বাংলা নিউজ > ময়দান > IND vs PAK: হার্দিকের মন্ত্রে হারিয়েছেন ভারতকে, দাবি পাকিস্তানের তারকা মহম্মদ রিজওয়ানের

IND vs PAK: হার্দিকের মন্ত্রে হারিয়েছেন ভারতকে, দাবি পাকিস্তানের তারকা মহম্মদ রিজওয়ানের

রবিবার ৫১ বলে ৭১ রান করে পাকিস্তানকে প্রায় জয়ের দোরগাড়ায় পৌঁছে দেন মহম্মদ পৌঁছে দেন মহম্মদ রিজওয়ান। (ছবি সৌজন্যে এএফপি)

India vs Pakistan: রবিবার ৫১ বলে ৭১ রান করে পাকিস্তানকে প্রায় জয়ের দোরগাড়ায় পৌঁছে দেন মহম্মদ পৌঁছে দেন মহম্মদ রিজওয়ান। সেই ব্যাটিংয়ের জন্য হার্দিক পান্ডিয়ার দেখানো পথে এগিয়ে গিয়েছিলেন বলে দাবি করেন পাকিস্তানের তারকা।

হার্দিক পান্ডিয়ার মন্ত্রে উদ্বুদ্ধ হয়েছিলেন। আর সেই মন্ত্র কাজে লাগিয়েই ভারতের বিরুদ্ধে ব্যাট করেছেন। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এমনই দাবি করলেন পাকিস্তানের তারকা মহম্মদ রিজওয়ান।

রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্য়াচে ১৮২ রান তাড়া করে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। বাবর আজমদের জয়ের অন্যতম কারিগর ছিলেন রিজওয়ান। ৫১ বলে ৭১ রান করে পাকিস্তানকে প্রায় জয়ের দোরগাড়ায় পৌঁছে দেন। তাও এমন একটা দিনে, যেদিন উইকেটকিপিং করতে গিয়ে চোট লেগেছিল। খোঁড়াতেও দেখা গিয়েছিল রিজওয়ানকে। 

আরও পড়ুন: IND vs PAK Super 4: নিজে ভালো খেললেও কার জন্য দল হেরেছে, সোজাসাপ্টা জানিয়ে দিলেন কোহলি

ম্যাচের পর সেই রিজওয়ান জানান, অগস্টের শেষ রবিবার হার্দিক প্রবল চাপের মুখেও যেভাবে ধীরস্থির, শান্ত থাকার মন্ত্র দিয়েছিলেন, সেটাই সেপ্টেম্বরের প্রথম রবিবার কাজে লাগিয়েছেন তিনি। তাই ১৮২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা অসাধারণ কিছু না হলেও চাপে পড়ে যাননি। বরং ধীরস্থির এবং শান্তভাবে খেলে গিয়েছেন।

সেইসঙ্গে রিজওয়ান বলেন, ‘পুরো বিশ্ব এই ম্যাচটা দেখছিল। এই ম্যাচটার গুরুত্ব ফাইনালের মতো। প্রত্যেক খেলোয়াড়ই নিজের ১০০ শতাংশ উজাড় করে দেন। নয়া বলে রান করা এবং আমাদের মধ্যে যে কোনও একজন (রিজওয়ান এবং বাবর আজম) যতটা বেশি সম্ভব ব্যাটিং করবে - সেই পরিকল্পনা নিয়েই আমরা মাঠে নামি। আমি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি। আমাদের ব্যাটিংয়ে অত্যন্ত গভীরতা আছে। আমরা নিজেদের শক্তিটা জানি। আমাদের দলে পাওয়ার হিটার আছে। যারা শেষ চার ওভারে ৪৫ রানের মতো করতে পারে। তাই আমরা আতঙ্কিত হয়ে পড়ি না।’

আরও পড়ুন: Virat Kohli creates world record: রোহিতকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট! কোহলির মাথায় 'কিং'-য়ের মুকুট

ভারত বনাম পাকিস্তান ম্যাচ: ভারতের হারের কারণ

  • শুরুটা বিধ্বংসী করেছিল ভারত। ৪.২ ওভারে ৫০ রান তুলে ফেলেছিল। কিন্তু রোহিত শর্মা আউট হওয়ার পর খেই হারিয়ে ফেলে ভারত। বিশেষত কেএল রাহুল, সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্তের আউটের ধরণ নিয়ে প্রশ্ন উঠবে। ভারত প্রথম ওভারে যেখানে ৯৩ রান তুলেছিল, সেখানে শেষ ১০ ওভারে মাত্র ৮৮ রান ওঠে। বাড়তি কয়েকটা রান থাকলেই পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে চলে যেত ভারত।
  • রবিবার তৃতীয় পেসারের ভূমিকা পালন করেন পান্ডিয়া। শেষে মহম্মদ রিজওয়ানের উইকেট নিলেও ততক্ষণে প্রচুর রান খরচ করে ফেলেছেন। চার ওভারে ৪০ রান দেন। একইভাবে রোহিত শর্মা ট্রাম্পকার্ড যুজবেন্দ্র চাহালও রবিবার ছন্দে ছিলেন না। চার ওভারে ৪৪ রান দিয়ে এক উইকেট নেন তিনি।
  • ১৭.৩ ওভারে আসিফ আলির সহজ ক্যাচ ফস্কে দেন অর্শদীপ সিং। এতটাই হালকাভাবে ক্যাচটা নিতে যান যে হাত থেকে বল ফস্কে যায়। যে আসিফ আট বলে ১৬ রান করে পাকিস্তানকে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন। সেইসঙ্গে অর্শদীপ সেই ক্যাচ নিলে ছয় বলে দুই উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যেত পাকিস্তান।
  • মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ নওয়াজের জুটির সামনে কোনও উত্তর না থাকা: ডান-হাতি এবং বাঁ-হাতি ব্যাটারের কম্বিনেশনের জন্য মহম্মদ নওয়াজকে চারে পাঠিয়েছিল পাকিস্তান। সেই চালের কার্যত কোনও জবাবই ছিল ভারতের সামনে। ২০ বলে ৪২ রান করেন নওয়াজ। তাঁর সেই ইনিংসের সৌজন্যেই পাকিস্তান ম্যাচে ফিরে আসে। তৃতীয় উইকেটে নওয়াজ এবং রিজওয়ান ৪১ বলে ৭৩ রান যোগ করেন। যে জুটির সামনে ভারতের কোনও উত্তর ছিল না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সোনার দাম বৈশাখে বিয়ের মরশুমে হু হু করে নামল কলকাতায়! শনিতে রুপোও সস্তা দিদাকে হাতে তৈরি উপহার দিল তৈমুর-জেহ, মা ববিতার জন্মদিনে কী করলেন করিনা ঘরে বসেই শুরু করুন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি, রইল সিক্রেট টিপস ও সিলেবাস বলিউডের বিখ্যাত কমেডিয়ান অভিনেতা, আরবাজের সঙ্গে থাকা অভিনেতাকে চিনতে পারছেন? ঋণ জালিয়াতি মামলায় ৪ বছর পর জামিন, জেল থেকে মুক্তি পেলেন Yes ব্যাঙ্কের Ex- CEO রায়গঞ্জে ভোটের আগে স্লিপ বিলি করতে গিয়ে মহিলার শ্লীলতাহানি, কাঠগড়ায় TMC কর্মী সুশান্ত মৃত্যুর সাড়ে ৩ বছর, বিচার অধরা!আদালতে বড় স্বস্তি ম্যানেজার স্যামুয়েলের রেজিনগরে রাম নবমীর মিছিলে হামলায় যুক্ত মুখ্যমন্ত্রী, বিস্ফোরক দাবি শুভেন্দুর নির্বাচনী প্রচারে বেরিয়ে আবার পড়লেন বিক্ষোভের মুখে, অধীর শুনলেন গো–ব্যাক স্লোগান চিকিৎসক প্রার্থী ভোট প্রচার ফেলে দৌড়লেন হাসপাতালে! প্রাণ বাঁচালেন গর্ভবতীর

Latest IPL News

কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.