জোহানেসবার্গের ওয়ান্ডারার্স বরাবর ভারতের কাছে পয়া মাঠ। এই মাঠে আগের ৫টি টেস্টের মধ্যে ২টি'তে জিতেছে টিম ইন্ডিয়া। ড্র হয়েছে ৩টি টেস্ট। উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়ে মোট ৬ জন ভারতীয় বোলার এই মাঠে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
1/6অনিল কুম্বলে: ১৯৯২-৯৩'এর দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গে ভারতীয় বোলারদের মধ্যে প্রথম এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন অনিল কুম্বলে। তিনি ৫৩ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। তিনিই একমাত্র ভারতীয় স্পিনার, যাঁর ওয়ান্ডারার্সে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে। এই টেস্টের আগে পর্যন্ত জোহানেসবার্গে ভারতীয়দের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড রয়েছে কুম্বলের দখলেই।
2/6জাভাগাল শ্রীনাথ: ১৯৯৬-৯৭ মরশুমে ওয়ান্ডারার্সে ১০৪ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন শ্রীনাথ।
3/6এস শ্রীসন্ত: ২০০৬-০৭ সালের দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গ টেস্টের এক ইনিংসে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন এস শ্রীসন্ত।
4/6জসপ্রীত বুমরাহ: ২০১৭-১৮'র শেষ দক্ষিণ আফ্রিকা সফরে জসপ্রীত বুমরাহ জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৫৪ রানে ৫ উইকেট দখল করেন।
5/6মহম্মদ শামি: ২০১৭-১৮ মরশুমে ওয়ান্ডারার্সে যে টেস্টের প্রথম ইনিংসে বুমরাহ ৫ উইকেট দখল করেন, সেই টেস্টেরই দ্বিতীয় ইনিংসে শামি নেন ২৯ রানে ৫ উইকেট।
6/6শার্দুল ঠাকুর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন শার্দুল। তিনি ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন। সুতরাং, ভারতের এই দলের তিন পেসার শামি, বুমরাহ ও শার্দুলের ওয়ান্ডারার্সের এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।