লড়াইটা শুধুই ২২ গজেরই। এর বাইরে সম্পর্কটা নিতান্তই সৌহার্দ্যের। আর সেটা ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই দেখা গিয়েছিল। আর রবিবার এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে সেই ছবিই ধরা পড়ল।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল বারত-পাকিস্তান। সেই ম্যাচটি টানটান উত্তেজনায় ভরা ছিল। শেষ ওভার পর্যন্ত টেনশনের চোরাস্ত্রোত বয়ে গিয়েছে। আর রান তাড়া করতে নেমে প্রবল চাপের মধ্যে থাকা হার্দিক পাণ্ডিয়াকে দেখা গিয়েছে, পিছন থেকে মহম্মদ রিজওয়ানকে আলিঙ্গন করতে। ম্যাচের মাঝেই দুই তারকার ব্রোম্যান্স কিন্তু চাপ থেকে বের করার ভালো টোটকা ছিল।
আরও পড়ুন: বাবর কেন অধিনায়কত্ব করছেন, বুঝতে পারছি না- ক্ষোভ উগড়ে দিলেন শোয়েব
পাকিস্তানের বিপক্ষে ভারতকে ম্যাচ জেতানোর আসল কারিগর ছিলেন হার্দিক পাণ্ডিয়া। তিনি বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি, ১৭ বলে ৩৩ রান করেছেন। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফলের আগে মাঠে পাকিস্তানি উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানের পেছন থেকে গলা জড়িয়ে ধরেন হার্দিক পান্ডিয়া। নিতান্তই মজা করে। ইন্টারনেটে সকলে একে স্পোর্টসম্যান স্পিরিটের উদাহরণ বলে অভিহিত করেছে। এমন মুহূর্তগুলো খেলোয়াড়দের উপর থেকে চাপ কমায়।
উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানে ভক্তরা খুশিই হয়েছেন। আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় একেবারে হুহু করে ভাইরাল হয়েছে। দুই তারকার স্পোর্টসম্যান স্পিরিট দেখে সকলেই প্রশংসাই করেছেন।
পাকিস্তানকে হারাতে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৭ রান। উত্তেজনাপূর্ণ শেষ ওভারেই নির্ধারিত হয় ভারত-পাক ম্যাচের ফলাফল। হার্দিক পাণ্ডিয়া শেষ ওভারে মহম্মদ নওয়াজের চতুর্থ বলে ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করেন। তাঁর ১৭ বলে ৩৩ রানের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ১টি ছক্কা।
আরও পড়ুন: মাথা নীচু করে ঝুঁকে জয়ের নায়ককে কুর্নিশ, কার্তিকের ভিডিয়ো হল ভাইরাল
ভারত-পাকিস্তান ম্যাচে এমন একটি মুহূর্ত ছিল, যখন সমস্ত ভারতীয় ভক্তের শ্বাস-প্রশ্বাস যে বন্ধ হয়ে গিয়েছিল। আসলে ১৮তম ওভারে যখন রবীন্দ্র জাদেজা ব্যাট করছিলেন, নাসিমের বলে আম্পায়ার জাদেজাকে এলবিডব্লিউ আউট ঘোষণা করেন। এই সিদ্ধান্তে ভারত কার্যত অন্ধকারে তলিয়ে যাচ্ছিল। কিন্তু ব্যাটিং পর্যালোচনায় স্পষ্ট দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরে পিচ করছে। এর পর আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয় এবং জাদেজা আরও কিছু রান করেন। পরে তিনি ৩৫ রান করে ২০তম ওভারের প্রথম বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন।
রবিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া নিয়েছেন ৩ উইকেট, আর্শদীপ নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে বিরাট কোহলি (৩৫), রবীন্দ্র জাদেজা (৩৫) এবং হার্দিক পান্ডিয়া (৩৩) রান পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান হার্দিকই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।