বাংলা নিউজ > ময়দান > IND vs SA: পূজারাকে নিয়ে কোহলির লড়াই, দুই ওপেনার ফিরলেও দ্বিতীয় দিনের শেষে এগিয়ে দেখাচ্ছে ভারতকে

IND vs SA: পূজারাকে নিয়ে কোহলির লড়াই, দুই ওপেনার ফিরলেও দ্বিতীয় দিনের শেষে এগিয়ে দেখাচ্ছে ভারতকে

চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। ছবি- আইসিসি।

ভারতের ২২৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ২১০ রানে অল-আউট হয়।

সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের পর ভারতের সামনে সুযোগ ছিল জোহানেসবার্গেই সিরিজ পকেটে পুরে ইতিহাস গড়ার। তবে ওয়ান্ডারার্সে টিম ইন্ডিয়া হেরে বসায় সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই কেপ টাউনের তৃতীয় টেস্ট নির্ণায়ক রূপ নিয়েছে। নিউল্যান্ডসে জয় তুলে নিয়ে সিরিজের দখল নেওয়ার হাতছানি রয়েছে উভয় দলের সামনেই। তবে ভারত যেহেতু কখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি, তাই তাদের সামনে হাতছানি রয়েছে কেপ টাউনে নতুন অধ্যায় রচনার।

12 Jan 2022, 09:36:37 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

ভারতের ২২৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২১০ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৩ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিডিয়ে ভারত এগিয়ে ৭০ রানে। বিরাট কোহলি ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৪ রান করেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৯ রান করে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা।

12 Jan 2022, 09:27:52 PM IST

১৫ ওভারে ভারত ৫৭/২

দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার ব্যাট করে ভারত ২ উইকেটের বিনিময়ে ৫৭ রান সংগ্রহ করেছে। ভারত এগিয়ে ৭০ রানে। কোহলি ২টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ১৪ রান করেছেন। পূজারা ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৯ রান করেছেন।

12 Jan 2022, 09:14:31 PM IST

ভারতের লিড ছাড়াল ৫০

১১ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৪৬/২। প্রথম ইনিংসের ১৩ রানের লিড মিলিয়ে ভারত এগিয়ে ৫৯ রানে। কোহলি ৭ ও পূজারা ৯ রানে ব্যাট করছেন।

12 Jan 2022, 08:47:45 PM IST

লোকেশ রাহুল আউট

৫.৫ ওভারে মারকো জানসেনের বলে এডেন মার্করামের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন রাহুল। ভারত দ্বিতীয় ইনিংসে দলগত ২৪ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতের হাতে লিড ৩৭ রানের।

12 Jan 2022, 08:41:33 PM IST

মায়াঙ্ককে ফেরালেন রাবাদা

৪.৫ ওভারে মায়াঙ্ক আগরওয়ালকে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দিলেন কাগিসো রাবাদা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৭ রান করে এলগারের হাতে ধরা পড়েন মায়াঙ্ক। ভারত দ্বিতীয় ইনিংসে দলগত ২০ রানের মাথায় ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। 

12 Jan 2022, 08:17:07 PM IST

ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসেও যথারীতি ওপেন করতে নামেন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন কাগিসো রাবাদা। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। দ্বিতীয় ওভারে বল করতে আসেন অলিভিয়ের প্রথম বলে ৩ রান নিয়ে খাতা খোলেন মায়াঙ্ক। ভারত দ্বিতীয় ইনিংসে ২ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৩ রান তুলেছে।

12 Jan 2022, 08:08:00 PM IST

দক্ষিণ আফ্রিকা অল-আউট

৭৬.৩ ওভারে জসপ্রীত বুমরাহর বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন লুঙ্গি এনদিগি। ১৭ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারতের ২২৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২১০ রানে। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অলিভিয়ের। বুমরাহ প্রথম ইনিংসে ৪২ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। ভারতের হালে লিড ১৩ রানের।

12 Jan 2022, 07:47:45 PM IST

রাবাদাকে ফেরালেন শার্দুল

৭২তম ওভারে উমেশ যাদবকে সরিয়ে শার্দুলকে আক্রমণে আনেন বিরাট কোহলি। ৭১.২ ওভারে ২ রান নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০০ রানে পৌঁছে দেন রাবাদা। ঠিক তার পরের বলেই আউট হন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৫ রান করে বুমরাহর হাতে ধরা পড়েন রাবাদা। দক্ষিণ আফ্রিকা ২০০ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান লুঙ্গি এনগিদি।

12 Jan 2022, 07:12:02 PM IST

পিটারসেনের উইকেট তুলে নিলেন বুমরাহ

৬৪.৪ ওভারে বুমরাহর বলে চেতেশ্বর পূজারার হাতে ধরা পড়েন পিটারসেন। ৯টি বাউন্ডারির সাহায্যে ১৬৬ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা ১৭৯ রানে ৮ উইকেট হারায়। রাবাদার সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন অলিভিয়ের। বুমরাহর এটি ইনিংসে চতুর্থ শিকার।

12 Jan 2022, 06:44:58 PM IST

জানসেনকে ফেরালেন বুমরাহ, চায়ের বিরতি

৬২.২ ওভারে বুমরাহর বলে বোল্ড হলেন মারকো জানসেন। ২৬ বলে ৭ রান করে আউট হন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে ৭ উইকেট হারায়। জানসেন আউট হওয়া মাত্রই চায়ের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। পিটারসেন আকপ্রান্ত আঁকড়ে পড়ে রয়েছেন। তিনি ব্যাট করছেন ব্যক্তিগত ৭০ রানে। আপাতত ভারতের থেকে ৪৭ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

12 Jan 2022, 06:12:21 PM IST

কাইল আউট

বাভুমাকে ফেরানোর পর একই ওভারের চতুর্থ বলে কাইল ভেরেইনের উইকেট তুলে নেন শামি। ২ বল খেলে খাতা খোলার আগেই আউট হন প্রোটিয়া উইকেটকিপার। দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মারকো জানসেন।

12 Jan 2022, 06:09:25 PM IST

বাভুমাকে ফেরালেন শামি

৫৫.২ ওভারে মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তেম্বা বাভুমা। ৪টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন বাভুমা। দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাইল ভেরেইন।

12 Jan 2022, 05:57:00 PM IST

১৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা

৫২তম ওভারে দলগত ১৫০ রান টপকে যায় দক্ষিণ আফ্রিকা। শার্দুলের প্রথম বলে বাউন্ডারি মারেন বাভুমা। ওভারে মোট ৬ রান ওঠে। ৫২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৫৩/৪। ভারতের থেকে ৭০ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।

12 Jan 2022, 05:52:41 PM IST

৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৩/৪

একে তো ক্যাচ মিস। তার উপর বল গিয়ে লাগে পন্তের ব্যবহার করা হেলমেটে। ৪৯.৫ ওভারে শার্দুলের বলে বাড়তি ৫ রান পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আপাতত ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলেছে। পিটারসেন ৫৬ রানে অপরাজিত রয়েছেন। ১৭ রানে ব্যাট করছেন বাভুমা।

12 Jan 2022, 05:07:54 PM IST

হাফ-সেঞ্চুরি পিটারসেনের

৮টি বাউন্ডারির সাহায্যে ১০১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কিগান পিটারসেন। ৪১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলেছে। পিটারসেন ৫২ রানে অপরাজিত রয়েছেন। ৪ রানে ব্যাট করছেন তেম্বা বাভুমা।

12 Jan 2022, 05:02:58 PM IST

দাসেন আউট

৩৯.২ ওভারে উমেশ যাদবের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন রাসি ভ্যান ডার দাসেন। ৫৪ বলে ২১ রান করে ক্রিজ ছাড়েন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা ১১২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তেম্বা বাভুমা। তিনি ক্রিজে এসে দ্বিতীয় বলেই বাউন্ডারি মারেন। ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৬/৪।

12 Jan 2022, 04:03:23 PM IST

লাঞ্চে দক্ষিণ আফ্রিকা ১০০/৩

ভারতের ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের লাঞ্চে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে। ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৬ বলে ৪০ রান করেছেন পিটারসেন। ৪২ বলে ১৭ রান করে অপরাজিত রয়েছেন ভ্যান ডার দাসেন। তিনি কোনও বাউন্ডারি মারেননি।

12 Jan 2022, 03:43:50 PM IST

৩০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮৪/৩

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৩০ ওভার ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলেছে। পিটারসেন ৭২ বলে ৩০ রান করেছেন। ২৬ বলে ১২ রান করেছেন রাসি ভ্যান ডার দাসেন।

12 Jan 2022, 03:10:01 PM IST

৫০ রানের গণ্ডি টপকাল দক্ষিণ আফ্রিকা

২২তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা। ২২ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ৫৬/৩। পিটারসেন ৪৬ বলে ১১ রান করেছেন। ৪ বলে ৪ রান করেছেন ভ্যান ডার দাসেন।

12 Jan 2022, 02:59:37 PM IST

মহারাজকে ফেরালেন উমেশ

নাইটওয়াচম্যান কেশব মহারাজকে ফিরিয়ে ভারতকে ইনিংসের তৃতীয় সাফল্য এনে দিলেন উমেশ যাদব। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ২৫ রান করে বোল্ড হন কেশব। দক্ষিণ আফ্রিকা ৪৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাস ভ্যান ডার দাসেন। 

12 Jan 2022, 02:35:46 PM IST

১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৭/২

১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩৭ রান তুলেছে। ৩৩ বলে ১৭ রান করেছেন কেশব মহারাজ। ২০ বলে ৪ রান করে অপরাজিত রয়েছেন পিটারসেন।

12 Jan 2022, 02:04:07 PM IST

মার্করামকে বোল্ড করলেন বুমরাহ

দিনের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় বলে তিনি বোল্ড করেন প্রোটিয়া ওপেনার এডেন মার্করামকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ৮ রান করে মাঠ ছাড়েন মার্করাম। দক্ষিণ আফ্রিকা ১৭ রানের মাথায় ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কিগান পিটারসেন। তিনি প্রথম বলেই ২ রান নিয়ে খাতা খোলেন। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯/২। বুমরাহ ৫ ওভারে ৪টি মেডেন-সহ মাত্র ২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেছেন।

12 Jan 2022, 02:01:52 PM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান এডেন মার্করাম ও কেশব মহারাজ। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ।

12 Jan 2022, 12:35:48 PM IST

শুরুতেই চাই উইকেট

ডিন এলগারের কাঁটা তুলে ফেলেছে ভারত। তবে দ্বিতীয় দিনের শুরুতে উইকেট তুলতে না পারলে জোহানেসবার্গ টেস্টের মতো কেপ টাউনেও জাঁকিয়ে বসতে পারে দক্ষিণ আফ্রিকা। কেননা কিগান পিটারসেন, তেম্বা বাভুমারা আগেই রানের মধ্যে থাকার ইঙ্গিত দিয়েছেন। মার্করামকে তাড়াতাড়ি না ফেরালে তিনিও শিকড় জমাতে পারেন। তাছাড়া প্রথম ইনিংসে ভারতের হাতে পুঁজি মাত্র ২২৩ রানের। তাই প্রোটিয়ারা প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নিলে নিশ্চিতভাবেই বিপদে পড়তে হবে টিম ইন্ডিয়াকে। এক্ষেত্রে প্রাথমিক সাফল্যের জন্য শামি-বুমরাহর দিকেই তাকিয়ে ভারত।

12 Jan 2022, 12:35:48 PM IST

প্রথম দিনের স্কোর

ভারতের ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে। ভারতের কাছ থেকে জোহানেসবার্গ টেস্ট ছিনিয়ে নিয়ে যাওয়া ডিন এলগার সাজঘরে ফিরেছেন ইনিংসের শুরুতেই। বুমরাহ তুলে নিয়েছেন তাঁর মূল্যবান উইকেট। আপাতত এডেন মার্করাম ৮ ও নাইটওয়াচম্যান কেশব মহারাজ ৬ রানে অপরাজিত রয়েছেন। ভারতের থেকে এখনও ২০৬ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আগামিকাল মেষ থেকে মীনের ভাগ্যে কী রয়েছে? ২৪ এপ্রিল ২০২৫ রাশিফল দেখে নিন 'আমার হৃদয় কাঁদছে…', পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শোকাহত মিমি চক্রবর্তী আন্দোলনের মাঝেই তৈরি ‘যোগ্য’দের চূড়ান্ত তালিকা? ঠাঁই পেলেন কতজন? জেনে নিন! জবাব দিতে পারে ভারত, ঘুম উড়ল পাকিস্তানের! টেনশনে কী করছে পাক বিমান? Report 'বাংলার দিকেও নজর দিন...', কাশ্মীর আতঙ্কের মধ্যেই অমিত শাহকে অনুরোধ বিবেকের টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স আলুথালু বেশে ডাক্তারের কাছে অন্তঃসত্ত্বা কিয়ারা, ছবি তুলতে গেলে চটলেন সিদ্ধার্থ কাশ্মীর যাওয়ার সখ ছিল বহু দিনের, ভূস্বর্গে রক্ত দিয়েই চিরনিদ্রায় কলকাতার বিতান বরুথিনী একাদশীতে লাল কাপড়ে বাঁধা মুদ্রার গোপন ব্যবস্থায় বাড়বে ব্যবসা, হবে লাভ ‘বড় আবাসন’-এ আসা অতিথিরা গাড়ি রাখবেন কোথায়? নয়া বিধি আনতে প্রস্তাব পুরনিগমের

Latest sports News in Bangla

কালবৈশাখী ও খারাপ আলো, ১০৫ মিনিট পরে পরিত্যক্ত ম্যাচ! বাংলাদেশে অবাক করা ঘটনা EB-র পথেই হাঁটছে I-League 2 জয়ী ডায়মন্ড হারবার, ট্রফি দিতে ডাক ক্রীড়ামন্ত্রীকে শেফিল্ডের হার, ম্যাচের পরেই হামজা চৌধুরীর উপর আক্রমণ! নেপথ্যে বার্নলির সমর্থক Neeraj Chopra Classic: বড় ঘোষণা! নতুন স্বপ্নপূরণের লক্ষ্যে ভারতের সোনার ছেলে Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট মোহনবাগানের দ্বিতীয় সারির দলও সেরা! Super Cup-র কোয়ার্টারে নামার আগে বলছেন নোয়াহ দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা সুপার কাপে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মুখে কেরালা, কোথায় দেখবেন ম্যাচ? চার্চিলকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা আপিল কমিটির! বিশ্ব ক্রীড়া আদালতে যাচ্ছে কাশী

IPL 2025 News in Bangla

টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.