সেঞ্চুরিয়ন টেস্টে ঐতিহাসিক জয়ের পর টিম ইন্ডিয়ার সামনে হাতছানি প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতার। পয়া জোহানেসবার্গেই সিরিজ জয় নিশ্চিত করে নতুন ইতিহাস লিখতে চায় টিম ইন্ডিয়া। প্রোটিয়া সফরে এখনও প্রর্যন্ত একমাত্র ওয়ান্ডারার্সেই ২টি টেস্ট জিতেছে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে জো'বার্গের পরিসংখ্যান নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কোহলিদের। দক্ষিণ আফ্রিকা যদিও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাবে নিশ্চিত। এখন দেখার যে শেষ হাসি হাসে কারা।
প্রথম দিনের খেলা শেষ
ভারতের ২০২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১৮ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে। ১টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ১১ রান করেছেন ডিন এলগার। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৪ রান করেছেন কিগান পিটারসেন। আপাতত ভারতের থেকে ১৬৭ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৫/১
১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে। পিটারসেন ২৭ বলে ১৪ রান করেছেন। এলগার ৫১ বলে ১১ রান করেছেন। যদিও ১৩.২ ওভারে বুমরাহর বলে পন্তের হাত থেকে জীবনদান পেয়েছেন পিটারসেন।
৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৬/১
ভারতের ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৮ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ২৬ রান তুলেছে। ডিন এলগার ২৪ বলে ৬ রান করেছেন। ১২ বলে ১১ রান করেছেন পিটারসেন।
মার্করামকে ফেরালেন শামি
এডেন মার্করামকে ফিরিয়ে ভারতকে শুরুতেই সাফল্য এনে দিলেন মহম্মদ শামি। ৩.৫ ওভারে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন মার্করাম। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৭ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা দলগত ১৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কিগান পিটারসেন।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শুরু
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন এডেন মার্করাম ও ক্যাপ্টেন ডিন এলগার। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারে ১ রান ওঠে।
ভারত ২০২ অল-আউট
৬৩.১ ওভারে রাবাদার বলে ভেরেইনের হাতে ধরা পড়েন মহম্মদ সিরাজ। ৬ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত প্রথম ইনিংসে অল-আউট হয় ২০২ রানে। বুমরাহ ২টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৫০ রান করেন লোকেশ রাহুল। অশ্বিন করেন ৪৬ রান। ৩১ রানে ৪টি উইকেট নেন মারকো জানসেন। ৩টি করে উইকেট দখল করেন রাবাদা ও অলিভিয়ের।
ভারতকে ২০০-র গণ্ডি পার করালেন বুমরাহ
৬২তম ওভারে কাগিসো রাবাদাকে ২টি চার ও ১টি ছক্কা মেরে ভারতকে ২০০-র গণ্ডি পার করান জসপ্রীত বুমরাহ। ৬২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২০১/৯। বুমরাহ ৯ বলে ১৪ রান করেছেন। এখনও খাতা খোলেননি সিরাজ।
হাফ-সেঞ্চুরি হাতছাড়া অশ্বিনের
নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেন অশ্বিন। ৬০.৫ ওভারে নবাগত জানসেনের বলে পিটারসেনের হাতে ধরা পড়লেন রবিচন্দ্রন। ৬টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ৪৬ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত দলগত ১৮৭ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান মহম্মদ সিরাজ।
শামিকে ফেরালেন রাবাদা
৫৯.৩ ওভারে রাবাদার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মহম্মদ শামি। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৯ রান করে ক্রিজ ছাড়েন শামি। ভারত প্রথম ইনিংসে দলগত ১৮৫ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জসপ্রীত বুমরাহ।
সাজঘরে ফিরলেন শার্দুল
৫৪.৬ ওভারে অলিভিয়ের ফিরিয়ে দেন শার্দুলকে। ৫ বল খেলে খাতা খোলার আগেই পিটারসেনের হাতে ধরা পড়েন ঠাকুর। ভারত ১৫৭ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ শামি।
ঋষভ পন্ত আউট
৫৩.৪ ওভারে জানসেনের বলে উইকেটকিপার ভেরেইনের দস্তানায় ধরা পড়েন ঋষভ পন্ত। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার। ভারত ১৫৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর।
১৫০ টপকাল ভারত
চায়ের বিরতির পরেই ভারত প্রথম ইনিংসে দলগত ১৫০ রান টপকে যায়। ইনিংসের ৫২তম ওভারে দেড়শো রানের গণ্ডি ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া। ৫৩ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ১৫৫/৫। অশ্বিন ২৫ ও পন্ত ১৭ রানে ব্যাট করছেন।
চায়ের বিরতিতে ভারত ১৪৬/৫
ভারত জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলেছে। তারা সাকুল্যে ব্যাট করেছে ৫১ ওভার। রবিচন্দ্রন অশ্বিন ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ২৪ রান করেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১৩ রান করেছেন ঋষভ পন্ত।
৫০ ওভারে টিম ইন্ডিয়া ১৩৫/৫
প্রথম ইনিংসে ৫০ ওভার ব্যাট করে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৮ রান করেছেন অশ্বিন। ১টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১৩ রান করেছেন ঋষভ পন্ত।
লোকেশ রাহুল আউট
ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট হয়ে বসলেন লোকেশ রাহুল। ৪৫.৫ ওভারে জানসেনের বলে রাবাদার হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক। ৯টি বাউন্ডারির সাহায্যে ১৩৩ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন লোকেশ। ভারত দলগত ১১৬ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচে জানসেনের এটি দ্বিতীয় শিকার।
হাফ-সেঞ্চুরি রাহুলের
৯টি বাউন্ডারির সাহায্যে ১২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৬ রান। রাহুল ব্যক্তিগত ৫০ রানে অপরাজিত রয়েছেন। ঋষভ পন্ত ব্য়াট করছেন ২১ বলে ১২ রান করে। তিনি ১টি চার মেরেছেন।
১০০ টপকাল ভারত
৪১তম ওভারে প্রথম ইনিংসে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১০৩/৪। লোকেশ রাহুল ১১৬ বলে ৪২ রান করেছেন। ৮ বলে ৮ রান করেছেন ঋষভ পন্ত।
বিহারী আউট
৩৮.৪ ওভারে রাবাদার বলে শর্ট লেগে ভ্যান ডার দাসেনের হাতে ধরা পড়েন হনুমা বিহারী। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ২০ রান করে ক্রিজ ছাড়েন হনুমা। ভারত দলগত ৯১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।
৩৫ ওভারে টিম ইন্ডিয়া ৭২/৩
৩৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেটের বিনিময়ে ৭২ রান তুলেছে। লোকেশ রাহুল ৯৬ বলে ২৫ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন। ৪৪ বলে ১৫ রান করে অপরাজিত রয়েছেন হনুমা বিহারী। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন।
৩০ ওভারে ভারত ৬০/৩
রান তোলার গতি বাড়াতে পারেনি ভারত। ২০ ওভারে ভারত সংগ্রহ করেছিল ৪০ রান। ৩০ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান। সুতরাং ওভার প্রতি ২ রান করে সংগ্রহ করছে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল ৮৮ বলে ১৯ রান করেছেন। ২২ বলে ৯ রান করেছেন হনুমা বিহারী।
লাঞ্চে ভারত ৫৩/৩
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের লাঞ্চের বিরতিতে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে। ৪টি বাউন্ডারির সাহায্যে ৭৪ বলে ১৯ রান করেছেন লোকেশ রাহুল। হনুমা বিহারী ১২ বলে ৪ রান করে ব্যাট করছেন।
রাহানে আউট
চেতেশ্বর পূজারা আউট হওয়ার পরের বলেই অলিভিয়ের তুলে নেন সদ্য ক্রিজে আসা অজিঙ্কা রাহানের উইকেট। ১ বল খেলে খাতা খোলার আগেই পিটারসেনের হাতে ধরা পড়েন অজিঙ্কা। ভারত ৪৯ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হনুমা বিহারী। তিনি হ্যাটট্রিক বল সামলে দেন। ২৪ ওভারে ভারতের স্কোর ৫০/৩।
পূজারা আউট
ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন চেতেশ্বর পূজারা। ২৩.৩ ওভারে অলিভিয়েরের বলে বাভুমার হাতে ধরা পড়েন তিনি। পূজারা ৩৩ বলে ৩ রান করে ক্রিজ ছাড়েন। ভারত দলগত ৪৯ রানের মাথায় ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে
২০ ওভারে টিম ইন্ডিয়া ৪০/১
সতর্ক শুরু টিম ইন্ডিয়া। জোহানেসবার্গের প্রথম ইনিংসে ২০ ওভার ব্যাট করে ভারত ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলেছে। লোকেশ রাহুল ৬২ বলে ১০ রান করেছেন। ২২ বলে ৩ রান করেছেন চেতেশ্বর পূজারা।
মায়াঙ্ক আউট
দ্বিতীয় ঘণ্টার শুরুতেই মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারাল ভারত। দিনের প্রথম ঘণ্টায় ১৪ ওভার খেলা হয়। ভারত কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান তোলে। তবে জলপানের বিরতির পরে জানসেনের প্রথম বলেই উইকেটকিপার ভেরেইনের হাতে ধরা পড়েন আগরওয়াল। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন মায়াঙ্ক। ভারত ৩৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।
১০ ওভারে ভারত ৩২/০
১০ ওভার শেষে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩২ রান তুলেছে। ২৫ বলে ২২ রান করেছেন মায়াঙ্ক। তিনি ৫টি চার মেরেছেন। লোকেশ রাহুল ২টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৯ রান করেছেন।
৫ ওভারে ভারত ১৫/০
৫ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে। ২০ বল খেলে ১ রান করেছেন লোকেশ রাহুল। ১১ বলে ১৩ রান করেছেন মায়াঙ্ক আগরওয়াল। তিনি ৩টি বাউন্ডারি মেরেছেন।
জোড়া বাউন্ডারিতে ইনিংস শুরু মায়াঙ্কের
দ্বিতীয় ওভারে বোলিং করেন অলিভিয়ের। জোড়া বাউন্ডারিতে ইনিংস শুরু করেন মায়াঙ্ক আগরওয়াল। তিনি ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে চার মারেন। ২ ওভার শেষে ভারতের স্কোর ৮/০।
নির্ধারিত সময়ে ম্যাচ শুরু
নির্ধারিত সময়ে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। ভারতের হয়ে ওপেন করতে নামেন মায়াঙ্ক আগরওয়াল ও ক্যাপ্টেন লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন কাগিসো রাবাদা। প্রথম ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি ভারত। লোকেশ রাহুল সতর্ক হয়ে প্রথম ওভার কাটিয়ে দেন।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
কুইন্টন ডি'কক অবসর নেওয়ায় দক্ষিণ আফ্রিকাকেও তাদের প্রথম একাদশে রবদল করতেই হতো। তারা ডি'ককের জায়গায় মাঠে নামায় কাইল ভেরেইনকে। এছাড়া উইয়ান মাল্ডারের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা খেলাচ্ছে ডুয়ান অলিভিয়েরকে।
প্লেয়িং ইলেভেন: ডিন এলগার (ক্যাপ্টেন), এডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার দাসেন, তেম্বা বাভুমা, কাইল ভেরেইন (উইকেটকিপার), মারকো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডুয়ান অলিভিয়ের ও লুঙ্গি এনগিদি।
ভারতের প্রথম একাদশ
কোহলি ছিটকে যাওয়ায় ভারতকে প্রথম একাদশে রদবদল করতেই হতো। বিরাটের জায়গায় ভারত মাঠে নামায় হনুমা বিহারীকে। বাকি দশজন অপরিবর্তিত।
প্লেয়িং ইলেভেন: লোকেশ রাহুল (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
টস জিতলেন রাহুল
টেস্ট ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস জিতলেন লোকেশ রাহুল। টস জিতে তিনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, জোহানেসবার্গ টেস্টে টস হেরে রান তাড়া করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
ভারতের নেতৃত্বে লোকেশ রাহুল
বিরাট কোহলি নন, জোহানেসবার্গের দ্বিতীয় টেস্টে ভারতের নেতৃত্বে লোকেশ রাহুল। তিনিই টস করতে নামেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের সঙ্গে। কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দ্বিতীয় টেস্টে মাঠে নামেননি।
বিস্তারিত পড়ুন: IND vs SA: জোহানেসবার্গ টেস্টে ভারতের ক্যাপ্টেন লোকেশ রাহুল, কেন দলে নেই কোহলি?
ওয়ান্ডারার্সে ভারতের রেকর্ড
এই মাঠে ৫টি টেস্ট খেলেছে ভারত। তবে কখনও তারা হারের মুখ দেখেনি। জিতেছে দু'টি টেস্টে। ড্র হয়েছে বাকি তিনটি টেস্ট। ২০১৭-১৮'র গত সফরে জোহানেসবার্গের জয় দিয়েই সিরিজ শেষ করেছিল টিম ইন্ডিয়া।
আবহাওয়ার পূর্বাভাস
ম্যাচের প্রথম দিনে মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দ্বিতীয় দিন থেকে প্রবল বজ্রবিদুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রথম দিনের বিকালে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ।
বিস্তারিত পড়ুন: IND vs SA: চারদিনই বজ্রবিদুৎসহ বৃষ্টির পূর্বাভাস, জোহানেসবার্গে কি ভেস্তে যাবে দ্বিতীয় টেস্ট?
এই সফরের আগে দক্ষিণ আফ্রিকায় ভারতের টেস্ট রেকর্ড
১৯৯২-৯৩: ৪ ম্যাচের সিরিজে ভারত হারে ০-১ ব্যবধানে।
১৯৯৬-৯৭: ৩ ম্যাচের সিরিজে ভারত পরাজিত হয় ০-২ ব্যবধানে।
২০০১-০২: ২ ম্যাচের সিরিজে ভারত হারে ০-১ ব্যবধানে।
২০০৬-০৭: ৩ ম্যাচের সিরিজে ভারত হার মানে ১-২ ব্যবধানে।
২০১০-১১: ৩ ম্যাচের সিরিজ ভারত ড্র করে ১-১ ব্যবধানে।
২০১৩-১৪: ২ ম্যাচের সিরিজে ভারত হার মানে ০-১ ব্যবধানে।
২০১৭-১৮: ৩ ম্যাচের সিরিজে ভারত হার মানে ১-২ ব্যবধানে।
ইতিহাস গড়তে মরিয়া ভারত
এই সফরের আগে দক্ষিণ আফ্রিকায় সাকুল্যে ৭টি টেস্ট সিরিজ খেলেছে ভারত। তবে কখনও তারা প্রোটিয়া সফর থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরতে পারেনি। দক্ষিণ আফ্রিকায় ভারতের সেরা পারফর্ম্যান্স হল ২০১০-১১ সালে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করা। এবার টিম ইন্ডিয়ার সামনে ইতিহাস গড়ার হাতছানি। সেঞ্চুরিয়নের প্রথম টেস্ট জিতে ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়েছেন বিরাট কোহলিরা। জোহানেসবার্গে জয় তুলে নিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া ভারতীয় দল।