লখনউয়ে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৯ রানে পরাজিত হয় ভারত। দক্ষিণ আফ্রিকা ১-০ লিড নেয় সিরিজে। রাঁচির দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ৭ উইকেটে জিতে নিয়ে টিম ইন্ডিয়া সিরিজে ১-১ সমতা ফেরায়। স্বাভাবিকভাবেই দিল্লির তৃতীয় ওয়ান ডে ম্যাচটি সিরিজ নির্ণায়ক ফাইনালের রূপ নেয়। যারা জিতবে, ট্রফি হাতে তুলবে তারাই, এমন চ্যালেঞ্জ সামনে নিয়ে মাঠে নামে দ্বিতীয় সারির ভারতীয় দল। শেষমেশ রোহিত-কোহলিরদের অনুপস্থিতি সত্ত্বেও দিল্লিতে জয় তুলে নিয়ে ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে পকেটে পোরে ভারত। উল্লেখ্য, ওয়ান ডে সিরিজের আগে তিন ম্যাচের টি-২০ সিরিজেও দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করে ভারত।
সিরিজের সেরা সিরাজ
তিন ম্যাচে ৫টি উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মহম্মদ সিরাজ। ব্যাট হাতে শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শুভমন গিলরা নজর কাড়লেও সিরাজের কার্যকরী বোলিংকে উপেক্ষা করা সম্ভব ছিল না। বিশেষ করে পাওয়ার প্লে-তে যেভাবে দলকে উইকেট এনে দিয়েছেন সিরাজ, ভারতের জয়ে তা বিস্তর প্রভাব ফেলে।
ম্যাচের সেরা কুলদীপ
৪.১ ওভারে ১টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কুলদীপ যাদব। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই দক্ষিণ আফ্রিকাকে
সিরিজ জিতল ভারত
লখনউয়ে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে পরাজিত হয় ভারত। পরে রাঁচিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। এবার দিল্লিতে তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের উড়িয়ে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নেয় ভারতীয় দল।
৭ উইকেটে জয় ভারতের
১৯.১ ওভারে জানসেনকে ছক্কা হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন শ্রেয়স আইয়ার। দক্ষিণ আফ্রিকার ৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটে ১০৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে দ্বিতীয় সারির ভারতীয় দল।
হাফ-সেঞ্চুরি হাতছাড়া গিলের
১৮.২ ওভারে লুঙ্গি এনগিদির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। ৫৭ বলে ৪৯ রান করেন গিল। মারেন ৮টি চার। ভারত ৯৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯৯ রান। জিততে মাত্র ১ রান দরকার তাদের।
৩ রান দরকার ভারতের
১৭.৬ ওভারে জানসেনের বলে চার মারেন শ্রেয়স আইয়ার। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯৭ রান। জিততে মাত্র ৩ রান দরকার টিম ইন্ডিয়ার। গিল ৪৯ ও শ্রেয়স ২২ রানে ব্যাট করছেন।
জিততে ১০ রান দরকার ভারতের
১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ৯০ রান। জিততে মাত্র ১০ রান দরকার ভারতের। গিল ৪৬ রানে ব্যাট করছেন। ১৮ রান করেছেন শ্রেয়স।
১৫ রান দরকার ভারতের
১৫.৪ ওভারে জানসেনের বলে চার মারেন শুভমন গিল। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৫ রান। জয়ের জন্য ১৫ রান দরকার টিম ইন্ডিয়ার। গিল ৪১ রানে ব্যাট করছেন।
৩৫ ওভারে ভারতের দরকার ২৩ রান
১৫ ওভারের খেলা শেষ। ভারতের স্কোর ২ উইকেটে ৭৭ রান। গিল ৪৪ বলে ৩৬ রান করেছেন। মেরেছেন ৬টি চার। শ্রেয়স ১৫ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। জয়ের জন্য শেষ ৩৫ ওভারে ভারতের দরকার ২৩ রান।
ব্যাট চালাচ্ছেন শ্রেয়স
১৩তম ওভারে বিয়র্ন ফরচুইনের বলে জোড়া বাউন্ডারি মারেন শ্রেয়স আইয়ার। ওভারে মোট ৯ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। গিল ৩৩ ও শ্রেয়স ১৫ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৩৭ ওভারে ২৬ রান দরকার টিম ইন্ডিয়ার।
নরকিয়াকে ছক্কা হাঁকালেন শ্রেয়স
১১.৩ ওভারে নরকিয়ার বলে ছয় মারেন শ্রেয়স আইয়ার। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৫ রান। গিল ৩২ ও আইয়ার ৭ রানে ব্যাট করছেন।
ইশান কিষাণ আউট
১০.৩ ওভারে বিয়র্ন ফরচুইনের বলে চার মারেন ইশান কিষাণ। তবে পরের বলে তিনি উইকেটকিপার কুইন্টনের দস্তানায় ধরা পড়ে যান। ১৮ বলে ১০ রান করেন ইশান। তিনি ২টি চার মারেন। ভারত ৫৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।
৫০ টপকাল ভারত
দশম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৩ রান।
বিয়র্নকে চার মারলেন ইশান
৮.১ ওভারে বিয়র্ন ফরচুইনের বলে চার মারেন ইশান কিষাণ। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৯ রান। গিল ৩১ ও ইশান ৬ রানে ব্যাট করছেন।
রান-আউট ধাওয়ানের
৬.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। ১৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন ধাওয়ান। ভারত ৪২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ। বিয়র্নের ওভারে কোনও রান ওঠেনি।
নরকিয়াকে চার মারেন গিল
ষষ্ঠ ওভরে বল করতে আসেন এনরিখ নরকিয়া। তাঁর ওভারের তৃতীয় বলে চার মারেন শুভমন গিল। ৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪২ রান। গিল ৩০ রানে ব্যাট করছেন। মেরেছেন ৬টি চার।
জানসেনকে জোড়া বাউন্ডারি গিলের
পঞ্চম ওভারে মারকো জানসেনের শেষ ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন শুভমন গিল। ৫ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান। গিল ২০ বলে ২৪ রান করেছেন।
নিয়ন্ত্রিত আগ্রাসন গিলের
চতুর্থ ওভারে এনগিদির পঞ্চম বলে চার মারেন শুভমন গিল। ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৪ রান। গিল ১৬ রানে ব্যাট করছেন।
জানসেনকে বাউন্ডারি গিলের
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মারকো জানসেন। প্রথম বলে চার মারেন শুভমন গিল। ৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ১৮ রান। গিল ১০ রানে ব্যাট করছেন।
এনগিদিকে চার মারেন ধাওয়ান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন লুঙ্গি এনগিদি। পঞ্চম বলে চার মারেন শিখর ধাওয়ান। ওভারে মোট ৬ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের বিনা উইকেটে ১৩ রান। ধাওয়ান ৬ ও গিল ৫ রান করেছেন।
ভারতের রান তাড়া শুরু
শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন মারকো জানসেন। নো-বলে ইনিংস শুরু করেন মারকো। ওভারের পঞ্চম বলে চার মারেন গিল। প্রথম ওভারে ৭ রান ওঠে।
অল-আউট দক্ষিণ আফ্রিকা
১০০ টপকাতে পারল না দক্ষিণ আফ্রিকা। তারা ৯৯ রানে অল-আউট হয়ে যায়। ২৭.১ ওভারে কুলদীপের বলে আবেশ খানের হাতে ধরা পড়েন মারকো জানসেন। তিনি ১৯ বেল ১৪ রান করেন। মারেন ১টি চার ও ১টি ছক্কা। কুলদীপ ১৮ রানে ৪ উইকেট দখল করেন। শাহবাজ ৭ ওভারে ৩২ রানে ২টি উইকেট নেন। জয়ের জন্য ভারতের দরকার ১০০ রান। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার এটিই সব থেকে কম রানের দলগত ইনিংস। এর আগে ৫০ ওভারের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে কখনও একশোর কমে আউট হয়নি তারা।
নরকিয়া আউট
২৫.৪ ওভারে কুলদীপের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এনরিখ নরকিয়া। কুলদীপ পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন নরকিয়া। দক্ষিণ আফ্রিকা ৯৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লুঙ্গি এনগিদি।কুলদীপ ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
কুলদীপের দ্বিতীয় শিকার বিয়র্ন
২৫.৩ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিয়র্ন ফরচুইন। ৫ বলে ১ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৯৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ নরকিয়া।
শাহবাজের দ্বিতীয় শিকার ক্লাসেন
২৪.৩ ওভারে শাহবাজ আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এনরিখ ক্লাসেন। ওভারের প্রথম বলে তিনি চার মারেন। ৪২ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন ক্লাসেন। মারেন ৪টি চার। দক্ষিণ আফ্রিকা ৯৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিয়র্ন ফরচুইন। ২৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৯৪ রান। জানসেন ৯ রানে ব্যাট করছেন। ৬ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন তিনি।
কুলদীপকে ছক্কা হাঁকালেন জানসেন
ব্যাটের হাতটাও যে মন্দ নয়, প্রমাণ করছেন মারকো জানসেন। ২৩.৩ ওভারে কুলদীপ যাদবের বলে দুর্দান্ত ছক্কা হাঁকান তিনি। ২৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৮৭ রান। ২৮ রানে ব্যাট করছেন ক্লাসেন।
কুলদীপের শিকার ফেলুকওয়াও
১৯.৩ ওভারে কুলদীপ যাদবের বলে চার মাকেন অ্যান্ডিল ফেলুকওয়াও। তবে পরের বলেই তিনি বোল্ড হয়ে মাঠ ছাড়েন। ৫ বলে ৫ রান করেন অ্যান্ডিল। দক্ষিণ আফ্রিকা ৭১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মারকো জানসেন। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৭৩ রান। ক্লাসেন ২২ রানে ব্যাট করছেন। কুলদীপ নিজের প্রথম ওভারে ৬ রান খরচ করে ১টি উইকেট নেন।
মিলারকে ফেরালেন ওয়াশিংটন
১৮.৫ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডেভিড মিলার। ৮ বলে ৭ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৬৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফেলুকওয়াও। ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৬৭ রান। ২১ রানে ব্যাট করছেন ক্লাসেন। ওয়াশিংটন ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
১৮তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের স্কোর ৪ উইকেটে ৫৯ রান। শাহবাজের ওভারে ১টি করে চার মারেন মিলার ও ক্লাসেন। ওভারে মোট ১০ রান ওঠে। শাহবাজ ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ক্লাসেন ১৬ ও মিলার ৭ রানে ব্যাট করছেন।
মার্করামকে ফেরালেন শাহবাজ
১৫.৩ ওভারে শাহবাজ আহমেদের বলে উইকেটকিপার সঞ্জু স্যামসনের দস্তানায় ধরা পড়েন এডেন মার্করাম। ১৯ বলে ৯ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৪৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৪৪ রান। শাহবাজ ৩ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
টাইট বোলিং আবেশেরে
৫ ওভার বল করে আবেশ খান ১টি মেডেন-সহ মাত্র ৮ রান খরচ করেছেন। যদিও কোনও উইকেট পাননি তিনি। শাহবাজ আহমেদ নিজের প্রথম ওভারে ৩ রান খরচ করেন। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৩৫ রান।
হেনড্রিক্সকে ফেরালেন সিরাজ
প্রোটিয়া শিবিরে ফের ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। ৯.৬ ওভারে সিরাজের বলে পরিবর্ত ফিল্ডার রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়েন রীজা হেনড্রিক্স। ২১ বলে ৩ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ২৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ ক্লাসেন। সিরাজ ৫ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
মালানকে ফেরালেন সিরাজ
৭.৪ ওভারে সিরাজের বলে চার মারেন জানেমন মালান। তবে পরের বলেই তিনি বাউন্ডারি লাইনে আবেশ খানের হাতে ধরা পড়ে যান। ২৭ বলে ১৫ রান করেন মালান। ৩টি চার মারেন তিনি। দক্ষিণ আফ্রিকা ২৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্করাম। সিরাজ ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
রিভিউ নিয়ে বাঁচলেন হেনড্রিক্স
৬.১ ওভারে আবেশ খানের বলে রীজা হেনড্রিক্সকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ২০ রান। আবেশ ২ ওভারে ২ রান খরচ করেছেন।
কৃপণ বোলিং ভারতের
পঞ্চম ওভারে বল করতে আসেন আবেশ খান। তিনি নিজের প্রথম ওভারে ১ রান খরচ করেন। ১টি লেগ-বাইও আসে ওভারে। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১৫ রান। ৭ রানে ব্যাট করছেন মালান। ২ ওভারে ৭ রান খরচ করেছেন সিরাজ। সুন্দর ২ ওভারে ৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
ডি'কককে ফেরালেন ওয়াশিংটন
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। তাঁর ওভারে ১ রান ওঠে। তৃতীয় ওভারে পুনরায় বল হাতে নেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় বলে চার মারেন কুইন্টন। তবে ২.৫ ওভারে সুন্দরের বলে আবেশ খানের হাতে ধরা পড়েন ডি'কক। ১০ বলে ৬ রান করেন কুইন্টন। দক্ষিণ আফ্রিকা ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রীজা হেনড্রিক্স।
ম্যাচ শুরু
জানেমন মালানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি'কক। বোলিং শুরু করেন ওয়াশিংটন সুন্দর। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন মালান। পঞ্চম বলে ১ রান নেন কুইন্টন। প্রথম ওভারে ২ রান ওঠে।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
জানেমন মালান, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), রীজা হেনড্রিক্স, এডেন মার্করাম, এনরিখ ক্লাসেন, ডেভিড মিলার (ক্যাপ্টেন), অ্যান্ডিল ফেলুকওয়াও, মারকো জানসেন, বিয়র্ন ফরচুইন, এনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিদি।
ভারতের প্রথম একাদশ
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমন গিল, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, আবেশ খান ও মহম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে মিলার
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন তেম্বা বাভুমা। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দিতে নামেন কেশব মহারাজ। এবার তৃতীয় ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে টস করতে নামলেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকাই প্রথম দল, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে যাদের নেতৃত্ব দেন তিনজন আলাদা আলাদা ক্যাপ্টেন।
টস জিতল ভারত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে শিখর ধাওয়ান শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকাকে। সুতরাং, কোটলায় রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
কখন শুরু হবে ম্যাচ, মিলল আপডেট
১টা ৩০ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানিয়ে দেন যে, টস অনুষ্ঠিত হবে ১টা ৪০ মিনিটে। ম্যাচ শুরু হবে ২টো থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, দেরিতে ম্যাচ শুরু হলেও ওভার কাটা যাচ্ছে না। ম্যাচ অনুষ্ঠিত হবে পুরো ৫০ ওভারের।
পিছিয়ে গেল টসের সময়
দিল্লিতে গত কয়েক দিনের বৃষ্টির জন্য যথা সময়ে মাঠ প্রস্তুত করে তোলা সম্ভব হয়নি। তাই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি টস। দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক সেই সময় আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামবেন। তার পরে জানা যাবে কখন অনুষ্ঠিত হবে টস এবং কখন শুরু হবে ম্যাচ।
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল
রাঁচিতে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২৭৮ রান তোলে। রীজা হেনড্রিক্স ৭৪ ও এডেন মার্করাম ৭৯ রান করেন। ৩টি উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটে ২৮২ রান তুলে ম্যাচ জিতে যায়। শ্রেয়স আইয়ার ১১৩ ও ইশান কিষাণ ৯৩ রান করেন।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল
লখনউয়ে বৃষ্টির জন্য ৪০ ওভারে কমে দাঁড়ানো প্রথম ওয়ান ডে ম্যাচে ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে। এনরিখ ক্লাসেন ৭৪ ও ডেভিড মিলার ৭৫ রান করেন। ২টি উইকেট নেন শার্দুল ঠাকুর। পালটা ব্যাট করতে নেমে ভারত ৮ উইকেটে ২৪০ রানে আটকে যায়। সঞ্জু স্যামসন ৮৬ ও শ্রেয়স আইয়ার ৫০ রান করেন। লুঙ্গি এনগিদি ৩টি উইকেট নেন।
যারা জিতবে, ট্রফি তাদের
লখনউয়ে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। পরে রাঁচিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। এবার দিল্লির তৃতীয় ম্যাচটি কার্যত ফাইনালের রূপ নিয়েছে। যারা জিতবে, ট্রফি তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।