বাংলা নিউজ > ময়দান > IND vs SA: ভারতের জয়ের পথে কাঁটা সেই এলগার, ব্যাকফুটে দেখাচ্ছে লোকেশ রাহুলদের
তৃতীয় দিনে লড়াই চালান দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ছবি- আইসিসি।

IND vs SA: ভারতের জয়ের পথে কাঁটা সেই এলগার, ব্যাকফুটে দেখাচ্ছে লোকেশ রাহুলদের

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে ২৪০ রানের লক্ষ্যমাত্রা রাখে টিম ইন্ডিয়া।

সেঞ্চুরিয়ন টেস্টে ঐতিহাসিক জয়ের পর টিম ইন্ডিয়ার সামনে হাতছানি প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতার। পয়া জোহানেসবার্গেই সিরিজ জয় নিশ্চিত করে নতুন ইতিহাস লিখতে চায় টিম ইন্ডিয়া। প্রোটিয়া সফরে এখনও প্রর্যন্ত একমাত্র ওয়ান্ডারার্সেই ২টি টেস্ট জিতেছে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে জো'বার্গের পরিসংখ্যান নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কোহলিদের। দক্ষিণ আফ্রিকা যদিও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাবে নিশ্চিত। এখন দেখার যে শেষ হাসি হাসে কারা।

05 Jan 2022, 09:05:13 PM IST

তৃতীয় দিনের খেলা শেষ

জয়ের জন্য ২৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য শেষ ২ দিনে তাদের দরকার মাত্র ১২২ রান। জিততে হলে ভারতকে তুলে নিতে হবে দক্ষিণ আফ্রিকার ৮টি উইকেট। স্বাভাবিকভাবেই ব্যাকফুটে দেখাচ্ছে লোকেশ রাহুলদের। ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে ৪৬ রান করে অপরাজিত রয়েছেন। ৩৭ বলে ১১ রান করে নট-আউট রয়েছেন রাসি ভ্যান ডার দাসেন। তিনি কোনও বাউন্ডারি মারেননি। শেষ ইনিংসে ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিন।

05 Jan 2022, 08:25:21 PM IST

১০০ পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা

৩২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১০০ রান। সুতরাং, জয়ের জন্য তাদের দরকার আরও ১৪০ রান। ৯৭ বলে ৩৬ রান করেছেন এলগার। ১৩ বলে ৩ রান করেছেন ভ্যান ডার দাসেন।

05 Jan 2022, 08:05:54 PM IST

পিটারসেনকে ফেরালেন অশ্বিন

২৭.২ ওভারে পিটারসেনকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ২৮ রান করে ক্রিজ ছাড়েন পিটারসেন। দক্ষিণ আফ্রিকা দলগত ৯৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন।

05 Jan 2022, 07:54:54 PM IST

২৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮৯/১

চাপ বাড়ছে ভারতের উপর। জয়ের জন্য শেষ ইনিংসে দক্ষিণ আফ্রিকার দরকার ২৪০ রান। তবে ২৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ৮৯ রান। সুতরাং জিততে আর মাত্র ১৫১ রান তুলতে হবে প্রোটিয়াদের। ডিন এলগার ৭৫ বলে ৩২ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২৪ রান করেছেন পিটারসেন।

05 Jan 2022, 07:11:18 PM IST

দক্ষিণ আফ্রিকা ১৫ ওভারে ৬০/১

দক্ষিণ আফ্রিকা শেষ ইনিংসে ১৫ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে। ৩৯ বলে ১৯ রান করেছেন ক্যাপ্টেন ডিন এলগার। তিনি ১টি বাউন্ডারি মেরেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৯ রান করেছেন কিগান পিটারসেন। জয়ের জন্য আরও ১৮০ রান দরকার দক্ষিণ আফ্রিকার।

05 Jan 2022, 06:46:48 PM IST

মার্করামকে ফেরালেন শার্দুল

প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া শার্দুল ঠাকুর শেষ ইনিংসে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন। চায়ের বিরতির পর তিনি তুলে নিলেন এডেন মার্করামের উইকেট। ৯.৬ ওভারে শার্দুলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মার্করাম। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৩১ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৪৭ রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কিগান পিটারসেন। 

05 Jan 2022, 06:16:30 PM IST

চায়ের বিরতিতে দক্ষিণ আফ্রিকা ৩৪/০

জয়ের জন্য ২৪০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের চায়ের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান তুলেছে। সুতরাং, ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে প্রোটিয়াদের দরকার আরও ২০৬ রান। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৪ রান করেছেন এডেন মার্করাম। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১০ রান করেছেন এলগার।

05 Jan 2022, 06:03:40 PM IST

৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৫/০

শেষ ইনিংসে ৫ ওভার ব্যাট করে দক্ষিণ আফ্রিকা কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে। মার্করাম ১৯ বলে ১৬ রান করেছেন। ১১ বলে ৯ রান করেছেন এলগার।

05 Jan 2022, 05:46:45 PM IST

দক্ষিণ আফ্রিকার রান তাড়া করা শুরু

দক্ষিণ আফ্রিকার হয়ে শেষ ইনিংসে ওপেন করতে নামেন এডেন মার্করাম ও ক্যাপ্টেন ডিন এলগার। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারে ৪ রান ওঠে। একটি বাউন্ডারি মারেন মার্করাম।

05 Jan 2022, 05:34:15 PM IST

অল আউট ভারতীয় দল

২৬৬ রানে শেষ হল ভারতের দ্বিতীয় ইনিংস। লুঙ্গি এনগিদির তৃতীয় শিকার হলেন মহম্মদ সিরাজ। শূন্য রানে আউট হন সিরাজ। অপরদিকে ৪০ রানে অপরাজিত থেকে যান হনুমা বিহারী। দ্বিতীয় টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজে সমতায় ফিরতে হলে ২৪০ রান করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে রাহানে ৫৮ ও পূজারা ৫৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন রাবাদা, এনগিদি ও জানসেন।

05 Jan 2022, 05:18:45 PM IST

২৫০ রানের গণ্ডি টপকাল ভারত

৫৭ ওভারের শেষ বলে হনুমা বিহারীর একরানের সুবাদে ২৫০-র গণ্ডি টপকাল ভারত। বর্তমানে ভারতের লিড ২২৩।

05 Jan 2022, 05:13:41 PM IST

বুমরাহ আউট

৫৬.২ ওভারে ভারতের নবম উইকেটের পতন ঘটল। বেশ কিছুক্ষণ ব্যাট চালানোর পর অবশেষে ব্যক্তিগত সাত রান করে লুঙ্গি এনগিদির বলে সাজঘরে ফিরলেন জসপ্রীত বুমরাহ। ভারতের বর্তমান স্কোর ২৪৫ রান ৯ উইকেটের বিনিময়ে। ক্রিজে শেষ ব্যাটার হিসেবে নামছেন মহম্মদ সিরাজ।

05 Jan 2022, 04:51:23 PM IST

শামি আউট

৫১.৫ ওভারে মারকো জানসেনের বলে কাইলের দস্তানায় ধরা পড়েন মহম্মদ শামি। ৬ বল খেলে খতা খুলতে পারেননি শামি। ভারত দলগত ২২৮ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জসপ্রীত বুমরাহ।

05 Jan 2022, 04:45:54 PM IST

ভারতের লিড ছুঁল ২০০

৫১ ওভার শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ২২৭ রান তুলেছে। সুতরাং প্রথম ইনিংসের ২৭ রানের খামতি বাদ দিলে ভারতের হাতে লিড রয়েছে ২০০ রানের। হনুমা বিহারী ব্যক্তিগত ১১ রানে ব্যাট করছেন।

05 Jan 2022, 04:41:36 PM IST

সাজঘরে ফিরলেন শার্দুল

৫০তম ওভারে মারকো জানসেনকে ২টি চার ও ১টি ছক্কা মারেন শার্দুল ঠাকুর। তবে ওভারের শেষ বলে কেশব মহারাজের হাতে ধরা পড়েন তিনি। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ২৮ রান করে ক্রিজ ছাড়েন শার্দুল। ভারত দলগত ২২৫ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ শামি।

05 Jan 2022, 04:24:08 PM IST

২০০ রানের গণ্ডি টপকাল ভারত

৪৬ ওভারে ভারত দ্বিতীয় ইনিংসে ২০০ রানের গণ্ডি টপকে যায়। টিম ইন্ডিয়ার স্কোর ২০১/৬। টিম ইন্ডিয়ার হাতে লিড আপাতত ১৭৪ রানের। শার্দুল ঠাকুর ৯ বলে ১২ রান করেছেন। ৩৩ বলে ৬ রান করেছেন হনুমা বিহারী।

05 Jan 2022, 03:34:30 PM IST

লাঞ্চে ভারত ১৮৮/৬

প্রথম ইনিংসের নিরিখে ২৭ রানে পিছিয়ে থাকা ভারত তৃতীয় দিনের লাঞ্চে তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে। সুতরাং, ভারতের হাতে লিড আপাতত ১৬১ রানের। হনুমা বিহারী ১টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ৬ রান করেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করেছেন শার্দুল ঠাকুর।

05 Jan 2022, 03:30:09 PM IST

অশ্বিন আউট

৪৩.৩ ওভারে লুঙ্গি এনগিদির বলে কাইলের দস্তানায় ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন অশ্বিন। ভারত দলগত ১৮৪ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর।

05 Jan 2022, 03:05:16 PM IST

আউট হলেন পন্ত

৩৮.৩ ওভারে কাগিসো রাবাদার বলে কাইলের দস্তানায় ধরা দেন ঋষভ পন্ত। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৬৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনের লাঞ্চের আগে শার্দুল ঠাকুর যে স্পোলটি করেন, ঠিক তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে রাবাদার বোলিংয়ে। তৃতীয় দিনে ভারতের তিনটি উইকেটই তুলে নেন তিনি।

05 Jan 2022, 02:58:11 PM IST

পূজারা আউট

রাহানেকে অনুসরণ করে সাজঘরে ফিরলেন চেতেশ্বর পূজারা। ৩৬.৬ ওভারে রাবাদার বলে এলবিডব্লিউ হন তিনি। ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৬ বলে ৫৩ রান করে ক্রিজ ছাড়েন পূজারা। ভারত দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে ৪ উইকেট হারায়। টিম ইন্ডিয়ার লিড আপাতত ১৩৬ রানের। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্

05 Jan 2022, 02:50:05 PM IST

রাহানে আউট

লড়াকু হাফ-সেঞ্চুরি করে আউট হলেন অজিঙ্কা রাহানে। ৩৪.৬ ওভারে রাবাদার বলে উইকেটকিপার কাইলের দস্তানায় ধরা পড়েন অজিঙ্কা। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন রাহানে। ভারত দলগত ১৫৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হনুমা বিহারী।

05 Jan 2022, 02:39:02 PM IST

১৫০ টপকাল ভারত

দ্বিতীয় ইনিংসে ৩৪তম ওভারে ভারত দলগত দেড়শো রানের গণ্ডি টপকে যায়। টিম ইন্ডিয়ার স্কোর ১৫১/২। রাহানে ৫৪ ও পূজারা ৫১ রানে ব্যাট করছেন।

05 Jan 2022, 02:25:55 PM IST

হাফ-সেঞ্চুরি রাহানের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অজিঙ্কা রাহানে। ৩২ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৪৮ রান। টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ১২১ রানের। পূজারা ৫১ ও রাহানে ৫২ রানে ব্যাট করছেন।

05 Jan 2022, 02:16:16 PM IST

হাফ-সেঞ্চুরি পূজারার

১০টি বাউন্ডারির সাহায্যে ৬২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেলন চেতেশ্বর পূজারা। ৩০ ওভার শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলেছে। লিড ১১০ রানের।

05 Jan 2022, 02:11:09 PM IST

ভারতের লিড ছাড়াল ১০০

তৃতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং রাহানে-পূজারা জুটির। দুই অভিজ্ঞ তারকার আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ভারত ২৯ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তুলছে। ভারতের হাতে লিড রয়েছে ১০৭ রানের। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ বলে ৪২ রান করেছেন অজিঙ্কা রাহানে। পূজারা ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ৪৮ রান সংগ্রহ করেছেন।

05 Jan 2022, 01:44:11 PM IST

১০০ টপকাল ভারত

পূজারার আগ্রাসনে অনুপ্রাণিত রাহানে। দিনের তৃতীয় ওভারে ১টি বাউন্ডারি-সহ ৬ রান তোলেন অজিঙ্কা। ভারত ২৩ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায়। টিম ইন্ডিয়ার স্কোর ১০১/২। ভারতের লিড ৭৪ রানের। পূজারা ৪৩ ও রাহানে ১৯ রানে ব্যাট করছেন।

05 Jan 2022, 01:39:05 PM IST

বাউন্ডারি দিয়ে শুরু পূজারার

গদ দিনের শেষ বলে কেশব মহারাজকে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন চেতেশ্বর পূজারা। তৃতীয় দিনে নিজের প্রথম বলেই লুঙ্গি এনগিদিকে চার মারেন তিনি। মহারাজের ওভারে ২টি চার মেরেছিলেন পূজারা। এবার এনগিদির ওভারেও ২টি চার মারেন তিনি। ২২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৯৫ রান। ভারতের হাতে লিড ৬৮ রানের। পূজারা ৯টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ৪৩ রান করেছেন।

05 Jan 2022, 01:32:51 PM IST

নির্ধারিত সময়ে শুরু তৃতীয় দিনের খেলা

আবহাওয়া অনুকূল। নির্ধারিত সময়ে শুরু জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের খেলা। ভারতের হয়ে ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন মারকো জানসেন। প্রথম ওভারে ২ রান ওঠে। ২১ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান।

05 Jan 2022, 12:15:16 PM IST

দলের বাইরেও ব্যক্তিগত লড়াই রাহানে-পূজারার

দ্বিতীয় দফায় বড়সড় ইনিংস গড়তে পারলে জোহানেসবার্গ টেস্টে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে। সুতরাং, গত দিনের অবিচ্ছেদ্য জুটি রাহানে-পূজারার উপর অনেকটাই নির্ভর করছে ভারত নিজেদের ইনিংসকে কতদূর টেনে নিয়ে যেতে পারবে। দলের দায়িত্ব কাঁধে নিয়ে ব্যাট করতে নামা রাহানে-পূজারার ব্যক্তিগত লড়াইও জারি রয়েছে ওয়ান্ডারার্সে। এই ইনিংসে বড় রান করতে না পারলে পরের টেস্ট থেকে বাদ পড়তে পারেন টিম ইন্ডিয়ার দুই অভিজ্ঞ তারকা। সুতরাং, নিজেদের কেরিয়ার বাঁচানোর তাগিদ নিয়েও লড়াই চালাবেন দুই সিনিয়র ক্রিকেটার। 

05 Jan 2022, 12:15:16 PM IST

দ্বিতীয় দিনের স্কোর

ভারতের ২০২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংলসে অল-আউট হয়ে যায় ২২৯ রানে। সুতরাং ইনিংসের নিরিখে ২৭ রানে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৮৫ রান তুলেছে। সুতরাং ভারতের হাতে লিড রয়েছে ৫৮ রানের। চেতেশ্বর পূজারা ৭টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৩৫ রান করে অপরাজিত রয়েছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১১ রান করেছেন অজিঙ্কা রাহানে।

05 Jan 2022, 12:15:17 PM IST

প্রথম দিনের স্কোর

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২০২ রানে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তোলে। ভারতের থেকে ১৬৭ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল ব্রণ হোক বা ক্লান্তির ছাপ! শসা দিয়ে ত্বক ঝকঝকে করুন এভাবে, রইল টিপস তিল ধারণের জায়গা নেই! ট্রেনের দ্বিতীয় AC কামরায় ঠাসাঠাসি ভিড়, ভিডিয়ো ঘিরে চর্চা জিনাতের 'লিভ-ইন' মন্তব্যে চটলের মুকেশ, বললেন, ভেবেচিন্তে কথা বলা উচিত… কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার রাজভবনে বৈঠক ডাকলেন রাজ্যপাল, সংঘাতের আবহেই স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা শেক্সপিয়রের ওথেলো আসছে বড় পর্দায়, কবে মুক্তি পাচ্ছে অনির্বাণ-সোহিনীর অথৈ? ফল ঘোষণার আগেই ভোটের রাতে তৃণমূলের বিজয় মিছিল! উত্তরের ৩ কেন্দ্রে উচ্ছ্বাস নির্বাচনী বন্ড ফেরানো হবে, HT-কে বললেন নির্মলা, স্বীকার করলেন যে আগেরটায় গলদ ছিল

Latest IPL News

শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.