বাংলা নিউজ > ময়দান > IND vs SA: ফের ‘খালি হাতে’ ফিরতে হচ্ছে ভারতকে, দাপুটে জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার পকেটে
ট্রফি হাতে দক্ষিণ আফ্রিকা। ছবি- রয়টার্স (REUTERS)

IND vs SA: ফের ‘খালি হাতে’ ফিরতে হচ্ছে ভারতকে, দাপুটে জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার পকেটে

কেপ টাউন টেস্টে দাপুটে জয় প্রোটিয়াদের।

সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের পর ভারতের সামনে সুযোগ ছিল জোহানেসবার্গেই সিরিজ পকেটে পুরে ইতিহাস গড়ার। তবে ওয়ান্ডারার্সে টিম ইন্ডিয়া হেরে বসায় সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই কেপ টাউনের তৃতীয় টেস্ট নির্ণায়ক রূপ নিয়েছিল। নিউল্যান্ডসে জয় তুলে নিয়ে সিরিজের দখল নেওয়ার হাতছানি ছিল উভয় দলের সামনেই। তবে ভারত যেহেতু কখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি, তাই তাদের সামনে হাতছানি ছিল কেপ টাউনে নতুন অধ্যায় রচনার। যদিও নিউল্যান্ডসে জয় তুলে নিয়ে শেষ হাসি হাসে দক্ষিণ আফ্রিকাই।

14 Jan 2022, 06:29:24 PM IST

সিরিজ সেরা পিটারসেন

ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পাশাপাশি কিগান পিটারসেন সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও হাতে তুলেছেন। তিনি তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৭৬ রান সংগ্রহ করেন।

14 Jan 2022, 06:27:34 PM IST

ম্যাচের সেরা পিটারসেন

প্রথম ইনিংসে ৭২ ও দ্বিতীয় ইনিংসে ৮২ রানের দুর্দান্ত দু'টি ইনিংস খেলার সুবাদে কেপ টাউন টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কিগান পিটারসেন।

14 Jan 2022, 05:34:23 PM IST

খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতকে

দক্ষিণ আফ্রিকায় ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি। সেই ছবিটা এবার বদলাবে ভাবা গিয়েছিল। বিশেষ করে টিম ইন্ডিয়া প্রথম টেস্টে জয় তুলে নেওয়ায় তাদের সিরিজ জয়ের সম্ভাবনা ছিল উজ্জ্বল। যদিও এবারও সেই টেস্ট সিরিজ হেরেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতে হচ্ছে ভারতকে।

14 Jan 2022, 05:21:14 PM IST

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

সেঞ্চুরিয়ন টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে জোহানেসবার্গ টেস্টে জিতে তারা সিরিজে ১-১ সমতা ফেরায়। এবার কেপ টাউন টেস্টে জয় তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকা ফ্রিডম সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

14 Jan 2022, 05:19:41 PM IST

৭ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার

চতুর্থ দিনের লাঞ্চের পরেই দক্ষিণ আফ্রিকা সহজেই কেপ টাউন টেস্টে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জয়ের জন্য তাদের লক্ষ্যমাত্রা ছিল ২১২ রানের। শেষ ইনিংসে ৬৩.৩ ওভার ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ২১২ রানে তুলে নেয় প্রোটিয়ারা। রাসি ভ্যান ডার দাসেন ৩টি বাউন্ডারির সাহায্যে ৯৫ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ৩২ রান করে নট-আউট থাকেন তেম্বা বাভুমা। দেড় দিনেরও বেশি সময়ের খেলা বাকি থাকতেই নিউল্যান্ডসে ৭ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।

14 Jan 2022, 04:59:12 PM IST

৬০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯৩/৩

৬০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৯৩ রান তুলেছে। জয়ের জন্য মাত্র ১৯ রান প্রয়োজন প্রোটিয়াদের। ভ্যান ডার দাসেন ৩২ রানে ব্যাট করছেন। ২২ রানে অপরাডিত রয়েছেন তেম্বা বাভুমা।

14 Jan 2022, 04:04:11 PM IST

লাঞ্চে দক্ষিণ আফ্রিকা ১৭১/৩

জয়ের জন্য ২১২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ৩ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য তাদের দরকার মাত্র ৪১ রান। ৭২ বলে ২২ রান সংগ্রহ করেছেন রাসি ভ্যান ডার দাসেন। ২৮ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন তেম্বা বাভুমা।

14 Jan 2022, 03:54:59 PM IST

৫৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬৮/৩

৫৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তুলেছে। জয়ের জন্য তাদের দরকার ৪৪ রান। ভাযান ডার দাসেন ২০ ও তেম্বা বাভুমা ১১ রানে অপরাজিত রয়েছেন।

14 Jan 2022, 03:21:59 PM IST

পিটারসেন আউট

৪৬.২ ওভারে কিগান পিটারসেনকে বোল্ড করেন শার্দুল ঠাকুর। ১০টি বাউন্ডারির সাহায্যে ১১৩ বলে ৮২ রান করে সাজঘরে ফেরেন পিটারসেন। দক্ষিণ আফ্রিকা ১৫৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তেম্বা বাভুমা।

14 Jan 2022, 03:11:32 PM IST

১৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা

৪৪তম ওভারে শেষ ইনিংসে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের স্কোর ১৫৪/২। জয়ের জন্য মাত্র ৫৮ রান দরকার দক্ষিণ আফ্রিকার। পিটারসেন ৮২ রানে ব্যাট করছেন। ১৭ রানে অপরাজিত রয়েছেন ভ্যান ডার দাসেন।

14 Jan 2022, 02:49:20 PM IST

পিটারসেনের ক্যাচ ছাড়লেন পূজারা

৩৯.৪ ওভারে জসপ্রীত বুমরাহর বলে স্লিপে পিটারসেনের ক্যাচ ছাড়েন চেতেশ্বর পূজারা। জীবনদান পাওয়ার মুহূর্তে পিটারসেন ব্যাট করছিলেন ব্যক্তিগত ৫৯ রানে। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৮৬ রানে। আপাতত ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১২৯ রান। 

14 Jan 2022, 02:25:54 PM IST

৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১২০/২

৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১২০ রান সংগ্রহ করেছে। সুতরাং, জয়ের জন্য প্রোটিয়াদের দরকার মাত্র ৯২ রান। পিটারসেন ৭৪ বলে ৫৩ রান করেছেন। ১৯ বলে ১২ রান সংগ্রহ করেছেন রাসি ভ্যান ডার দাসেন।

14 Jan 2022, 02:07:29 PM IST

হাফ-সেঞ্চুরি পিটারসেনের

৩০.৪ ওভারে শামির বলে ২ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কিগান পিটারসেন। ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে অর্ধশতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন প্রোটিয়া তারকা।

14 Jan 2022, 02:03:13 PM IST

চতুর্থ দিনের খেলা শুরু

নির্ধারিত সময়ে শুরু কেপ টাউন টেস্টের চতুর্থ দিনের খেলা। গত দিনের অপরাজিত ব্যাটসম্যান কিগান পিটারসেনের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে আসেন রাসি ভ্যান ডার দাসেন। গত দিনের অসমাপ্ত ওভার শেষ করেন জসপ্রীত বুমরাহ। ৩০ ওভার শেষে শেষ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০১ রান।

14 Jan 2022, 12:36:50 PM IST

জোর বিতর্ক DRS নিয়ে

কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে অশ্বিনের বলে এলবিডব্লিউ হওয়া সত্ত্বেও ডিআরএসের সাহায্য নিয়ে ডিন এলগারের বেঁচে যাওয়া ভালো চোখে দেখেনি ভারতীয় দল। প্রযুক্তির যথার্থতা নিয়ে কোহলিদের মাঠেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। হতাশা ভুলে ভারত লড়াই জারি রাখলেও সেই ঘটনার রেশ বজায় রয়েছে পুরোদস্তুর।বিস্তারিত পড়ুন:- জোর বিতর্ক DRS ঘিরে, ব্রডকাস্টারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কোহলি: ভিডিয়ো আরও পড়ুন:- সারা দেশ ১১ জনের বিরুদ্ধে খেলছে! একা কোহলির নয়, স্টাম্প মাইকে অশ্বিন-রাহুলদেরও নজিরবিহীন আক্রমণ: ভিডিয়োআরও পড়ুন:- DRS বিতর্ক নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচআরও পড়ুন:- IND vs SA: কোহলিদের প্রতিক্রিয়া বোঝাল কতটা চাপে রয়েছে ওরা, DRS বিতর্কে কটাক্ষ এনগিদির

14 Jan 2022, 12:30:07 PM IST

পিটারসেনের বাধা টপকাতে পারবে ভারত?

হাতে পুঁজি নিতান্তই অল্প রানের। কেপ টাউন টেস্টে জয় তুলে নিতে হলে চতুর্থ দিনের শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট তুলতে হবে টিম ইন্ডিয়াকে। সুতরাং, শুরুতেই পিটারসেনের প্রতিরোধ ভাঙতে হবে ভারতীয় বোলারদের। নাহলে তিনি একাই ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যেতে পারেন।

14 Jan 2022, 12:21:14 PM IST

তৃতীয় দিনের স্কোর

প্রথম ইনিংসের নিরিখে ১৩ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া তৃতীয় দিনে তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯৮ রানে। সুতরাং জয়ের জন্য শেষ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১২ রানের। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা শেষ ইনিংসে ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে। সুতরাং, শেষ ২ দিনে ম্যাচ তথা সিরিজ জিততে প্রোটিয়াদের দরকার মাত্র ১১১ রান। ম্যাচ তথা সিরিজ জিতে ইতিহাস গড়তে হলে ভারতকে তুলে নিতে হবে প্রতিপক্ষের ৮টি উইকেট। আপাতত কিগান পিটারসেন ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৪৮ রান করে অপরাজিত রয়েছেন।

14 Jan 2022, 12:21:15 PM IST

দ্বিতীয় দিনের স্কোর

ভারতের ২২৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২১০ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৩ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তোলে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ছিল ৭০ রানে।

14 Jan 2022, 12:21:15 PM IST

প্রথম দিনের স্কোর

ভারত টেস্টের প্রথম দিনেই তাদের প্রথম ইনিংসে ২২৩ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৭ রান তোলে। সুতরাং, প্রথম দিনের খেলার শেষে ভারতের থেকে ২০৬ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আবিরকে সরিয়ে এবার সারেগামাপার সঞ্চালনার দায়িত্বে অনির্বাণ? মূল্যবৃদ্ধির হ্যাটট্রিক, আজ কলকাতার সোনার দোকানগুলিতে হিমালয়ের উচ্চায় গয়নার রেট এ বাবা! খাওয়ার টেবিলে গোটা বলিউড, লুকিয়ে নাক খুঁটছেন রবিনা, ধরা পড়লেন ক্যামরায় 'খুন করতে যাইনি, খালি...' সলমনের বাড়ির সামনে গুলি, ধরা পড়তেই সাফাই ২ অভিযুক্তর ‘অবৈধ ভাবে’প্রবেশ,আটক ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর আগেই মার্কিন হাসপাতালে মৃত্যু সিকিম ও অসমের ওপরে আছে ২টি ঘূর্ণাবর্ত, তাপপ্রবাহের থেকে রেহাই পাবে বাংলা? মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল দ্বিতীয় বিবহবার্ষিকীর পর ‘ঝড়’ জীবনে? ইনস্টাগ্রামে কীসের ইঙ্গিত দিলেন আলিয়া কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল

Latest IPL News

কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.