দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলেও পরবর্তী ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই হারতে হয় ভারতকে। শুরুতেই হাররে মুখ দেখতে হওয়ায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের বাকি ২টি ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে যায়। হারলেই খোয়াতে হবে ৫০ ওভারের সিরিজ, এমন চ্যালেঞ্জ মাথায় নিয়েই রাঁচিতে প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে নামেন শিখর ধাওয়ানরা। শেষমেশ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত।
ম্যাচের সেরা শ্রেয়স
১৫টি বাউন্ডারির সাহায্যে ১১১ বলে অপরাজিত ১১৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শ্রেয়স আইয়ার। তিনি ম্যাচে ১টি ক্যাচও ধরেন।
৭ উইকেটে জয় ভারতের
দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটে ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৫.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৮২ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় টিম ইন্ডিয়া। ফলে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি ফাইনালের রূপ নেয়। শ্রেয়স আইয়ার ১১১ বলে ১১৩ রান করে নট-আউট থাকেন। তিনি ১৫টি চার মারেন। সঞ্জু স্যামসন ৩৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
৫ ওভারে ৬ রান দরকার ভারতের
জয়ের জন্য শেষ ৫ ওভারে মাত্র ৬ রান দরকার ভারতের। ৪৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ২৭৩ রান। শ্রেয়স ১০৯ রানে ব্যাট করছেন। ২৪ রান করেছেন স্যামসন।
সেঞ্চুরি শ্রেয়সের
১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৩ ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ৪২.২ ওভারে রাবাদার বলে চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান আইয়ার। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন স্যামসন। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৬৩ রান। জিততে ৪২ বলে ১৬ রান দরকার টিম ইন্ডিয়ার। শ্রেয়স ১০৩ ও স্যামসন ২১ রানে ব্যাট করছেন।
৯ ওভারে ৩৭ রান দরকার ভারতের
জিততে শেষ ৯ ওভারে ৩৭ রান দরকার টিম ইন্ডিয়ার। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৪২ রান। ৯১ রানে ব্যাট করছেন শ্রেয়স আইয়ার। ১৩ রানে ব্যাট করছেন সঞ্জু।
১২ ওভারে ভারতের দরকার ৫৪ রান
জয়ের জন্য শেষ ১২ ওভারে ভারতের দরকার ৫৪ রান। ৩৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ২২৫ রান। শ্রেয়স আইয়ার ৮১ ও সঞ্জু স্যামসন ৬ রানে ব্যাট করছেন।
সেঞ্চুরি হাতছাড়া ইশানের
৩৪.৩ ওভারে ফরচুইনের বলে হেনড্রিক্সের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। তিনি নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন। ৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ৯৩ রান করে মাঠ ছাড়েন ইশান। ভারত ২০৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। ৩৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ২১০ রান। শ্রেয়স ৭১ রানে ব্যাট করছেন।
২০০ টপকাল ভারত
৩৪তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ওভারের চতুর্থ বলে নরকিয়াকে ছক্কা মারেন ইশান। এটি ইনিংয়ে তাঁর ৭ নম্বর ছক্কা। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২০৮ রান। ১৬ ওভারে জয়ের জন্য ৭১ রান দরকার টিম ইন্ডিয়ার। ইশান ৯৩ ও শ্রেয়স ৭০ রানে ব্যাট করছেন।
ইশানের ক্যাচ ছাড়লেন রাবাদা
৩২.৫ ওভারে নিজের বলেই ইশান কিষাণের ক্যাচ ছাড়েন কাগিসো রাবাদা। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৯৯ রান। রাবাদা ৮ ওভারে ৩৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ছক্কার ঝড় ইশানের ব্যাটে
ঘরের মাঠে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন ইশান কিষাণ। ৩২তম ওভারে নরকিয়ার বলে ১টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৩২ ওভার শেষে ভারতের স্কের ২ উইকেটে ১৯৮ রান। ইশান ৬টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৭৮ বলে ৮৬ রান করেছেন। শ্রেয়স আইয়ার ৬৭ রান করেছেন। ৬৯ বলের ইনিংসে তিনি ১০টি চার মেরেছেন।
২০ ওভারে ভারতের দরকার ১০২
জয়ের জন্য শেষ ২০ ওভারে ভারতের দরকার ১০২ রান। ৩০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৭৭ রান। ৭০ বলে ৬৯ রান করেছেন ইশান কিষাণ। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। ৬৫ বলে ৬৩ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ৯টি চার মেরেছেন।
১৫০ টপকাল ভারত
২৬.৬ ওভারে বিয়র্ন ফরচুইনের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ১৫০ রানের গণ্ডি পার করান ইশান কিষাণ। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৫৪ রান। ইশান ৫৮ ও শ্রেয়স ৫২ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি শ্রেয়সের
৭টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ২৫.৪ ওভারে মার্করামের বলে চার মেরে হাফ-সেঞ্চুরি করেন শ্রেয়স। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৪৪ রান।
হাফ-সেঞ্চুরি ইশানের
২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষাণ। ২৫.৩ ওভারে মার্করামের বলে ১ রান নিয়ে ৫০ রানে পৌঁছে যান তিনি।
অর্ধেক ইনিংস শেষ
২৫ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৩৮ রান। জয়ের জন্য শেষ ২৫ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১৪১ রান। ইশান ৪৯ ও শ্রেয়স ৪৫ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল ভারত
২০.৩ ওভারে কেশব মহারাজের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান ইশান কিষাণ। ওভারের শেষ বলে আরও একটি ছয় মারেন তিনি। ২১ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১১১ রান। ইশান ৪২ ও শ্রেয়স ২৬ রানে ব্যাট করছেন।
জমাট ব্যাটিং ইশানদের
২০ ওভারের খেলা শেষ। ভারতের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান। ২৯ বলে ২৪ রান করেছেন শ্রেয়স আইয়ার। ৪৫ বলে ২৯ রান করেন ইশান। নরকিয়া ৫ ওভারে ২০ রান খরচ করেছেন।
১৮ ওভারের খেলা শেষ
১৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৫ রান। ইশান কিষাণ ২০ ও শ্রেয়স আইয়ার ২২ রানে ব্যাট করছেন। নরকিয়া ৪ ওভারে ১৮ রান খরচ করেছেন।
১৫ ওভারের খেলা শেষ
১৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৫ রান। শ্রেয়স আইয়ার ১৮ রান করেছেন। ১৪ রানে ব্যাট করছেন ইশান কিষাণ। রাবাদা ৫ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
হাল ধরছেন শ্রেয়স-ইশান
১২তম ওভারে এনরিখ নরকিয়াকে জোড়া বাউন্ডারি মারেন শ্রেয়স আইয়ার। ১৩তম ওভারে রাবাদার প্রথম বলেই চার মারেন ইশান কিষাণ। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৭২ রান।
৫০ টপকাল ভারত
দশম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৫৫ রান। শ্রেয়স ৭ বলে ৭ রান করেছেন। ৭ বলে ৫ রান করেছেন ইশান কিষাণ। পার্নেল ৫ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
শুভমন গিল আউট
৮.৩ ওভারে রাবাদার বলে চার মারেন ইশান কিষাণ। ওভারের পঞ্চম বলে রাবাদার হাতেই ফিরতি ক্যাচ দেন শুভমন গিল। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন শুভমন। ভারত ৪৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।
ব্যাট চালাচ্ছেন গিল
৬.২ ওভারে রাবাদার বলে চার মারেন গিল। অষ্টম ওভারে পার্নেলের প্রথম ও শেষ বলে জোড়া বাউন্ডারি মারেন শুভমন। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৩ রান। গিল ২৮ রানে ব্যাট করছেন।
আউট হলেন ধাওয়ান
৫.৬ ওভারে ওয়েন পার্নেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। ২০ বলে ১৩ রান করেন গব্বর। ১টি ছক্কা মারেন তিনি। ভারত ২৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ।
হাত খুললেন ধাওয়ান
তৃতীয় ওভারে পার্নেলের চতুর্থ বলে চার মারেন শুভমন গিল। পঞ্চম ওভারে ফরচুইনের প্রথম বলে ছক্কা হাঁকান ধাওয়ান। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৬ রান। ধাওয়ান ১৬ বলে ১২ রান করেছেন। ১৪ বলে ১২ রান করেছেন গিল।
বাউন্ডারিতে শুরু গিলের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন ওয়েন পার্নেল। প্রথম বলেই চার মারেন শুভমন গিল। দ্বিতীয় ওভারে ৮ রান ওঠে। গিল ৫ রানে ব্যাট করছেন।
ভারতের রান তাড়া শুরু
শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন বিয়র্ন ফরচুইন। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। ধাওয়ান ৬টি বল খেলেন।
চ্যালেঞ্জিং টার্গেট ভারতের সামনে
নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটের বিনিময়ে ২৭৮ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৭৯ রান। ডেভিড মিলার ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। সিরাজ ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ব্যাটে
মহারাজকে ফেরালেন সিরাজ
৪৯.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কেশব মহারাজ। ১৩ বলে ৫ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ২৭৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিয়র্ন ফরচুইন।
৫ ওভারেই সন্তুষ্ট থাকতে হল শার্দুলকে
সার্দুল ঠাকুরকে দিয়ে ৫ ওভার বল করান ধাওয়ান। তিনি ৩৬ রান খরচ করে ১টি উইকেট নেন। ৪৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ২৭৫ রান।
পার্নেলকে ফেরালেন শার্দুল
৪৬.২ ওভারে শার্দুল ঠাকুরের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন ওয়েন পার্নেল। ২২ বলে ১৬ রান করেন পার্নেল। দক্ষিণ আফ্রিকা ২৫৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেশব মহারাজ। ৪৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ২৫৭ রান।
২৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
৪৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ২৫২ রান। ডেভিড মিলার ২২ বলে ২১ রান করেছেন। ১৮ বলে ১৫ রান করেছেন ওয়েন পার্নেল। ওয়াশিংটন সুন্দর ৯ ওভারে ৬০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
৮ ওভারের খেলা বাকি
৪২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটের বিনিময়ে ২৩৭ রান সংগ্রহ করেছে। ১৪ বলে ১৫ রান করেছেন ডেভিড মিলার। ৮ বলে ৭ রান করেছেন ওয়েন পার্নেল। কুলদীপ ৯ ওভারে ৪৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
মার্করামকে ফেরালেন সুন্দর
৩৮.২ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন এডেন মার্করাম। ৮৯ বলে ৭৯ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ২১৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়েন পার্নেল। ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ২২১ রান।
ক্লাসেনকে ফেরালেন কুলদীপ
৩৭.৪ ওভারে কুলদীপকে ছক্কা মারেন ক্লাসেন। তবে ওভারের শেষ বলে সিরাজের হাতে ধরা পড়ে যান তিনি। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকা ২১৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার।
২০০ টপকাল দক্ষিণ আফ্রিকা
৩৭তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। ৩৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ২০৪ রান। ২২ বলে ২১ রান করেছেন ক্লাসেন। ৮৫ বলে ৭৭ রান করেছেন মার্করাম।
বোলিং কোটা শেষ করলেন শাহবাজ
১০ ওভারের বোলিং কোটা শেষ করলেন শাহবাজ আহমেদ। অভিষেক ম্যাচে তিনি ৫৪ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। তাঁর শেষ ওভারে ১টি ছক্কা মারেন ক্লাসেন। ৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১৯২ রান। মার্করাম ৮২ বলে ৭৪ রান করেছেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ক্লাসেন ১২ রানে ব্যাট করছেন।
হেনড্রিক্সকে ফেরালেন সিরাজ
দক্ষিণ আফ্রিকার জুটি ভাঙলেন মহম্মদ সিরাজ। ৩১.২ ওভারে সিরাজের বলে শাহবাজ আহমেদের হাতে ধরা পড়েন রীজা হেনড্রিক্স। ৭৬ বলে ৭৪ রান করেন তিনি। মারেন ৯টি চার ও ১টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ ক্লাসেন।
১৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
২৯তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। শাহবাজের ওভারে ১টি চার মারেন রীজা। শাহবাজ ৯ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ৩০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করেছে। হেনড্রিক্সে ৭১ রানে ব্যাট করছেন। ৫৩ রান করেছেন মার্করাম।
হাফ-সেঞ্চুরি মার্করামের
৬টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এডেন মার্করাম। ২৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকে ১৪৩ রান। হেনড্রিক্স ৬১ ও মার্করাম ৫০ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি হেনড্রিক্সের
তেম্বা বাভুমা অসুস্থ না হলে ভারতের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেন না রীজা হেনড্রিক্স। সুযোগটাকে তিনি যথাযথ কাজে লাগান। রাঁচিতে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন হেনড্রিক্স। ২৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৩০ রান। রীজা ৫০ ও মার্করাম ৪৮ রানে ব্যাট করছেন। শাহবাজ ৮ ওভারে ৩৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
অর্ধেক ইনিংস শেষ
২৫ ওভারের খেলা শেষ। দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ১২২ রান সংগ্রহ করেছে। রীজা হেনড্রিক্স ৪৯ ও এডেন মার্করাম ৪১ রানে ব্যাট করছেন।
১০০ ছুঁল দক্ষিণ আফ্রিকা
২১তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে ১টি চার মারেন মার্করাম। ১টি চার মারেন হেনড্রিক্স। দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১০০ রান। মার্করাম ৩৩ ও হেনড্রিক্স ৩৫ রানে ব্যাট করছেন।
২০ ওভারের খেলা শেষ
দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। ২০ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ৯১ রান। মার্করাম ২৮ ও হেনড্রিক্স ৩১ রানে ব্যাট করছেন।
আম্পায়ার্স কলে বেঁচে গেলেন মার্করাম
১৬.৪ ওভারে কুলদীপের বলে মার্করামের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন জানায় ভারত। তবে আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিলে আম্পায়ার্স কলে বেঁচে যান মার্করাম। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ৭২ রান। হেনড্রিক্স ২৬ ও মার্করাম ১৪ রানে ব্যাট করছেন। কুলদীপ ৩ ওভারে ৯ রান দিয়েছেন।
৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ওভারে মোট ৮ রান ওঠে। ১৩তম ওভারে কুলদীপ যাদব ৪ রান খরচ করেন। ১৪তম ওভারে শাহবাজ ৩ রান দেন। ১৫তম ওভারে কুলদীপ খরচ করেন ৩ রান। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের বিনিময়ে ৬০ রান সংগ্রহ করেছে। ৩৫ বলে ২০ রান করেছেন রীজা হেনড্রিক্স। তিনি ২টি চার মেরেছেন। ৮ রান করেছেন মার্করাম। শাহবাজ ৬ ওভারের বোলিং স্পেলে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। কুলদীপ ২ ওভারে ৭ রান খরচ করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট শাহবাজের
৯.৫ ওভারে জানেমন মালানকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ালেন শাহবাজ আহমেদ। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। মালান ৪টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন। দক্ষিণ আফ্রিকা ৪০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এডেন মার্করাম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট পেলেন শাহবাজ। তিনি ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করেছেন।
টাইট বোলিং ভারতের
সপ্তম ওভারে আবেশ খানকে জোড়া বাউন্ডারি মারেন মালান। ওভারে মোট ৯ রান ওঠে। অষ্টম ওভারে শাহবাজ আহমেদ ২ রান খরচ করেন। নবম ওভারে আবেশ মাত্র ১ রান দেন। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৩৬ রান।
শাহবাজের দ্বিতীয় ওভারে ৫ রান
নিজের দ্বিতীয় ওভারে ৫ রান খরচ করেন শাহবাজ আহমেদ। ১টি চার মারেন জানেমন মালান। ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ২৪ রান। ১৩ রানে ব্যাট করছেন মালান। শাহবাজ ২ ওভারে ৮ রান খরচ করেছেন।
শাহবাজের প্রথম ওভারে ৩ রান
চতুর্থ ওভারে প্রথমবার দেশের হয়ে বল করতে আসেন শাহবাজ আহমেদ। নিজের প্রথম ওভারে ৩ রান খরচ করেন তিনি। ৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১০ রান।
ডি'কককে ফেরালেন সিরাজ
দ্বিতীয় ওভারে ওয়াশিংটন সুন্দর মাত্র ২ রান খরচ করেন। তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মহম্মদ সিরাজ। তিনি ওভারের প্রথম বলেই (২.১ ওভারে) বোল্ড করেন কুইন্টন ডি'কককে। ৮ বলে ৫ রান করে মাঠ ছাড়েন কুইন্টন। দক্ষিণ আফ্রিকা ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রীজা হেনড্রিক্স। তৃতীয় ওভারে কোনও রান ওঠেনি।
ডি'ককের বাউন্ডারিতে ইনিংস শুরু দক্ষিণ আফ্রিকার
জানেমন মালানকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন কুইন্টন ডি'কক। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম বলেই চার মারেন কুইন্টন। প্রথম ওভারে ৫ রান ওঠে।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
জানেমন মালান, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), বিয়র্ন ফরচুইন, এডেন মার্করাম, এনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ (ক্যাপ্টেন), কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও রীজা হেনড্রিক্স।
ভারতের প্রথম একাদশ
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমন গিল, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, আবেশ খান ও মহম্মদ সিরাজ।
টস জিতল দক্ষিণ আফ্রিকা
ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জেতে দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রোটিয়া দলনায়ক কেশব মহারাজ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, রাঁচিতে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে মহারাজ
তেম্বা বাভুমা মাঠে নামে নামেননি। তাঁর বদলে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে নামেন কেশব মহারাজ। টসের সময় মহারাজ জানান যে, বাভুমা ও শামসি ম্যাচের দিন সকালে একটু অশ্বস্তি অনুভব করেন। তাই দু'জনে এই ম্যাচ খেলছেন না। পরিবর্তে দলে ঢুকেছেন বিয়র্ন ফরচুইন ও রীজা হেনড্রিক্স। এছাড়া লুঙ্গি এনগিদির জায়গায় মাঠে নামার সুযোগ পেলেন এনরিখ নরকিয়া।
জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামছেন শাহবাজ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ইন্ডিয়া ক্যাপ হাতে পেলেন বাংলার শাহবাজ আহমেদ। প্রথম একাদশে ঢুকলেন ওয়াশিং সুন্দরও। বাদ পড়লেন রুতুরাজ গায়কোয়াড় ও রবি বিষ্ণোই।
চোট পেয়ে ছিটকে গিয়েছেন চাহার
পিঠের চোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার। তাঁর পরিবর্তে ভারতীয় স্কোয়াডে ঢুকেছেন ওয়াশিংটন সুন্দর।বিস্তারিত পড়ুন:- পিঠের চোটে ছিটকে যাওয়া পেসারের পরিবর্ত ঘোষণা করল ভারত, দলে ঢুকলেন ওয়াশিংটন সুন্দর
ওয়ান ডে সিরিজের জন্য ভারতের পরিবর্তিত স্কোয়াড
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার (ভাইস-ক্যাপ্টেন), রজত পতিদার, রাহুল ত্রিপাঠী, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আবেশ খান, মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল
লখনউয়ে বৃষ্টির জন্য ৪০ ওভারে কমে দাঁড়ানো প্রথম ওয়ান ডে ম্যাচে ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত হয় ভারত। শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে। এনরিখ ক্লাসেন ৭৪ ও ডেভিড মিলার ৭৫ রান করেন। ২টি উইকেট নেন শার্দুল ঠাকুর। পালটা ব্যাট করতে নেমে ভারত ৮ উইকেটে ২৪০ রানে আটকে যায়। সঞ্জু স্যামসন ৮৬ ও শ্রেয়স আইয়ার ৫০ রান করেন। লুঙ্গি এনগিদি ৩টি উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।