সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের পর ভারতের সামনে সুযোগ ছিল জোহানেসবার্গেই সিরিজ পকেটে পুরে ইতিহাস গড়ার। তবে ওয়ান্ডারার্সে টিম ইন্ডিয়া হেরে বসায় সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই কেপ টাউনের তৃতীয় টেস্ট নির্ণায়ক রূপ নিয়েছে। নিউল্যান্ডসে জয় তুলে নিয়ে সিরিজের দখল নেওয়ার হাতছানি রয়েছে উভয় দলের সামনেই। তবে ভারত যেহেতু কখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি, তাই তাদের সামনে হাতছানি রয়েছে কেপ টাউনে নতুন অধ্যায় রচনার।
দ্বিতীয় দিনের খেলা শেষ
ভারতের ২২৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২১০ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৩ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিডিয়ে ভারত এগিয়ে ৭০ রানে। বিরাট কোহলি ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৪ রান করেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৯ রান করে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা।
১৫ ওভারে ভারত ৫৭/২
দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার ব্যাট করে ভারত ২ উইকেটের বিনিময়ে ৫৭ রান সংগ্রহ করেছে। ভারত এগিয়ে ৭০ রানে। কোহলি ২টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ১৪ রান করেছেন। পূজারা ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৯ রান করেছেন।
ভারতের লিড ছাড়াল ৫০
১১ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৪৬/২। প্রথম ইনিংসের ১৩ রানের লিড মিলিয়ে ভারত এগিয়ে ৫৯ রানে। কোহলি ৭ ও পূজারা ৯ রানে ব্যাট করছেন।
লোকেশ রাহুল আউট
৫.৫ ওভারে মারকো জানসেনের বলে এডেন মার্করামের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন রাহুল। ভারত দ্বিতীয় ইনিংসে দলগত ২৪ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতের হাতে লিড ৩৭ রানের।
মায়াঙ্ককে ফেরালেন রাবাদা
৪.৫ ওভারে মায়াঙ্ক আগরওয়ালকে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দিলেন কাগিসো রাবাদা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৭ রান করে এলগারের হাতে ধরা পড়েন মায়াঙ্ক। ভারত দ্বিতীয় ইনিংসে দলগত ২০ রানের মাথায় ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।
ভারতের দ্বিতীয় ইনিংস শুরু
ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসেও যথারীতি ওপেন করতে নামেন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন কাগিসো রাবাদা। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। দ্বিতীয় ওভারে বল করতে আসেন অলিভিয়ের প্রথম বলে ৩ রান নিয়ে খাতা খোলেন মায়াঙ্ক। ভারত দ্বিতীয় ইনিংসে ২ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৩ রান তুলেছে।
দক্ষিণ আফ্রিকা অল-আউট
৭৬.৩ ওভারে জসপ্রীত বুমরাহর বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন লুঙ্গি এনদিগি। ১৭ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারতের ২২৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২১০ রানে। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অলিভিয়ের। বুমরাহ প্রথম ইনিংসে ৪২ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। ভারতের হালে লিড ১৩ রানের।
রাবাদাকে ফেরালেন শার্দুল
৭২তম ওভারে উমেশ যাদবকে সরিয়ে শার্দুলকে আক্রমণে আনেন বিরাট কোহলি। ৭১.২ ওভারে ২ রান নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০০ রানে পৌঁছে দেন রাবাদা। ঠিক তার পরের বলেই আউট হন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৫ রান করে বুমরাহর হাতে ধরা পড়েন রাবাদা। দক্ষিণ আফ্রিকা ২০০ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান লুঙ্গি এনগিদি।
পিটারসেনের উইকেট তুলে নিলেন বুমরাহ
৬৪.৪ ওভারে বুমরাহর বলে চেতেশ্বর পূজারার হাতে ধরা পড়েন পিটারসেন। ৯টি বাউন্ডারির সাহায্যে ১৬৬ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা ১৭৯ রানে ৮ উইকেট হারায়। রাবাদার সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন অলিভিয়ের। বুমরাহর এটি ইনিংসে চতুর্থ শিকার।
জানসেনকে ফেরালেন বুমরাহ, চায়ের বিরতি
৬২.২ ওভারে বুমরাহর বলে বোল্ড হলেন মারকো জানসেন। ২৬ বলে ৭ রান করে আউট হন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে ৭ উইকেট হারায়। জানসেন আউট হওয়া মাত্রই চায়ের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। পিটারসেন আকপ্রান্ত আঁকড়ে পড়ে রয়েছেন। তিনি ব্যাট করছেন ব্যক্তিগত ৭০ রানে। আপাতত ভারতের থেকে ৪৭ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
কাইল আউট
বাভুমাকে ফেরানোর পর একই ওভারের চতুর্থ বলে কাইল ভেরেইনের উইকেট তুলে নেন শামি। ২ বল খেলে খাতা খোলার আগেই আউট হন প্রোটিয়া উইকেটকিপার। দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মারকো জানসেন।
বাভুমাকে ফেরালেন শামি
৫৫.২ ওভারে মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তেম্বা বাভুমা। ৪টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন বাভুমা। দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাইল ভেরেইন।
১৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
৫২তম ওভারে দলগত ১৫০ রান টপকে যায় দক্ষিণ আফ্রিকা। শার্দুলের প্রথম বলে বাউন্ডারি মারেন বাভুমা। ওভারে মোট ৬ রান ওঠে। ৫২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৫৩/৪। ভারতের থেকে ৭০ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।
৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৩/৪
একে তো ক্যাচ মিস। তার উপর বল গিয়ে লাগে পন্তের ব্যবহার করা হেলমেটে। ৪৯.৫ ওভারে শার্দুলের বলে বাড়তি ৫ রান পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আপাতত ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলেছে। পিটারসেন ৫৬ রানে অপরাজিত রয়েছেন। ১৭ রানে ব্যাট করছেন বাভুমা।
হাফ-সেঞ্চুরি পিটারসেনের
৮টি বাউন্ডারির সাহায্যে ১০১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কিগান পিটারসেন। ৪১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলেছে। পিটারসেন ৫২ রানে অপরাজিত রয়েছেন। ৪ রানে ব্যাট করছেন তেম্বা বাভুমা।
দাসেন আউট
৩৯.২ ওভারে উমেশ যাদবের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন রাসি ভ্যান ডার দাসেন। ৫৪ বলে ২১ রান করে ক্রিজ ছাড়েন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা ১১২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তেম্বা বাভুমা। তিনি ক্রিজে এসে দ্বিতীয় বলেই বাউন্ডারি মারেন। ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৬/৪।
লাঞ্চে দক্ষিণ আফ্রিকা ১০০/৩
ভারতের ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের লাঞ্চে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে। ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৬ বলে ৪০ রান করেছেন পিটারসেন। ৪২ বলে ১৭ রান করে অপরাজিত রয়েছেন ভ্যান ডার দাসেন। তিনি কোনও বাউন্ডারি মারেননি।
৩০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮৪/৩
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৩০ ওভার ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলেছে। পিটারসেন ৭২ বলে ৩০ রান করেছেন। ২৬ বলে ১২ রান করেছেন রাসি ভ্যান ডার দাসেন।
৫০ রানের গণ্ডি টপকাল দক্ষিণ আফ্রিকা
২২তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা। ২২ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ৫৬/৩। পিটারসেন ৪৬ বলে ১১ রান করেছেন। ৪ বলে ৪ রান করেছেন ভ্যান ডার দাসেন।
মহারাজকে ফেরালেন উমেশ
নাইটওয়াচম্যান কেশব মহারাজকে ফিরিয়ে ভারতকে ইনিংসের তৃতীয় সাফল্য এনে দিলেন উমেশ যাদব। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ২৫ রান করে বোল্ড হন কেশব। দক্ষিণ আফ্রিকা ৪৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাস ভ্যান ডার দাসেন।
১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৭/২
১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩৭ রান তুলেছে। ৩৩ বলে ১৭ রান করেছেন কেশব মহারাজ। ২০ বলে ৪ রান করে অপরাজিত রয়েছেন পিটারসেন।
মার্করামকে বোল্ড করলেন বুমরাহ
দিনের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় বলে তিনি বোল্ড করেন প্রোটিয়া ওপেনার এডেন মার্করামকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ৮ রান করে মাঠ ছাড়েন মার্করাম। দক্ষিণ আফ্রিকা ১৭ রানের মাথায় ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কিগান পিটারসেন। তিনি প্রথম বলেই ২ রান নিয়ে খাতা খোলেন। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯/২। বুমরাহ ৫ ওভারে ৪টি মেডেন-সহ মাত্র ২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেছেন।
দ্বিতীয় দিনের খেলা শুরু
দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান এডেন মার্করাম ও কেশব মহারাজ। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ।
শুরুতেই চাই উইকেট
ডিন এলগারের কাঁটা তুলে ফেলেছে ভারত। তবে দ্বিতীয় দিনের শুরুতে উইকেট তুলতে না পারলে জোহানেসবার্গ টেস্টের মতো কেপ টাউনেও জাঁকিয়ে বসতে পারে দক্ষিণ আফ্রিকা। কেননা কিগান পিটারসেন, তেম্বা বাভুমারা আগেই রানের মধ্যে থাকার ইঙ্গিত দিয়েছেন। মার্করামকে তাড়াতাড়ি না ফেরালে তিনিও শিকড় জমাতে পারেন। তাছাড়া প্রথম ইনিংসে ভারতের হাতে পুঁজি মাত্র ২২৩ রানের। তাই প্রোটিয়ারা প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নিলে নিশ্চিতভাবেই বিপদে পড়তে হবে টিম ইন্ডিয়াকে। এক্ষেত্রে প্রাথমিক সাফল্যের জন্য শামি-বুমরাহর দিকেই তাকিয়ে ভারত।
প্রথম দিনের স্কোর
ভারতের ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে। ভারতের কাছ থেকে জোহানেসবার্গ টেস্ট ছিনিয়ে নিয়ে যাওয়া ডিন এলগার সাজঘরে ফিরেছেন ইনিংসের শুরুতেই। বুমরাহ তুলে নিয়েছেন তাঁর মূল্যবান উইকেট। আপাতত এডেন মার্করাম ৮ ও নাইটওয়াচম্যান কেশব মহারাজ ৬ রানে অপরাজিত রয়েছেন। ভারতের থেকে এখনও ২০৬ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।