সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের পর ভারতের সামনে সুযোগ ছিল জোহানেসবার্গেই সিরিজ পকেটে পুরে ইতিহাস গড়ার। তবে ওয়ান্ডারার্সে টিম ইন্ডিয়া হেরে বসায় সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই কেপ টাউনের তৃতীয় টেস্ট নির্ণায়ক রূপ নিয়েছে। নিউল্যান্ডসে জয় তুলে নিয়ে সিরিজের দখল নেওয়ার হাতছানি রয়েছে উভয় দলের সামনেই। তবে ভারত যেহেতু কখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি, তাই তাদের সামনে হাতছানি রয়েছে কেপ টাউনে নতুন অধ্যায় রচনার।
প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ১৭/১
ভারতের ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে। ভারতের কাছ থেকে জোহানেসবার্গ টেস্ট ছিনিয়ে নিয়ে যাওয়া এলগার সাজঘরে ফিরেছেন শুরুতেই। বুমরাহ তুলে নিয়েছেন তাঁর মূল্যবান উইকেট। আপাতত এডেন মার্করাম ৮ ও নাইটওয়াচম্যান কেশব মহারাজ ৬ রানে অপরাজিত রয়েছেন। ভারতের থেকে এখনও ২০৬ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
এলগার আউট
৪.৪ ওভারে জসপ্রীত বুমরাহর বলে চেতেশ্বর পূজারার হাতে ধরা পড়েন ডিন এলগার। ১৬ বলে ৩ রান করে ক্রিজ ছাড়েন প্রোটিয়া দলনায়ক। দক্ষিণ আফ্রিকা ১০ রানে ১ উইকেট হারায়। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট হাতে ক্রিজে আসেন কেশব মহারাজ। বুমরাহ ৩ ওভারে কোনও রান খরচ না করেই ১টি উইকেট তুলে নেন। ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০/১।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শুরু
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন ডিন এলগার ও এডেন মার্করাম। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। দ্বিতীয় ওভারে বল করতে আসেন উমেশ যাদব। দ্বিতীয় ওভারে ৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
ভারত প্রথম ইনিংসে অল-আউট
ভারত প্রথম ইনিংসে ২২৩ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ৭৯ রান করেন ক্যাপ্টেন বিরাট কোহলি। এছাড়া চেতেশ্বর পূজারা ৪৩ রানের যোগদান রাখেন। ঋষভ পন্ত করেন ২৭ রান। রাবাদা ৪টি ও জানসেন ৩টি উইকেট দখল করেন।
শামি আউট
৭৭.৩ ওভারে লুঙ্গি এনগিদির বলে তেম্বা বাভুমার হাতে ধরা পড়েন মহম্মদ শামি। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৭ রান করেন তিনি। ১৪ বলে ৪ রান করে অপরাজিত থাকেন উমেশ যাদব।
কোহলি আউট
৭২.৩ ওভারে রাবাদার বলে কাইলের দস্তানায় ধরা পড়েন বিরাট কোহলি। ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০১ বলে ৭৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে ক্রিজ ছাড়েন বিরাট। ভারত ২১১ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান মহম্মদ শামি। ইনিংসে রাবাদার এটি চতুর্থ উইকেট। উইকেটকিপার কাইলের এটি পঞ্চম ক্যাচ।
আউট হলেন বুমরাহ
৭০.৫ ওভারে রাবাদার বলে এলগারের হাতে ধরা পড়েন জসপ্রীত বুমরাহ। ৯ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারত ২১০ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উমেশ যাদব। কোহলি ব্যাট করছেন ৭৮ রানে।
শার্দুল আউট
একপ্রান্ত আঁকড়ে ব্যাট করছেন ক্যাপ্টেন কোহলি। অপর প্রান্ত দিয়ে পরপর উইকেট হারিয়ে চলেছে ভারত। ৬৭.৪ ওভারে কেশব মহারাজের বলে পিটারসেনের হাতে ধরা পড়েন শার্দুল। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১২ রান করে মাঠ ছাড়েন ঠাকুর। ভারত ২০৫ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জসপ্রীত বুমরাহ। কোহলি ব্যাট করছেন ব্যক্তিগত ৭৩ রানে। তাঁকে সেঞ্চুরি পর্যন্ত সঙ্গ দিতে পারবেন কেউ?
২০০ ছুঁল ভারত
৬৬.৬ ওভারে রাবাদাকে ছক্কা হাঁকিয়ে ভারতকে ২০০ রানে পৌঁছে দেন শার্দুল ঠাকুর। ৬৭ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২০০/৬। কোহলি ৭২ রানে ব্যাট করছেন। শার্দুল অপরাজিত রয়েছেন ৮ রান করে।
অশ্বিন আউট
৬২.৫ ওভারে জানসেনের বলে কাইলের দস্তানায় ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১০ বলে ২ রান করে মাঠ ছাড়েন অশ্বিন। ভারত প্রথম ইনিংসে ১৭৫ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর।
পন্ত আউট
৬০.৩ ওভারে জানসেনের বলে পিরটারসেনের হাতে ধরা পড়েন ঋষভ পন্ত। ৪টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ২৭ রান করে ক্রিজ ছাড়েন ঋষভ। ভারত ১৬৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন। ৬১ ওভারে ভারতের স্কোর ১৭২/৫।
হাফ-সেঞ্চুরি কোহলির
৫৯.৫ ওভারে অলিভিয়েরকে বাউন্ডারি মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫৮ বলে ৫০ রান পূর্ণ করেন ভারত অধিনায়ক। ৬০ ওভারে ভারতের স্কোর ১৬৭/৪। কোহলি ৫০ ও পন্ত ২৭ রানে ব্যাট করছেন।
ভারতকে টানছেন বিরাট, ভুল শুধরে সঙ্গ দিতে পারবেন পন্ত?
চা পানের বিরতির পর ফের শুরু খেলা। চা পানের বিরতিতে ভারতের স্কোর ছিল চার উইকেটে ১৪১ রান। ক্রিজে আছেন বিরাট কোহলি (১৩৯ বলে ৪০ রান) এবং ঋষভ পন্ত (১২ রান)। ভুল শুধরে পন্ত কি বিরাটকে সঙ্গ দিতে পারবেন?
৪৭ ওভারে টিম ইন্ডিয়া ১২৯/৪
৪৭ ওভার শেষে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২৯ রান তুলেছে।
রাহানে আউট
৪২.১ ওভারে কাগিসো রাবাদার বলে উইকেটকিপার কাইলের দস্তানায় ধরা পড়েন অজিঙ্কা রাহানে। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অজিঙ্কা। যদিও কেপ টাউনের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৯ রান করে ক্রিজ ছাড়েন রাহানে। ভারত ১১৬ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত। তিনি ক্রিজে এসে দ্বিতীয় বলেই বাউন্ডারি মারেন। ৪৩ ওভারে ভারতের স্কোর ১২০/৪।
১০০ টপকাল ভারত
৩৯ ওভারে ভারত তাদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে। বিরাট কোহলি অপরাজিত রয়েছেন ১৯ রান করে। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন।
হাফ-সেঞ্চুরি হাতছাড়া পূজারার
৩৭.৩ ওভারে মারকো জানসেনের বলে ভেরেইনের দস্তনায় ধরা পড়েন চেতেশ্বর পূজারা। ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন চেতেশ্বর। ভারত দলগত ৯৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। ৩৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৯৯/৩। কোহলি ১৭ ও রাহানে ৪ রানে ব্যাট করছেন।
৩০ ওভারে ভারত ৮০/২
টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৩০ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ৮০ রান তুলেছে। চেতেশ্বর পূজারা ৩০ রানে অপরাজিত রয়েছেন। ব্যক্তিগত ১৬ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।
লাঞ্চে ভারত ৭৫/২
প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান তুলেছে। তারা ব্যাট করছে সাকুল্যে ২৮ ওভার। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ২৬ রান করেছেন চেতেশ্বর পূজারা। ২টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ১৫ রান করেছেন বিরাট কোহলি।
৫০ টপকাল ভারত
২২তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ২২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫৩/২। ৩২ বলে ১৭ রান করেছেন চেতেশ্বর পূজারা। ৩০ বলে ৫ রান করেছেন বিরাট কোহলি। পূজারা ২টি বাউন্ডারি মেরেছেন।
মায়াঙ্ক আউট
১২.২ ওভারে রাবাদার বলে মার্করামের হাতে ধরা পড়লেন মায়াঙ্ক আগরওয়াল। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন আগরওয়াল। ভারত ৩৩ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি।
লোকেশ রাহুল আউট
১১.২ ওভারে অলিভিয়েরের বলে উইকেটকিপার ভেরেইনের দস্তানায় ধরা পড়েন লোকেশ রাহুল। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ১২ রান করে ক্রিজ ছাড়েল লোকেশ। ভারত দলগত ৩১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৩৩/১।
১০ ওভারে ভারত ৩১/০
১০ ওভার শেষে টিম ইন্ডিয়া কোনও উইকেট না হারিয়ে ৩১ রান তুলেছে। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৫ রান করেছেন মায়াঙ্ক আগরওয়াল। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ১২ রান করেছেন লেকোশ রাহুল।
৫ ওভারে ভারত ১৫/০
কেপ টাউন টেস্টের প্রথম ইনিংসে ভারত ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে। ১৫ বলে ৭ রান করেছেন মায়াঙ্ক আগরওয়াল। ১৫ বলে ৪ রান করেছেন লোকেশ রাহুল। মায়াঙ্ক ১টি বাউন্ডারি মেরেছেন।
খেলা শুরু
ভারতের হয়ে ওপেন করতে নামেন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। দক্ষিণ আফ্রিকার হয়ে নতুন বলে দৌড় শুরু করেন কাগিসো রাবাদা। দ্বিতীয় বলে ২ রান নিয়ে খাতা খোলেন লোকেশ রাহুল। তৃতীয় বলে বাই হিসবে চার রান পেয়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারে ৬ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ভারত।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
ডিন এলগার (ক্যাপ্টেন), এডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার দাসেন, তেম্বা বাভুমা, কাইল ভেরেইন (উইকেটকিপার), মারকো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডুয়ান অলিভিয়ের ও লুঙ্গি এনগিদি।
ভারতের প্রথম একাদশ
লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদব।
সুযোগ হল না ঋদ্ধির
কেপ টাউন টেস্টের প্রথম একাদশে একজোড়া রদবদল করে টিম ইন্ডিয়া। কোহলি দলে ফেরায় তাঁকে জায়গা ছেড়ে দেন হনুমা বিহারী। উমেশ যাদব দলে ঢোকেন আহত মহম্মদ সিরাজের পরিবর্তে। উইকেটকিপার পন্তের উপরেই আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। সুযোগ হয়নি ঋদ্ধির। সুযোগ পাননি ইশান্তও।
টস জিতল ভারত
কেপ টাউন টেস্টে টস-ভাগ্য সঙ্গ দিল টিম ইন্ডিয়ার। টস জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নিউল্যান্ডসে সিরিজের নির্ণায়ক টেস্টে রান তাড়া করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
আবহাওয়ার পূর্বাভাস
সিরিজের প্রথম দু'টি টেস্টে বৃষ্টির ভ্রুকূটি ছিল। তবে শেষমেশ ম্যাচ নির্বিঘ্নে শেষ হয়। তৃতীয় টেস্টের পাঁচ দিনে আবহাওয়ার পূর্বাভাস অবশ্য আশঙ্কাজনক নয়।
উমেশ না ইশান্ত?
মহম্মদ সিরাজের বদলে মাঠে নামার দাবিদার রয়েছেন দু'জন। অভিজ্ঞ ইশান্ত শর্মার সঙ্গে লড়াইয়ে রয়েছেন উমেশ যাদব। সাম্প্রতিক সময়ে উমেশের উপর আস্থা রাখতে দেখা গিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তবে দক্ষিণ আফ্রিকায় ইশান্তের অভিজ্ঞতা নিতান্ত কম নয়। ইশান্ত প্রোটিয়া সফরে এখনও পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন। উইকেট নিয়েছেন ২০টি।
দলে ফিরছেন কোহলি, তবে সিরাজের বদলি কে?
চোটের জন্য জোহানেসবার্গ টেস্টে মাঠে নামতে পারেননি বিরাট কোহলি। তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। তবে চোট সারিয়ে তৃতীয় টেস্টের দলে ফিরছেন ক্যাপ্টেন কোহলি। তাঁকে জায়গা করে দিতে নিশ্চিতভাবেই ব্যাটিং লাইন-আপ থেকে কাউকে বাদ পড়তে হবে। তবে তার থেকেও বেশি করে নজর থাকবে মহম্মদ সিরাজের পরিবর্তে কে মাঠে নামেন, সেদিকে। সিরাজ জো'বার্গ টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। কেপ টাউন টেস্টের আগের দিন কোহলি জানিয়েছেন যে, একজন পেসার সম্পূর্ণ ফিট না হলে তাঁকে মাঠে নামানো ঝুঁকির। এই অবস্থায় সিরিজের তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার কম্বিনেশন কী হয়, সেটাই হবে দেখার বিষয়।