ছয় বছর পরে ভারতকে টি-টোয়েন্টিতে হারাল পাকিস্তান। শেষবার ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে জিতেছিলেন নিদা দাররা। শুধু তাই নয়, শুক্রবারের জয়ের ফলে বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপে ভারতকে হারিয়ে দিল পাকিস্তান।
টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তানের মুখোমুখি রেকর্ড
এখনও পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ১০ টি ম্যাচে জিতেছে ভারত। তিনটি ম্যাচে জিতেছে পাকিস্তান (শুক্রবারের ম্যাচ ধরে)।
পাকিস্তানের বিরুদ্ধে কবে কবে টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত?
১) ২০১২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ: গলে পাকিস্তানের বিরুদ্ধে এক রানে হেরে গিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ৯৮ রান করেছিল পাকিস্তান। জবাবে আট উইকেটে ৯৭ রানে আটকে গিয়েছিল ভারত।
২) ২০১৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ: দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ৯৬ রান তুলেছিল ভারত। জবাবে ১৬ ওভারে ছয় উইকেটে ৭৭ রান তুলেছিল পাকিস্তান। ডাক-ওয়ার্থ লুইস নিয়মে দু'রানে জিতে গিয়েছিলেন বিসমাহ মাহরুফ এবং নিদা দার।
আরও পড়ুন: India vs Pakistan: ব্যর্থ হল রিচার লড়াই, এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারের মুখ দেখল ভারত
৩) ২০২২ সালের এশিয়া কাপ (টি-টোয়েন্টি): আজ (শুক্রবার) পাকিস্তানের কাছে হেরে গিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৩৭ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ১২৪ রানেই থেমে যায় ভারত। ১৩ রানে জিতে যান নিদারা।
একদিনের ম্যাচে ভারত-পাকিস্তানের মুখোমুখি রেকর্ড
এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ১০ টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। ১০ টি ম্যাচেই জিতেছে ভারত।
ভারতের একগুচ্ছ লজ্জাজনক রেকর্ড
১) একদিনের এশিয়া কাপে ভারত জিতেছে ছ'টি ম্যাচে। পাকিস্তান একটি ম্যাচেও জিততে পারেনি। টি-টোয়েন্টি এশিয়া কাপে এখনও পর্যন্ত দুই দল ছ'টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে পাঁচটি ম্যাচে। পাকিস্তান আজ প্রথমবার জিতল।
২) বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপে ভারতকে হারিয়ে দিল পাকিস্তান। ২০১৮ সালে দু'বার ভারতকে হারিয়েছিল ভারত। শুক্রবার পাকিস্তানের কাছে হেরে গেলেন হরমনপ্রীত কৌররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।