এশিয়া কাপের ভারত-পাকিস্তান মহারণের আগে দু'দলের ব্যাটিং শক্তির তুলনামূলক আলোচনায় চোখ রাখলে এটা স্পষ্ট যে, ভারতের ব্যাটিং অর্ডার তুলনায় অভিজ্ঞ। টপ অর্ডার হোক বা মিডল অর্ডার, দু'দলের তারকাদেরই ব্যাটিং গড় তুল্যমূল্য।
তবে যে বিষয়টা উভয় দলের মধ্যে তফাৎ গড়ে দিচ্ছে, তা হল স্ট্রাইক-রেট। ভারতীয়দের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের স্ট্রাইক-রেট পাকিস্তানিদের তুলনায় ভালো। অর্থাৎ ভারতের ব্যাটসম্যানরা তুলনায় আগ্রাসী মেজাজে ব্যাট করেন। এই ভয়ডরহীন ক্রিকেট খেলার মানসিকতাই এশিয়া কাপে এগিয়ে রাখতে পারে টিম ইন্ডিয়াকে। অবশ্য গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কুঁকড়ে থাকা মানসিকতার জন্যই হারতে হয়েছিল বিরাট কোহলিদের।
যদিও ম্যাচের দিন কোন দল কেমন খেলে, তার উপরেই নির্ভর করে হার-জিত। তা সত্ত্বেও একঝলক চোখ বুলিয়ে নেওয়া যাক দু'দেশের টপ ও মিডল অর্ডারের ৩ জন করে মোট ৬ জন ক্রিকেটারের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে।
ভারতের তিন টপ অর্ডার ব্যাটসম্যানের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার:-
রোহিত শর্মা:- ম্যাচ-১৩২, রান-৩৪৮৭, গড়-৩২.২৮, স্ট্রাইক রেট-১৪০.২৬, সেঞ্চুরি-৪, হাফ সেঞ্চুরি-২৭।
লোকেশ রাহুল:- ম্যাচ-৫৬, রান-১৮৩১, গড়-৪০.৬৮, স্ট্রাইক রেট-১৪২.৪৯, সেঞ্চুরি-২, হাফ সেঞ্চুরি-১৬।
বিরাট কোহলি:- ম্যাচ-৯৯, রান-৩৩০৮, গড়-৫০.১২, স্ট্রাইক রেট-১৩৭.৬৬, সেঞ্চুরি-০, হাফ সেঞ্চুরি-৩০।
পকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটসম্যানের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার:-
বাবর আজম:- ম্যাচ-৭৪, রান-২৬৮৬, গড়-৪৫.৫২, স্ট্রাইক রেট-১২৯.৪৪, সেঞ্চুরি-১, হাফ সেঞ্চুরি-২৬।
মহম্মদ রিজওয়ান:- ম্যাচ-৫৬, রান-১৬২৬, গড়-৫০.৩৬, স্ট্রাইক রেট-১২৮.৮৩, সেঞ্চুরি-১, হাফ সেঞ্চুরি-১৩।
ফখর জামান:- ম্যাচ-৬৫, রান-১২৫৩, গড়-২২.৩৭, স্ট্রাইক রেট-১৩১.৬১, সেঞ্চুরি-০, হাফ সেঞ্চুরি-৭।
ভারতের তিন মিডল অর্ডার ব্যাটসম্যানের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার:-
সূর্যকুমার যাদব:- ম্যাচ-২৩, রান-৬৭২, গড়-৩৭.৩৩, স্ট্রাইক রেট-১৭৫.৪৫, সেঞ্চুরি-১, হাফ সেঞ্চুরি-৫।
ঋষভ পন্ত:- ম্যাচ-৫৪, রান-৮৮৩, গড়-২৩.৮৬, স্ট্রাইক রেট-১২৬.৩২, সেঞ্চুরি-০, হাফ সেঞ্চুরি-৩।
হার্দিক পান্ডিয়া:- ম্যাচ-৬৭, রান-৮৩৪, গড়-২৩.১৬, স্ট্রাইক রেট-১৪৪.০৪, সেঞ্চুরি-০, হাফ সেঞ্চুরি-১।
পাকিস্তানের তিন মিডল অর্ডার ব্যাটসম্যানের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার:-
হায়দার আলি:- ম্যাচ-২১, রান-৪০৬, গড়-২৩.৮৮, স্ট্রাইক রেট-১২৮.৪৮, সেঞ্চুরি-০, হাফ সেঞ্চুরি-৩।
ইফতিকার আহমেদ:- ম্যাচ-১৮, রান-২৭১, গড়-৩০.১১, স্ট্রাইক রেট-১৩৪.১৫, সেঞ্চুরি-০, হাফ সেঞ্চুরি-১।
আসিফ আলি:- ম্যাচ-৩৯, রান-৪৩৫, গড়-১৭.৪০, স্ট্রাইক রেট-১৩৩.৪৪, সেঞ্চুরি-০, হাফ সেঞ্চুরি-০।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।