বাংলা নিউজ > ময়দান > IND vs PAK: নওয়াজকে নামিয়ে ফাটকা খেলেছিলেন বাবর, সেটাই হয় ম্যাচের টার্নিং পয়েন্ট

IND vs PAK: নওয়াজকে নামিয়ে ফাটকা খেলেছিলেন বাবর, সেটাই হয় ম্যাচের টার্নিং পয়েন্ট

রোহিত শর্মার সঙ্গে বাবর আজম।

প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১৮১ রান করেন। সর্বোচ্চ ৬০ রান (৪৪ বলে) করেন কোহলি। বাকিরা ৩০ রানের গণ্ডিও টপকাননি। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। ৭১ (৫১ বলে) করেন রিজওয়ান। নওয়াজ করেন ৪২ রান (২০ বলে)।

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল রবিবার সুপার ফোরের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে। চার বছর পর এশিয়া কাপে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কোনও ম্যাচে জিতল পাকিস্তান। জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারেই সেটা সংগ্রহ করে ফেলেন বাবর আজমরা। ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ নওয়াজ। টিম ইন্ডিয়ার হারাতে তাঁদের দু'জনেই নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জয়ের কৃতিত্ব পুরো দলকে দিয়েছেন বাবর

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে জয়ের পর, বাবর আজম পুরো দলকে জয়ের কৃতিত্ব দিয়েছেন এবং বলেছেন, ‘আমি সব সময় জিনিস সহজ রাখতেই ভালোবাসি। গোটা দলের কৃতিত্ব প্রাপ্য। বিপক্ষের রান বড় হওয়া সত্ত্বেও ওরা চাপে পড়েনি এবং জেতার জন্য শেষ পর্যন্ত লড়ে গিয়েছে।’

আরও পড়ুন: হিরো থেকে জিরো হার্দিক, শেষ ওভারে ভারত হারায় ব্যর্থ হয় কোহলির লড়াই

রিজওয়ান-নওয়াজের জুটি ছিল টার্নিং পয়েন্ট

রিজওয়ান-নওয়াজ জুটি সম্পর্কে বাবর বলেছেন, ‘ভারতীয় দল যে ভাবে পাওয়ারপ্লে ব্যবহার করেছে, তারা সুবিধা পেয়েছে। আমি মনে করি, এর পর আমাদের বোলাররা যে ভাবে ফিরে এসেছে তা দুর্দান্ত ছিল। যে ধরনের পার্টনারশিপ করেছেন রিজওয়ান ও মহম্মদ নওয়াজ, তা অসাধারণ ছিল। দুরন্ত একটা জুটি দেখলাম। ওদের জুটি অত ভাল খেলার পরেই, ম্যাচটা আমাদের হাতে চলে এল। এটাই ছিল আমাদের জন্য ম্যাচের টার্নিং পয়েন্ট। নওয়াজ যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ।’ তৃতীয় উইকেটে রিজওয়ান ও নওয়াজ ৭৩ (৪১) রানের জুটি গড়েন।

আমি মন থেকে সিদ্ধান্ত নিই

নির্দিষ্ট একটা ভাবনা থেকেই মহম্মদ নওয়াজকে চার নম্বরে তুলে এনেছিলেন বাবর আজম। সেই ফাটকা কাজে লেগে যাওয়ায় তিনি খুশি। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ম্যাচ অনুযায়ী আমার মনে যা আসে তাই চেষ্টা করি। আমার একটা অনুভূতি ছিল যে, নওয়াজ এখানে ভালো করতে পারে, ওর সেই অভিজ্ঞতা আছে। নওয়াজ এমনিতে ভালই ব্যাট করে। তখন ভারত দুই লেগস্পিনারকে দিয়ে বল করাচ্ছিল। সেটা দেখেই নওয়াজকে আগে পাঠাই। সেটা কাজে লেগে যাওয়ায় আমি খুশি।’

আরও পড়ুন: ‘অনেকের কাছে নম্বর রয়েছে, ধোনি ছাড়া আর কেউ যোগাযোগ করেনি’, কেন আক্ষেপ কোহলির?

চারে ব্যাট করতে নেমে নওয়াজ ২০ বলে ৪২ রানের ঝলমলে ইনিংস খেলেন। তিনি ২১০ স্ট্রাইকরেটে রান করেন এবং তার ইনিংসে ৬টি চার এবং ২টি ছক্কা রয়েছে।

ম্যাচে প্রত্যাবর্তন করেন বোলাররা

দলের স্পিনারদের প্রশংসা করতে গিয়ে বাবর বলেন, ‘শাদাব ও নওয়াজ যে ভাবে বোলিং করেছে তা চমৎকার। এ রপর আমাদের ফাস্ট বোলাররা যে ভাবে ইনিংস শেষ করেছেন তাও প্রশংসনীয়।’ পাকিস্তানের হয়ে নওয়াজ ২৫ রানে ১টি এবং শাদাব খান ৩১ রানে ২ উইকেট নেন। ম্যাচের সেরা হন মহম্মদ নওয়াজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শেক্সপিয়রের ওথেলো আসছে বড় পর্দায়, কবে মুক্তি পাচ্ছে অনির্বাণ-সোহিনীর অথৈ? ফল ঘোষণার আগেই ভোটের রাতে তৃণমূলের বিজয় মিছিল! উত্তরের ৩ কেন্দ্রে উচ্ছ্বাস নির্বাচনী বন্ড ফেরানো হবে, HT-কে বললেন নির্মলা, স্বীকার করলেন যে আগেরটায় গলদ ছিল রজনীকান্ত থেকে কমল হাসান, প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন আর কোন সেলেব দীপিকার প্রেন্যান্সির সত্যতা নিয়ে প্রশ্ন! ‘লেডি সিংঘম’কে নিয়ে কী ঘোষণা রোহিতের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় ঘোষণা, এবার রায় দেবে কলকাতা হাইকোর্ট দ্বিতীয় দফার ভোটের আগেই শৈলশহরে অমিত শাহ, নবাবের জেলায় সভা রাজনাথের নিজের ভোটটা ঘাসফুলে কেমন করে দেবেন?‌ জনগণকে টিপস দিলেন মুখ্যমন্ত্রী জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI মঙ্গলের মীনে গমন, ৫ রাশির শুভ সময় হবে শুরু, কর্মক্ষেত্রে হবে দুর্দান্ত অগ্রগতি

Latest IPL News

জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.