সেঞ্চুরিয়ন টেস্টে ঐতিহাসিক জয়ের পর টিম ইন্ডিয়ার সামনে হাতছানি প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতার। পয়া জোহানেসবার্গেই সিরিজ জয় নিশ্চিত করে নতুন ইতিহাস লিখতে চায় টিম ইন্ডিয়া। প্রোটিয়া সফরে এখনও প্রর্যন্ত একমাত্র ওয়ান্ডারার্সেই ২টি টেস্ট জিতেছে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে জো'বার্গের পরিসংখ্যান নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কোহলিদের। দক্ষিণ আফ্রিকা যদিও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাবে নিশ্চিত। এখন দেখার যে শেষ হাসি হাসে কারা।
দিনের শেষে ভারত ৮৫/২
প্রথম ইনিংসের নিরিখে ২৭ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৮৫ রান তুলেছে। সুতরাং ভারতের হাতে আপাতত লিড রয়েছে ৫৮ রানের। চেতেশ্বর পূজারা ৭টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৩৫ রান করে অপরাজিত রয়েছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১১ রান করেছেন অজিঙ্কা রাহানে।
১৮ ওভারে ভারেত ৭৪/২
ভারত দ্বিতীয় ইনিংসে ১৮ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ৭৪ রান তুলেছে। সুতরাং ভারতের হাতে লিড রয়েছে ৪৭ রানের। অজিঙ্কা রাহানে ১০ ও চেতেশ্বর পূজারা ২৬ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল টিম ইন্ডিয়া
১৪তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল টিম ইন্ডিয়া। ভারতের স্কোর ৫৫/২। চেতেশ্বর পূজারা ১৭ বলে ১৪ রান করেছেন। ৯ বলে ৪ রান করেছেন অজিঙ্কা রাহানে। ভারতের হাতে লিড ২৮ রানের।
মায়াঙ্ক আউট
১১.৪ ওভারে অলিভিয়েরের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মায়াঙ্ক আগরওয়াল। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২৩ রান করে ক্রিজ ছাড়েন মায়াঙ্ক। ভারত দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ২ উইকেট হারায়। প্রথম ইনিংসের খামতি মিয়িটে ভারতের হাতে লিড ১৭ রানের। ক্রিজে নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।
লিড নেওয়া শুরু ভারতের
টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৮ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ২৮ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের ২৭ রানের খামতি মিটিয়ে ভারতের হাতে লিড ১ রানের। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৯ রান করেছেন মায়াঙ্ক। ২ বলে ১ রান করেছেন চেতেশ্বর পূজারা।
লোকেশ রাহুল আউট
৬.৫ ওভারে মারকো জানসেনের বলে এডেন মার্করানের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ১টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৮ রান করেন লোকেশ। ভারত দ্বিতীয় ইনিংসে ২৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ভারত এখনও ৩ রানে পিছিয়ে রয়েছে।
৫ ওভারে ভারত ২৩/০
৫ ওভার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ২৩ রান তুলেছে। ১৬ বলে ১৬ রান করেছেন মায়াঙ্ক আগরওয়াল। তিনি ৪টি বাউন্ডারি মেরেছেন। ১৪ বলে ৭ রান করেছেন লোকেশ রাহুল। ১টি চার মেরেছেন তিনি।
ভারতের দ্বিতীয় ইনিংস শুরু
ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেন করেত নামেন মায়াঙ্ক আগরওয়াল ও ক্যাপ্টেন লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন কাগিসো রাবাদা। প্রথম ওভারে ১ রান ওঠে।
দক্ষিণ আফ্রিকার লিড ২৭ রানের
ভারতের ২০২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২২৯ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ২৭ রানের সংক্ষিপ্ত লিড নেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে কিগান পিটারসেন ৬২ ও তেম্বা বাভুমা ৫১ রান করেন। শার্দুল কেরিয়ারের সেরা বোলিং করেন। তিনি ৬১ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। ওয়ান্ডারার্সে কোনও ভারতীয় বোলারের এটিই সেরা বোলিং। শার্দুল পিছনে ফেলে দেন কুম্বলেকে। যিনি ১৯৯২-৯৩ সালে ৫৩ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছিলেন। এছাড়া শামি ২টি ও বুমরাহ ১টি উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকা অল-আউট
৭৯.৪ ওভারে শার্দুলার বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন লুঙ্গি এনগিদি। ১ বলে খেলে খাতা খুলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অল-আউট হয় ২২৯ রানে। ১২ বলে ১ রান করে অপরাজিত থাকেন অলিভিয়ের। শার্দুল ঠাকুর ৬১ রানের বিনিময়ে ৭টি উইেকেট দখল করেন।
৬ উইকেট শার্দুলের
৭৯.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মারকো জানসেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ২১ রান করে ক্রিজ ছাড়েন জানসেন। দক্ষিণ আফ্রিকা ২২৮ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান লুঙ্গি এনগিদি। ইনিংসে শার্দুলের এটি ৬ নম্বর শিকার।
মহারাজকে ফেরালেন বুমরাহ
৭৫.২ ওভারে বুমরাহর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়লেন কেশব মহারাজ। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২১ রান করে আউট হন কেশব। দক্ষিণ আফ্রিকা ২১৭ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডুয়ান অলিভিয়ের। ১৫ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
লিড নেওয়া শুরু দক্ষিণ আফ্রিকার
৭৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২০৩ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে লিড নেওয়া শুরু প্রোটিয়াদের। তারা এগিয়ে ১ রানে। কেশব মহারাজ ১৩ ও মারকো জানসেন ৮ রানে ব্যাট করছেন।
২০০ ছুঁল দক্ষিণ আফ্রিকা
৭২ ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২০০ রান তুলেছে। মারকো জানসেন ৬ ও কেশব মহারাজ ব্যক্তিগত ১২ রানে ব্যাট করছেন।
চায়ের বিরতিতে দক্ষিণ আফ্রিকা ১৯১/৭
ভারতের ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ১৯১ রান তুলেছে। সুতরাং, ভারতের থেকে এখনও ১১ রানে পিছিয়ে রয়েছে তারা। কেশব মহারাজ ১১ রানে ব্যাট করছেন। মারকো জানসেন ২ রানে অপরাজিত রয়েছেন।
রাবাদাকে ফেরালেন শামি
৬৭.৩ ওভারে মহম্মদ শামির বলে সিরাজের হাতে ধরা পড়েন কাগিসো রাবাদা। ৬ বল খেলে খাতা খুলতে পারেননি রাবাদা। দক্ষিণ আফ্রিকা ১৭৯ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেশব মহারাজ। ভারত এখনও এগিয়ে ২৩ রানে।
হাফ-সেঞ্চুরি করেই আউট বাভুমা, ৫ উইকেট শার্দুলের
৬৬.২ ওভারে শার্দুলকে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তেম্বা বাভুমা। তবে ঠিক তার পরের বলেই পন্তের দস্তানায় ধরা পড়েন প্রোটিয়া তারকা। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন তেম্বা। দক্ষিণ আফ্রিকা ১৭৭ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাগিসো রাবাদা। ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন শার্দুল।
ফের দক্ষিণ আফ্রিকার জুটি ভাঙলেন শার্দুল
প্রয়োজনের সময় ফের ভারতকে সাফল্য এনে দিলেন শার্দুল ঠাকুর। ৬৪.৬ ওভারে তিনি কাইল ভেরেইনকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি প্রোটিয়া তারকা। ২টি বাউন্ডারির সাহায্যে ৭২ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন কাইল। দক্ষিণ আফ্রিকা দলগত ১৬২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মারকো জানসেন। প্রথম ইনিংসে ভারতের তুলনায় ৪০ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। শার্দুলের এটি ইনিংসে চতুর্থ উইকেট।
১৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
৬১তম ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১৫০ রানের গণ্ডি টপকে যায়। প্রোটিয়াদের স্কোর ১৫১/৪। বাভুমা ৪৩ বলে ২৮ রান করেছেন। ৫৭ বলে ১৯ রান করেছেন ভেরেইন।
৬২ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ৫৭ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ভারতের থেকে আর ৬২ রানে পিছিয়ে রয়েছে তারা। বাভুমা ১৯ রানে ব্যাট করছেন। ভেরেইন ব্যাট করছেন ১৭ রানে।
৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৯/৪
দক্ষিণ আফ্রিকা ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলেছে। তেম্বা বাভুমা ১১ রানে ব্যাট করছেন। ৬ রানে অপরাজিত রয়েছেন ভেরেইন। ৮৩ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
লাঞ্চের বিরতির পর ম্যাচ শুরু
রাসি ভ্যান ডার দাসেন আউট হওয়ার সঙ্গে সঙ্গেই লাঞ্চের বিরতি ঘোষণা করা হয়েছিল। তবে দেখা যায় যে, শার্দুলের বলে দাসেনের ক্যাচ ঠিকমতো ধরতে পারেননি পন্ত। বল তাঁর দস্তানায় জমা পড়ার আগে মাটিতে ড্রপ করে। যদিও লাঞ্চের পর বাভুমার সঙ্গে নতুন ব্যাটসম্যান কাইল ভেরেইন ব্যাট করতে নামেন। ফিরিয়ে নেওয়া হয়নি দাসেনকে। দক্ষিণ আফ্রিকা ৪৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছে।
দাসেনকে ফেরালেন শার্দুল, লাঞ্চে দক্ষিণ আফ্রিকা ১০২/৪
৪৪.৪ ওভারে শার্দুলের বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন রাসি ভ্যান ডার দাসেন। ১৭ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন দাসেন। দক্ষিণ আফ্রিকা ১০২ রানে ৪ উইকেট হারালে লাঞ্চের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। শার্দুলের এটি ম্যাচে তৃতীয় শিকার।
পিটানসেনকে ফেরালেন শার্দুল
৪২.৬ ওভারে শার্দুলের বলে মায়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন পিটারসেন। ৯টি বাউন্ডারির সাহায্যে ১১৮ বলে ৬২ রান করেন পিটারসেন। দক্ষিণ আফ্রিকা দলগত ১০১ রানে ৩ উইকেট হারায়। ভারতকে ছুঁতে এখনও অর্ধেক পথ হাঁটা বাকি প্রোটিয়াদের। ক্রিজে নতুন ব্যাটসম্যান তেম্বা বাভুমা।
হাফ-সেঞ্চুরি পিটারসেনের
কেরিয়ারের প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরি কিগান পিটারসেনের। ৩৯.১ ওভারে শামির বলে চার মেরে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান পিটারসেন। সেই ওভারে পিটারসেন মোট ৩টি চার মারেন। দক্ষিণ আফ্রিকা টপকে যায় দলগত ১০০ রানের গণ্ডি। ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০০/২। পিটারসেন ব্যাট করছেন ৬১ রানে।
জুটি ভাঙলেন শার্দুল
দ্বিতীয় দিনে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন শার্দুল ঠাকুর। ৩৮.৫ ওভারে ডিন এলগারের উইকেট তুলে নেন তিনি। ৪টি বাউন্ডারির সাহায্যে ১২০ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন প্রোটিয়া দলনায়ক। দক্ষিণ আফ্রিকা দলগত ৮৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন।
৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭৪/১
দ্বিতীয় দিনে সতর্ক ব্যাটিং দক্ষিণ আফ্রিকার। তারা প্রথম ইনিংসে ৩৫ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৭৪ রান তুলেছে। ১০৫ বলে ১৮ রান করেছেন ক্যাপ্টেন ডিন এলগার। ৯৪ বলে ৪৫ রান করে অপরাজিত রয়েছেন পিটারসেন। ভারতের থেকে ১২৮ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।
৫০ ছুঁল দক্ষিণ আফ্রিকা
২৭তম ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে দলগত ৫০ রান পূর্ণ করে। দক্ষিণ আফ্রিকার স্কোর ৫০/১। ডিন এলগার ৮৫ বলে ১১ রান করেছেন। ৬৬ বলে ২৮ রান করেছেন পিটারসেন।
২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৮/১
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ২০ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৩৮ রান তুলেছে। ডিন এলগার ১১ ও পিটারসেন ব্যাক্তিগত ১৭ রানে ব্যাট করছেন।
নির্ধারিত সময়ে শুরু দ্বিতীয় দিনের খেলা
নির্ধারিত সময়ে শুরু দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডিন এলগার ও কিগান পিটারসেন ব্যাট করতে নামেন দ্বিতীয় দিনে। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। দিনের প্রথম ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতীয় শিবিরে স্বস্তির হাওয়া। কেননা মহম্মদ সিরাজ মাঠে ফিরেছেন।
আবহাওয়ার পূর্বাভাস
দ্বিতীয় দিনের সকালে মেঘ-রোদের লুকোচুরি চলছে। সারা দিনে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন আবহাওয়ায় ম্যাচ অনুষ্ঠিত হলে পেসাররা সাহায্য পাবে নিশ্চিত।
নজর থাকবে সিরাজের ফিটনেসে
প্রথম দিনের শেষবেলায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মহম্মদ সিরাজ। চোট গুরুতর কিনা, সেবিষয়ে বিসিসিআইয়ের তরফে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে অশ্বিন আশা প্রকাশ করেছেন, সিরাজ দ্বিতীয় দিনে বল করতে পারেন। এখন দেখার, সিরাজ সত্যিই মাঠে ফিরতে পারেন কিনা। আপাতত দ্বিতীয় দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ধাক্কা দিতে চায় ভারতীয় শিবির। নাহলে ম্যাচের রাশ যে দক্ষিণ আফ্রিকার হাতে চলে যাবে, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
প্রথম দিনের স্কোর
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২০২ রানে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে। ১টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ১১ রান করেছেন ডিন এলগার। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৪ রান করেছেন কিগান পিটারসেন। আপাতত ভারতের থেকে ১৬৭ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।