'ইনস্টায় হিরো, গ্রাউন্ডে জিরো চলবে না' - মাসদেড়েক আগে জেমিমা রদ্রিগেজকে ‘পরামর্শ’ দিয়েছিলেন। সেই জেমিমার হাত ধরে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরুর পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে তুমুল ট্রোলের মুখে পড়লেন এক সাংবাদিক। নেটিজেনরা বললেন, ‘আশা করছি যে আপনি ভালো আছেন।’
রবিবার ৩৮ বলে অপরাজিত ৫২ রান করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছেন জেমিমা। জয়সূচক শট এসেছে তাঁর ব্যাট থেকেই। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন ডানহাতি ব্যাটার জেমিমা। তারপরই গত বছর ১৮ ডিসেম্বর এক সাংবাদিকের করা টুইট নতুন করে ভাইরাল হয়ে যায়। ওই সাংবাদিক বলেছিলেন, 'ইনস্টায় হিরো, গ্রাউন্ডে জিরো চলবে না। ইনস্টাগ্রামে যতটা ভালো করেন, ততটা ভালো মাঠেও খেলতে শুরু করুন জেমিমা রদ্রিগেজ।'
যে টুইটের জেরে আগেই ট্রোলের মুখে পড়েছিলেন ওই সাংবাদিক। তাঁকে রীতিমতো কটাক্ষ করতে শুরু করেছিলেন একাধিক নেটিজেন। তেমনই এক নেটিজেন বলেছিলেন, 'আমি আশা করছি যে নিজের পারফরম্যান্স দিয়ে ওঁর মুখ বন্ধ করে দেবেন জেমিমা। পেশাদারি জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ব্যবধান আছে। সাংবাদিকরা সেটা ভুলে গিয়েছেন এবং সর্বদা সেই সীমা অতিক্রম করেন।'
যদিও সেইসময় পালটা ওই সাংবাদিক বলেছিলেন, 'তোমাদের মতো সমর্থকরা নির্ঘাত স্রেফ সোশ্যাল মিডিয়ায় সমর্থন কর (লোক-দেখানো সমর্থক) এবং মাঠের পারফরম্যান্স ও দেশের হারের সঙ্গে তোমাদের কোনও সম্পর্ক নেই। হেরে যাওয়ার পর খেলোয়াড়দের হাসতে দেখেছি। তাঁরা অনুভব করতে পারেন না যে ভারত হেরে গিয়েছে। প্রতিটি ম্যাচেই একইরকম মনোভাব দেখে আসছি। শুধু সোশ্যাল মিডিয়ায় হিরো।'
এবার জেমিমার পারফরম্যান্সে ভর করে ভারতের জয়ের পর ওই সাংবাদিককে কটাক্ষ করে এক নেটিজেন বলেন, ‘আশা করছি যে আপনি ভালো আছেন।’ অপর এক নেটিজেন আবার বলেন, 'জেমিমা রদ্রিগেজ, দয়া করে ওঁনাকে হাই বলুন।' একজন বলেন, 'নিজেদের এই ভুলভাল কাজে দয়া করে খেলোয়াড়দের ট্যাগ করবেন না।'
আরও পড়ুন: IND vs PAK: T20 বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয় ভারতের, লজ্জা আরও বাড়ল পাকিস্তানের
উল্লেখ্য, ক্রিকেটার হলেও গানের প্রতি আলাদাই ভালোবাসা আছে জেমিমার। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর গিটার বাজানো, নাচের ভিডিয়োয় ভাইরাল হয়ে যায়। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই সরকারি সম্প্রচারকারী সংস্থায় জেমিমা জানান, বিশ্বকাপেও নিজের গিটার নিয়ে এসেছেন। তিনি নিজের ব্যাগ ভুলে যেতে পারেন। কিন্তু গিটার আনতে কখনও ভুলবেন না।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।