HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs SA 3rd T20I: হেরে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া ভারতের

IND vs SA 3rd T20I: হেরে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া ভারতের

India vs South Africa 3rd T20I Live Score: সিরিজ জিতলেও শেষ ম্যাচে ধারাবাহিকভাবে উইকেট হারানোর মাশুল দিতে হয় টিম ইন্ডিয়াকে।

সুইচ হিট খেলতে গিয়ে আউট কার্তিক। ছবি- এএফপি

তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত। গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। এবার দু'দলের লড়াই ছিল ইন্দোরে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল ভারতের সামনে। যদিও শেষ ম্যাচ হেরে সেই সুযোগ হাতছাড়া করেন রোহিত শর্মারা।

04 Oct 2022, 11:05 PM IST

সিরিজ সেরা সূর্যকুমার

তিন ম্যাচে ২টি অর্ধশতরান-সহ ১১৯ রান করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সূর্যকুমার যাদব।

04 Oct 2022, 11:04 PM IST

ম্যাচের সেরা রসউ

৭টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৮ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রিলি রসউ।

04 Oct 2022, 10:38 PM IST

৪৯ রানে হার ভারতের

১৮.৩ ওভারে প্রিটোরিয়াসের বলে বাউন্ডারি লাইনে মিলারের হাতে ধরা পড়েন মহম্মদ সিরাজ। ৭ বলে ৫ রান করে মাঠ ছাড়েন সিরাজ। দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটে ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত অল-আউট হয়ে যায় ১৭৮ রানে। ৪৯ রানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। উমেশ যাদব ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২০ রান করে নট-আউট থাকেন। প্রিটোরিয়াস ৩.৩ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ইন্দোরে হারলেও ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতেই বিশ্বকাপের পথে রওনা হচ্ছে।

04 Oct 2022, 10:35 PM IST

বোলিং কোটা শেষ রাবাদার

১৮তম ওভারে ৫ রান খরচ করেন রাবাদা। ১টি চার মারেন মহম্মদ সিরাজ। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১৭৫ রান। উমেশ ১৯ রানে ব্যাট করছেন। রাবাদা ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

04 Oct 2022, 10:29 PM IST

দীপক চাহার আউট

১৬.২ ওভারে প্রিটোরিয়াসকে কভারের উপর দিয়ে ছক্কা মারেন চাহার। পরের বলে মিলারের হাতে ধরা পড়ে যান তিনি। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন চাহার। ভারত ১৬৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১৭০ রান। উমেশ ১৮ রানে ব্যাট করছেন। প্রিটোরিয়াস ৩ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

04 Oct 2022, 10:24 PM IST

১৫০ টপকাল ভারত

১৬তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। এনগিদির ওভারের প্রথম বলে ছক্কা মারেন দীপক চাহার। চতুর্থ বলে চার মারেন উমেশ যাদব। ওভারে মোট ১৭ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৫৯ রান। চাহার ১৫ বলে ২৫ রান করেছেন। উমেশ ১১ বলে ১৬ রান করেছেন। এনগিদি ৩ ওভারে ৫১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। 

04 Oct 2022, 10:20 PM IST

কেশবের ওভারে চার-ছক্কা চাহারের

১৫তম ওভারে কেশব মহারাজের পঞ্চম বলে চার মারেন চাহার। শেষ বলে ছক্কা মারেন তিনি। ওভারে মোট ১২ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৪২ রান। চাহার ১৮ ও উমেশ ৮ রানে ব্যাট করছেন। মহারাজ ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

04 Oct 2022, 10:16 PM IST

রাবাদাকে বাউন্ডারি মারলেন উমেশ

১৩.৫ ওভারে কাগিসো রাবাদার বলে চার মারেন উমেশ যাদব। ওভারে মোট ৭ রান ওঠে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৩০ রান। চাহার ৮ ও উমেশ ৭ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 10:09 PM IST

অশ্বিন আউট

১২.২ ওভারে কেশব মহারাজের বলে রাবাদার হাতে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ৪ বলে ২ রান করেন অশ্বিন। ভারত ১২০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১২৩ রান। ৭ রানে ব্যাট করছেন চাহার। ৩ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন কেশব মহারাজ।

04 Oct 2022, 10:05 PM IST

অক্ষর প্যাটেল আউট

১১.৪ ওভারে ওয়েন পার্নেলের বলে ডি'ককের দস্তানায় ধরা পড়েন অক্ষর প্যাটেল। ঠিক আগের বলে দুর্দান্ত একটি চার মারেন তিনি। অক্ষর ৮ বলে ৯ রান করে মাঠ ছাড়েন। ভারত ১১৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক চাহার। তিনি মাঠে নেমেই প্রথম বলে চার মারেন। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১১৯ রান।

04 Oct 2022, 09:57 PM IST

হার্ষাল প্যাটেল আউট

১০.৫ ওভারে লুঙ্গি এনগিদির বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন হার্ষাল প্যাটেল। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১০৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করকে নামেন রবিচন্দ্রন অশ্বিন। ১১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ১০৯ রান। ৫ রান করেছেন অক্ষর।

04 Oct 2022, 09:54 PM IST

১০০ টপকাল ভারত

১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া। এনগিদির ওভারের প্রথম বলে চার মারেন হার্ষাল। চতুর্থ বলে ছক্কা মারেন তিনি।

04 Oct 2022, 09:50 PM IST

১০ ওভারে ভারতের দরকার ১৩৩

১০ ওভারের খেলা শেষ। ভারত ৫ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১৩৩ রান। হার্ষাল ৮ ও অক্ষর ৪ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 09:46 PM IST

মহারাজের ওভারে ৫ রান

নবম ওভারে কেশব মহারাজ ৫ রান খরচ করেন। ১টি চার মারেন হার্ষাল প্যাটেল। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৯১ রান।

04 Oct 2022, 09:44 PM IST

সূর্যকুমার আউট

৭.৪ ওভারে প্রিটোরিয়াসের বলে ছক্কা মারেন সূর্যকুমার যাদব। তবে ওভারের শেষ বলে স্টাবসের হাতে ধরা পড়ে যান তিনি। ৬ বলে ৮ রান করেন যাদব। ভারত ৮৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্ষাল প্যাটেল।

04 Oct 2022, 09:36 PM IST

ভুল শট খেলতে গিয়ে আউট কার্তিক

সপ্তম ওভারে বল করতে আসেন কেশব মহারাজ। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি ছক্কা মারেন দীনেশ কার্তিক। শেষ বলে সুইচ হিট মারতে গিয়ে বোল্ড হন তিনি। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২১ বলে ৪৬ রান করে মাঠ ছাড়েন কার্তিক। ভারত ৭৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

04 Oct 2022, 09:28 PM IST

৫০ টপকাল ভারত

পাওয়ার প্লে-তেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ষষ্ঠ ওভারে ওয়েন পার্নেলের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন কার্তিক। ওভারে মোট ১৯ রান ওঠে। ৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৬৪ রান। ১৬ বলে ৩৩ রান করেছেন দীনেশ কার্তিক। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

04 Oct 2022, 09:25 PM IST

ব্যাট চালিয়ে আউট পন্ত

পঞ্চম ওভারে বল করতে আসেন লুঙ্গি এনগিদি। তাঁর ওভারে ২টি ও ২টি ছক্কা মারেন ঋষভ পন্ত। তবে শেষ বলে স্টাবসের হাতে ধরা পড়ে যান ঋষভ। ওভারে ২০ রান ওঠে। পন্ত ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন। ভারত ৪৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমারল যাদব।

04 Oct 2022, 09:21 PM IST

পার্নেলের ওভারে ৭ রান

চতুর্থ ওভারে ওয়েন পার্নেলের বলে ৭ রান সংগ্রহ করে ভারত। তৃতীয় বলে চার মারেন দীনেশ কার্তিক। ৪ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৫ রান। কার্তিক ১৪ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 09:15 PM IST

রাবাদার ওভারে ১০ রান

তৃতীয় ওভারে বল করতে আসেন কাগিসো রাবাদা। ওভারে মোট ১০ রান সংগ্রহ করে ভারত। তৃতীয় বলে চার মারেন কার্তিক। শেষ বলে চার মারেন পন্ত। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৮ রান। কার্তিক ৯ ও পন্ত ৭ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 09:08 PM IST

শ্রেয়স আইয়ার আউট

দ্বিতীয় ওভারে বল করতে আসেন পার্নেল। চতুর্থ বলে তিনি এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান শ্রেয়স আইয়ারকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৪ বলে ১ রান করে মাঠ ছাড়েন শ্রেয়স। ভারত ৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮ রান।

04 Oct 2022, 09:01 PM IST

দ্বিতীয় বলেই আউট রোহিত

ঋষভ পন্তকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন কাগিসো রাবাদা। দ্বিতীয় বলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন হিটম্যান। ২ বল খেলে খাতা খুলতে পারেননি ভারত অধিনায়ক। ভারত শূন্য রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। প্রথম ওভারে ২ রান ওঠে।

04 Oct 2022, 08:47 PM IST

বিরাট টার্গেট ভারতের সামনে

১৯.৪ ওভারে চাহারের নো-বলে ছক্কা মারেন মিলার। পুনরায় চতুর্থ বল করতে এলে ফ্রি-হিটে ফের ছক্কা মারেন মিলার। পঞ্চম বলে বাউন্ডারি লাইনে মিলারের ক্যাচ ধরেন সিরাজ। তবে তাঁর পা বাউন্ডারি লাইনে ঠেকে যায়। ফরে ফের ছক্কা পেয়ে যান মিলার। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২৭ রান সংগ্রহ করে। রিলি রসউ ৪৮ বলে ১০০ রান করে নট-আউট থাকেন। তিনি ৭টি চার ও ৮টি ছক্কা মারেন। মিলার ৩টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৯ রান করে নট-আউট থাকেন। জয়ের জন্য ভারতের দরকার ২২৮ রান। শেষ ওভারে ২৪ রান ওঠে। দীপক চাহার ৪ ওভারে ৪৮ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

04 Oct 2022, 08:41 PM IST

স্টাবস আউট

১৯.২ ওভারে দীপক চাহারের বলে অশ্বিনের হাতে ধরা পড়েন ত্রিস্তান স্টাবস। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৩ রান করেন স্টাবস। দক্ষিণ আফ্রিকা ২০৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার।

04 Oct 2022, 08:40 PM IST

সেঞ্চুরি রসউয়ের

৭টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রিলি রসউ। শেষ ওভারে চাহারের প্রথম বলে ১ রান নিয়ে তিন অঙ্কে পৌঁছে যান প্রোটিয়া তারকা।

04 Oct 2022, 08:38 PM IST

২০০ টপকাল দক্ষিণ আফ্রিকা

১৯তম ওভারে ১১ রান ওঠে। সিরাজের ওভারে ১টি করে চার মারেন রসউ ও স্টাবস। দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ২০৩ রান। রসউ ৯৯ রানে ব্যাট করছেন। স্টাবস করেছেন ২৩ রান। সিরাজ ৪ ওভারে ৪৪ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি।

04 Oct 2022, 08:33 PM IST

খরুচে বোলিং হার্ষালের

১৮তম ওভারে হার্ষালের চতুর্থ বলে ছক্কা মারেন রসউ। পঞ্চম বলে চার মারেন তিনি। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৯২ রান। রসউ ৯৩ ও স্টাবস ১৮ রানে ব্যাট করছেন। হার্ষাল ৪ ওভারে ৪৯ রান খরচ করেও উইকেট পাননি।

04 Oct 2022, 08:28 PM IST

আউট হয়ে বাঁচলেন স্টাবস ও রসউ

১৬.৫ ওভারে সিরাজের হাই-ফুলটস বলে উমেশ যাদবের হাতে ধরা পড়েন ত্রিস্টান স্টাবস। আম্পায়ান নো-বল কল করায় বেঁচে যান তিনি। ঠিক তার পরেই সিরাজের ডেলিভারির আগেই স্টাম্পে পা লাগিয়ে বসেন রসউ। তবে বল ছাড়েননি সিরাজ। ওভারে ৮ রান ওঠে। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৭৭ রান। রসউ ৭৯ রানে ব্যাট করছেন। ১৭ রানে ব্যাট করছেন স্টাবস।

04 Oct 2022, 08:21 PM IST

স্টাবসকে মানকাডিং করলেন না চাহার

১৬তম ওভারে বল করতে গিয়ে শুরুতেই ত্রিস্তান স্টাবসকে মানকাডিংয়ের সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। তবে তিনি ছেড়ে দেন। পুনরায় তিনি ওভারের প্রথম বল করলে ছক্কা মারেন রসউ। ওভারের শেষ বলে চার মারেন তিনি। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৬৯ রান। রসউ ৩৫ বলে ৭৬ রান করেছেন। ১০ বলে ১৫ রান করেছেন স্টাবস। রসউ ৫টি চার ও ৭টি ছক্কা মেরেছেন।

04 Oct 2022, 08:17 PM IST

১৫ ওভারের খেলা শেষ

১৫তম ওভারে হার্ষালের চতুর্থ বলে ছক্কা মারেন রসউ। ওভারে মোট ৯ রান ওঠে। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৫৪ রান। রসউ ৩১ বলে ৬৪ রান করেছেন। ৮ বলে ১৩ রান করেছেন স্টাবস। 

04 Oct 2022, 08:09 PM IST

হাফ-সেঞ্চুরি রসউয়ের

৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিলি রসউ। তিনি পঞ্চাশের গণ্ডি টপকাতে মাত্র ১৭টি বল খরচ করেন। অক্ষরের ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন তিনি। ওভারের পঞ্চম বলে চার মারেন স্টাবস। মোট ১৩ রান ওঠে অক্ষরের প্রথম ওভারে। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৪৫ রান। রসউ ৫৬ ও স্টাবস ১২ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 08:05 PM IST

স্টাবসের ক্যাচ ছাড়লেন কার্তিক

ক্রিজে এসে প্রথম বলেই ক্যাচ তুলেছিলেন স্টাবস। তবে কঠিন সুযোগ কাজে লাগাতে পারেননি দীনেশ কার্তিক। উমেশের ওভারের তৃতীয় বলে চার মারেন রসউ। শেষ বলে ছক্কা মারেন স্টাবস। ওভারে মোট ১৩ রান ওঠে। রসউ ৪৮ ও স্টাবস ৭ রানে ব্যাট করছেন। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৩২ রান।

04 Oct 2022, 08:03 PM IST

রান-আউট হলেন ডি'কক

১২.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন কুইন্টন ডি'কক। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৬৮ রান করে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ১২০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ত্রিস্তান স্টাবস।

04 Oct 2022, 08:00 PM IST

বোলিং কোটা শেষ করলেন অশ্বিন

১২তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন অশ্বিন। তিনি ৪ ওভারে ৩৫ রান খরচ করেন। কোনও উইকেট পাননি। ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১১৯ রান। ডি'কক ৬৭ ও রসউ ৪৩ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 07:51 PM IST

১০০ টপকাল দক্ষিণ আফ্রিকা

১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। হার্ষালের ওভারের প্রথম ২ বলে পরপর ২টি চার মারেন কুইন্টন। ওভারের শেষ বলে ছক্কা মারেন রসউ। ওভারে মোট ১৮ রান ওঠে। ১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১১৪ রান। কুইন্টন ৬৪ ও রসউ ৪২ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 07:46 PM IST

হাফ-সেঞ্চুরি ডি'ককের

৯.৩ ওভারে উমেশ যাদবের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কুইন্টন ডি'কক। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৩ বলে পঞ্চাশ রানের গণ্ডি টপকান তিনি। ওভারের শেষ বলে চার মারেন রসউ। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৯৬ রান। কুইন্টন ৫৪ ও রসউ ৩৫ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 07:45 PM IST

রসউয়ের ক্যাচ ছাড়লেন সিরাজ

৮.৪ ওভারে অশ্বিনকে ছক্কা মারেন ডি'কক। ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে রসউয়ের ক্যাচ ছাড়েন মহম্মদ সিরাজ। বল সিরাজের হাতে লেগে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। আউট হওয়ার বদলে ছয় রান উপহার পেয়ে যান রসউ। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৮৩ রান। কুইন্টন ৪৬ ও রসউ ৩০ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 07:40 PM IST

হার্ষালের ওভারে ৭ রান

অষ্টম ওভারে বল করতে আসেন হার্ষাল প্যাটেল। তাঁর প্রথম ওভারে ৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ওভারের দ্বিতীয় বলে চার মারেন ডি'কক। ৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৬৮ রান। ডি'কক ৩৭ রানে ব্যাট করছেন। তিনি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০০০ রানের মাইলস্টোন টপকে যান। ২৩ রানে ব্যাট করছেন রসউ।

04 Oct 2022, 07:32 PM IST

৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা

৬.২ ওভারে মহম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানের গণ্ডি পার করান রিলি রসউ। ওভারের শেষ বলে চার মারেন ডি'কক। ওভারে মোট ১৩ রান ওঠে। ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৬১ রান। ডি'কক ৩২ ও রসউ ২২ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 07:29 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে অশ্বিনের বলে ১টি ছক্কা মারেন রসউ। ওভারে ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৪৮ রান। ডি'কক ২৬ ও রসউ ১৫ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 07:21 PM IST

বাভুমাকে ফেরালেন উমেশ

পঞ্চম ওভারে বল করতে আসেন উমেশ যাদব। প্রথম বলেই তিনি তুলে নেন তেম্বা বাভুমার উইকেট। ৮ বলে ৩ রান করে রোহিতের হাতে ধরা দেন প্রোটিয়া দলনায়ক। দক্ষিণ আফ্রিকা ৩০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিলি রসউ। তিনি ওভারের শেষ ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৩৮ রান।

04 Oct 2022, 07:20 PM IST

অশ্বিনের প্রথম ওভারে ৭ রান

চতুর্থ ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ওভারে ৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ বলে চার মারেন কুইন্টন। ৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৩০ রান। ২৫ রান করেছেন ডি'কক।

04 Oct 2022, 07:17 PM IST

ব্যাট চালাচ্ছেন ডি'কক

তৃতীয় ওভারে দীপক চাহারের দ্বিতীয় বলে ছক্কা মারেন কুইন্টন ডি'কক। ওভারে মোট ৯ রান ওঠে। ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ২৩ রান। ডি'কক ১৩ বলে ২০ রান করেছেন।

04 Oct 2022, 07:12 PM IST

সিরাজকে চার-ছক্কায় স্বাগত জানালেন কুইন্টন

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় বলে ছক্কা মারেন ডি'কক। পঞ্চম বলে চার মারেন তিনি। ওভারে মোট ১৩ রান ওঠে। ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ১৪ রান। কুইন্টন ১৩ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 07:05 PM IST

ম্যাচ শুরু

তেম্বা বাভুমার সঙ্গে ওপেন করতে নামেন কুইন্টন ডি'কক। বোলিং শুরু করেন দীপক চাহার। প্রথম বলেই ডি'কককে রান-আউটের সুযোগ হাতছাড়া করে ভারত। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন কুইন্টন। প্রথম ওভারে ১ রান ওঠে।

04 Oct 2022, 06:48 PM IST

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), রিলি রসউ, এডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

04 Oct 2022, 06:45 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (ভাইস ক্যাপ্টেন ও উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।

04 Oct 2022, 06:37 PM IST

প্রথম একাদশে ৩টি বদল ভারতের

লোকেশ রাহুল ও বিরাট কোহলি বিশ্রামে। পিঠে সামান্য চোট থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অর্শদীপ সিংকে মাঠে নামাচ্ছে না ভারত। শ্রেয়স আইয়ার মাঠে নামার সুযোগ পেলেন ইন্দোরে। ভারত বাড়তি বোলার খেলাতে চাওয়ায় উমেশ যাদবের সঙ্গে দলে ঢুকলেন মহম্মদ সিরাজ।

04 Oct 2022, 06:33 PM IST

টস জিতলেন রোহিত

সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকাকে। সুতরাং হোলকার স্টেডিয়ামে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

04 Oct 2022, 06:27 PM IST

মাইলস্টোনের সামনে ডি'কক

ইন্দোরে ৩৬ রান করলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০০০ রানের মাইলস্টোন ছোঁবেন কুইন্টন ডি'কক। গুয়াহাটিতে গত ম্যাচেই দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন ছুঁয়েছেন ডেভিড মিলার

04 Oct 2022, 06:01 PM IST

হাই-স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা

ইন্দোরের হোলকার স্টেডিয়ামের মাঠ নিতান্ত ছোট। তাছাড়া ইন্দোরের পিচে বরাবর ব্যাটসম্যানরা ছড়ি ঘোরান। সুতরাং, সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে বিস্তর রান উঠতে পারে।

04 Oct 2022, 05:43 PM IST

পরীক্ষা-নিরীক্ষা চালাবে ভারত

লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে বিশ্রাম দিচ্ছে ভারত। অর্থ তৃতীয় ম্যাচের প্রথম একাদশে টিম ইন্ডিয়াকে রদবদল করতেই হবে। এক্ষেত্রে শ্রেয়স আইয়ারের মাঠে নেমে পড়ার সম্ভাবনা বিস্তর।

04 Oct 2022, 05:40 PM IST

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের হাতছানি

১ ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। এবার ইন্দোরের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের হাতছানি রয়েছে রোহিত শর্মাদের সামনে। 

04 Oct 2022, 05:20 PM IST

সিরিজের দ্বিতীয় ম্যাচের ফলাফল

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৬ রানে পরাজিত করে ভারত। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ৩ উইকেটে ২৩৭ রান তোলে। লোকেশ রাহুল ৫৭, রোহিত শর্মা ৪৩, বিরাট কোহলি ৪৯ ও সূর্যকুমার ৬১ রান করেন। ২টি উইকেট নেন কেশব মহারাজ। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ২২১ রানে আটকে যায়। ডেভিড মিলার ১০৬ ও কুইন্টন ডি'কক ৬৯ রান করেন। ২টি উইকেট নেন অর্শদীপ সিং। ম্যাচের সেরা হন লোকেশ রাহুল।

04 Oct 2022, 05:20 PM IST

সিরিজের প্রথম ম্যাচের ফলাফল

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে পরাজিত করে ভারত। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১০৬ রান তোলে। ৪১ রান করেন কেশব মহারাজ। ৩টি উইকেট নেন অর্শদীপ। পালটা ব্যাট করতে নেমে ভারত ২ উইকেটে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়। লোকেশ রাহুল ৫১ ও সূর্যকুমার যাদব ৫০ রান করেন। ম্যাচের সেরা হন অর্শদীপ।

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.