বাংলা নিউজ > ময়দান > IND vs SA 2nd ODI: ম্যাচ জিতে ধাওয়ান সবার আগে ধন্যবাদ জানালেন মহারাজকে, কেন জানেন?

IND vs SA 2nd ODI: ম্যাচ জিতে ধাওয়ান সবার আগে ধন্যবাদ জানালেন মহারাজকে, কেন জানেন?

টসের সময় শিখর ধাওয়ান ও কেশব মহারাজ। ছবি- আইসিসি টুইটার (ICC Twitter)

India vs South Africa 2nd ODI: বুমেরাং হয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরেই আঘাত হানে কেশব মহারাজের সিদ্ধান্ত।

টসের ঠিক পরেই কেশব মহারাজের সিদ্ধান্ত যথাযথ কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞের চেয়ারে থাকা আকাশ চোপড়া। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। ম্যাচের শেষে বোঝা যায় যে, বুমেরাং হয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরেই আঘাত হেনেছে অস্থায়ী অধিনায়ক মহারাজের টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত।

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ভারতে দিন-রাতের ম্যাচ হলে যে কোনও ক্যাপ্টেনই টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিতে চাইবেন। কেননা, রাতের দিকে শিশির সমস্যা দেখা দেওয়া কার্যত নিশ্চিত। সেকারণেই 'টস জেতো, ম্যাচ জেতো'র সহজ ফর্মুলার কথাও শোনা যায় এই সময়টায়। অথচ রাঁচিতে টস জিতে নিজেরাই শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শেষমেশ ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় প্রোটিয়াদের।

টসের পরেই শিখর ধাওয়ান জানিয়েছিলেন যে, তিনি টস জিতলে রান তাড়া করার সিদ্ধান্তই নিতেন। তাই টস হেরেও তাঁদের কোনও ক্ষতি হয়নি। ম্যাচের শেষে গব্বর তো সরাসরি কৃতজ্ঞতা জানিয়ে বসলেন প্রোটিয়া দলনায়ক কেশবকে। স্পষ্ট জানালেন, দক্ষিণ আফ্রিকা শুরুতে ব্যাট করতে চাওয়ায় তাঁদের ম্যাচ জিততে সুবিধা হয়েছে।

আরও পড়ুন:- IND vs SA 2nd ODI: শ্রেয়সের শতরান, সেঞ্চুরি হাতছাড়া ইশানের, দাপুটে জয় ভারতের

একেবারে শুরুতেই ধাওয়ান বলেন, ‘টস এক্কেবারে ঠিকঠাক কাজ দিয়েছে। আমি খুশি। টস জিতে ব্যাট করতে চাওয়ায় কেশবকে ধন্যবাদ।'

যদিও শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণের দুর্দান্ত ব্যাটিংকে কুর্নিশ জানাতে ভোলেননি শিখর। দলের বোলিং বিভাগের প্রশংসা করলেও ধাওয়ানের গলায় আলাদা করে শোনা যায় অভিষেককারী শাহবাজ আহমেদের কথাও।

আরও পড়ুন:- PAK vs UAE: দুর্দান্ত প্রত্যাবর্তন, অপ্রত্যাশিত হার থেকে জোড়া জয়ে সেমিফাইনালের দোরগোড়ায় পাকিস্তান

শিখর বলেন, ‘ইশান কিষাণ ও শ্রেয়স আইয়ার যেভাবে পার্টনারশিপ গড়ে, প্রশংসা করতেই হয়। দারুণ লাগছিল ওদের ব্যাটিং দেখতে। বল ব্যাটে আসছিল বটে, তবে নীচুও হয়ে যাচ্ছিল। শিশির আসার পরেই বল স্কিড করতে শুরু করে। বোলারদের পারফর্ম্যান্সে আমি অত্যন্ত তৃপ্ত, বিশেষ করে শাহবাজের বোলিংয়ে। প্রথম ১০ ওভারে ও যেভাবে বল করে এবং আমাদের উইকেট এনে দেয়, দুর্দান্ত।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন