একে তো প্রথম ম্যাচেই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তার উপর পূর্ণ শক্তির দল হাতে পাওয়া নিয়ে ঘোর সংশয়ে হরমনপ্রীত কউররা। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ অভিযান শুরুর আগে বেশ চাপে ভারতীয় দল।
মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে দুশ্চিন্তায় রাখছে স্মৃতি মন্ধনার চোট। কোচ কানিতকর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না তারকা ওপেনারকে।
চোট রয়েছে ক্যাপ্টেন হরমনপ্রীত কউরেরও। ত্রিদেশীয় টি-২০ সিরিজের সময়েই চোট পেয়েছিলেন তিনি। হরমনপ্রীত বিশ্বকাপের ২টি অনুশীলন ম্যাচের একটিতেও ব্যাট-বল হাতে নেননি। তবে বিশ্বকাপের শুরু থেকেই কউরের মাঠে নামা আটকাবে না বলেই মনে করা হচ্ছে।
মন্ধনা না থাকলে শেফালির সঙ্গে নতুন কাউকে ওপেন করতে পাঠাতে হবে ভারতকে। ত্রিদেশীয় টি-২০ সিরিজ থেকে জেমিমা রডরিগেজকে বিকল্প ওপেনার হিসেবে চিহ্নিত করে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে দেখে নেওয়া হয়েছে যস্তিকা ভাটিয়াকেও। এক্ষেত্রে জেমিমাই সম্ভবত শেফালির সঙ্গে ব্যাট হাতে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন।
অন্যদিকে পেসার রেনুকা সিং ঠাকুরের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তাঁকে ত্রিদেশীয় সিরিজের একেবারে শেষদিকে ব্যবহার করে ভারত। যদিও তিনি যথেচ্ছ রান খরচ করেছেন। তাঁর বদলে অঞ্জলি সর্বানিকে পাকিস্তান ম্যাচে মাঠে নামানোর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দীপ্তি শর্মা, রিচা ঘোষ, রাজেশ্বরী গায়কোয়াড়দের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে কার্যত কোনও সংশয় নেই।
ভারতের সম্ভাব্য একাদশ: শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হার্লিন দেওয়ল, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), রাধা যাদব, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পান্ডে ও রেনুকা সিং ঠাকুর/অঞ্জলি সর্বানি।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সিদরা আমিন, জাভেরিয়া খান, বিসমাহ মারুফ (ক্যাপ্টেন), মুনিবা আলি (উইকেটকিপার), নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, সাদিয়া ইকবাল, ফতিমা সানা, নাশরা সান্ধু ও আইমন আনোয়ার।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের পূর্ণাঙ্গ স্কোয়াড:-
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, হার্লিন দেওয়ল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেনুকা সিং ঠাকুর, অঞ্জলি সর্বানি, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড় ও শিখা পান্ডে।
ভারতীয় স্কোয়াডের রিজার্ভ ক্রিকেটার:-
সাবভিনেনি মেঘনা, স্নেহ রানা ও মেঘনা সিং।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।