বাংলা নিউজ > ময়দান > India vs Pakistan: প্রতিপক্ষকে সম্মান করা নিয়ে PCB চেয়ারম্যান রামিজ রাজাকে উচিত শিক্ষা দিলেন অশ্বিন

India vs Pakistan: প্রতিপক্ষকে সম্মান করা নিয়ে PCB চেয়ারম্যান রামিজ রাজাকে উচিত শিক্ষা দিলেন অশ্বিন

রামিজ রাজা ও রবিচন্দ্রন অশ্বিন। ছবি- টুইটার/স্ক্রিনগ্র্যাব।

India vs Pakistan: পাকিস্তানের কাছে হেরেছে বলে ভারত তাদের সমীহ করে, রামিজ রাজার এমন মন্তব্যের প্রেক্ষিতে অশ্বিন কী বললেন জেনে নিন। 

উচিত শিক্ষা পেলেন রামিজ রাজা। ঠোঁটকাটা রবিচন্দ্রন অশ্বিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে শেখালেন প্রতিপক্ষকে সম্মান করার আসল সংজ্ঞা।

সম্প্রতি পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা মন্তব্য করেন যে, গতবছর টি-২০ বিশ্বকাপে ও গত এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারের পর থেকে ভারতীয় দল তাদের সম্মান জানাতে শুরু করেছে। রামিজের এমন মন্তব্যের প্রক্ষিতেই অশ্বিন জানান যে, হার-জিত দিয়ে নয়, বরং প্রতিপক্ষকে সম্মান করার বিষয়টি নির্ভর করে ক্রিকেটারদের শিক্ষার উপর।

পারথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিন এপ্রসঙ্গে বলেন, ‘প্রতিপক্ষকে সমীহ করার বিষয়টি এমনই, হার-জিত দিয়ে যার বিচার হয় না। কীভাবে আপনি তৈরি হয়েছেন, তার উপর নির্ভর করে এটি। আমরা অবশ্যই পাকিস্তান দলকে সম্মান করি এবং ওরাও সেটা করে।’

আরও পড়ুন:- Video: ছোট দল বলে থাইল্যান্ডকে ধুর ছাই নয়, বরং হেরে যাওয়া প্রতিপক্ষের মনোবল বাড়ালেন মন্ধনা

বিশ্বকাপের আগে ভারতের বোলারদের যথেচ্ছ রান খরচ নিয়ে বিশেষ চিন্তিত শোনাল না অশ্বিনকে। বরং তাঁর দাবি, ভারতের ছোট বাউন্ডারির মাঠগুলিতে বোলারদের মার খাওয়াই স্বাভাবিক। কেননা ভারতে ত্রিশ গজের বৃত্ত থেকে বাউন্ডারি লাইনের দূরত্ব খুব বেশি নয়।

আরও পড়ুন:- T20 World Cup 2022: স্বস্তি নিউজিল্যান্ড শিবিরে, আঙুল ভাঙলেও বিশ্বকাপ খেলবেন তারকা অল-রাউন্ডার

তবে রবিচন্দ্রন মনে করছেন যে, অস্ট্রেলিয়ার বড় মাঠে অন্য ছবি দেখা যাবে। কেননা অস্ট্রেলিয়ায় বড় বাউন্ডারির জন্যই বোলাররা অনেক সাহসী হওয়ার সুযোগ পাবে বলে তাঁর ধারণা। যদিও রবিচন্দ্রন মনে করছেন যে, অস্ট্রেলিয়ার মাঠে খেলতে হলে পিচ ও পরিবেশ সম্পর্কে যথাযথ ধারণা তৈরি হওয়া দরকার। তাছাড়া অস্ট্রেলিয়ার পিচে কোন লেনথে বল করতে হবে, সেটাও বুঝে নেওয়াও জরুরি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন