্রফি হাতে তোলে ইন্ডিয়া। ২০২১ সালে করোনার জন্য টুর্নামেন্ট বাতিল হয়। এবার চ্যাম্পিয়ন হয়ে খেতাব ধরে রাখে ভারত। সুতরাং, ভারত এখনও পর্যন্ত যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনালে তিনবার পাকিস্তানকেই পরাজিত করে তারা।

আরও পড়ুন:- ৭৪ থেকে একলাফে বেড়ে যেতে পারে IPL-এর ম্যাচ সংখ্যা, ইঙ্গিত চেয়ারম্যান অরুণ ধুমলের

পাকিস্তান ১৯৮৮, ১৯৯২ ও ১০৯৬ সালে পরপর তিনবার হকির জুনিয়র এশিয়া কাপ জেতে। যার মধ্যে শেষবার তারা ফাইনালে ভারতকে পরাজিত করে। সুতরাং, দীর্ঘ ২৭ বছর ট্রফিহীন থেকে যায় পাকিস্তান। মাঝে চারবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয় পাক দলকে। ভারত এই নিয়ে মোট ৬ বার টুর্নামেন্টের ফাইনালে ওঠে। ২০০০ সালের ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল ভারত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.