বিশ্বকাপের আগে ঘরের মাঠে প্রস্তুতি সারার শেষ সুযোগ ভারতের সামনে। অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখেন রোহিত শর্মারা। এবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ। প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়ারা মোটেও হেলাফেলার মতো নয়। বিশেষ করে আইপিএল খেলার সুবাদে দক্ষিণ আফ্রিকার বহু ক্রিকেটার ভারতের পিচ ও পরিবেশের সঙ্গে সড়গড়। তাই তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে নিশ্চিত। যদিও সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে দেন রোহিত শর্মারা।
ম্য়াচের সেরা অর্শদীপ
৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অর্শদীপ সিং। উল্লেখ্য, নিজের প্রথম তথা ম্যাচের দ্বিতীয় ওভারেই ৩টি উইকেট দখল করেন তিনি।
৮ উইকেটে জয় ভারতের
দক্ষিণ আফ্রিকার ৮ উইকেটে ১০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২ উইকেটে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় টিম ইন্ডিয়া। রাহুল ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৫১ রান করে নট-আউট থাকেন। সূর্যকুমার ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৩৩ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। শামসি ২.৪ ওভারে ২৭ রান খরচ করেন।
ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন রাহুল
১৬.৪ ওভারে শামসির বলে ছক্কা হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল। সেই সঙ্গে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। লোকেশ অর্ধশতরানের গণ্ডি টপকান ৫৬ বলে। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন।
হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের
৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সূর্যকুমারের এটি ৮ নম্বর হাফ-সেঞ্চুরি।
১০০ টপকাল ভারত
১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১০১ রান। রাবাদার ওভারে ২টি চার মারেন সূর্যকুমার। তিনি ৪৮ রানে ব্যাট করছেন। ৪৪ রান করেছেন রাহুল। রাবাদা ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় লোকেশ
১৫তম ওভারে এনরিখ নরকিয়ার বলে ১টি ছক্কা মারেন লোকেশ রাহুল। ১টি চার মারেন সূর্যকুমার। ওভারে মোট ১১ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯১ রান। রাহুল ৪৩ ও সূর্যকুমার ৩৯ রানে ব্যাট করছেন। নরকিয়া ৩ ওভারে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
বোলিং কোটা শেষ করলেন পার্নেল
১৪তম ওভারে ওয়েন পার্নেল মাত্র ৩ রান খরচ করেন। তিনি ৪ ওভারের বোলিং কোটায় মাত্র ১৪ রান খরচ করেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮০ রান। রাহুল ৩৬ ও সূর্যকুমার ৩৫ রান করেছেন।
৫০ রানের পার্টনারশিপ রাহুল-সূর্যকুমারের
১৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৭ রান। রোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন। মহারাজের ওভারে ১১ রান তোলে ভারত। ১টি ছক্কা মারেন সূর্যকুমার। লোকেশ রাহুল ও সূর্যকুমার উভয়েই ব্যক্তিগত ৩৪ রানে ব্যাট করছেন। মহারাজ ৩ ওভারে ২১ রান খরচ করেছেন।
শামসিকে আক্রমণ ভারতের
১২তম ওভারে শামসির প্রথম বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। শেষ বলে চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১৩ রান ওঠে। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৬ রান। লোকেশ রাহুল ৪১ বলে ৩১ রান করেছেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ২০ বলে ২৬ রান করেছেন সূর্যকুমার। তিনিও ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। শামসি ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
৫০ টপকাল ভারত
১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। মহারাজের প্রথম বলে চার মারেন সূর্যকুমার। ওভারে মোট ৬ রান ওঠে। ১১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৫৩ রান। মহারাজ ২ ওভারে ১০ রান খরচ করেছেন। সূর্যকুমার ও রাহুল উভয়েই ২২ রান সংগ্রহ করেছেন।
৬০ বলে ৬০ রান দরকার ভারতের
১০ ওভারের খেলা শেষ ভারতের। টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে ৬০ রান দরকার ভারতের। নরকিয়ার শেষ বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। তিনি ২১ রানে ব্যাট করছেন। ১৭ রানে করেছেন সূর্যকুমার। নরকিয়া ২ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
মহারাজের ওভারে ৪ রান
নবম ওভারে বল করতে আসেন কেশব মহারাজ। তিনি নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান খরচ করেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৮ রান। সূর্যকুমার ১৭ ও রাহুল ১৭ রান করেছেন।
স্পিন আক্রমণ শুরু দক্ষিণ আফ্রিকার
অষ্টম ওভারে বল করতে আসেন তাবরাইজ শামসি। নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন তিনি। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৪ রান। লোকেশ রাহুল ১৩ ও সূর্যকুমার যাদব ১৪ রানে ব্যাট করছেন।
বিরাট কোহলি আউট
পাওয়ার প্লে-র ঠিক পরেই বল করতে আসেন এনরিখ নরকিয়া। তিনি প্রথম বলেই তুলে নেন বিরাট কোহলির উইকেট। ৬.১ ওভারে ডি'ককের দস্তানায় ধরা পড়েন কোহলি। তিনি ৯ বলে ৩ রান করেন। ভারত ১৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি ছক্কা মারেন। ওভারে মোট ১২ রান ওঠে। ৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ২৯ রান।
পাওয়ার প্লে-তে সব থেকে কম রান ভারতের
পাওয়ার প্লে-র খেলা শেষ। ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে মাত্র ১৭ রান সংগ্রহ করেছে ভারত। কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচের পাওয়ার প্লে-তে ভারতের এটিই সব থেকে কম রান তোলার নজির।
কৃপণ বোলিং রাবাদার
পঞ্চম ওভারে মাত্র ৪ রান খরচ করেন রাবাদা। একটি চাক মারেন লোকেশ রাহুল। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৬ রান। রাহুল ১১ রান করেছেন। রাবাদা ৩ ওভারে ৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ধীর শুরু ভারতের
চতুর্থ ওভারে ওয়েন পার্নেল মাত্র ১ রান খরচ করেন। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১২ রান। ৭ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। ২ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। পার্নেল ২ ওভারে ১০ রান খরচ করেছেন।
রোহিত শর্মা আউট
২.২ ওভারে কাগিসো রাবাদার বলে কুইন্টন ডি'ককের দস্তানায় ধরা পড়েন রোহিত শর্মা। ২ বলে শূন্য রানে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ওভারের পঞ্চম বলে ২ রান নেন বিরাট। ৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১১ রান। রাবাদা ২ ওভারে ১টি মেডেন-সহ ২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
পার্নেলের ওভারে ৯ রান তোলে ভারত
দ্বিতীয় ওভারে বল করতে আসেন ওয়েন পার্নেল। ওভারে মোট ৯ রান ওঠে। ১টি চার মারেন লোকেশ রাহুল। তিনি ৬ রান করেছেন। এখনও কোনও বল খেলেননি রোহিত।
ভারতের রান তাড়া করা শুরু
লোকেশ রাহুলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন কাগিসো রাবাদা। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। মেডেন নেন রাবাদা।
১০০ টপকে থামল দক্ষিণ আফ্রিকা
নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটের বিনিময়ে ১০৬ রান তোলে। ১১ বলে ৭ রান করেন কাগিসো রাবাদা। নরকিয়া ২ বলে ২ রান করেন। হার্ষাল প্যাটেল ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জয়ের জন্য ভারতের দরকার ১০৭ রান।
মহারাজকে ফেরালেন হার্ষাল
১৯.১ ওভারে হার্ষাল প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কেশব মহারাজ। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪১ রান করে আউট হন তিনি। দক্ষিণ আফ্রিকা ১০১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ নরকিয়া।
অর্শদীপকে চার-ছক্কা মহারাজের
১৯তম ওভারে অর্শদীপ সিংয়ের বলেো ২টি চার ও ১টি ছক্কা মারেন কেশব মহারাজ। ওভারে মোট ১৭ রান ওঠে। ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ১০০ রান। ৩৪ বলে ৪১ রান করেছেন কেশব মহারাজ। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। রাবাদা ৫ রানে ব্যাট করছেন। অর্শদীপ ৪ ওভারে ৩২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।
অক্ষরের বোলিং কোটা শেষ
৪ ওভারের বোলিং কোটা শেষ করেন অক্ষর প্যাটেল। তিনি ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ১৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৮৩ রান। কেশব ২৫ ও রাবাদা ৪ রানে ব্যাট করছেন।
হার্ষালের ওভারে ৭ রান
১৭তম ওভারে হার্ষাল প্যাটেল ৭ রান খরচ করেন। ১টি চার মারেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৭৯ রান। মহারাজ ২৭ বলে ২৩ রান করেছেন। রাবাদা ২ রানে ব্যাট করছেন। হার্ষাল ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
পার্নেলকে ফেরালেন অক্ষর
১৫.৫ ওভারে অক্ষর প্যাটেলের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন ওয়েন পার্নেল। ওভারের চতুর্থ বলে চার মারেন তিনি। পার্নেল ৩৭ বলে ২৪ রান করেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। দক্ষিণ আফ্রিকা ৬৮ রানে ৬ উইকেট হারায়। ওভারের শেষ বল মহারাজের ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের পাশ দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৭২ রান। মহারাজ ১৮ রানে ব্যাট করছেন। অক্ষর ৩ ওভারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন।
বোলিং কোটা শেষ করলেন অশ্বিন
নিজের ৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন রবিচন্দ্রন অশ্বিন। উইকেট না পেলেও ১টি মেডেন-সহ মাত্র ৮ রান করচ করেছেন তিনি। ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৬৩ রান।
২ ওভারে মাত্র ৩ রান দিলেন অক্ষর
১৪তম ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। তিনি মাত্র ২ রান খরচ করেন। নিজের ২ ওভারে মাত্র ৩ রান উপহার দেন তিনি। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৬১ রান। পার্নেল ১৯ ও মহারাজ ১৩ রানে ব্যাট করছেন।
বোলিং কোটা শেষ করলেন চাহার
চার ওভারের বোলিং কোটা শেষ করলেন দীপক চাহার। তিনি ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। নিজের শেষ ওভারে দীপক ৯ রান খরচ করেন। ১টি ছক্কা মারেন মহারাজ। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৫৯ রান।
৫০ ছুঁল দক্ষিণ আফ্রিকা
১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছোঁয় দক্ষিণ আফ্রিকা। অক্ষর প্যাটের নিজের প্রথম ওভারে ১ রান খরচ করেন। দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৫০। পার্নেল ১৬ ও মহারাজ ৫ রানে ব্যাট করছেন।
অশ্বিনের ওভারে মাত্র ১ রান
১১তম ওভারে বল করতে আসেন অশ্বিন। তিনি মাত্র ১ রান খরচ করেন সেই ওভারে। ১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৪৯ রান। পার্নেল ১৫ ও মহারাজ ৫ রানে ব্যাট করছেন। অশ্বিন নিজের ৩ ওভারে মাত্র ৬ রান খরচ করেছেন।
১০ ওভারেও ৫০ টপকাতে পারল না দক্ষিণ আফ্রিকা
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারেও দলগত ৫০ রানের গণ্ডি টপকাতে পারল না দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সংগ্রহ ৬ উইকেটে ১৪৮ রান। পার্নেল ২০ বলে ১৪ রান করেছেন। ৫ বলে ৫ রান করেছেন মহারাজ। হার্ষাল নিজের দ্বিতীয় ওভারে ৬ রান খরচ করেন। ২ ওভারে তিনি ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
মেডেন ওভার অশ্বিনের
নবম ওভারে কোনও রান খরচ করেননি অশ্বিন। তিনি ২ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৫ রান খরচ করেন। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৪২ রান। ১৩ রানে ব্যাট করছেন পার্নেল।
মার্করামকে ফেরালেন হার্ষাল
অষ্টম ওভারে বল করতে আসেন হার্ষাল প্যাটেল। তিনি ওভারের শেষ বলে এডেন মার্করামের উইকেট তুলে নেন। ৭.৬ ওভারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মার্করাম। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন। দক্ষিণ আফ্রিকা ৪২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেশব মহারাজ। হার্ষাল নিজের প্রথম ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
অশ্বিনের প্রথম ওভারে ৫ রান
পাওয়ার-প্লের ঠিক পরেই বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটের বিনিময়ে ৩০ রান সংগ্রহ করেছে। মার্করাম ১৭ বলে ১৭ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। পার্নেল ৮ বলে ৯ রান করেছেন। তিনি ১টি ছক্কা মেরেছেন। অর্শদীপ ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
চাহারকে ছক্কা হাঁকালেন পার্নেল
পঞ্চম ওভারের শেষ বলে দীপক চাহারকে ছক্কা হাঁকান ওয়েন পার্নেল। ওভারে মোট ৮ রান ওঠে। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ২৬ রান। মার্করান ১৪ ও পার্নেল ৮ রানে ব্যাট করছেন। চাহার ৩ ওভারে ১৫ রানে ২টি উইকেট নিয়েছেন।
হ্যাটট্রিক করতে পারলেন না অর্শদীপ
নিজের প্রথম ওভারের শেষ ২টি বলে পরপর ২টি উইকেট নিয়েছিলেন অর্শদীপ সিং। তাই ইনিংসের চতুর্থ ওভারে ফের বল করতে এসে প্রথম বলে উইকেট তুেল নিলে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করলেন তিনি। যদিও মার্করামকে ফেরাতে পারেননি তিনি। বরং দ্বিতীয় বলে মার্করান চার মারেন। ওভারে মোট ৪ রান ওঠে। ৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ১৮ রান। অর্শদীপ ২ ওভারে ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
স্টাবসের উইকেট তুলে নিলেন চাহার
২.৩ ওভারে পঞ্চম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। দীপক চাহারের বলে অর্শদীপ সিংয়ের হাতে ধরা পড়েন ত্রিস্তান স্টাবস। সুতরাং, ১৫ বলেই দক্ষিণ আফ্রিকার ৫টি উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া। স্টাবস গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন। দক্ষিণ আফ্রিকা ৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়েন পার্নেল। ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ১৪ রান। মার্করাম ৬ বলে ১০ রান করে অপরাজিত রয়েছেন। চাহার ২ ওভারে ৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
মিলাকে ফেরালেন অর্শদীপ
নিজের প্রথম ওভারে ৩টি উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। ১.৬ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডেভিড মিলার। ১ বলে শূন্য রানে মাঠ ছাড়েন মিলার। দক্ষিণ আফ্রিকা ৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ত্রিস্তান স্টাবস। অর্শদীপ নিজের প্রথম ওভারে ৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।
রিলির উইকেট তুলে নিলেন অর্শদীপ
নিজের প্রথম ওভারে দ্বিতীয় উইকেট অর্শদীপ সিংয়ের। ১.৫ ওভারে পন্তের দস্তানায় ধরা পড়েন রিলি রসউ। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন রিলি। দক্ষিণ আফ্রিকা ৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার।
ডি'ককে ফেরালেন অর্শদীপ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। তিনি দ্বিতীয় বলেই তুলে নেন কুইন্টন ডি'ককের উইকেট। ৪ বলে ১ রান করে বোল্ড হন কুইন্টন। দক্ষিণ আফ্রিকা ১ রানে দুই ওপেনারের উইকেট হারায়। ব্যাট করতে নামেন এডেন মার্করাম।
বাভুমাকে ফেরালেন চাহার
প্রথম ওভারে দীপক চাহারের শেষ বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তেম্বা বাভুমা। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন। দক্ষিণ আফ্রিকা ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিলি রসউ।
ম্যাচ শুরু
কুইন্টন ডি'কককে সঙ্গে নিয়ে ইনিংসের ওপেন করতে নামেন তেম্বা বাভুমা। বোলিং শুরু করেন দীপক চাহার। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন কুইন্টন।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
কুইন্টন ডি'কক (ক্যাপ্টেন), তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), রিলি রসউ, এডেন মার্করাম, ত্রিস্তান স্টাবস, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিখ নরকিয়া ও তাবরাইজ শামসি।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হার্ষাল প্যাটেল ও দীপক চাহার।
প্রথম একাদশে বিস্তর রদবদল ভারতের
ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া দলে নেই, তাই তাঁদের বদলে নতুন কাউকে মাঠে নামাতেই হতো ভারতকে। দুই তারকার বদলে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে ভারত মাঠে নামায় অর্শদীপ সিং ও ঋষভ পন্তকে। চাহালের বদলে মাঠে নামেন রবিচন্দ্রন অশ্বিন। বুমরাহ খেলছেন না। তাঁর জায়গায় সুযোগ পেলেন দীপক চাহার।
টস জিতলেল রোহিত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রোটিয়াদের। সুতরাং, গ্রিনফিল্ডে টস জিতে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
মাঠে নামার সুযোগ পাবেন শাহবাজ?
বিশ্বকাপের স্কোয়াডে নেই। স্ট্যান্ড-বাই ক্রিকেটারদের তালিকাতেও ছিলেন না। তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে যান শামির বদলি উমেশ যাদব। ঠিক একইরকমভাবে বিশ্বকাপের স্কোয়াড ও স্ট্যান্ড-বাইয়ের তালিকায় নাম নেই শাহবাজ আহমেদের। তবু জাতীয় নির্বাচকরা শেষ মুহূর্তে শাহবাজকে ভারতীয় স্কোয়াডে ঢুকিয়ে দিয়েছেন। তাই প্রোটিয়াদের বিরুদ্ধে ক্ষীণ হলেও শাহবাজের মাঠে নামার সম্ভাবনা থেকেই যায়।
টিম ইন্ডিয়ার স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হার্ষাল প্যাটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, শ্রেয়স আইয়ার ও শাহবাজ আহমেদ।
কাদের পাচ্ছে না ভারত?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে একা দীপক হুডাকেই নয়, বরং হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারকেও দলে পাচ্ছে না ভারত। দীপক চোট পেয়েছেন। অন্যদিকে পান্ডিয়া ও ভুবি বিশ্বকাপের আগে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের তরতাজা করে তুলবেন।
ভারতীয় দলে বেশ কিছু বদল
চোট-আঘাত সমস্যায় ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে বেশ কিছু রদবদল করতে বাধ্য হয়। করোনা আক্রান্ত শামি এখনও মাঠে নামার জন্য তৈরি নন। তাঁর বদলে অস্ট্রেলিয়া সিরিজে দলে ঢুকেছিলেন উমেশ যাদব। উমেশ দক্ষিণ আফ্রিকা সিরিজেও শামির বদলি হিসেবে ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়েন। দীপক হুডা চোটের জন্য ছিটকে গিয়েছেন। তাঁর বদলে স্কোয়াডে ঢোকেন শ্রেয়য় আইয়ার। অর্শদীপ সিংয়ের দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তিনি সেই মতো পৌঁছে গিয়েছেন তিরুবনন্তপুরম। বাড়তি স্পিনার অল-রাউন্ডার হিসেবে শাহবাজ আহমেদকে ভারতীয় দলে ঢুকিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।