বাংলা নিউজ > ময়দান > পাকিস্তানের কাছে হারের পরে ভারতের Asia Cup-এর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কতটা? পয়েন্ট টেবিলে চোখ রাখলেই বুঝতে পারবেন

পাকিস্তানের কাছে হারের পরে ভারতের Asia Cup-এর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কতটা? পয়েন্ট টেবিলে চোখ রাখলেই বুঝতে পারবেন

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার ভারতের। ছবি- এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

Women's Asia Cup 2022 Points Table: পাকিস্তানের কাছে হেরে কি বিপদে পড়লেন হরমনপ্রীতরা? দেখে নিন কোন পথে শেষ চারের টিকিট হাতে পেতে পারে ভারত।

পাকিস্তানের কাছে চলতি মহিলা এশিয়া কাপের ম্যাচে হরমনপ্রীতরা হেরে যাওয়ার পরে ভারতীয় সমর্থকদের মনে দুশ্চিন্তার উদয় হওয়াই স্বাভাবিক যে, এর পরেও কি ভারতীয় দল সেমিফাইনালে যেতে পারবে? যদিও তেমন দুশ্চিন্তা যে নিতান্ত অমূলক নেয়, সেটা বোঝা যাবে পয়েন্ট টেবিলে চোখ রাখলেই।

পাকিস্তানের কাছে হারলেও ভারত এখনও লিগ টেবিলের শীর্ষে রয়েছে। পাকিস্তানের মতোই ৪ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছেন হরমনপ্রীতরা। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় পাকিস্তান অবস্থান করছে দ্বিতীয় স্থানে। ভারত শেষ ২টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশের কাছে গতবারের ফাইনালে হেরেছিল ভারতীয় দল। এবার থাইল্যান্ড পাকিস্তানকে হারিয়ে নিজেদের শক্তি জাহির করেছে। শেষ ২টি ম্যাচে ভারত ফেবারিট সন্দেহ নেই। তবে অন্তত ১টি ম্যাচ জিততে না পারলে বিপদে পড়তে হতে পারে হরমনপ্রীতদের।

আরও পড়ুন:- India vs Pakistan: ব্যর্থ হল রিচার লড়াই, এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারের মুখ দেখল ভারত

মেয়েদের এশিয়া কাপ ২০২২-এর পয়েন্ট টেবিল:-

ক্রমিক নংদলম্যাচজয়হারপয়েন্টনেট রান-রেট
ভারত+২.৪৮০
পাকিস্তান+১.৬৮৪
বাংলাদেশ+১.৮২৯
শ্রীলঙ্কা+০.৩৭৩
থাইল্যান্ড-১.০৭৯
আমিরশাহি-১.৭৯৪
মালয়েশিয়া-৩.০২০

সেমিফাইনালের লড়াইয়ে টিকে রয়েছে কারা:-
৭ দলের মধ্যে শুধুমাত্র মালয়েশিয়া ছিটকে গিয়েছে সেমিফাইনালের দৌড় থেকে। বাকি ৬টি দল এখনও লড়াইয়ে টিকে রয়েছে। লিগ টেবিলের প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে। ভারত ও পাকিস্তানের সংগ্রহে রয়েছে সব থেকে বেশি ৬ পয়েন্ট করে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের খাতায় রয়েছে ৪ পয়েন্ট করে। আমিরশাহির সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট। সুতরাং, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও আমিরশাহি, প্রত্যেকের সামনেই ৬ পয়েন্টে পৌঁছে যাওয়ার রাস্তা খোলা রয়েছে এখনও।

আরও পড়ুন:- IND vs PAK: ছয় বছর পর ভারতকে হারাল পাকিস্তান! বাংলাদেশের পর এশিয়া কাপে গড়ল বিশাল নজির

সুতরাং, ভারত নিজেদের শেষ ২টি ম্যাচ জিতলে লিগ টেবিলের এক নম্বরে থেকে সেমিফাইনালে উঠতে পারে। একটি ম্যাচ জিতলেও হরমনপ্রীতদের শেষ চারে যাওয়া আটকাবে না। তবে শেষ ২টি ম্যাচ হারলে নেট রান-রেটের অঙ্ক কাজ করতে পারে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন