টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে পরপর জয় তুলে নিয়ে ভারত চলতি মহিলা এশিয়া কাপের সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছিল আগেই। এবার হরমনপ্রীতদের লড়াই ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ধারে ও ভারে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারতের মহিলা ক্রিকেট দল। তবে এমন হাই-ভোল্টেজ ম্যাচে স্নায়ুর চাপ সামলানোর প্রসঙ্গ থাকে বলেই উত্তেজক লড়াইয়ের অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শেষমেশ রোমাঞ্চকর ম্যাচে হরমনপ্রীতদের পরাজিত করেন বিসমাহ মারুফরা।
ম্যাচের সেরা নিদা
ব্যাট হাতে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন নিদা দার। পরে ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে পাকিস্তানের নিদা দারের হাতে।
১৩ রানে হার ভারতের
১৯.৪ ওভারে আনোয়ারের বলে বোল্ড হন রাজেশ্বরী। ৫ বলে ১ রান করেন তিনি। পাকিস্তানের ৬ উইকেটে ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১২৪ রানে অল-আউট হয়ে যায়। ১৩ রানে ম্যাচ জেতে পাকিস্তান। ২ রানে নট-আউট থাকেন রেনুকা। আনোয়ার ৩.৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
রিচা ঘোষ আউট
১৯তম ওভারে সাদিয়ার প্রথম ২টি বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন রিচা। তৃতীয় বলে আলিয়ার হাতে ধরা পড়ে যান তিনি। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন রিচা। ভারত ১২০ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাজেশ্বরী। ১৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ১২০ রান। জয়ের জন্য শেষ ওভারে ১৮ রান দরকার ভারতের। সাদিয়া ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
রাধা যাদব আউট
১৮তম ওভারে নাশরা সান্ধুর ওভারে জোড়া ছক্কা হাঁকান রিচা ঘোষ। তবে শেষ বলে আলিয়ার হাতে ধরা পড়েন রাধা যাদব। ওভারে ১৫ রান উঠলেও ১টি উইকেট পড়ে। রাধা ৪ বলে ৩ রান করেন। ভারত ১১০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রেনুকা সিং। রিচা ১৬ রানে ব্যাট করছেন। নাশরা ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
হরমনপ্রীত আউট
১৬.২ ওভারে নিদা দারের বলে আলিয়ার হাতে ধরা পড়েন হরমনপ্রীত কউর। ১২ বলে ১২ রান করেন হরমনপ্রীত। তিনি ১টি চার মারেন। ভারত ৯১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাধা যাদব। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৯৫ রান। জিততে ৩ ওভারে ৪৩ রান দরকার তাদের। নিদা ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
দীপ্তি শর্মা আউট
১৫.২ ওভারে সাদিয়ার বলে মারুফের হাতে ধরা পড়েন দীপ্তি শর্মা। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ৯১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিচা ঘোষ। ৪ ওভারে ভারতের দরকার ৪৭ রান। সাদিয়া ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ব্যাট চালাচ্ছেন দীপ্তি
১৫তম ওভারে তুবার বলে ২টি চার মারেন দীপ্তি শর্মা। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৯০ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৪৮ রান। দীপ্তি ১৬ ও হরমনপ্রীত ১১ রানে ব্যাট করছেন। তুবা ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
৬ ওভারে ভারতের দরকার ৬১
১৪ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৭৭ রান। জয়ের জন্য শেষ ৬ ওভারে তাদের দরকার ৬১ রান। আনোয়ারের ওভারে ১টি চার মারেন হরমনপ্রীত। তিনি ৭ রানে ব্যাট করছেন। দীপ্তির সংগ্রহও ৭ রান। আনোয়ার ৩ ওভারে ১০ রান খরচ করেছেন।
হেমলতা আউট
১২.১ ওভারে তুবার বলে স্কুপ শট খেলতে গিয়ে বোল্ড হন হেমলতা। ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২০ রান করেন তিনি। ভারত ৬৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। ওভারের চতুর্থ বলে চার মারেন দীপ্তি। ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৭০ রান। দীপ্তি ৬ রানে ব্যাট করছেন। তুবা ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
রান-আউট পূজা
১১.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন পূজা বস্ত্রকার। ৮ বলে ৫ রান করেন তিনি। ভারত ৬৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৬৫ রান। নাশরা ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
ভারতকে টানছেন হেমলতা
১১তম ওভারে তুবা হাসানের বলে ১টি চার মারেন হেমলতা। ওভারে মোট ৯ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৯ রান। হেমলতা ১৯ রানে ব্যাট করছেন।
স্মৃতি মন্ধনা আউট
৯.১ ওভারে নাশরা সান্ধুর বলে চার মারেন স্মৃতি মন্ধনা। পরের বলেই তাঁকে স্টাম্প-আউটের সহজ সুযোগ হাতছাড়া করে পাকিস্তান। চতুর্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে আনোয়ারের হাতে ধরা পড়ে যান স্মৃতি। জীবনদান কাজে লাগাতে পারেননি ভারতীয় তারকা। মন্ধনা ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন। ভারত ৫০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার। ১০ ওভারের খেলা শেষ। জয়ের জন্য শেষ ১০ ওভারে ভারতের দরকার ৮৮ রান। হাতে রয়েছে ৭টি উইকেট।
তুবার ওভারে ৬ রান
নবম ওভারে বল করতে আসেন তুবা হাসান। পঞ্চম বলে চার মারেন হেমলতা। ওভারে মোট ৬ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৬ রান। হেমলতা ১৪ ও মন্ধনা ১৩ রানে ব্যাট করছেন।
নিদার ওভারে ৮ রান তোলে ভারত
অষ্টম ওভারে নিদা দারের বলে ১টি চার মারেন হেমলতা। ওভারে মোট ৮ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪০ রান। মন্ধনা ১২ ও হেমলতা ৯ রানে ব্যাট করছেন। নিদা ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ধীর ব্যাটিং ভারতের
শেষ ৩ ওভারে ভারত মাত্র ৪ রান সংগ্রহ করেছে। সপ্তম ওভারে আনোয়ার মাত্র ২ রান খরচ করেন। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩২ রান। আনোয়ার ২ ওভারে মাত্র ৩ রান খরচ করেছেন।
জেমিমাকে ফেরালেন নিদা
৫.১ ওভারে নিদা দারের বলে আনোয়ারের হাত থেকে ফের জীবনদান পান জেমিমা। তবে ঠিক তার পরের বলেই (৫.২ ওভারে) তুবা হাসানের হাতে সহজ ক্যাচ জেন রডরিগেজ। ৮ বলে ২ রান করেন তিনি। ভারত ২৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দায়ালান হেমলতা। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩০ রান। মন্ধনা ১০ রানে ব্যাট করছেন।
জেমিমার ক্যাচ ছাড়লেন সোহেল
৪.৪ ওভারে আইমন আনোয়ারের বলে জেমিমা রডরিগেজের ক্যাচ ছাড়েন সোহেল। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৯ রান।
মেঘনা আউট
চতুর্থ ওভারে বল করতে আসেন নাশরা সান্ধু। ওভারের দ্বিতীয় বলে সিদরা আমিনের হাতে ধরা পড়েন মেঘনা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন মেঘনা। ভারত ২৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। ওভারের পঞ্চম বলে চার মারেন মন্ধনা। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৮ রান। মন্ধনা ১০ রানে ব্যাট করছেন।
ব্যাট চালাচ্ছেন মেঘনা
তৃতীয় ওভারে সাদিয়ার দ্বিতীয় বলে চার মারেন মেঘনা। ওভারে মোট ৮ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৩ রান। মেঘনা ১৫ ও মন্ধনা ৬ রানে ব্যাট করছেন।
নিদাকে ছক্কা হাঁকালেন মেঘনা
দ্বিতীয় ওভারে বল করতে আসেন নিদা দার। দ্বিতীয় বলে ছক্কা মারেন মেঘনা। ওভারে মোট ১০ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান। মেঘনা ১০ ও মন্ধনা ৫ রান করেছেন।
ভারতের রান তাড়া শুরু
সাবভিনেনি মেঘনাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন সাদিয়া ইকবাল। চতুর্থ বলে ২ রান নিয়ে খাতা খোলেন মেঘনা। প্রথম ওভারে ৫ রান ওঠে।
লড়াইয়ের রসদ সংগ্রহ করে নিল পাকিস্তান
নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ১৩৮। নিদা দার ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন। ১ রান করেন তুবা। দীপ্তি ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
আয়েশা আউট
১৯.৪ ওভারে দীপ্তি শর্মার বলে জেমিমা রডরিগেজের হাতে ধরা পড়েন আয়েশা নাসিম। ৭ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। পাকিস্তান ১৩৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তুবা হাসান।
নিদাকে স্টাম্প করতে পারলেন না শেফালি
১৮.৫ ওভারে নিদা দারকে স্টাম্প-আউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন শেফালি বর্মা। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ১২৯ রান। নিদা ৫৪ রানে ব্যাট করছেন। রাজেশ্বরী ৪ ওভারে ২৫ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি।
আলিয়াকে ফেরালেন পূজা
১৭.৩ ওভারে পূজা বস্ত্রকারের বলে মেঘনার হাতে ধরা পড়েন আলিয়া রিয়াজ। ৭ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। পাকিস্তান ১২১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আয়েশা নাসিম। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ১২৪ রান। ৫১ রানে ব্যাট করছেন নিদা দার। পূজা ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি নিদার
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নিদা দার। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি তাঁর ছয় নম্বর হাফ-সেঞ্চুরি। ১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১১৭ রান। নিদা ৫০ রানে ব্যাট করছেন। রাজেশ্বরী ৩ ওভারে ২০ রান খরচ করেছেন।
মারুফকে ফেরালেন রেনুকা
১৫.৪ ওভারে রেনুকা সিং ঠাকুরের বলে রাজেশ্বরী গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন বিসমাহ মারুফ। রিভার্স স্কুপ করার চেষ্টায় আউট হয়ে বসেন পাকিস্তানের ক্যাপ্টেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন বিসমাহ। পাকিস্তান ১০৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিয়া রিয়াজ। ১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১১১ রান। নিদা দার ৪৬ রান করেছেন। রেনুকা ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
১০০ টপকাল পাকিস্তান
১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় পাকিস্তান। রাধা যাদবের ওভারে ১টি চার মারেন নিদা। তিনি ৪৪ রানে ব্যাট করছেন। ৩১ রান করেছেন মারুফ। ১৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। রাধা ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
রানের গতি বাড়াচ্ছে পাকিস্তান
১৪তম ওভারে রেনুকা সিং ঠাকুরের বলে ১টি চার মারেন মারুফ। ওভারে মোট ৯ রান ওঠে। ১৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৯৮ রান। নিদা ৩৮ ও মারুফ ২৮ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২০ রান খরচ করেছেন রেনুকা।
পূজার ওভারে ১০ রান
১৩তম ওভারে পূজা বস্ত্রকারের বলে ১টি করে চার মারেন বিসমাহ মারুফ ও নিদা দার। ওভারে মোট ১০ রান ওঠে। ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৮৯ রান। নিদা ৩৬ ও মারুফ ২২ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন পূজা।
মাঠ ছাড়লেন রিচা
সিলেটের গরমে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়লেন রিচা ঘোষ। তাঁর পরিবর্তে কিপিং করতে নামেন শেফালি বর্মা। শেফালি ভারতের প্রথম একাদশে ছিলেন না।
খরুচে ওভার হেমতলার
১২তম ওভারে দায়ালান হেমলতার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন নিদা দার। ওভারে মোট ১৫ রান ওঠে। ১২ ওভার শেষে পাকিস্তার ৩ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে। নিদা ১৮ বলে ৩১ রান করেছেন। তিনি ৩টি চার ও ১ টি ছক্কা মেরেছেন। ২১ বলে ১৭ রান করেছেন মারুফ। হেমলতা ২ ওভারে ২১ রান খরচ করেছেন।
টাইট বোলিং পূজার
১১তম ওভারে পূজা বস্ত্রকার মাত্র ৩ রান খরচ করেন। ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৬৪ রান। ২০ রানে ব্যাট করছেন নিদা। পূজা ২ ওভারে ৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান। নিদা দার ১৩ বলে ১৯ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। ১৪ বলে ১১ রান করেছেন বিসমাহ মারুফ।
৫০ টপকাল পাকিস্তান
নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল পাকিস্তান। রাধা যাদবের ওভারে ১টি চার মারেন নিদা। ৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৫৩ রান। নিদা ১২ ও মারুফ ১০ রানে ব্যাট করছেন।
ভাগ্য সঙ্গ দিল মাহরুফকে
অষ্টম ওভারে বল করতে আসেন রাজেশ্বরী গায়কোয়াড়। ওভারের পঞ্চম বল ঠিক স্টাম্পের সামনে বিসমাহর পিছনের পায়ে গিয়ে লাগে। আম্পায়ার ভারতের আবেদনে সাড়া না দেওয়ায় নিশ্চিত এলবিডব্লিউ-র হাত থেকে বেঁচে যান পাকিস্তানের ক্যাপ্টেন। ৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৪৫ রান।
হেমলতার ওভারে ৬ রান
সপ্তম ওভারে বল করতে আসেন দায়ালান হেমলতা। তাঁর ওভারে মোট ৬ রান ওঠে। ৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৩৯ রান। বিসমাহ ৪ ও নিদা ৪ রান করেছেন।
ওমাইমার উইকেট তুলে নিলেন দীপ্তি
একই ওভারে জোড়া সাফল্য পেলেন দীপ্তি। ৫.৬ ওভারে সদ্য ক্রিজে আসা ওমাইমা সোহেলকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান দীপ্তি। ২ বল খেলে খাতা খুলতে পারেননি ওমাইমা। পাকিস্তান ৩৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিদা দার। দীপ্তি ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। পাওয়ার প্লে-র খেলা শেষ।
মুনিবাকে ফেরালেন দীপ্তি
দীপ্তিকে টানা তিন ওভার বল করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। তাতেই আসে বড় সাফল্য। ৫.৪ ওভারে দীপ্তির বলে মুনিবা আলিকে স্টাম্প আউট করেন রিচা ঘোষ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৭ রান করেন মুনিবা। পাকিস্তান ৩৩ রানে ২ উইকেট হারায়ষ ব্যাট করতে নামেন ওমাইমা সোহেল।
সিদরাকে ফেরালেন পূজা
পঞ্চম ওভারে বল করতে আসেন পূজা বস্ত্রকার। তিনি নিজের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দেন। ৪.৩ ওভারে পূজা বস্ত্রকারের বলে রিচা ঘোষের দস্তানায় ধরা পড়েন সিদরা আমিন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১১ রান করে মাঠ ছাড়েন সিদরা। পাকিস্তান ২৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিসমাহ মারুফ। ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ২৮ রান। মুনিবা ১৫ রানে ব্যাট করছেন।
দীপ্তির ওভারে ৯ রান
চতুর্থ ওভারে দীপ্তি শর্মার প্রথম বলে চার মারেন মুনিবা। ওভারে মোট ৯ রান ওঠে। ৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৫ রান। মুনিবা ১৩ ও সিদরা ১১ রানে ব্যাট করছেন।
প্রথম বাউন্ডারি পাকিস্তানের
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন রেনুকা। দ্বিতীয় বলে চার মারেন সিদরা। ওভারে মোট ৬ রান ওঠে। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৬ রান। সিদরা ৮ ও মুনিবা ৭ রানে ব্যাট করছেন।
দীপ্তির ওভারে ৫ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন দীপ্তি শর্মা। তাঁর ওভারে ৫ রান ওঠে। ২ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১০ রান। মুনিবা ৬ ও সিদরা ৩ রানে ব্যাট করছেন।
ম্যাচ শুরু
সিদরা আমিনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মুনিবা আলি। বোলিং শুরু করেন রেনুকা সিং ঠাকুর। শুরুতেই ওয়াইড বল করেন রেনুকা। প্রথম বলে ২ রান নেন মুনিবা। তৃতীয় বলে ১ রান নেন তিনি। শেষ বলে ১ রান নেন সিদরা। প্রথম ওভারে ৫ রান ওঠে।
পাকিস্তানের প্রথম একাদশ
মুনিবা আলি (উইকেটকিপার), সিদরা আমিন, বিসমাহ মারুফ (ক্যাপ্টেন), নিদা দার, আয়েশা নাসিম, আলিয়া রিয়াজ, ওমাইমা সোহেল, আইমান আনওয়ার, সাদিয়া ইকবাল, তুবা হাসান ও নাশরা সান্ধু।
ভারতের প্রথম একাদশ
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা, সাবভিনেনি মেঘনা, জেমিমা রডরিগেজ, দায়ালান হেমলতা, রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, রাধা যাদব, দীপ্তি শর্মা, রেনুকা সিং ঠাকুর ও রাজেশ্বরী গায়কোয়াড়।
দলে ফিরলেন হরমনপ্রীত
আমিরশাহির বিরুদ্ধে গত ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন হরমনপ্রীত কউর। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নেমেছিলেন স্মৃতি মন্ধনা। তবে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরলেন হরমনপ্রীত। তাঁকে জায়গা ছেড়ে দিলেন কিরণ নভগির। এছাড়া দলে ফিরেছেন রাধা যাদব। তিনি দলে ঢুকেছেন স্নেহ রানার জায়গায়। উল্লেখযোগ্য বিষয় হল, ভারত এই ম্যাচে শেফালি বর্মাকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
টস জিতল পাকিস্তান
ভারতের বিরুদ্ধে মহিলা এশিয়া কাপের ম্যাচে টস জিতল পাকিস্তান। টস জিতে পাকিস্তানেক ক্যাপ্টেন বিসমাহ মারুফ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করবেন হরমনপ্রীতরা।
থাইল্যান্ডের কাছে হেরে চাপে পাকিস্তান
পাকিস্তান টুর্নামেন্টের প্রথম ২টি ম্যাচে যথাক্রমে মালয়েশিয়া ও বাংলাদেশকে পরাজিত করে। তবে নিজেদের তৃতীয় ম্যাচে তারা থাইল্যান্ডের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায়। স্বাভাবিকভাবেই শক্তিশালী ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রবল চাপে বিসমাহ মারুফরা।
টুর্নামেন্টে এখনও অপরাজিত ভারত
চলতি মহিলা এশিয়া কাপে নিজেদের প্রথম ৩টি ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত। হরমনপ্রীতরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে পরাজিত করেন। ভারত ডাকওয়ার্থ-লুইস নিয়মে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পরাজিত করে ৩০ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচে আমিরশাহিকে ১০৪ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।