বাংলা নিউজ > ময়দান > IND vs SA: টেস্ট খেলার অযোগ্য পিচ, জোহানেসবার্গ নিয়ে সরব ভারতীয় প্রাক্তনী

IND vs SA: টেস্ট খেলার অযোগ্য পিচ, জোহানেসবার্গ নিয়ে সরব ভারতীয় প্রাক্তনী

জোহানেসবার্গে ব্যাটিংরত চেতেশ্বর পূজারা। ছবি-পিটিআই।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম দুই দিনেই মোট ২২ উইকেট পড়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হচ্ছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স ময়দানে। ম্যাচের প্রথম দুই দিনেই মোট ২২ উইকেট পড়েছে ওয়ান্ডারার্সে। পিচে বল পড়ে প্রথম দুই দিনেই বেশ কিছু বল উচুঁ-নীচু থেকেছে। এর জেরেই আবারও প্রশ্নের মুখে ওয়ান্ডারার্সের পিচ।

গত সফরে ভারতীয় দল এই ওয়ান্ডারার্সেই সিরিজের টেস্ট ম্যাচ জিতলেও, পিচ নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। আইসিসির তরফকে ওয়ান্ডারার্সের পিচকে খারাপ পিচের তকমাও দেওয়া হয়েছিল। আবারও সেই একই ময়দানে দুই দিন যেতে না যেতেই ফাঁটল স্পষ্ট হতে শুরু করেছে। পিচের অবস্থা নিয়েই একেবারেই খুশি নন প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

গত বারের মতো এই পিচ ওতটা খারাপ না হলেও, টেস্ট ক্রিকেটের পক্ষে অযোগ্য বলেই সাফ দাবি চোপড়ার। দ্বিতীয় দিনের খেলা শেষে প্রাক্তন ভারতীয় ওপেনার, ‘নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওয়ান্ডারার্সের পিচ নিয়ে নিজের বিতৃষ্ণার কথা জানিয়ে দাবি করেন, দ্বিতীয় দিনের পিচ হিসেবে এতে অত্যাধিক পরিমাণে বাউন্সের তারতম্য চোখে পড়ছে। গতবারের পিচ এর থেকেও অনেক খারাপ ছিল, তবে এবারেরটাও অন্তত আমার মতে, টেস্ট ক্রিকেটের জন্য একেবারেই উপযুক্ত নয়।’

বন্ধ করুন