পাকিস্তানের বিরুদ্ধ মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কিনা বাদ টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন! এশিয়া কাপের রবিবাসরীয় ভারত-পাক লড়াইয়ের আগে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ বেছে নিতে গিয়ে এমনই অবাক করা মতামত পেশ করলেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন অঞ্জুম চোপড়া।
উল্লেখযোগ্য বিষয় হল, অঞ্জুম এক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে ওপেন করার জন্য বেছে নিয়েছেন ঋষভ পন্তকে। সূর্যকুমার যাদব রাহুলের অনুপস্থিতিতে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে সফল হয়েছেন। তা সত্ত্বেও তাঁকে মিডল অর্ডারের যোগ্য মনে হয়েছে অঞ্জুমের।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের ৬ জন বোলার দরকার বলে মনে করছেন চোপড়া। সেই নিরিখেই তিনি নিজের পছন্দের সম্ভাব্য একাদশ নির্বাচন করেছেন। অঞ্জুম পেস বোলিং লাইনআপে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়ার বিকল্প রেখেছেন। স্পিন বিভাগে তিনি বাজি ধরেছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের উপর।
দীনেশ কার্তিক ও দীপক হুডাকে একসঙ্গে খেলানোর যৌক্তিকতা খুঁজে পাননি চোপড়া। তাই তিনি দু'জনের মধ্যে যে কোনও একজনকে খেলোনো উচিত বলে মত পোষণ করেন। এছাড়া অঞ্জুম বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলে রেখেছেন রোহিত শর্মা, ঋষভ পন্ত, বিরাট কোহলি, ও সূর্যকুমার যাদবকে।
অঞ্জুম চোপড়ার বেছে নেওয়া ভারতের সম্ভাব্য একাদশ:- রোহিত শর্মা (ক্যাপ্টেন), ঋষভ পন্ত, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক হুডা/দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং ও ভুবনেশ্বর কুমার।