চার রানে তৃতীয় ওয়ান ডেতে হেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতীয় দলকে। সফরের শেষ ম্যাচে দলে বেশ কয়েকটি পরিবর্তন ঘটিয়েছিল টিম ইন্ডিয়া। দল থেকে বাদ পড়েন ২৭ বছর বয়সী অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তেই চটেছেন আকাশ চোপড়া।
Star Sports-এ ভারতের দল নির্বাচনে বিষয়ে কথা বলতে গিয়ে আকাশ জানান, ‘একটি বিষয় যা আমায় ভীষণ অবাক করেছে, সেটা হল বেঙ্কটেশ আইয়ার তো আনফিট নন। ওকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা আমার হজম হচ্ছে না। এই সিদ্ধান্তের কোনো মানেই হয় না। ওকে মাত্র দুই ম্যাচে সুযোগ দেওয়া হয়, যার মধ্যে একটি ম্যাচে ও বল করে এবং তার ঠিক পরের ম্যাচেই দল থেকে বাদ দিয়ে দেওয়া হল। আমি আইয়ারকে বাদ দেওয়ার সঙ্গে সহমত হতে পারছি না।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজেই অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পান বেঙ্কটেশ আইয়ার। প্রথম ম্যাচে মাত্র তিনি মাত্র দুই রান করেন। দ্বিতীয় ম্যাচে ২২ রান করার পাশপাশি পাঁচ ওভার বল করে বিনা উইকেটে ২৮ রান দেন নাইট তারকা। এরপরেই দল থেকে তাঁকে বাদ পড়তে হয়। তাঁর বদলে ছয় নম্বরে ব্যাটার হিসেবে দলে আসা সূর্যকুমার যাদব অবশ্য খুব খারাপ করেননি। ৩২ বলে ৩৯ রান করেন সূর্য। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।