বাংলা নিউজ > ময়দান > IND vs PAK: হার্দিক দলে মানেই ১২জন প্লেয়ার থাকার সমান-কালিসের সঙ্গে তুলনা প্রাক্তন পাক কোচের

IND vs PAK: হার্দিক দলে মানেই ১২জন প্লেয়ার থাকার সমান-কালিসের সঙ্গে তুলনা প্রাক্তন পাক কোচের

হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে ভারতীয় গলের উচ্ছ্বাস।

আর্থার যখন পাকিস্তানের প্রধান কোচ ছিলেন, তখন তাঁর অধীনে দলটি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। সে বার ফাইনালে ভারত হেরে গিয়েছিল। সেই মিকি আর্থার বলেছেন যে, হার্দিক দলে থাকা মানে একাদশে অতিরিক্ত খেলোয়াড় থাকার সমতুল্য।

পাকিস্তানের প্রাক্তন প্রধান কোচ মিকি আর্থার রবিবার ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী পারফরম্যান্সের জন্য ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। হার্দিক ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর, প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক কালিসের সঙ্গে তাঁর তুলনা করেছেন মিকি আর্থার। পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক দুরন্ত ছন্দে ছিলেন। কারণ তিনি ১৭ বলে অপরাজিত ৩৩ রান করার আগে ৩টি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছিলেন।

আরও পড়ুন: বাবর কেন অধিনায়কত্ব করছেন, বুঝতে পারছি না- ক্ষোভ উগড়ে দিলেন শোয়েব

আর্থার যখন পাকিস্তানের প্রধান কোচ ছিলেন, তখন তাঁর অধীনে দলটি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। সে বার ফাইনালে ভারত হেরে গিয়েছিল। সেই মিকি আর্থার বলেছেন যে, হার্দিক দলে থাকা মানে একাদশে অতিরিক্ত খেলোয়াড় থাকার সমতুল্য। ক্রিকইনফোর সঙ্গে কথা বলতে গিয়ে আর্থার বলেন, ‘হার্দিক পাণ্ডিয়া দলে থাকা মানে ভারতীয় দলে প্রায় ১২ জন খেলোয়াড় থাকার সমতুল্য। এটা আমাকে দক্ষিণ আফ্রিকায় আমার সেই সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন আমাদের কাছে জ্যাক কালিস ছিল। আপনার কাছে এমন একজন খেলোয়াড় আছে, যে আপনার চার জন ফাস্ট বোলারের একজন হতে পারে এবং সেরা পাঁচ ব্যাটারের মধ্যে থাকতে পারে।’

আরও পড়ুন: চাপের মাঝেই হার্দিক-রিজওয়ানের ব্রোম্যান্স, যা দেখে আলোড়ন নেটপাড়ায়- ভিডিয়ো

প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আর্থার বলেছেন, 28 বছর বয়সে পাণ্ডিয়া গত কয়েক মাসে অনেক পরিপক্কতা দেখিয়েছেন। মিকি আর্থার আরও বলেন, ‘আমি হার্দিককে পরিপক্ক হতে দেখেছি এবং গত আইপিএলে ওকে অধিনায়ক করাটা চমৎকার সিদ্ধান্ত ছিল। ও ওর দলকে খুব ভালো ভাবে পরিচালনা করেছে এবং চাপের মধ্যেও ভালো ক্রিকেট খেলেছে।’ দুবাইয়ে পাকিস্তানকে পাঁচ উইকেটে পরাজিত করার পরে, ভারত পরবর্তী ম্যাচে হংকং-এর মুখোমুখি হবে বুধবার, ৩১ অগস্ট। ম্যাচটি হবে দুবাইয়ের একই ভেন্যুতে।

রবিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া নিয়েছেন ৩ উইকেট, আর্শদীপ নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে বিরাট কোহলি (৩৫), রবীন্দ্র জাদেজা (৩৫) এবং হার্দিক পান্ডিয়া (৩৩) রান পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান হার্দিকই।

বন্ধ করুন