গতবছর টি-২০ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের ময়দানে সম্মুখসমরে নামেনি ভারত-পাকিস্তান। অবশেষে আসন্ন এশিয়া কাপে ফের দেখা যাবে ভারত-পাক মহারণ। উপমহাদেশের ক্রিকেটপ্রেমীরা তো বটেই, এমনকি সারা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে হাই ভোল্টেজ এই ক্রিকেট ম্যাচের দিকে। তবে জানেন কি, এবারের এশিয়া কাপেই একাধিকবার দেখা যেতে পারে ভারত-পাক লড়াই?
এবছর এশিয়া কাপের আসরে অন্তত দু'বার ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে। ক্রিকেটপ্রেমীদের ভাগ্য ভালো থাকলে তিনবার দুই প্রতিদ্বন্দ্বী দেশকে একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যেতে পারে।
এশিয়া কাপ ২০২২-এর ফর্ম্যাট অনুযায়ী গ্রুপ লিগে একবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কেননা দু'দলই একই গ্রুপে রয়েছে। নিজেদের গ্রুপের প্রথম দুইয়ে থাকলে সুপার ফোরে ফের একবার পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে দু' দল। শেষমেশ দু'দলই যদি ফাইনালে উঠতে পারে, তবে ভারত-পাকিস্তানের জমজমাট খেতাবি লড়াই চোখে পড়তে পারে।
উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে কখনও ভারত-পাকিস্তানের লড়াই দেখা যায়নি। এবার দু'দলের শক্তি ও সাম্প্রতিক ফর্মের নিরিখে সেই সম্ভাবনা প্রবল।
অবশ্য ভারত বা পাকিস্তান, কোনও একদল যদি গ্রুপ লিগের তৃতীয় স্থানে থাকে এবং সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে না পারে, তবে টুর্নামেন্টে একবার মাত্র দেখা যাবে ভারত-পাক লড়াই। যদিও কোয়ালিফায়ার দলের কাছে ভারত বা পাকিস্তানের হারার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই এশিয়া কাপে একাধিকবার ভারত-পাক ম্যাচ হচ্ছেই বলে ধরে নেওয়া যায়।
উল্লেখ্য, আগামী ২৮ অগস্ট দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবারের এশিয়া কাপে প্রথমবার একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে ভারত-পাকিস্তান।
আরও পড়ুন:- The Hundred: দেশের হয়ে নজর কাড়তে পারেননি, দ্য হান্ড্রেডে ফিরেই চমকে দিলেন রশিদ খান
এশিয়া কাপ ২০২২-এর গ্রুপ:-
এ-গ্রুপ: ভারত, পাকিস্তান ও যোগ্যতা অর্জনকারী একটি দল।
বি-গ্রুপ: শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
এশিয়া কাপ ২০২২-এর ফর্ম্যাট:-
গ্রুপ লিগ: নিজেদের গ্রুপে তিনটি দল একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। অর্থাৎ গ্রুপ লিগে প্রতিটি দল অপর ২টি দলের বিরুদ্ধে মোট ২টি ম্যাচ খেলবে। দু'টি গ্রুপের প্রথম ২টি করে মোট ৪টি দল পরের রাউন্ডে অর্থাৎ সুপার ফোর রাউন্ডের যোগ্যতা অর্জন করবে।
সুপার ফোর: সুপার ফোর রাউন্ডে চারটি দল একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রতিটি দল অপর তিনটি দলের বিরুদ্ধে একবার করে মাঠে নামবে। সুপার ফোর রাউন্ডের শেষে লিগ টেবিলের প্রথম দু'টি দল ফাইনালের যোগ্যতা অর্জন করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।